নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

তার দয়াতেই আমরা বাঁচি (কবিতা+ছB=ছBতা)

৩১ শে মে, ২০১৬ বিকাল ৩:০৭

©কাজী ফাতেমা ছবি

প্রজাপতি ফড়িং পাখি
রঙে রঙিন ভরা ভূবন
হাজার রঙের আলোয় মাখা
আল্লাহ্ দিলেন সুন্দর জীবন


যেদিক তাকাই রঙে ভরা
ফুল পাখিদের গায়ে গায়ে
মুগ্ধ হয়ে শান্তি মনে
দাঁড়াই কভু গাছের ছায়ে।


প্রজাপতির পাখায় পাখায়
হাজার রঙ ছড়িয়ে আছে
মিশে আছে রঙের ছটা
ফড়িং ফুলে কিংবা মাছে।


গোলাপ জবা বেলী বকুল
সেজে আছে রঙিন জামায়
এতো রঙ ওরা পেলো কই
বলতে পারো কেউ কি আমায়?


রঙবেরঙে সেজে আছে
গেছো কুনো ব্যাঙেরা সব
ঘ্যাঙর ঘ্যাঙর পানির মাঝে
দিবারাতি সুর কলরব।


চড়ুই দোয়েল টিয়া ময়না
ধূসর সবুজ কিংবা কালো
ময়ূল তিতির বুলবুলিটা
দেখতে লাগে আরো ভালো্


রাজহাঁস কিংবা মাছরাঙা
তাদের গায়ে শত রঙ যে
পানির মাঝে ডুবে ডুবে
খাদ্য খুঁজার কতো ঢঙ যে!


পোকা মাকড় কীটপতঙ্গ
দেখলে আমার নয়ন জুড়ায়
হরিণ কিংবা বাঘের গায়ে
রঙে আঁকা ডোরায় ডোরায়।


অবাক হয়ে ভাবি কেবল
সন্ধ্যা দুপুর বিকেল প্রাতে
এতো এতো রঙের ছোঁয়া
দিলো কেগো আপন হাতে।

কার দয়াতে পশু পাখি
রঙিন জামায় আছে সেজে
রঙ বিলিয়ে মনের মাঝে
মুগ্ধ করে মোদের কে যে?


তুমি আমি জানি সবাই
দয়াল আল্লা'র দয়া এসব
ধরায় দিছেন রঙ সাজিয়ে
আনন্দ দেয় মোদের সেসব।


এতো রঙের ভীড়ে ভাবি
মানুষের মনে যে কতো রঙ
অনুভূতি অনুভব শিহরণে
ভাল মানুষ সেজে কেউ সঙ।


আল্লা'র দেয়া জীবন নিয়ে
ভাল মন্দে মিশে আছি
দু'চোখ মেলে দেখছি সুন্দর
তার দয়াতেই আমরা বাঁচি।

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ৩১ শে মে, ২০১৬ বিকাল ৩:২১

বিজন রয় বলেছেন: অপূর্ব সুন্দর।
অসাম।

৩১ শে মে, ২০১৬ বিকাল ৪:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: অেনেক ধন্যবাদ বিজন দা ভাল থাকুন

২| ৩১ শে মে, ২০১৬ বিকাল ৩:২৮

ডঃ এম এ আলী বলেছেন: ফুল ও প্রজাপতির ছবিগুলি সুন্দর হয়েছে । প্রজাপতিরা আসবে ছুটে ফুলের সনে ।

৩১ শে মে, ২০১৬ বিকাল ৪:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকু
সুন্দর মন্তব্যের জন্য

৩| ৩১ শে মে, ২০১৬ বিকাল ৩:২৯

ঘটক কাজী সাহেব বলেছেন: বাচ্চা টার ছবি কোথায় পেলেন আপনি, কবি!!!!!

৩১ শে মে, ২০১৬ বিকাল ৫:০৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: ছবিটা কি আপনার প্রিয়?

৪| ৩১ শে মে, ২০১৬ বিকাল ৩:২৯

ঘটক কাজী সাহেব বলেছেন: বাচ্চা টার ছবি কোথায় পেলেন আপনি, কবি!!!!!

৩১ শে মে, ২০১৬ বিকাল ৩:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: নেটে পাইছি কাজী সাব :)

৫| ৩১ শে মে, ২০১৬ বিকাল ৩:৪২

হাসান জাকির ৭১৭১ বলেছেন: ছB আপুর ছবিগুলো অসাধারণ, সাথে দারুন বর্ণনা.......... ভাল লাগল।

৩১ শে মে, ২০১৬ বিকাল ৪:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া ভাল থাকুন

৬| ৩১ শে মে, ২০১৬ বিকাল ৩:৪৫

ঘটক কাজী সাহেব বলেছেন: মনে হয় না, এই ছবি কেউ আমাকে ... ভালো থাকুন বোন, বুঝে নিয়েছি। সব সময়.........

৩১ শে মে, ২০১৬ বিকাল ৩:৪৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: নেট ছাড়া আর ছবি কই থেকে পাবো .... কি বুঝেছেন একটু যদি বুঝায় দিয়া যাইতেন

আপনিও ভাল থাকুন সর্বদা স্বপরিবারে

৭| ৩১ শে মে, ২০১৬ বিকাল ৪:২৯

সিলা বলেছেন: ছবি গুল সব দারুন হইছে আপি....
সুধু তাকিয়েই থাকতে ইচ্ছে করে :)

৩১ শে মে, ২০১৬ বিকাল ৪:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: কষ্ট করাটা সার্থক হলো । ভাল লাগলে আমারো ভাল লাগে

অনেক অনেক ধন্যবাদ ভাল থাকুন আপি :)

৮| ৩১ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:৪৮

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

০১ লা জুন, ২০১৬ দুপুর ২:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ দাদা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.