নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
©কাজী ফাতেমা ছবি
হাতের পরে হাতটি রেখে
চলোনা যাই স্বপ্ন এঁকে
দশের লাঠি একের বোঝা
তবে ক্যান একা পথ খোঁজা?
তুমি আমি সবাই মিলে
সমাজ গড়লাম তিলে তিলে
এই সমাজে কেনো তবে
নোংরা মন ছড়িয়ে রবে?
মুখোশ পড়া মানুষগুলো
পথ চলবে উড়িয়ে ধূলো
বুক ফুলিয়ে কেনো তারা
করছে সমাজ পাগলপাড়া।
মুখ লুকিয়ে বসে আমরা
খোঁচাই জিদে নিজের চামড়া
চুপটি থেকে ঘরের কোণে
যাই শুধু দু:স্বপ্ন বোনে!
ওদের ভয়ে কেনো থাকি
একলা একা নিজকে রাখি
মিলে সবাই আটকালে পথ
রুদ্ধ হবে হিংস্রতার রথ।
সবাই থাকলে মিলেমিশে
ভয় আর বলো থাকে কিসে ?
রুখে দাঁড়াই অন্যায় সকল
সমাজ না থাক নষ্টের দখল।
নিজকে প্রথম বদলাতে হয়
তবেই সমাজের হয়না ক্ষয়
পরিস্কার রাখতে নিজ ভূবন
নিয়ম মাফিক সাজাই জীবন।
একা একা হয়না কিছু
অনেক পা আসতে হয় পিছু
তবেই না ভয় পাবে ওরা
ভাঙ্গতে সহজ শঙ্কার গোঁড়া।
হাতে হাতটি রেখে সবাই
সকল অন্যায় করি জবাই
অন্যায়ে দেই ন্যায়ের বেঁড়া
উপড়িয়ে দেই ত্রাসের ডেরা।
১৭ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে
২| ১৬ ই জুন, ২০১৬ রাত ৯:৪১
কথাকথিকেথিকথন বলেছেন: সুন্দর আহবানের কবিতা । ছন্দ মিল চমৎকার ।
মিলেমিশে সকলে থাকলে একসাথে, সুখ শান্তি কেড়ে নিবে কোন বাঘে !
১৭ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৪৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাল থাকুন সাথেই থাকুন
৩| ১৭ ই জুন, ২০১৬ বিকাল ৫:২৭
ডঃ এম এ আলী বলেছেন: ''হাতে হাতটি রেখে সবাই
সকল অন্যায় করি জবাই
অন্যায়ে দেই ন্যায়ের বেঁড়া
উপড়িয়ে দেই ত্রাসের ডেরা''
এমন ভাবে হাতে হাত রেখে
চললে বাপ বাপ করে অন্যায়
দ্রুত পালাবে তার নীজ ডেরায়।
অনেক ধন্যবাদ কবিতাটি খুব ভাল লেগেছে
ভাল থাকার শুভ কামনাটিও রইল এ সাথে ।
১৭ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৪৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: তাই, পালালে ত বাঁচ
ভাল থাকুন ধন্যবাদ
৪| ১৮ ই জুন, ২০১৬ রাত ১২:০৭
কালনী নদী বলেছেন: Yes Sister Lets change !!! thank you.
১৯ শে জুন, ২০১৬ সকাল ১১:৪৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকস এ লট ভাইয়া ভাল থাকুন সর্বদা
©somewhere in net ltd.
১| ১৬ ই জুন, ২০১৬ বিকাল ৪:৩২
কল্লোল পথিক বলেছেন:
বাহ!চমৎকার কবিতা।