নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
বরবারের মতো এবারও মোবাইলগ্রাফীতে নিয়ে এলাম হাবিজাবি বা এলোমেলো কিছু ছবি। কৃষ্ণচুড়া, কামিনীর পাপড়ীতে ঢাকা রাস্তা কিংবা সবুজের বুকে লুকিয়ে কৃষ্ণচুড়ার খেলাধূলা। অনেকেরই ভাল লাগবে হয়তো । হয়তো অনেকের ভাল লাগবে না। তবু শখের বশে উঠানো ছবিগুলোতো আর ফেলে দিতে পারিনা।
১। এই ফুলের নাম জানিনা সরি। তবে বাগানে ফুটে থাকলে বেশ লাগে দেখতে । ঘ্রাণহীন ফুল এগুলো।
২। কামিনীর পাপড়ীগুলো এভাবেই ঝরে পড়েছিল রাস্তায় । পাশ দিয়ে হাঁটার সময় কেমন জানি ঘ্রানে মাতাল মাতাল লাগে। কিছুক্ষণ না দাড়িয়ে উপায় নেই।
৩। দেখুন কিভাবে পাপড়ীগুলো রাস্তায় ফুলের বিছানা তৈরী করে নিয়েছি।
৪। একদা একটা কৃষ্ণচুড়ার পাপড়ী কুড়িয়ে এনেছিলুম হাতে করে...... ব্যস ফটোগ্রাফীও হয়ে গেলো । ঐ যে দেখা যাচ্ছে কৃষ্ণচূড়ার গাছটি ।
৫। হাতের মুঠোয় কৃষ্ণচুড়া। সুন্দর বন্দি করে নিলুম
৬। আরেকটি ক্লিক
৭। সবুজের বুকে লাল সেতো থাকবেই চিরকাল......... চিরস্থায়ী বসবাস সবুজের বুকে লালের । আমাদের গর্ব অহংকার
৮। মে ফুল.........
৯। সুবজ ঘাসে কৃষ্ণচুড়ার পাপড়ী লুকিয়ে থাকে । ধীরে ধীরে মিশে যায় মাটিতে। আমাদের মতই
১০। চলার পথটি কৃষ্ণচুড়া দখল করে রাখে তাই হাঁটতে হয় খুব সাবধানে
১১। কৃষ্ণচূড়ার গালিচা
১২। স্কুলগামী বাচ্চারা কৃষ্ণচুড়ার গালিচায় হেঁটে যাচ্ছে
১৩। ঘাসের বুকে লুকিয়ে
১৪। পাঁপড়িগুলো এভাবে ঝরে পড়ে আয়ূ ফুরিয়ে গেলে
১৫। কৃষ্ণচূড়া বৃক্ষটি
১৬। হলুদ ফুলের বাগান
১৭। এগুলো নাকি রাঁধাচূড়া বলে ।
১৮। মে ফুল
০৭ ই জুন, ২০১৬ সকাল ১১:০৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া ভাল থাকুন
২| ০৬ ই জুন, ২০১৬ বিকাল ৫:৫৩
শোভন ব্লগ বলেছেন: সুন্দর ছবি শেয়ার কার জন্য ধন্যবাদ ..
০৭ ই জুন, ২০১৬ সকাল ১১:০৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকস এ লট ভাল থাকুন
৩| ০৬ ই জুন, ২০১৬ বিকাল ৫:৫৯
রিকি বলেছেন: ওয়াও
০৭ ই জুন, ২০১৬ সকাল ১১:১২
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ভাল থাকুন
৪| ০৬ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:১৪
ডঃ এম এ আলী বলেছেন: খুব সুন্দর ফুল ও ঝড়া ফুল , পৃথিবীতে ঝড়া ফুলের সংখ্যাটাও কম না , কে রাখে ঝড়া ফুলের খবর , তবু ভাল ঝড়া ফুল ও পেয়েছে যে ঠাই কারো না কারো কেমেরার শাটারে ।
০৭ ই জুন, ২০১৬ সকাল ১১:১২
কাজী ফাতেমা ছবি বলেছেন: জি ঠিক বলেছেন। কে রাখে তার খবর । সবাই পায়ে দলে হেঁটে যায়। তবে আমি যাই না
ধন্যবাদ অনেক অনেক
৫| ০৬ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:২৬
বিদ্রোহী ভৃগু বলেছেন:
ফুলে ফুলে ঢলে ঢলে
বহে কিবা মৃদু বায়...
দারুন ফুলেল পোষ্টে ++++
(কৃষ্ণচূড়া পাপড়ির বিছানো পথ) = কৃষ্ণচূড়ার পাপড়ি বিছানো পথ কেন যেন সহজ লাগে
++++
০৭ ই জুন, ২০১৬ সকাল ১১:২৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ । ঠিক করে নিয়েছি
৬| ০৭ ই জুন, ২০১৬ সকাল ১০:১৮
বৈশাখের আমরণ নিদাঘ বলেছেন: ওরে হেভিওয়েট পোস্ট! ডিএসএলআর নাকি? দেখতে ভালোলাগলো। তবে যারা মোবাইল নেট ইউজ করে, তারা এই পোস্টে ঢুকলেই এক ধাক্কায় ১০০ খসে যাবে। ১০০ মেগাবাইট।
শুভকামনা রইলো।
০৭ ই জুন, ২০১৬ সকাল ১১:১৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: না ডিয়েসেলার না। মোবাইলে তোলা ছবি
হুম সরি ... কিন্তু ছবিগুলো এমন না দিলে সুন্দরও দেখা যায় না।
ধন্যবাদ অনেক অনেক
৭| ০৭ ই জুন, ২০১৬ দুপুর ১:২০
নয়ন বিন বাহার বলেছেন: মনটা খারাপ ছিল, আপনার পোস্টটি দেখে ভাল হয়ে গেল।
ধন্যবাদ পরিচ্ছন্ন চিন্তা শেয়ার করার জন্য..........
১২ ই জুন, ২০১৬ সকাল ১১:০৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব ভাল লাগল শুনে। অসংখ্য ধন্যবাদ নয়ন ভাইয়াকে
৮| ০৭ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮
নীল বরফ বলেছেন: ১০,১১ বেশি ভালো এসেছে। শুভ কামনা রইলো.
১২ ই জুন, ২০১৬ দুপুর ১:২৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে । ভাল থাকুন
৯| ০৮ ই জুন, ২০১৬ দুপুর ১:১৮
আলভী রহমান শোভন বলেছেন: সুন্দর সব ফুলের সমাহার। সুন্দর এসেছে ছবি গুলো। একটা ব্যাপার, যেটাকে রাঁধাচূড়া বলছেন সেটা আসলে স্বর্ণচূড়া। রাধাচূড়ার রঙ লাল এবং কমলা হয়ে থাকে।
১২ ই জুন, ২০১৬ দুপুর ১:২৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: তাই নাকি। হাহাহা আমি তো শুনছি এটা রাঁধাচূড়া । যাইহোক নতুন করে শিখলাম ধন্যবাদ আপনাকে
©somewhere in net ltd.
১| ০৬ ই জুন, ২০১৬ দুপুর ২:৫০
উল্টা দূরবীন বলেছেন: নয়নাভিরাম দৃশ্য। খুব ভালো লেগেছে।