নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

» মোবাইলগ্রাফী.... ৭ (ভেজা দিন, ভেজা পাতা, মনে যেনো শান্তির ছাতা)

৩০ শে মে, ২০১৬ দুপুর ১২:১৮

ছবিগুলো গতকাল তুলেছিলাম খুব সকালে...... রাতের বেলা বৃষ্টি হইছিল । তো সকালে স্কুলে গিয়ে হাঁটতে গিয়ে দেখি সবুজ পাতায় পাতায় ভেজা অনুভূতি ঝুলে আছে। অনুভবে সে অনুভূতিগুলো তো অবশ্যই মনে সেঁটে রাখতে হবে তাই মোবাইলেই সেড়ে নিলাম কর্মখান। অনেক ছবি তুলতে ইচ্ছে হইছিল কিন্তু এত্ত আপলোড করলে সবাই আমারে বকবে। তাই অল্পৱর উপরই চলে গেলো আজ।

১।
ভেজা দিন ভেজা পাতা
মনে যেনো সুখের ছাতা


২।
মুক্তোর দানা ভেজা পাতায়
তুলে রাখলাম কাব্যের খাতায়।


৩।
বৃষ্টির মুক্তো বলে ওরে পুঁই
নড়িস না তোর বুকে একটু শুই


৪।
ক্ষুদ্র ক্ষুদ্র কণায় কি স্নিগ্ধতা
স্পর্শ করলে হেসে উঠি মুগ্ধতায়।


৫।
কচু পাতায় টলমলে জল
করছে আহা কেমন যে ছল
পড়ে আবার পড়ে না সে
কেরে..........
কচু পাতায় মুক্তা চাষে।



৬।
জলে ধুয়ে গেলো ধূলোবালি
সাজিয়ে দিলো ঐ মুক্তোর ডালি


৭।
চিড়ল পাতায় বৃষ্টি পড়ে
মুক্তো সাজায় থরে থরে
গলে গলে পড়ছে দেখি
মুক্তো হলোনা দুল একি!!


৮।
পাতার ডগায় বৃষ্টির জলে
ভিড় জমায় দলে দলে
বাতাস এলেই গড়িয়ে যায়
স্পর্শ দিয়ে যায় আমার পায়।


৯।
পাতার জামায় মুক্তোর চাষে
বৃষ্টি নাকি ভালবাসে
সবুজ করে আরো সবুজ
বৃষ্টির ফোঁটা হয়ে অবুঝ।


১০।
সন্ধ্যামালতির বাড়ি গিয়ে
স্নিগ্ধতা যে আনলাম ছিনিয়ে
বৃষ্টি ধুইলো মালতির পাতা
আহ মালতিতে কাব্যগাঁথা।


১১।
বকুল পাতায় বৃষ্টির পানি
মুছে দিলো ধূলোর গ্লানি
আফোটা বকুল ঠাঁয় বসে
ক্যামনে ফুঁটবে অংক কষে।


১২।
পাতায় পাতায় ফুলে ফুলে
বৃষ্টির মুক্তা আছে ঝুলে
বন্ধু তুমি দেখে যাও-না
মুক্তো তুলে হাতে দাওনা


১৩। ভেজা দিনে মন ভিজিয়ে
বৃষ্টি ঝরে ঝিরঝিরিয়ে
পাতায় পাতায় পানির ফোঁটা
সিক্ত করলো ফুলের বোঁটা।


১৪।
সজীব সজীব পাতাগুলো
হাওয়ায় দুলছে এলোমেলো
ফুটবে হঠাৎ সাদা ফুলটি
ভেঙ্গে যাবে বৃষ্টির ভুলটি।


১৫।
কামিনীর পাতায় লেপ্টে আছে স্নিগ্ধতা
ইচ্ছে করেই ছুঁয়ে দেই
শীতল অনুভবে ভেসে যাই কল্পনায়
হাজার ছন্দ ফিরে আসে মনে
আচম্বিতে মনের খাতায় লিখা হয়ে যায়
হাজার গল্প গান কবিতা।


১৬।
ভেজা দিন ভেজা মাটি
আহ কি শীতল পরিপাটি
স্নিগ্ধ স্পর্শ দূর্বাঘাসে
কে রে সেথা মুক্তা চাষে?


১৭।
মুক্তার ক্ষেতে ভাল ফলন
যদি না হয় হঠাৎ গলন
পড়ব মুক্তা কানে গলায়
বসে আছি দূর্বার তলায়।


১৮।
এসোনা দেখো নাকফুল পড়ে গেলো ঘাসে
সেঁটে আছে নাকফুল সবুজে
তুমি নেই বলে পাশে
দাওনা এনে হলুদ নাকফুল
নাকে চাবি এঁটে দিব ভালবাসায়।


১৯।
ভেজা মনে বসে বসে
বেজার মুখে উদাস দৃষ্টি
সব ভিজিয়ে দিতে হঠাৎ
ঝরঝরিয়ে নামবে বৃষ্টি।


২০।
ভেজা বৃক্ষ ভেজা পাতা
তবু তিক্ত মন গরম মাথা
চোখের নিচে ঘামের বহর
ব্যস্ত হচ্ছে ধীরে শহর।


২১।
অবশেষে.....

পা দুলিয়ে বসে আছি
ঊর্মি উঠা বৃষ্টির জলে
নগ্ন পায়ে বৃষ্টির ছোঁয়া
আহ কি স্নিগ্ধ টলমলে।

ভালবাসি এমন দিনের
বৃষ্টির জলের নগ্ন ছোঁয়া
উদাস দুপুর উদাস বিকেল
বৃষ্টির তরে যায় মন খোয়া।

পা ডুবিয়ে বসতে ইচ্ছে
বৃষ্টি আসকু ঝরঝরিয়ে
টিনের চালে বৃষ্টি পড়ুক
আচম্বিতে গড়গড়িয়ে।

মন্তব্য ২২ টি রেটিং +৭/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ৩০ শে মে, ২০১৬ দুপুর ১২:৪০

বিদ্রোহী সিপাহী বলেছেন: চির সবুজের বৃষ্টিতে অবগাহন...
সাথে কবিতার ছোঁয়া... দারুণ

০১ লা জুন, ২০১৬ সকাল ১১:৩৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাইটি
ভাল থাকুন সাথেই থাকবে আশা রাখছি :)

২| ৩০ শে মে, ২০১৬ দুপুর ১২:৫৯

হাবীব কাইউম বলেছেন: পাগল করা সব ছবি...আগেরবারের ফুলের ছবিগুলোর চেয়ে সুন্দর। সতেজতার বহিঃপ্রকাশ।

০১ লা জুন, ২০১৬ সকাল ১১:৪০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাইয়া
ভাল থাকুন
লেট আনসার সরি

৩| ৩০ শে মে, ২০১৬ বিকাল ৩:২৪

ডঃ এম এ আলী বলেছেন: বৃষ্টির ফোটাগুলো মুক্তাদানার মতো
যেভাবে ছড়ালো পুই, চম্পা, কচুপাপাতা
চিরল দেবদারো মিহি কামিনি কাঠবেলী
সন্ধামালতি , শিয়াল মুখী আর ঘাসফুলে
কোন কিছই এরায়নি তার দেখে গেছে সবি
পাঠকে আর অনুসন্ধানী প্রথম আলোর ভাইসাবে।

অনেক ভাল লাগল। ভাল থাকুন
বৃষ্টির ফোটাগুলো মুক্তাদানার মতো
যেভাবে ছড়ালো পুই, চম্পা, কচুপাপাতা
চিরল দেবদারো মিহি কামিনি কাঠবেলী
সন্ধামালতি , শিয়াল মুখী আর ঘাসফুলে
কোন কিছই এরায়নি তার দেখে গেছে সবি
পাঠকে আর অনুসন্ধানী প্রথম আলোর ভাইসাবে।

অনেক ভাল লাগল। ভাল থাকুন

০১ লা জুন, ২০১৬ দুপুর ১২:০০

কাজী ফাতেমা ছবি বলেছেন: কবিতা সুন্দর হইছে
আন্তরিক ধন্যিবাদ ভাল থাকুন সবাইকে নিয়ে

৪| ৩০ শে মে, ২০১৬ বিকাল ৩:৪২

ডঃ এম এ আলী বলেছেন: ছবি ডাউনলোড করে পোস্টে ক্লিক করার পরে লিখা ডাবল আসল আজিব কান্ড । সংসোধনের উপায় নাই আজিবই রয়ে গেল, এটা জানাব সামুর বিজ্ঞ ভাই সাহেবদেরে ।

০১ লা জুন, ২০১৬ দুপুর ১২:০০

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম তাইতো দেখতেছি

৫| ৩০ শে মে, ২০১৬ বিকাল ৩:৪৮

উল্টা দূরবীন বলেছেন: এত্ত এত্ত ভালো ছবি দিলে মানুষ বকবে কেন শুনি?

ছবি আপার ছবিতে স্নিগ্ধতার ঘ্রাণ প্রবল, আবেদনময়ী হৃদয়েশ্বরীর ভেজা চুলের মত ব্যাকুলতা।

এক এবং উনিশ নাম্বার ছবি অসম্ভব রকমের ভালো লেগেছে। ছবির সাথে মিল রেখে ছন্দকবিতা গুলোও দারুণ।

পোস্টে প্লাস।

০১ লা জুন, ২০১৬ দুপুর ১২:০১

কাজী ফাতেমা ছবি বলেছেন: কি সুন্দর কথাগুলো

অসংখ্য ধন্যবাদ ভাইয়া

ভাল থাকুন সর্বদা

৬| ৩১ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:০১

শাহাদাত হোসেন বলেছেন: চমৎকার ছবিগুলো সাথে মানানসই ছড়া !

০১ লা জুন, ২০১৬ দুপুর ১২:০১

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ শাহাদাত ভাল থাকুন

৭| ৩১ শে মে, ২০১৬ রাত ৮:২৫

অশ্রুকারিগর বলেছেন: মুক্তোদানার মত বৃষ্টির পানি দেখে মনটা শীতল হয়ে গেল। আহা !

০১ লা জুন, ২০১৬ দুপুর ১২:২৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ...। ভাল থাকুন

৮| ০১ লা জুন, ২০১৬ সকাল ১১:০৩

নাবিক সিনবাদ বলেছেন: দারুণ!!

০১ লা জুন, ২০১৬ দুপুর ১২:২৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: অেনেক অনেক ধন্যবাদ ভাইয়া

৯| ০১ লা জুন, ২০১৬ সকাল ১১:৩৮

সিলা বলেছেন: ছবি গুল আনেক সুন্দর হইছে।
এগুলকি মোবাইলে তোলা?

০১ লা জুন, ২০১৬ দুপুর ২:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ

১০| ০১ লা জুন, ২০১৬ সকাল ১১:৩৯

সিলা বলেছেন: ছবি গুল আনেক সুন্দর হইছে।
এগুলকি মোবাইলে তোলা?

০১ লা জুন, ২০১৬ সকাল ১১:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি আপু মোবাইলে তোলা
স্যামসাং এ সেভেনে । ধন্যবাদ অনেক অনেক
ভাল থাকুন সর্বদা

১১| ০২ রা জুন, ২০১৬ রাত ১১:৪৬

কাশফুল মন (আহমদ) বলেছেন: দারুণ,পুরায় ফটোগ্রাফার,,,

০৫ ই জুন, ২০১৬ দুপুর ১২:২৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাইয়া :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.