নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
বাবা দিবসে পৃথিবীর সকল বাবাকে সশ্রদ্ধ সালাম আর ভালবাসা.....
©কাজী ফাতেমা ছবি
এমন আদর এমন স্নেহ
বলতে পারো পাবো কোথায়
কে যে এমন মায়ারডোরে
বেঁধে রাখছেন আত্মার সূতায়?
কার আঙ্গুলে ধরে শুনি
প্রথম আমার হাঁটতে শেখা
কার চোখেতে চোখটি রেখে
হলো আমার বিশ্ব দেখা?
অসুখ হলে কে-গো আমার
মাথার পাশে ছিলো খারা
আদর মাখা হাতের ছোঁয়ায়
মনে নামত শান্তির ধারা?
ভাতের লোকমা মুখে তুলে
কে আমায় খাওয়াতো শুনি
মেলা হতে কিনতে কে গো
রঙিন ঘুড়ি আর ঝুনঝুনি?
কাঁধে চেপে কে ঘুরাতো
বিকেল বেলার মিঠে হাওয়ায়
শীতলপাটির আসনে কে
বসতো কোলে দখিন দাওয়ায়?
শাসন করতো কে গো শুনি
মন্দ সময় আসতো যখন
কষ্টের প্রহর আসলে হঠাৎ
ছায়া হতো কে-বা তখন?
ভালবাসায় ছায়া হতো
মাথার উপর ছাদ যে হতো
আশ্রয় হতো সুখের তরে
নিরাপত্তা অবিরত!
সবাই বলবে একটি বাক্যে
বাবা হলেন সেসব কিছু
এক বেলা না খেলেই বাবা
নেয়ে ঘেমে দৌঁড়তেন পিছু!
বাবা মানে কঠিন ছায়া
ভরসাতে মাথার উপর
বাবা মানে তাপ রোদ্দুরে
শান্তির ছায়া সকাল দুপর।
সকল চাওয়া সকল আবদার
বাবার কাছেই থাকেরে ভাই
পাশে তোমার থাকলে বাবা
বলো দেখি আর কি-যে চাই?
বাবার হলেন মাথার ছাতা
বটবৃক্ষের ছায়া বাবা
বাবার দোয়ায় সাজাই সবাই
মোদের আগাম জীবন দাবা!
-------------------
২।
আব্বা আপনি শিক্ষক মোদের
যদিও কাছে পাইনি বেশী
ছোটবেলায় দূরে দূরে
হয়ে ছিলেন দূর বিদেশী।
বহুদেশে ঘুরে ফিরে
এলেন যখন কাছে ফিরে
বন্ধুর মতই গল্প আড্ডায়
মেতেছি আপনাকে ঘিরে।
দেশ বিদেশের কতো গল্প
ঠোঁটের আগায় ছিল বাবার
কাছে ঘেঁষে শুনে গেছি
এক দুইবার কি ফিরে আবার।
মুক্তিযোদ্ধা বাবা আমার
দেশের জন্য যুদ্ধ করেন
স্বাধীনতার সূর্য নিয়ে
উর্ধ্বে জয়ের নিশান ধরেন।
গর্বে মোদের বুক ফুলে যায়
এমন বাবার সন্তান হয়ে
আমরাও তবে ছিলাম আব্বা
সাথে আপনার যুদ্ধ জয়ে!
আপনি মোদের হিরো আব্বা
দেশের গর্ব দশের গর্ব
আপনার সব আর্দশ নিয়ে
সাজাই মোদের জীবন পর্ব।
ভালবাসি অনেক আব্বা
দূরে থাকলেও বাসি ভালো
আপনি মোদের জীবন পথের
শুদ্ধতার এক সবুজ আলো।
বেঁচে থাকুন হাজার বছর
মাথার উপর হয়ে ছাতা
আপনার দোয়া থাকলে মাথায়
সুন্দর রবে জীবন পাতা।
১৯ শে জুন, ২০১৬ দুপুর ১:০১
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া ভাল থাকুন
বাবা দিবসে সব বাবাদের ভালবাসা আর সালাম রই্ল
২| ১৯ শে জুন, ২০১৬ দুপুর ১২:৫৪
হাসান জাকির ৭১৭১ বলেছেন: বাবা দিবসে পৃথিবীর সকল বাবাদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালবাসা।
১৯ শে জুন, ২০১৬ দুপুর ১:০৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ জানবেন ভাল থাকুন
বাবা দিবসে সব বাবাদের ভালবাসা আর সালাম রই্ল
৩| ১৯ শে জুন, ২০১৬ দুপুর ১:১৭
স্টাইলিশ বয় বলেছেন: খুব মিস করি প্রিয় বাবাকে! বাবা দিবস আসলেই অনেক স্মৃতি মনে পড়ে যায়! আবেগাপ্লুত হয়ে পড়ি, চোখের কোনে এক ফোঁটা নোনা পানি চিকচিক করতে থাকে! বাবা দিবসের শুভেচ্ছা আপু!
শুভ কামনা জানবেন!
১৯ শে জুন, ২০১৬ দুপুর ১:২৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: আমিও মিস করি । বাবা থেকে দূরে থাকি তো ... বছরে একবার দেখা হয়।
অনেক ধন্যবাদ । সবার বাবাকে আল্লাহ ভাল রাখুন । আপনিও ভাল থাকুন
৪| ২০ শে জুন, ২০১৬ রাত ৩:১৯
কালনী নদী বলেছেন: বাবা দিবসে পৃথিবীর সকল বাবাদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালবাসা। -হাসান জাকির ৭১৭১
২০ শে জুন, ২০১৬ সকাল ১১:১৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাল থাকুন
৫| ২০ শে জুন, ২০১৬ সকাল ৭:২৬
ডঃ এম এ আলী বলেছেন: কবিতাটির এ টু জেট ভাল লেগেছে ।
এ+++++++++++++++++++++
আমার মত যাদের বাবা ইহলোকে নেই
তাদের প্রত্যেকের চোখেই কবিতাটি পাঠে
পানি চলে আসবে বলে আমার ধারণা ।
ভাল থ্কার শুভ কামনা রইল ।
২০ শে জুন, ২০১৬ সকাল ১১:১৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া
সবার বাবা ভাল থাকুক
৬| ২০ শে জুন, ২০১৬ সকাল ৭:৪০
বিজন রয় বলেছেন: বাবার হলেন মাথার ছাতা -বটবৃক্ষের ছায়া বাবা..........
শিরোণামে বাবার স্থানে বাবারা হবে কি?
আপনার কবিতার মাধ্যমে বলি সব বাবারা কবি হয়ে উঠুক, জীবনকবি।
২০ শে জুন, ২০১৬ সকাল ১১:২১
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভুল ছিল দাদা ঠিক করে নিয়েছি
অনেক ধন্যবাদ
ভাল থাকুক সবার বাবা
৭| ২৫ শে জুন, ২০১৬ রাত ৮:১০
মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: সত্যিই বাবাকে নিয়ে বেশ সুন্দর কবিতা লিখেছেন। আর এমনিতেই কিন্তু মেয়েরা খুবই বাবা ভক্ত হয়। সম্ভবত পৃথিবীর সবচেয়ে মধুর সম্পর্ক গুলোর একটি হলো বাবা -মেয়ের সম্পর্ক।
০৮ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:২২
কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাইয়া ভাল থাকুন
©somewhere in net ltd.
১| ১৯ শে জুন, ২০১৬ দুপুর ১২:৫৪
কল্লোল পথিক বলেছেন:
সুন্দর কবিতা।