নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

সেইসব নষ্ট পুরুষদের জন্য..

৩০ শে জুন, ২০১৬ দুপুর ১:১৭


©কাজী ফাতেমা ছবি

তোরা এতো হিংস্র কেনো?
দৃষ্টি এতো তীক্ষ্ম কেনো?
যেদিক তাকাস অগ্নি যেনো!

তোরা এতো লোভী কেনো?
এদিক ওদিক হাত বাড়িয়ে দিস-বা কেনো?
তোদের বাড়িত্ বউ আছে!
পরের বউ'র দিকে নজর-ই কেনো?

তোরা বউরে ভাবিস সস্তা ?
বউ'র হাতের খানা খেতে লজ্জা নেই?
তোদের ঘরে-তো বিয়েযোগ্যা কন্যা
মেয়ে বয়সী মেয়ের দিকেই তয় নজর কেনো?

তোরাই পরনারীর বোঝা বোস্
হাসি মুখে নিস কষ্ট সয়ে!
তোরা অফিসের বড় বস
চুপিচুপি পিএ রুমে ডাকিস-ই কেনো?

তোদের চুলে ধরেছে পাক !
উপকারের বদলা নিস যে নির্লজ্জতায়!
তোরা বয়সের বাড়ে পড়ছিস্ নুয়ে
নেটে নেকেট দেখিস তবু?

তোদের মাথায় টুপি দেখি!
তবু ব্লু-তে মন মাতাল রাখিস?
তোরা ভদ্রবেশ ধরে থাকিস চুপ-সে!
আড়ালে তোদের নোংরা মন!

তোদের পরিবারের কর্তা তুই
নিয়ম-নীতি শিখাস যেনো আদর্শ পুরুষ!
তোরাই তো গার্মেন্টস-এর ম্যানেজার বটে
খেটে খাওয়া ঐ মেয়েটির দিকেই বুভুক্ষা দৃষ্টি?

তোরা বুঝি উন্মাদনা মিটাস পয়সা দিয়ে,
দীন-দু:খীদের লোভ দিয়ে কাজ করিস হাসিল!
তোরা আবার বাসায় ফিরে দিস কাজের দোহাই
দায়িত্ব ভুলিস ক্লান্ত দেহে!

নোংরা মনের নোংরা পুরুষ যে তোরা
মেয়ে দেখলেই জিব উঠে লকলকিয়ে,
তোদের এমন কুরুচি কেনো?
তরুণীর দেখে গিয়ে দাঁড়াস গা ঘেঁষে!

তোরা নানা বাহানায় কাছেতে ডাকিস
অধ:স্থন নারী;
মন ভুলাতে করিছ নানান ছল-চাতুরি!!
তোদের চোখে অন্যের বউ-ই সুন্দর নারী!
ব্যয় করিস সময়-কড়ি ঢালিস তাদের পিছু।

তোরাই তো হোস হিতাহিত জ্ঞানশূণ্য
তোরা নষ্ট-ভ্রষ্ট পুরুষ,সমাজের নর্দমার কীট;
তোরা বারবণিতার নাম দিয়ে রাখিস পতিতা,
ওরা যদি-বা পতিতা হয়
তোরা পতিত পুরুষ তবে;
ওদের দেখলে লোক নেয় যে মুখ ফিরিয়ে ,
তোদের দেখলে আমি- মুখে থু থু ছিটাই।
September 2, 2014

মন্তব্য ৪৬ টি রেটিং +১০/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুন, ২০১৬ দুপুর ১:২২

বিজন রয় বলেছেন: কিছু বলার নেই। সাংঘাতিক ঢিল।
++++

৩০ শে জুন, ২০১৬ দুপুর ১:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ দাদা....

এসব চিত্র নিজের চোখের সামনে ভাসমান
ওরা ঠিক হয় না কখনো...

২| ৩০ শে জুন, ২০১৬ দুপুর ১:৪৩

অতৃপ্তচোখ বলেছেন: আপনার অভিযোগ গুলো সত্যই বটে।
যদিও আমরা বলে বেড়াই সবাই এক না,
তবুও বেশিরভাগই অন্তরে পশু পোষে।
আমি ছেলে বলে ঘৃণিত হই
মানুষ রূপি সেই পশুদের দোষে!

ভালো লিখেছেন আপা, অসংখ্য ধন্যবাদ আপনাকে।

৩০ শে জুন, ২০১৬ দুপুর ১:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: এদিক থেকে মেয়েদেরও কিন্তু দোষ কম না .... অনেক মেয়েরাই ফাঁদে ফেলে
তারপরও চাকুরী জীবনে চোখের সামনে ঘটনাগুলো ঘটতে দেখেছি

অনেক ধন্যবাদ সুন্দর মতামততের জন্য :) ভাল থাকুন

৩| ৩০ শে জুন, ২০১৬ দুপুর ১:৪৪

শাহরিয়ার কবীর বলেছেন:
নারী মা
নারী স্ত্রী
নারী বোন
নারীর যে কতো রূপ বোঝা বড় দায়!!!


আপু, এটা নিয়ে একটা কবিতা লিখেন!!!!

আর আপনার লেখার সাখে একমত। জানোয়ার কখনো মানুষ হয়না।
আমি কাঁদতে চেয়ে কাঁদে পারিনা তাই নিজেই দেই ধিক্কার.......


৩০ শে জুন, ২০১৬ দুপুর ১:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইনশাআল্লাহ । অবশ্যই লিখেছিও অনেক

ঠিকই বলেছেন জানোয়ার মানুষ হয় কখনো। কবরে পা দিয়েও লুলালি করতে ছাড়ে না । আল্লাহ এদের হেদায়েত দিন

৪| ৩০ শে জুন, ২০১৬ দুপুর ১:৪৭

অসভ্য রাইটার বলেছেন: Sundor ., but ato borooo ,. 14 line ar basi porar dhorjo thake na j..

৩০ শে জুন, ২০১৬ দুপুর ১:৫৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনার জন্য সনেট আছে। ইনশাআল্লাহ পোস্ট করবো কয়েকদিন বাদে... সাথেই থাকবেন কিন্তু ধন্যবাদ আবার আসবেন

৫| ৩০ শে জুন, ২০১৬ দুপুর ২:০০

আর. এন. রাজু বলেছেন: কি এসব। আপনি কি এসব প্রশ্ন করছেন..?

আর হ্যা এটা কেমন কথা।

বউ'র হাতের খানা খেতে লজ্জা নেই?

৩০ শে জুন, ২০১৬ বিকাল ৩:০৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: চোখের সামনে পুরুষদের কুকীর্তি দেখেই তো লেখা
আর এ তো সব পুরুষদের জন্য বলিনি

যারা নস্ট তাদের জন্য বলছি

৬| ৩০ শে জুন, ২০১৬ দুপুর ২:১৭

ঘটক কাজী সাহেব বলেছেন: এ জগতে পুরুষ কে খারাপ পথে নিয়েছে নারী, স্বেচ্ছায় কোন নারী ধরা না দিলে, কোন পুরুষের ওই নারীকে কিছু করার থাকে না। একমাত্র চেপে ধরে ধর্ষক কারী ছাড়া। এক হাতে কোনদিন তালি বাজেনা। কিছু নারী আছে যে এত বাজে, পুরুষ কে কেমনে ফুঁসলিয়ে ফাঁসলিয়ে ফাসাবে তার পর সেই পুরুষের টাকায় বিদেশ পারি জমাইয়া, হের পর আর চিনে না।

একটা কথা কি, চালাক পুরুষরা জীবনেও ফাঁসে না, ফাঁসে সরল মনের ভালো পুরুষরাই। আর আমি থু ফেলি ওই সব নারীদের মুখে।
আজকে আমাদের সমাজের আধুনিক নামের আধ কাপড় পরা মেয়ে গুলান রে দেখলেই বুঝতে পারবেন। উনিরা খোলা অঙ্গ দেখাইয়া রাস্তায় নামবো, আর পুরুষ তা দেখলে দোষ হইয়া জাইবো না। আমার মতে ওইসব ছেমড়ি গুলানরে ধইরা বাইন্দা পিটানো উচিৎ।
ভালো থাকুন কবি।

৩০ শে জুন, ২০১৬ বিকাল ৩:০৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: সে তো আমি আগেও বলেছি.... মেয়েদেরও দোষ আছে

কিন্তু কিছু মধ্যবয়সী পুরুষরা যখন এমন কুকর্মে লিপ্ত হয় । এবং চোখে দেখি তখন কেমন লাগে। আমার প্রতিটি লাইনে লাইনে সত্য । যা দেখেছি লেখেছি এখানে পক্ষপাতিত্ব করিনি বা ভাল পুরুষদের কিচু বলিনি।

চাকুরী জীবনে এসব চোখের সামনেই ঘটেছে তাই লিখেছি। আপনিও এমন নস্ট মেয়েদের নিয়ে লিখুন

৭| ৩০ শে জুন, ২০১৬ দুপুর ২:৫৮

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আপু, সম্মানের সাথে বলছি, এক হাতে তালি বাজে না। নারী পুরুষ উভয়েরই দায়িত্ব আছে সুস্থ সমাজ গঠনে।
দুনিয়াতে কোন পুরুষ কামুক হয়ে জন্মায় না। :)

৩০ শে জুন, ২০১৬ বিকাল ৩:০৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: তা যা বলেছেন

সে আমি প্রায়ই বলি রাস্তায় যখন দেখি মেয়েরা নিজেদের আব্রু বাচাতে চেস্টা করছে না বরং উন্মুক্ত করে দিচ্ছে পুরুষদের জন্য তাদের লজ্জা।

জহির ভাই ...। আমি আসলে বাস্তবে যা দেখেছি তাই লিখেছি । আর ভালদের জন্য লিখিনি
এই রকম পুরুষ আমাদের অফিস আদালতে সব জায়গায় ভর্তি ।

সুন্দর মেয়েদের দেখলে এরা সাহায্যের জন্য ১০ হাত এগিয়ে যায়। আর এই ফাকে সুন্দরিরা হাসিল করে তাদের উদ্দেশ্য।

আমি কিন্তু নষ্ট পুরুষদের নিয়ে বলছি।

৮| ৩০ শে জুন, ২০১৬ বিকাল ৪:০৪

ঘটক কাজী সাহেব বলেছেন: ওই সকল নষ্ট মাইয়া জীব গুলানের পিছে কলমে কালি খরচ করার আগে, দড়ি জরুরী, বান্দনের পর পার্ট বাই পার্ট লিখতে হইব।
ঘটক মানুষ যে, চক্ষের সামনেই দেহি ফহিরন্নি গো, যারা মাইনসের টেকা মাইরা নাচা গানা আর দামী গাড়ির বাহাদুরি দেহায় :-B হেই দিনও দেখলাম রাস্তায় একটারে, আমগোর সরকারী গাড়ির পাশে আইয়া হেডাম গিরি করতাছে, মুনডায় কইছিল দেই ঘুরাইয়া দুইডা গেডিগুল্লা, কাজিন পুতুল কইলো, থাউক সময় আছে। তয়, আমার বউডা বড় লক্ষ্মী।

০১ লা জুলাই, ২০১৬ সকাল ১১:০৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: হা হা তা খুব ভাল বউডা লক্ষি
তয় আপনিও ভাল হইয়া থাইক্কইন যে

আপনার চোখে দেখা পরিস্থতি আমি দেখলে তাও লিখে ফেলতাম

৯| ৩০ শে জুন, ২০১৬ বিকাল ৪:১৩

শাহরিয়ার কবীর বলেছেন: ফাতেমা আপা, এই ঘটক কাজী সাহেব আমাকে বিয়া দিতে চেয়ে কিন্তু দিতে পারে নাই। এর একটা বিচার করুন।

নারী-পুরুষের কথা আর কি বলবো!!!! আমি যেমন দিনকে ভালোবাসি রাতকে সম্মান দেখিয়ে।।।।
মানুষ জ্ঞানী জ্ঞানী কথা বলে তখন, যখন আর কিছু করার থাকেনা। মেয়েরা তার মুল্যবান সম্পদ হারিয়ে, তাদের হুশ ফিরে কিন্তু আগে ফিরেনা।কেন এবং কি কারণ , এসব ভাবে না।।। সব মেয়েদের ক্ষেত্রে এমন হওয়া উচিৎ কি?

পশুরুপী মানুষ কখনো প্রকৃত মানুষ হয়না
এ কারণে ওদের কথা বলতে চাই না।

ভাল আর মন্দ
এর গন্ধ থাকবেই।

সবচেয়ে বড় কথা হল .... এই নিজে ভালো তো জগৎ.......

০১ লা জুলাই, ২০১৬ সকাল ১১:০৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: কি ঘটক সাহেব কি শুনতাছি

কিয়ের ঘটক হইছেন তবে পাত্রি খুজে পান না, আমি নিমু নাকি দায়িত্ব হ্যহ হ্যহ

জি ভাইয়া সবচেয়ে বড় কথা নিজে ভাল ত জগত ভাল

আল্লাহ আমাদের সুবুদ্ধি আর হেদায়েত দিন

১০| ৩০ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:০৫

নীলপরি বলেছেন: তোরাই তো হোস হিতাহিত জ্ঞানশূণ্য
তোরা নষ্ট-ভ্রষ্ট পুরুষ,সমাজের নর্দমার কীট;
তোরা বারবণিতার নাম দিয়ে রাখিস পতিতা,
ওরা যদি-বা পতিতা হয়
তোরা পতিত পুরুষ তবে;


দারুন লিখেছেন ।++

০১ লা জুলাই, ২০১৬ সকাল ১১:০৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপি

১১| ৩০ শে জুন, ২০১৬ রাত ৯:২২

কল্লোল পথিক বলেছেন:






আগুন!
আগুন জালা বিদ্রোহী কবিতা।

০১ লা জুলাই, ২০১৬ সকাল ১১:০৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়য়া

ভাল থাকুন

১২| ৩০ শে জুন, ২০১৬ রাত ৯:২৯

ভাবনা ২ বলেছেন: এক কাজীর পিছনে আর এক কাজী ঘটক লাগল কেরে ?

০১ লা জুলাই, ২০১৬ সকাল ১১:০৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: সেই ত বুঝলাম না কিছু

ঘটকঅরে বিয়া দেওন দরকার যা দেখতাছি

১৩| ৩০ শে জুন, ২০১৬ রাত ১১:৩১

ডঃ এম এ আলী বলেছেন: কত ভাগ্যমান সেইসব নষ্ট পুরুষ, যাদের জন্য নারীরা কবিতা লিখে !!!
খুব সুন্দর কবিতা । অনেকের কুৎসিত চরিত্র ফুটে উঠেছে ।
ভাল থাকার শুভ কামনা রইল ।


০১ লা জুলাই, ২০১৬ সকাল ১১:১০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমাদেরও কত ভাগ্য
এসব কুকীর্তি আমাদের দেখতে হয়

মন্তব্যের জন্য ধন্যবাদ

১৪| ০১ লা জুলাই, ২০১৬ রাত ২:৩২

মহা সমন্বয় বলেছেন: এতদিন নারী ছিল পুরুষদের খেলার পুতুল এবার তারা বাঁধিয়ে দিবে হুলুস্থল। B-)

০১ লা জুলাই, ২০১৬ সকাল ১১:১১

কাজী ফাতেমা ছবি বলেছেন: সে কি আর সম্ভব। মনে হয় না

তবে আগের চেয়ে পরিস্থিতি বদলেছে

ধন্যবাদ

১৫| ০১ লা জুলাই, ২০১৬ রাত ২:৪৬

চাঁদগাজী বলেছেন:




নারী পুরুষে মিলে মানব জাতি; যেসব দেশ নারীদের পড়তে দেয়নি, যেখানে নারীরা দরিদ্র পরিবারে, সেখানে তারা কস্ট পেয়েছেন; অকারণ কবিতা ছাড়লে তো হবে না।

০১ লা জুলাই, ২০১৬ সকাল ১১:১৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: চাঁদ ভাইয়া বাস্তব ঘটনাগুলো ঘটতে দেখেছি বিধায় কলম তুলতে সাহস পেয়েছি

কেউ কষ্ট পেলে আমি দু:খিত।

১৬| ০১ লা জুলাই, ২০১৬ ভোর ৫:৪৯

তৈ. তামিম বলেছেন: ব্রেইন বাজ রাইটার.।. আরও আশা করছি.।.।.।.।

০১ লা জুলাই, ২০১৬ সকাল ১১:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইনশা আল্লাহ। ধন্যবাদ পড়ার জন্য

১৭| ০১ লা জুলাই, ২০১৬ দুপুর ১২:৩৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কাব্যে দ্রোহের আগুন ! নষ্টদের সুমতি হোক !!

০২ রা জুলাই, ২০১৬ সকাল ১১:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: নষ্টদের সুমতি হোক তাই চা
ধন্যবাদ

১৮| ০১ লা জুলাই, ২০১৬ দুপুর ১২:৫৬

জেন রসি বলেছেন: শুধু থুথু ছিটালে হবেনা। এদের সামাজিক ভাবেও বর্জন করতে হবে।

দ্রোহের কবিতা ভালো হয়েছে আপু।

++

০২ রা জুলাই, ২০১৬ সকাল ১১:৫৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: সামাজিকভাবে বর্জন হবে না কারণ এরা আমাদেরই আত্মীয়।
এজন্য এদের স্বভাবের পরিবির্তন নেই.....


ধন্যবাদ কবিতা পাঠের জন্য।

১৯| ০১ লা জুলাই, ২০১৬ বিকাল ৪:০৯

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশের দরিদ্রঘরের বউ ও মেয়েরা অনেক কস্টে আছে, তাদের কথা লেখেন; যেই কিশোরী চাকরাণী হয়ে অন্যের সংসারের বোঝা টানছে তার কথা লেখেন; যা সমস্যা নয়, উহাকে সমস্যা বানায়ে মাথা গরম করলে কেমনে চলবে?

০২ রা জুলাই, ২০১৬ সকাল ১১:৫৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: চোখে পড়লে বা ঘটনা দেখলে অবশ্যই লিখব

সমস্যা বানাই নি, ওরাই সমাজের নর্দমার কীট। আপনি চিন্তা করতে পারবেন না এরা অফিসে ন্যাকেট দেখে, আড়ালে আবডালে মেয়েদের নিয়ে নানান কথা বলে, দৃষ্টির সামবে আসল তাই লেখায় নিয়ে আসছি।

ধন্যবাদ চাঁদ মামা ভাইয়া ভাল থাকুন

২০| ০১ লা জুলাই, ২০১৬ বিকাল ৪:১৩

ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ প্রতিউত্তরের জন্য ।

০২ রা জুলাই, ২০১৬ সকাল ১১:৫৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনাকেও ধন্যবাদ

২১| ০১ লা জুলাই, ২০১৬ বিকাল ৪:২৫

আহলান বলেছেন: এমন অনেক কেনো প্রশ্ন নারীদেরকেও করা যায় ... কিন্তু ভদ্র সমাজ নারীদের দোষ দেখে না!

০২ রা জুলাই, ২০১৬ সকাল ১১:৫৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: দেখবে না কেনো এদিক থেকে নারীর' দোষী
ভদ্র সমাজ নারীদেরই দোষ দেখে বেশি

ধন্যবাদ ভাইয়া

২২| ০২ রা জুলাই, ২০১৬ রাত ২:৫২

কালনী নদী বলেছেন: নোংরা মনের নোংরা পুরুষ যে তোরা
মেয়ে দেখলেই জিব উঠে লকলকিয়ে,
তোদের এমন কুরুচি কেনো?
তরুণীর দেখে গিয়ে দাঁড়াস গা ঘেঁষে!


দু:খিত সাথে লজ্জিত বোন। কবিতা অসাধারন।

০২ রা জুলাই, ২০১৬ দুপুর ১২:০১

কাজী ফাতেমা ছবি বলেছেন: না ভাইজান আপনি লজ্জিত হবেন না
আমরা মায়েরাই এমন সন্তান জন্ম দিছি
মানুষ করতে পারিনি

ধন্যবাদ ভাইয়া অনেক অনেক

২৩| ১৭ ই জুলাই, ২০২১ সকাল ১১:৩২

এস সুলতানা বলেছেন: কবিতাটা সংগ্রহে রাখলাম।

১৮ ই জুলাই, ২০২১ দুপুর ১২:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপা ভালো থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.