নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
যে, যারা অন্যায়ভাবে তর্ক করতে পারে সমাজে- জিতেই যায় বুঝে না বুঝে
অন্যায় কলহে পটু হলেও মানুষ কারণে অকারণে দেখি তারেই খুঁজে।
যারা চুপচাপ সয়ে যায় তাদের উপর চাপিয়ে দেয়া হয় সব জঞ্জাল
চুপসে যায় সেসব লোক আটকে দেয় তাদের শত সমস্যার বেড়াজাল।
কলহে যারা পটু না তারা শুধু কবিতাতেই ছুঁড়ে ফেলতে যায় সব দু:খ
দু:খের নদী সাগর বহমান কবিতায়, কাব্যতা হারিয়ে সে কবিতা রুক্ষ।
সে নিজেও জানেনা শুধু তার কবিতা জানে সে কষ্টে কত ভাসায়েছে বুক
কবিতার শব্দে কিংবা লাইনে, প্যারায় দু:খ উগরে দিয়ে সে পায় বড় সুখ।
কভু কবিতা লিখতে গিয়ে চোখ দুটো তার অকপটে হয়ে যায় অশ্রুনদী
কলমের নীল কালি চুষে নেয় কাগজ তবুও দু:খ বয়ে চলে নিরবধি।
তর্কে জিতে যায় যারা তাদের চোখেতে কখনো শ্রাবণের জলধারা দেখিনি
তবুও কেন মানুষ তাদের কাছ থেকে অবাধ্য অন্যায় যুক্তি তর্ক শিখেনি।
তাদের চোখের কোণে জমতে দেখিনি কখনো আমি এক ফোঁটা শিশির বিন্দু
বুকেও তাদের জমা থাকেনা কখনো কষ্ট-যন্ত্রণায় ভরা নদী কিংবা সিন্ধু।
নিরবে যারা মানুষ ভালবাসতে চায় তারা পেয়ে যেতে থাকে শুধু উপেক্ষা
মন পাওয়ার জন্য তাদের- কেহই করেনা কোনোদিন সীমাহীন অপেক্ষা।
তারা অনুভূতিহীন চোখ নিয়ে বাঁচে বুক জুড়েই বিরাজে ধূঁধূঁ মরুভূমি
স্যাঁতস্যাঁতে শ্যাওলারা বাঁধতে বাসা দখল করে তার শুদ্ধ সে বুকের জমি।
কলহে পটু লোকেরা শান্তিপ্রিয় মানুষদের বুকে যন্ত্রণার তীরটা ছুঁড়ে
কথায় কথায় তর্কে তর্কে সে তীরগুলো বিদ্ধ হতে থাকে ক্রমেই বুক ফুঁড়ে।
শান্তিপ্রিয় মানুষের মনে কখনো তীরন্দাজ হওয়ার সাধ যেনো জাগেনা!
তারা জীবন ভরেই কটু তীক্ত কথা শুনে যায় তবু তারা কেন যে রাগেনা।
ওরা ওদের প্রাপ্যতা বুঝে নেয় চুপচাপের উপর অন্যায় যুক্তি চাঁপিয়ে
কলিজাটা ছিঁড়ে টেনে নিয়ে এরা খায় তবুও প্রকৃতি দেয়না বুক কাঁপিয়ে।
কলহ প্রিয়রা যারা, যে যেমন পারে টেক্কা দিয়েই চলে যেতে যায় সম্মুখে
নিজেদের সব কষ্ট পিছনে ফেলে সুখ কুঁড়াতে আগায় কেবা তাদের রুখে?
আর যারা নিরবেই কষ্ট পেতে ভালবাসে তাদের থাকেনা কোন মনিমুক্তো
সকল উচ্ছ্বাস কেড়ে নিয়ে পিছু ফিরে কলহ প্রিয়রা দেখিয়েই যায় সুক্তো।
শান্তিপ্রিয় মানুষেরা সস্তাতেই রচনা করে চলে তাদের অশ্রুভেজা কাব্য
ব্যর্থতার শত অশ্রুবিন্দু দিয়ে গাঁথা মালা গলে পড়ে এটা যেনো তার প্রাপ্য।
রাত জেগে আবেগের নদী বহায় আর সাদা পাতায় পড়ে হয় দীর্ঘশ্বাস
কলহপ্রিয়রা জানতেই পারেনা অযাচিত সব অশ্রুপাতের হাঁসফাঁস।
১০ জানুয়ারী ২০১৪
০৯ ই জুন, ২০১৬ সকাল ১১:২০
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকস ....। মানুষ এমনই
একটু ভেবে দেখেন...।
ভাল থাকুন ভাইয়া সর্বদা
২| ০৮ ই জুন, ২০১৬ বিকাল ৪:৩৮
কবি হাফেজ আহমেদ বলেছেন: হৃদয় ছোঁয়া কাব্যকথা। খুব ভালো লাগলো কবি।
০৯ ই জুন, ২০১৬ সকাল ১১:২০
কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ হাফেজ ভাইয়া ভাল থাকুন
৩| ০৮ ই জুন, ২০১৬ বিকাল ৪:৫৩
পোড়া কপাইল্লা মিন্টু বলেছেন: অন্যরকম একটা ভাব আছে কবিতায় আপু ।
০৯ ই জুন, ২০১৬ বিকাল ৩:২৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ মিন্টু ভাই
কিন্তু পুড়া কপাইল্লা কেনো শুনি?
৪| ০৮ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:১৮
ডঃ এম এ আলী বলেছেন: খুব ভাল লাগল , কারো কারো ক্ষেত্রে প্রযোয্য হয়ে যেতে পারে ন্যয্যভাবে ।
ধন্যবাদ ।
০৯ ই জুন, ২০১৬ বিকাল ৩:২৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম
অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য ভাল থাকুন
৫| ০৮ ই জুন, ২০১৬ রাত ৮:৫৫
কল্লোল পথিক বলেছেন: কবিতায় একটা সুক্ষ যন্ত্রনা বোধ আছে!
দারুন হয়েছে।
০৯ ই জুন, ২০১৬ বিকাল ৩:২৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম
ধন্যবাদ ভাইয়া ভাল থাকুন
৬| ০৯ ই জুন, ২০১৬ সকাল ৮:৪৮
খায়রুল আহসান বলেছেন: মনে হচ্ছে কোন উদ্ধত 'কলহপ্রিয়' এর আচরণে ব্যথিত হয়ে কবিতাটা লিখেছেন। এটা জানা কথা, ব্যথা পাওয়া বা বেদনাবোধ দ্বারা তাড়িত না হলে ভালো কবিতা লেখা যায় না। কবিতা ভালো হয়েছে।
কবিতায় অনেক কবিরই মনের কথা বলা হয়েছে বলে মনে করি। শেষ চার পংক্তি সুন্দরভাবে কবিতার সমাপ্তি টেনেছে।
তবে কবিতার অবয়বটা দেখতে ততটা ভালো হয়নি। কয়েকটা অনুচ্ছেদে ভাগ করে নিলে আর পংক্তিগুলো আরেকটু হ্রস্ব হলে হয়তো ভালো দেখাতো।
০৯ ই জুন, ২০১৬ সকাল ১১:০৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: প্রথমেই কবিতা পাঠের জন্য আন্তরিক ধন্যবাদ ভাইয়া । লেখাটি ২০১৪ সালে লিখেছিলাম । তখন কি জন্য লিখেছিলাম সেটা মনে নেই আর তখনকবিতা লেখায় তেমন একটা মেধা ছিল না। কয়েকটা অনুচ্ছেদে ভাগ করে দিলাম । লাইনগুলো ছোট করার সুযোগ পেলাম না।
আপনার মন্তব্য লেখারয় অনুপ্রেরন যোগায়। ভাল থাকুন সর্বদা
৭| ০৯ ই জুন, ২০১৬ সকাল ১১:১৩
খায়রুল আহসান বলেছেন: আমার সাজেশনটা ইতিবাচকভাবে গ্রহণ করায় আপনাকে ধন্যবাদ।
০৯ ই জুন, ২০১৬ সকাল ১১:২২
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাইয়া আপনি মন খুলে আমার লেখায় মন্তব্য করবেন । ভালমন্দ ...। তবেই না আমার শিখতে সহজ হবে। আর আপনি হবে গুরু
আবারো জাজাকাল্লাহ খায়ের জানাই
৮| ০৯ ই জুন, ২০১৬ বিকাল ৩:২০
বৈশাখের আমরণ নিদাঘ বলেছেন: বিশাল বিস্তৃতির লাইন একেকটা। কবিতা যেমনই হোক, ছন্দ মেলানোও একটা প্রতিভা। আমি পারিনা। +
০৯ ই জুন, ২০১৬ বিকাল ৩:৩০
কাজী ফাতেমা ছবি বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাল থাকুন
৯| ০৯ ই জুন, ২০১৬ রাত ১০:১৬
কালনী নদী বলেছেন: নিরবে যারা অশ্রুপাত করে.... এখানে কালনী মন্তব্য নিষ্প্রয়োজন কিন্তু কবিতা পাঠে আবেগাপ্লুত হলাম বোন।
১২ ই জুন, ২০১৬ সকাল ১০:৩২
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্যে কৃতজ্ঞতা ভাইয়া
ভাল থাকুন
জাজাকাল্লাহ খায়ের
©somewhere in net ltd.
১| ০৮ ই জুন, ২০১৬ বিকাল ৪:০৫
উল্টা দূরবীন বলেছেন: কবিতায় চিড়চিড় করা একটা প্রতিবাদী ভাব আছে। ভাল লেগেছে পড়ে।
কলহে যারা পটু না তারা শুধু কবিতাতেই ছুঁড়ে ফেলতে যায় সব দু:খ -- এই লাইনটা পড়ে কলিজায় হিট খাইছি।