নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

চিঠি...

২২ শে জুন, ২০১৬ দুপুর ১:২৫



কোন্ সম্বোধনে চিঠি করি শুরু অভ্র বলো তুমি?
প্রিয় কিংবা বন্ধু ডেকে বা ভালবাসার মরুভূমি !
হৃদয়টা তোলপাড় করে দাও প্রেমে মুর্হুমুহু
কোকিল হয়ে সুরেলা সুরে কাছে ডাকো কুহুকুহু।
হারিয়ে গিয়ে ফিরেছো চিঠি লিখি খুব হলো ইচ্ছে
ছিলেনা কাছে কষ্টরা শেষ করেছে জীবন কিচ্ছে
আচম্বিতে অভ্র- ফিরে এসেছো মনের কাছে ফের
যেয়োনা দূরে হারিয়ে আর-যেমন আছ সেই ঢের।

অভ্র তুমি- যেই ফিরে এসেছো- মনে এসেছে ছন্দ
আলিঙ্গনে রেখো ছুঁয়ে এ আমায়- ভুলে দ্বিধাদ্বন্দ্ব
শক্ত করে ধরে রেখো আমার হাত- তোমার হাতে
মনের দুয়ারে এসে দাঁড়িয়ো রোজ- আলোর প্রাতে!!

তুমি হৃদয়ের কোণে আলো হয়ে জ্বলে থাকো স্থির
জানোনা অভ্র?তোমার স্বপ্ন চোখে করে রোজ ভীড়!!

পুনশ্চ:
মনের অজান্তে লিখে গেছি -বেদনা যা ছিলো জমা
কষ্ট পেলে তবে তুমি - করো আবার আমায় ক্ষমা!

বি:দ্র.........
ইতি দিতে গিয়ে ভুলে গেছি লিখতে আমার নাম
তুমি অভ্র আমি রোদ সমাপ্তিতে তাই লিখলাম।

মন্তব্য ৪০ টি রেটিং +৭/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ২২ শে জুন, ২০১৬ দুপুর ১:৪৩

গেম চেঞ্জার বলেছেন: সুন্দর! (+) :)

২২ শে জুন, ২০১৬ দুপুর ১:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ । শুভেচ্ছা । ভাল থাকুন

২| ২২ শে জুন, ২০১৬ দুপুর ২:০৩

শাহরিয়ার কবীর বলেছেন: তুমি হৃদয়ের কোণে আলো হয়ে জ্বলে থাকো স্থির
জানোনা অভ্র?তোমার স্বপ্ন চোখে করে রোজ ভীড়!!

ভালো লাগলো।

২২ শে জুন, ২০১৬ দুপুর ২:১২

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ
শুভেচ্ছা সতত
ভাল থাকুন

৩| ২২ শে জুন, ২০১৬ দুপুর ২:০৭

ডঃ এম এ আলী বলেছেন: বেশ সুখপাঠ্য একটি কবিতা । কবিতাটি একটি অনবদ্ধ পদ্য সম্ভার হিসাবে চিহ্নিত করা যায় কেননা দেখা যায় যে এর স্বর বিন্যাস যথা বদ্ধ স্বর , মুক্ত স্বর , অক্ষর, যতি, ছন্দ ,পর্ব, মাত্রা, শ্বাসাঘাত , পদ , চরণ, স্তবক, অক্ষর , ছন্দবৃত্ত, স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, মাত্রা বিন্যাস, কাঠামো, ছন্দ,ভাব ও তার প্রকাশ প্রভৃতি সকল আঙ্গিকেই কবিতাটি অপুর্ব হয়েছে । কবিকে অনেক ধন্যবাদ সুন্দর একটি কবিতা উপস্থাপনের জন্য। এটাই কি প্রথম চিঠি না এরকম আরো আরো চিঠি লিখা হয়েছে !!!!!
এ++++++++++++++
ভাল থাকার শুভ কামনা রইল ।

২২ শে জুন, ২০১৬ দুপুর ২:১৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: আরে আপনি এত কিছু আয়ত্তে নিলেন কিভাবে। যদিও ছন্দে কবিতা লিখা অনেক কঠিন তবুও মেনে চলার চেষ্টা করি যতটুকু পারা যায়। আজকাল তো কেউই আর মাত্রা মেনে চলেন না ।
আর আপনি ছন্দ বুঝতে পেরেছেন জেনে খুবই ভাল লাগছে
ধন্যবাদ আপনাকে অনেক অনেক

আর হ্যা চিঠি তো অনেক লিখেছি । পুরস্কারও পেয়েছি । সবই কাল্পনিক লিখন । ভাল থাকুন

৪| ২২ শে জুন, ২০১৬ দুপুর ২:১২

জেন রসি বলেছেন: ভালো লেগেছে।

বিঃদ্রঃ এর লাইনদুটো চমৎকার।

২২ শে জুন, ২০১৬ দুপুর ২:১৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপনাকে ভাইয়া
ভাল থাকুন শুভেচ্ছা সতত

৫| ২২ শে জুন, ২০১৬ বিকাল ৩:০২

আব্দুল্লাহ তুহিন বলেছেন: ইতি দিতে গিয়ে ভুলে গেছি লিখতে আমার নাম
তুমি অভ্র আমি রোদ সমাপ্তিতে তাই লিখলাম।


বাহ, বেশ লাগল। +++

২৩ শে জুন, ২০১৬ সকাল ১০:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাল থাকুন খুব

৬| ২২ শে জুন, ২০১৬ বিকাল ৩:০৪

সুমন কর বলেছেন: ছন্দময়। শেষটুকু ভালো লাগল।

২৩ শে জুন, ২০১৬ সকাল ১০:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ দাদা ভাল থাকুন অনেক অনেক

৭| ২২ শে জুন, ২০১৬ বিকাল ৩:১৯

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ প্রতিউত্তরের জন্য ।

২৩ শে জুন, ২০১৬ সকাল ১০:৫৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: আবারো ধন্যবাদ

৮| ২২ শে জুন, ২০১৬ বিকাল ৫:৩৮

অতৃপ্তচোখ বলেছেন: কাজী ফাতেমা ছবি গুগোল এ পেয়েছিলাম, আজ এখানেও পেয়েগেলাম। আপনার সব লেখাই ভাল লাগে, পড়িও মনোযোগ সহকারে। ভালোই হল, বিরহের লেখাগুলো পাবো।

২৩ শে জুন, ২০১৬ সকাল ১০:৫৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: তাইঁ! গুগলে কি নামে আছেন

অনেক ধন্যবাদ । শুনে খুব খুশি হলাম। আমার লেখার অনুপ্রেরণা হলেন
ভাল থাকুন খুব

৯| ২২ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৫২

খায়রুল আহসান বলেছেন: চমৎকার ছন্দবদ্ধ কবিতা। যদিও পাঠকেরা কেউই অভ্র নয়, তথাপি এ চিঠি পড়ে তাদের মনে হবে এ বুঝি তাদেরই হারিয়ে যাওয়া কোন এক রোদের লেখা চিঠি।
খুব ভালো হয়েছে। + +

২৩ শে জুন, ২০১৬ সকাল ১১:০০

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্যে মন ভরে গেলো ভাইয়া। ধন্যবাদ অনেক অনেক
অনুপ্রেরণা হয়ে থাকবেন আশা করি ইনশাআল্লাহ

১০| ২২ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৪০

দ্বীপের সন্তান বলেছেন: দারুন লেখেছেন

২৩ শে জুন, ২০১৬ সকাল ১১:০০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাইয়া ভাল থাকুন

১১| ২২ শে জুন, ২০১৬ রাত ৮:২০

কাশফুল মন (আহমদ) বলেছেন: ইতি,
আমি,,,,,

২৩ শে জুন, ২০১৬ সকাল ১১:০২

কাজী ফাতেমা ছবি বলেছেন: হ ইতি তুমিই

থ্যাংকুস ভাল থেকো খুব

১২| ২৩ শে জুন, ২০১৬ সকাল ৭:৫২

শুভ্র বিকেল বলেছেন: অনেক সুন্দর। শুভকামনা।

২৩ শে জুন, ২০১৬ সকাল ১১:০২

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাইয়া ভাল থাকুন অনেক অনেক

১৩| ২৩ শে জুন, ২০১৬ দুপুর ১:০০

ইকরাম উল হক বলেছেন: পুনশ্চ: আর বি:দ্র দেয়াটা ভাল লাগছ । বি:দ্র ..এত ভাল লেখেন কেমনে আপনারা!!

২৩ শে জুন, ২০১৬ দুপুর ১:২১

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনার ব্লগ দেখে এলাম আপনিও অনেক ভাল লিখেন । লিখতে থাকুন অবিরত

ভাল থাকুন। অনেক ধন্যবাদ

১৪| ২৩ শে জুন, ২০১৬ দুপুর ১:১৮

ইকরাম উল হক বলেছেন: লেখক বলেছেন:......... যদিও ছন্দে কবিতা লিখা অনেক কঠিন তবুও মেনে চলার চেষ্টা করি যতটুকু পারা যায়। আজকাল তো কেউই আর মাত্রা মেনে চলেন না ।

২৩ শে জুন, ২০১৬ দুপুর ১:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই কিন্তু এখনকার বেশীর ভাগ লেখক মাত্রা মানেন না । ধন্যবাদ

১৫| ২৩ শে জুন, ২০১৬ দুপুর ২:৩৭

কল্লোল পথিক বলেছেন:



চমৎকার কবিতা।

২৩ শে জুন, ২০১৬ দুপুর ২:৪০

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আপনাকে অনেক অনেক ভাল থাকুন

১৬| ২৩ শে জুন, ২০১৬ রাত ৮:১৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অন্ত্যমিল কবিতা ভাল লাগে । এটাও ভাল লাগলো ।
এভাবে সাজালে কেমন হত ?
অভ্র তুমি- যেই ফিরে এসেছো
- মনে এসেছে ছন্দ
আলিঙ্গনে রেখো ছুঁয়ে
এ আমায়- ভুলে দ্বিধাদ্বন্দ্ব
শক্ত করে ধরে রেখো
আমার হাত- তোমার হাতে
মনের দুয়ারে এসে দাঁড়িয়ো
রোজই- আলোর প্রাতে!!

২৪ শে জুন, ২০১৬ দুপুর ১২:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ। এভাবে লিখলেও তবে আমি সনেট হিসাবে লিখেছিলাম

১৭| ২৪ শে জুন, ২০১৬ দুপুর ১২:৫১

বিজন রয় বলেছেন: চিঠিটি আমার কাছে বন্দনাগীতির মতো লেগেছে। আর আপনার কাব্য প্রতিভায় এটি অনেক উঁচুদরের হয়েছে।
++++

২৬ শে জুন, ২০১৬ সকাল ১০:৫৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ দাদা সুন্দর মন্তব্যের জন্য

১৮| ২৪ শে জুন, ২০১৬ দুপুর ১২:৫১

বিজন রয় বলেছেন: ও হ্যাঁ, ছবিতে যিনি তিনি নিশ্চয়ই আপনি নন!!

২৬ শে জুন, ২০১৬ সকাল ১০:৫৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি সে আমি নই..... :)

১৯| ২৪ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮

ডঃ এম এ আলী বলেছেন: পুনশ্চ:
মনের অজান্তে লিখে গেছি -বেদনা যা ছিলো জমা
কষ্ট পেলে তবে তুমি - করো আবার আমায় ক্ষমা
পুনশ্চ: আসা হল বলতে মনের অজান্তে লিখায়
জন্য ক্ষমা চাওয়া লাগেনা এমনিতেই হয়ে যায়।

২৬ শে জুন, ২০১৬ সকাল ১০:৫৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম তা হয়ে যায়

ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য

২০| ২৬ শে জুন, ২০১৬ সকাল ১১:১১

সৈয়দ সাইকোপ্যাথ তাহসিন বলেছেন: দারুন

২৬ শে জুন, ২০১৬ সকাল ১১:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া :) নতুন কবিতা লিখছো?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.