নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

রেখো প্রভু দয়ার ছায়ায় ...

০৯ ই জুন, ২০১৬ সকাল ১০:৪৯


শুভ সকাল
©কাজী ফাতেমা ছবি

শান্তির বার্তা নিয়ে হঠাৎ
ঝুপুরঝাপুর নামল বৃষ্টি
গাছের পাতা বৃষ্টির ছোঁয়ায়
আওয়াজ তুলে কি যে মিষ্টি।

অবাক আমি দাওয়ায় বসে
বৃষ্টির ফোঁটায় আঙ্গুল ছুঁয়াই
এমন দিনে একলা একা
বৃষ্টির মাঝেই মনটা খোয়াই।

ভোরের বৃষ্টি বড় মিষ্টি
নিরব নিথর থাকে সকল
বৃষ্টির শব্দ ঝনঝনানি
একাই করে মনটি দখল।

নারিকেলের পাতায় পাতায়
বৃষ্টি পড়ে টাপুর টুপুর
টিনের চালে বৃষ্টির নৃত্য
পায়ে দিয়ে বাজায় নূপুর।

দূরের মাঠে বৃষ্টি পড়ে
সবুজঘাসে মুক্তোর ফুটা
আরাম দিয়ে ঝরছে বৃষ্টি
কারো যায় নাই নিদ্রা টুটা।

ঘুমে বেঘোর শহর আমার
বৃষ্টি ঝরছে একা একা
ঘুমের আয়েস কেটে গেলে
আর পাবেনা বৃষ্টির দেখা।

ঠাণ্ডা হিমেল হাওয়ার ছোঁয়া
তৃষ্ণা মিটায় বৃষ্টির প্রহর
কেউ জানোনা তোমরা ঘুমে
থই থই করছে বৃষ্টির লহর।

আকাশজুড়ে কালো মেঘ'রা
হেলেদুলে খেলছে দেখো
ঝরবে আবার বৃষ্টি হঠাৎ
বৃষ্টির ছোঁয়ায় স্বপ্ন এঁকো।

ধূলোবালির এই শহরে
বৃষ্টি ঝরে -আল্লা'র রহমত
জ্যৈষ্ঠের রোজায় বৃষ্টি হলো
আল্লাহ্ তা'লার সেরা বরকত।

শোকরিয়া জানাই শ কোটি
দয়ার সাগর আমার প্রভু
তোমার দয়ার ছায়ায় রাখতে
ও প্রভু ভুলোনা কভু।

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুন, ২০১৬ সকাল ১১:২৮

কল্লোল পথিক বলেছেন: নারিকেলের পাতায় পাতায়
বৃষ্টি পড়ে টাপুর টুপুর
টিনের চালে বৃষ্টির নৃত্য
পায়ে দিয়ে বাজায় নূপুর।

বাহ!বেশ ছন্দময়।
কবিতায়++++++++

১২ ই জুন, ২০১৬ দুপুর ১২:৩৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাইয়া ভাল থাকুন

২| ০৯ ই জুন, ২০১৬ বিকাল ৩:৪৯

ডঃ এম এ আলী বলেছেন: ভাল লাগল কবিতা ও ছবি । ভাল থাকার শুভ কামনা থাকল নিরন্তর ।

১২ ই জুন, ২০১৬ দুপুর ১২:৩৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ কবি
ভাল থাকুন

৩| ০৯ ই জুন, ২০১৬ রাত ৯:৪১

কালনী নদী বলেছেন: এবারের বৃষ্টি সত্যি হৃদয় ছোয়া বোন!!! সাথে আপনার কবিতা ও ছবির বাহার যেন সময়টাকেই রাঙিাগয়ে দিল।
অসংখ্য ভালোলাগা জানবেন আপুনি।

১২ ই জুন, ২০১৬ দুপুর ১:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাইয়া । আপনারা মন্তব্য করেন বলেই লেখা পোস্ট করার সাহস পাই। ভাল থাকুন সাথেই থাকুন

৪| ১০ ই জুন, ২০১৬ রাত ১২:৩৩

উল্টা দূরবীন বলেছেন: বৃষ্টির মতই সুন্দর। ভালোলাগা রেখে গেলাম।

১২ ই জুন, ২০১৬ দুপুর ১:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ অনেক অনেক । ভাল থাকুন স্বপরিবারে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.