নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
ব্যথা'রা জড়িয়ে থাকে জীবনের আষ্টেপৃষ্টে
কেন এত অবহেলা লুকিয়ে থাকে অদৃষ্টে!
সম্পর্কের জালে বন্দী,জীবনটা আঁস্তাকুড়
চলার পথ আমার অবিস্তির্ণ
খানাখন্দ অন্ধকার ঘোর।
বুকে বাজে অবিরাম চিনচিন বিষবাঁশি
সুখ হলো অবিন্যস্ত দু:খগুলো অবিনাশী
আঘাতে আঘাতে হলো এ জীবন জেরবার
মুহুর্তে হারাতে শূণ্যে মন চায়
লোকালয় ছাড়বার।
সুখের বাজার আজ এতই দুর্মূল্য
ভাবিন কখনো আগে
খুব হিমেও সবার্ঙ্গ পুড়ে ভষ্ম
কটু বচন নিদাঘে।
31 October 2014.
০৫ ই জুন, ২০১৬ বিকাল ৩:২১
কাজী ফাতেমা ছবি বলেছেন: দুষ্কু থেকে আহা কি সুখ আহা কি সুখ
২| ০৫ ই জুন, ২০১৬ বিকাল ৩:১৯
বিজন রয় বলেছেন: লগিন হয়েই আপনার কবিতা!!
দেরী না করে ঢুকে পড়লাম।
কবিতার মূলকথা প্রথম স্তবকেই পেয়েছি।
++++
০৫ ই জুন, ২০১৬ বিকাল ৩:২২
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ দাদা । ভাল থাকুন
কিন্তু আপনার কোন নতুন লেখা পাচ্ছি নাতো
৩| ০৫ ই জুন, ২০১৬ বিকাল ৩:২৬
বিজন রয় বলেছেন: আমি তো খুব ভাল লিখতে পারি না। তাই নিজের লেখা পোস্ট করতে লজ্জ্বা পাই। কে কি বলে দিবে হুট করে। এজন্য মাঝে মধ্যে দু-একটি পোস্ট করি ভয়ে, শঙ্কায়, দ্বিধায়।
তবে একটি লেখা মনে হয় পোস্ট দিব শীঘ্রই।
০৫ ই জুন, ২০১৬ বিকাল ৩:৩১
কাজী ফাতেমা ছবি বলেছেন: এটা আপনি কি বললেন বিজন দা ....। কই আপনি আর কই আমি । আমি যেখানে না ডরাইয়া প্রতিদিনই লিখি প্রতিদিনই পোস্ট করি ডরাই না আর আপনার মুখে এমন কথা শুনে ডরাইতাছি দেখি। আচ্ছা সবাই যদি কবি হইয়া যায় তবে অকবিদের কি হবে শুনি।
কোন ডর ভয় নাই । খালি লিখবেন আর পোস্টাইবেন ব্যস
আমি পাঠক আছি ইনশাআল্লাহ
৪| ০৫ ই জুন, ২০১৬ বিকাল ৩:৩০
কবি হাফেজ আহমেদ বলেছেন: বুকে বাজে অবিরাম চিনচিন বিষবাঁশি
সুখ হলো অবিন্যস্ত দু:খগুলো অবিনাশী
আঘাতে আঘাতে হলো এ জীবন জেরবার
মুহুর্তে হারাতে শূণ্যে মন চায়
লোকালয় ছাড়বার।
সুখের বাজার আজ এতই দুর্মূল্য
ভাবিন কখনো আগে
খুব হিমেও সবার্ঙ্গ পুড়ে ভষ্ম
কটু বচন নিদাঘে
দারুন ! ভালো লাগল খুব।
০৫ ই জুন, ২০১৬ বিকাল ৩:৩২
কাজী ফাতেমা ছবি বলেছেন: অসংখ্য ধন্যবাদ কবি ভাই
আপনাদের সুন্দর মন্তব্য পেলে লিখতে আরো সাহসী হয়।
যদিও এই লেখাটি ২০১৪ সালের লিখা । তখন কি দু:খ ছিল সেটা মনে নেই। দু:খ আছে বলেই তো সুখ অনুভব করা যায়।
ভাল থাকুন সর্বদা
৫| ০৫ ই জুন, ২০১৬ বিকাল ৩:৪৪
হাসান জাকির ৭১৭১ বলেছেন: সুখের বাজার আজ এতই দুর্মূল্য
ভাবিন কখনো আগে
সুখের বাজার সর্বদাই দুর্মুল্য। ভাল লাগল।
০৬ ই জুন, ২০১৬ বিকাল ৩:৫৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া ভাল থাকুন
৬| ০৫ ই জুন, ২০১৬ বিকাল ৩:৪৪
হাসান জাকির ৭১৭১ বলেছেন: সুখের বাজার আজ এতই দুর্মূল্য
ভাবিন কখনো আগে
সুখের বাজার সর্বদাই দুর্মুল্য। ভাল লাগল।
০৬ ই জুন, ২০১৬ বিকাল ৩:৫৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ
৭| ০৫ ই জুন, ২০১৬ বিকাল ৪:৪৮
শামছুল ইসলাম বলেছেন: মাছের বাজার,তরকারির বাজারের দুর্মূল্যের খবর সবাই রাখে; তবে সুখের বাজারেও যে চলছে সেই ধারা, আপনার কবিতায় তা ফুটিয়ে তুলেছেন সুন্দর ভাবেঃ
//সুখের বাজার আজ এতই দুর্মূল্য
ভাবিন কখনো আগে
খুব হিমেও সবার্ঙ্গ পুড়ে ভষ্ম
কটু বচন নিদাঘে।//
ভাল থাকুন। সবসময়।
০৬ ই জুন, ২০১৬ বিকাল ৪:০০
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া ভাল থাকুন
৮| ০৫ ই জুন, ২০১৬ বিকাল ৫:২৪
কাওসার_সিদ্দিকী বলেছেন:
০৬ ই জুন, ২০১৬ বিকাল ৪:০০
কাজী ফাতেমা ছবি বলেছেন: অবাকিত কেনো ?
ধন্যবাদ
৯| ০৫ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৫৭
কালনী নদী বলেছেন: আহা আমার বোনের মনে যেন শান্তি ফিরে আসে! তাঁকে লোকালয় ছাড়তে না হয়।
০৬ ই জুন, ২০১৬ বিকাল ৪:০১
কাজী ফাতেমা ছবি বলেছেন: াহাহাহাহা আল্লাহর রহমনে শান্তি আছে ভাইয়া দোয়া করবেন
অনেক ধন্যবাদ
১০| ০৬ ই জুন, ২০১৬ রাত ১:০৩
এইচ এম শরীফ উল্লাহ বলেছেন: জীবন স্বপ্নের পদচীহ্নে খুবি অনুসারিত
এরাই জীবনকে না পাওয়ার গ্লানির
সরোবরে চুবিয়ে মাড়ে।
----শুভেচ্ছা জানবেন
০৬ ই জুন, ২০১৬ বিকাল ৪:০১
কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম সত্য কথা
অনেক ধন্যবাদ ভাল থাকুন ভাইয়া
১১| ০৬ ই জুন, ২০১৬ রাত ১:৩৩
টুথব্রাস বলেছেন:
বন্ধ হতে যাচ্ছে ফেসবুক !
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সর্ববৃহৎ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। ২০০৪ সালে প্রাইভেট নেটওয়ার্ক হিসেবে প্রতিষ্ঠিত হবার তিনবছর পর ২০০৭ সালে বিশ্বব্যাপী ফেসবুক তাদের সার্ভিসটি উন্মক্ত করে।
একের পর এক নতুন ও আকর্ষণীয় ফিচার এনে ফেসবুক কর্পোরেশন ইতিমধ্যে সোশ্যাল নেটওয়ার্কিং জগতের ধারাই বদলে দিয়েছে।
সম্প্রতি ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ জানিয়েছেন, ২০৭৩ সালে তারা ফেসবুক স্থায়ীভাবে বন্ধ করে দিয়ে গোয়াবুক নামে নতুন একটি সোশ্যাল নেটওয়ার্ক সাইট চালু করবেন। ফেসবুকের কোনো ডাটাই সেখানে থাকবেনা। নতুন করে সবকিছূ শুরু করা হবে। এখবরটি শুনে বিশ্বব্যাপী তুমুল হইচই শুরু হয়ে গেছে। বিশ্বের নানাপ্রান্তের ফেসবুক ইউজাররা ইতিমধ্যেই জুকারবার্গের স্ত্রী প্রিসিলা চ্যান কে নিয়ে গালাগালি শুরু করে দিয়েছে।
প্রিসিলা খুব শীঘ্রই আইডি ডিএকটিভেট করে দিবে বলেও জানিয়েছেন মার্ক জুকারবার্গ। ঘটনাটিতে তিনি খুবই ব্যথিত ও মর্মাহত। – প্রথম আলু ডেস্ক
০৬ ই জুন, ২০১৬ বিকাল ৪:০৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: বন্ধ হয়ে যাক
১২| ০৬ ই জুন, ২০১৬ রাত ৩:৪৪
ডঃ এম এ আলী বলেছেন: খুব দূ:খের কবিতা , একে কি বলা যায় , এটা পড়লে অকবিও কবি হয়ে যাবে ।
সুন্দর প্রকাশ । বিজনদার মত বলতে হয় প্রথম স্তবকেই কবিতার ভাব মুর্ত হয়ে উঠেছে ।
০৬ ই জুন, ২০১৬ বিকাল ৪:২৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাল থাকুন
১৩| ০৬ ই জুন, ২০১৬ বিকাল ৩:৪৪
উল্টা দূরবীন বলেছেন: চমৎকার বহিপ্রকাশ। ভালো লাগলো।
০৬ ই জুন, ২০১৬ বিকাল ৪:২৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাইয়া ভাল থাকুন
১৪| ০৬ ই জুন, ২০১৬ বিকাল ৪:৫৪
কালনী নদী বলেছেন: খোদা-তালার শুকরাণা- রামাদার মোবারক বোন!
০৬ ই জুন, ২০১৬ বিকাল ৫:০৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খায়ের
আপনাকেও রমজানের শুভেচ্ছা
©somewhere in net ltd.
১| ০৫ ই জুন, ২০১৬ বিকাল ৩:১৬
গেম চেঞ্জার বলেছেন: আহা! কি দুস্কু দুস্কু!!!!!!