নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

প্রার্থনা....

১০ ই জুন, ২০১৬ বিকাল ৩:২৮


©কাজী ফাতেমা ছবি
কবুল করো আল্লাহ্ তুমি
এই পাপি বান্দার মোনাজাত
সকল পাপের জ্বালা হতে
দিয়ো আল্লাহ তুমি নাজাত।

দিনে রাতে কত পাপ যে
করে যাই প্রভু বেশুমার
দয়া চাই হেদায়েত দিয়ো
রহমতের ছায়া দাও তোমার।

মনের ভিতর ধরার মোহ
মুছে তুমি দাও হে প্রভু
মোহের টানে পিছন ফিরে
যেতে য্যান্ পারিনা কভু।

অলসতা দাও ভেঙ্গে দাও
মশগুল হবো ইবাদতে
লিপ্ত যেনো না হই আমি
ছোট বড় আর বিদ'আতে।

নামায যেনো পড়তে পারি
তোমার তরে এ মোনাজাত
চোখের তারায় দেখি যেনো
শুধু পাক কোর'আনের আয়াত।

ভাল'র পথে হাঁটতে যেন
দ্বিধাতে না পড়ি কভু
কষ্ট যত হোক না আমার
চলতে চাই সে পথেই তবু।

মন্দ যত লোভের হোক না
পায়ে দলে আগাতে পথ
আল্লাহ, মনে শক্তি দিয়ো
ঠিক চালাই য্যান্ জীবনের রথ।

মনের আবেগ দিয়ে আল্লাহ
হাত তুলে করি মোনাজাত
দানের তরে সদা যেনো
বাড়িয়ে দেই আমার এ হাত।

মন্তব্য ২৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১০ ই জুন, ২০১৬ বিকাল ৩:৩১

বিজন রয় বলেছেন: বিপদে মোরে সাহায্য করো এ নহে মোর......

সুন্দর প্রার্থনা।
++++

১২ ই জুন, ২০১৬ দুপুর ১:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ বিজন দা । আল্লাহ সবাইকে ভাল রাখুন

২| ১০ ই জুন, ২০১৬ বিকাল ৩:৪২

কালনী নদী বলেছেন: বিজন দা- বিপদে মোরে রক্ষা করো
এ নহে মোর প্রার্থনা,
বিপদে আমি না যেন করি ভয়।
দুঃখতাপে ব্যথিত চিতে
নাই বা দিলে সান্ত্বনা,
দুঃখে যেন করিতে পারি জয়।
সহায় মোর না যদি জুটে
নিজের বল না যেন টুটে,
সংসারেতে ঘটিলে ক্ষতি
লভিলে শুধু বঞ্চনা
নিজের মনে না যেন মানি ক্ষয়।
(রবি ঠাকুর)

লেখক--- আরেকটি অসাধারণ কবিতা প্রিয় বোন। made up ma day!!!

১২ ই জুন, ২০১৬ দুপুর ১:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসাধারণ প্রার্থনা কবিতাটি যতবার পড়ি ততবারই ভাল লাগে
আল্লাহ সবাইকে ভাল রাখুন

ধন্যবাদ সুন্দর মন্তব্য রাখার জন্য

৩| ১০ ই জুন, ২০১৬ বিকাল ৪:১০

ডঃ এম এ আলী বলেছেন: মন্দ যত লোভের হোক না
পায়ে দলে আগাতে পথ
আল্লাহ, মনে শক্তি দিয়ো
ঠিক চালাই য্যান্ জীবনের রথ

খুব ভাল লাগল কবিতাখানি ।

১২ ই জুন, ২০১৬ দুপুর ১:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া ভাল থাকুন অনেক অনেক

৪| ১০ ই জুন, ২০১৬ বিকাল ৪:২৩

কবি হাফেজ আহমেদ বলেছেন: মনের আবেগ দিয়ে আল্লাহ
হাত তুলে করি মোনাজাত
দানের তরে সদা যেনো
বাড়িয়ে দেই আমার এ হাত।

খুব ভালো লাগলো।

১২ ই জুন, ২০১৬ দুপুর ১:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ কবি হাফেজ ভাইয়াকে। ভাল থাকুন সুন্দর থাকুন

৫| ১১ ই জুন, ২০১৬ রাত ১:৪৬

কল্লোল পথিক বলেছেন:




চমৎকার হয়েছে।

১২ ই জুন, ২০১৬ দুপুর ১:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়াকে

৬| ১১ ই জুন, ২০১৬ রাত ১১:৫৯

উল্টা দূরবীন বলেছেন: আমিন।


সুন্দর লিখেছেন।

১২ ই জুন, ২০১৬ দুপুর ১:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া ভাল থাকুন

৭| ১২ ই জুন, ২০১৬ ভোর ৪:১৮

কাশফুল মন (আহমদ) বলেছেন: অসাধারণ

১২ ই জুন, ২০১৬ দুপুর ১:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ কবিতাটি পড়ার জন্য ।

৮| ১৩ ই জুন, ২০১৬ দুপুর ১২:১৭

খায়রুল আহসান বলেছেন: বিশুদ্ধ এ প্রার্থনায় কন্ঠ মেলাচ্ছি- আমীন!
প্রার্থনায় নির্মল ভীরু প্রাণের আকুতি খুব সাবলীলভাবে অভিব্যক্ত হয়েছে। চতুর্থ প্লাস দিয়ে গেলাম।
চতুর্থ স্তবকে লিপ্ত যেনো না হই আমি ছোট বড় আর বিদ'আতে কথাগুলোকে লিপ্ত যেনো না হই আমি ছোট বড় কোনো বিদ'আতে করা যায় কিনা ভেবে দেখতে পারেন। আর য্যান্ কথাটাও দুটো স্তবকে ব্যবহার করেছেন। ওটাকে সহজভাবে "যেন" লিখলে কেমন হয়?
কবিতা ভালো লেগেছে। শুভকামনা রইলো।

১৩ ই জুন, ২০১৬ দুপুর ১২:৪৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: ছড়া তো স্বরবৃত্তে লেখা...

অলসতা দাও ভেঙ্গে দাও
মশগুল হবো ইবাদতে
লিপ্ত যেনো না হই আমি
ছোট বড় কোনো বিদ'আতে।

এখানে কোনো দিলে মাত্রা বিভ্রাট দেখা দেয় নয় মাত্রা হয়ে যায়

আর যেনো দুই মাত্রা তবে যেন্ দিতে পারি । ঠিক করে দিছি ভাইয়া

সুন্দর মন্তব্যে লেখায় অনুপ্রাণিত হলাম ভাল থাকুন সর্বদা । শুভকামনা

৯| ১৩ ই জুন, ২০১৬ দুপুর ১২:২৯

ক্যাটালিয়া বলেছেন: ভাল'র পথে হাঁটতে যেন
দ্বিধাতে না পড়ি কভু
কষ্ট যত হোক না আমার
চলতে চাই সে পথেই তবু।


আমিন!
++

১৩ ই জুন, ২০১৬ দুপুর ১:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমিন

অনেক ধন্যবাদ ক্যাটালিয়া
ভাল থাকুন সর্বাবস্থায়

১০| ১৩ ই জুন, ২০১৬ দুপুর ১২:৩২

বৈশাখের আমরণ নিদাঘ বলেছেন: ভালোই লাগলো। শুভকামনা।

১৩ ই জুন, ২০১৬ দুপুর ১:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ নিদাঘ
ভাল থাকুন সর্বদা

১১| ১৩ ই জুন, ২০১৬ দুপুর ১২:৫৯

খায়রুল আহসান বলেছেন: আপনার "গ্রামের মাটি- পাতা-লতার ছB........." লেখাটিতে গতকাল একটা মন্তব্য রেখে এসেছিলাম। আশাকরি দেখে নেবেন সময় করে। এখন তো নোটিফিকেশন পাবার ব্যাপারে কোন নিশ্চয়তা নেই।

১৩ ই জুন, ২০১৬ দুপুর ১:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি ভাইয়া ..... আপনার মন্তব্য পরে সেহরীর সময় শিরোনাম চেঞ্জ করেছি। অফিসের ব্যস্ততার কারণে মন্তব্যের উত্তর দিতে দেরী হচ্ছে সরি ফর লেট ভাইয়া
থ্যাংকস এ লট

১২| ১৪ ই জুন, ২০১৬ সকাল ১১:০৬

নবিন ব্লগার বলেছেন: আপু আপনার কবিতাগুলো আমার অনেক ভালো লাগে, এক কথায় অসাধারণ। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন।

১৪ ই জুন, ২০১৬ সকাল ১১:১১

কাজী ফাতেমা ছবি বলেছেন: কৃতজ্ঞতা ভাইয়া। সুন্দর মন্তব্য লেখার অনুপ্রেরণা আমার । সাথেই থাকুন পাশেই আছি
ভাল থাকুন দিনভর

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.