নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

চল্ ভিজি....

১৩ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৫১


©কাজী ফাতেমা ছবি

কচুপাতা চুয়ে চুয়ে
বৃষ্টি পড়ে চোখের পাতায়
ও ছেলে তুই ভাবছিস কি-রে?
স্বপ্ন আঁকছিস মনের খাতায়!

আষাঢ় মাসের বৃষ্টি পেয়ে
মেলে ধরলি আউলা মাথা
তবে কেনো মাথার উপর
মানকচুতে ধরলি ছাতা।

উড়িয়ে দে হাওয়ার মাঝে
মানকচুর ঐ সবুজ ছাতা
বৃষ্টির ফোঁটায় ভিজবি ছেলে
ভাবছিস কেনো এতো যা-তা।

অবাক হয়ে বৃষ্টি দেখছিস
স্পর্শ নিবি বাইরে আয়-না
ভিজবি যদি আমার সাথে
ধরতে পারিস ফিরে বায়না।

চল-না ভিজি বৃষ্টির জলে
ভিজে হবো জবুথবু
ঠাণ্ডায় কাঁপবি জ্বরে ভুগবি
আমার সাথে ভিজবি তবু।

ঝমঝমাঝম বৃষ্টি পড়ে
আষাঢ় মাসের এই প্রহরে
মুগ্ধ হয়ে বৃষ্টির স্পর্শে
শিহরণ যে মন শহরে।

তুই যদি ফের ডাকিস আমায়
বৃষ্টির জলে ভিজব দু'জন
মনের ভিতর প্রেমের পাখি
সুর তুলবে শুন্ কুহু কুজন।

কাদাজলে মাখামাখি
একদিন না হয় হলি পাগল
খুলে দিবো তোর জন্য আজ
আবেগী এই মনের আগল।

মন্তব্য ১১৮ টি রেটিং +১৪/-০

মন্তব্য (১১৮) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:০৭

কল্লোল পথিক বলেছেন:




চমৎকার কবিতা।

১৩ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:১১

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ কল্লোল ভাইয়া :)

২| ১৩ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:২০

শায়মা বলেছেন: এই ছেলেটা কি পিচকি নাকি বড় ছেলে আপুনি!!!!!!!!


কার সাথে ভিজতে চাও???

১৩ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: এটা তো প্রতিকি আপু হাহাহাহা

ভিজলে তো একলাই ভিজব । :)

৩| ১৩ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:৩৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

এমন ভৈজার আহবান জানিয়ে কি আর একা একা ভেজা যায়

বৃষ্টি ভেজার বৃষ্টি ভেজা আহবানে
তো মনে হচ্ছে সামুন অঝোর বৃষ্টি
একদিন না হয় হলাম পাগল
ভিজলাম খুলে মনের আগল :)

+++++++++

১৩ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:৫৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: বৃষ্টি ভেজার বৃষ্টি ভেজা আহবানে
তো মনে হচ্ছে সামুন অঝোর বৃষ্টি
একদিন না হয় হলাম পাগল
ভিজলাম খুলে মনের আগল


বৃষ্টি থাইমা গেছে ;) আবার আসলে খবর দিমু কিন্তু
হাচ্ছো হাচ্ছোর ভয় নাই তো?

৪| ১৩ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:৩৮

শায়মা বলেছেন: একলা একলা !!!!!!!!!!


তাইলে তো কবিতা হবেনা!!!!!!!!! :P

১৩ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:৫৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: অহহো তাইতো ... :(

কিন্তু আজকার মানুষের যে ঠান্ডা এক ফোঁটা বৃষ্টি পড়লেই হাচ্চো হাচ্চো শুরু করে দেয় ...
কেউ ভিজবার রাজী হয় না তবে এক জন রাজী হইছে
বিদ্রোহী ভৃগু দা ..... হাহাহাহ ..... তার সাথে ভিজুম
বৃষ্ট আসুক ফের

৫| ১৩ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:৫০

ইকরাম উল হক বলেছেন:



বৃষ্টি নিয়ে কবিতা লেখেনি পৃথিবীতে এমন কোন কবি নেই ।


কবিতাতে লাইক হয়সে :)

১৩ ই জুলাই, ২০১৬ দুপুর ১:০২

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই ... বৃষ্টি নিয়ে হাজার হাজার কবিতা ছড়া যা পড়লেই মনে হয় এই বুঝি ভিজে গেলাম বৃষ্টিতে

৬| ১৩ ই জুলাই, ২০১৬ দুপুর ১:০০

মোস্তফা সোহেল বলেছেন: আকাশ ভেঙে বৃষ্টি নামে
বৃষ্টি যেন আর না থামে।

অন্তমিল গুলো খুব ভাল আর কবিতা তো আরও ভাল। ভাল থাকবেন আপু।

১৩ ই জুলাই, ২০১৬ দুপুর ২:৫৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাইয়া ভাল থাকুন
আর বৃষ্টিতে ভিজুন :)

৭| ১৩ ই জুলাই, ২০১৬ দুপুর ১:০১

শায়মা বলেছেন: ১৩ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:৫৯ ০
লেখক বলেছেন: অহহো তাইতো ... :(

কিন্তু আজকার মানুষের যে ঠান্ডা এক ফোঁটা বৃষ্টি পড়লেই হাচ্চো হাচ্চো শুরু করে দেয় ...
কেউ ভিজবার রাজী হয় না তবে এক জন রাজী হইছে
বিদ্রোহী ভৃগু দা ..... হাহাহাহ ..... তার সাথে ভিজুম
বৃষ্ট আসুক ফের




হাহাাহাহাহাহাহাহাহাহাহাহাহা
আপুনি!!!!!!!!!!!!!

ভৃগু ভাইয়া বৃষ্টিতে ভিজে ভিজে গান শুনাবে মনে হচ্ছে !!!!!!!!!

১৩ ই জুলাই, ২০১৬ দুপুর ২:৫৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: তাতো শুনাতেই হবে ... আরেকটু রোমান্টিক হলেই বা মন্দ কি
তবে তাকে সাবধান থাকতে.....। যদি ভৃগু দা শহরী হয় তবে আমার সাথে ভিজলে তার খবর আছে আমি গেরামের মাইয়া ল্যাং ভালই জানি .... গান না শুনাইলে ইউজ হবে কাদাজলে মাখামাখি হাহাহা :)

৮| ১৩ ই জুলাই, ২০১৬ দুপুর ১:১১

বিদ্রোহী ভৃগু বলেছেন: ওরো কি সৌভাগ্য আমার

শায়মাপুনি ভিজবে বলেছে...........

হে আকাশ
ঝড়াও বৃষ্টি অঝোরে
ভেসে যাক সব চরাচর
শুধু বৃস্টিতে বুদ হয়ে রবো
বৃষ্টি পাগল মন...ফোটায় ফোটায়
অনুভবে সৃষ্টির অপার রহস্যে

হে বৃস্টি থেমোনা আর
চলুক অনন্তকাল
এ ভেজার যেন শেষ না হয়
নতুর জন্মের আগে ...


তাঠিক বলেছো .. একনকার পুলাপাইন কমই ভিজতে চায়.. আমার তো প্রতি বর্ষায় মিনিমাম ৫-৭ দিন।ভিজতেই হবে
নইলে মনে হয় বডি প্রকৃতির সাথে বুঝি টিউনড হলৌ না ;)

যদিও কখনো কখনো অফিস, কোন বিশেষ দায় ঠেকিয়ে দেয়.. কিন্তু সুযোগ পেলে মিস নাই :)

১৩ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:০৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ওয়াও খুবই সুন্দর হইছে .....। হ আপামনিও আমাদের সাথে ভিজবে জ্বর না উঠলেই হলো

ছেলেরা স্বাধীন তাই শহরে ছেলেরাও ভিজে যখন তখন কিন্তু আমাদের সে ব্যবস্থা নাই :( আফসোস। তবে অফিসে যাওয়া আসার সময় ছাতা বাহানা করে আনি না। আজো তাই ভিজতে ভিজতে আসতেছিলাম পথে সোনালী ব্যাঙকের অপরিচিত আপায় তিনি আমাকে তার ছাতার তলে নিবেনই কি আর করা মুরুব্বী আপা অবশেষে তিনি আমার অফিসে পৌছে দিয়ে তার অফিসে গেলেন। ভিজতে দিলেন না হাহাহা :)

৯| ১৩ ই জুলাই, ২০১৬ দুপুর ১:৪৮

আহমেদ জী এস বলেছেন: কাজী ফাতেমা ,




ছবির নিঃষ্পাপ অভিব্যক্তির সাথে মিলিয়ে ঝিরঝিরে কবিতা ।
অথচ "চল ভিজি " এমন প্রান জুড়োনো ডাক যেমন কেউ তেমন একটা দেয়না, তেমনি ভিজতেও চায়না কেউ আজকাল ।

কৈশোরের বৃষ্টিভেজা দিনগুলো মনে করিয়ে দিলেন । সেই কচুপাতা মাথায় দিয়ে না ভেজার মিছেমিছি খেলা...............

১৩ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:০৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই ভাইয়া ....। গ্রামে কি দাপাদাপিই না করতাম বৃষ্টি আসলে .... আম্মার বকুনি টুকুনি কি আর শুনতাম । ভাইবোনের মিলে বৃষ্টিতে ভিজে অবশেষে পুকুরে ডুব দিয়ে বৃষ্টির শব্দ শুনতাম ঝপঝপাঝপ আহ কি মধুর।

আর এখন তো বৃষ্টি এলেই ঠাডা পড়ে বাপ্রে ডরও লাগে ভিজতে।

আন্তরিক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য ভাল থাকুন সর্বদা

১০| ১৩ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:১৩

শায়মা বলেছেন: ৮. ১৩ ই জুলাই, ২০১৬ দুপুর ১:১১ ০
বিদ্রোহী ভৃগু বলেছেন: ওরো কি সৌভাগ্য আমার

শায়মাপুনি ভিজবে বলেছে...........

হে আকাশ
ঝড়াও বৃষ্টি অঝোরে
ভেসে যাক সব চরাচর
শুধু বৃস্টিতে বুদ হয়ে রবো
বৃষ্টি পাগল মন...ফোটায় ফোটায়
অনুভবে সৃষ্টির অপার রহস্যে


এহ রে!!!!!!!!!!!

আমি বলছি নাকি!!!!!!!!!

বৃষ্টিতে ভিজলে আমার জ্বর আসবে, কাশী হবে, গলা বসে যাবে আমি আর গান গাইতে পারবোনা। বৃষ্টিতে ভিজবা বলেছো তো তুমি!!!!!!!!!! আর ফাতেমা আপু তোমাকে ল্যাং মারবে !!!!!!! :P

১৪ ই জুলাই, ২০১৬ সকাল ১১:০২

কাজী ফাতেমা ছবি বলেছেন: একদিন না হয় ভিজলেই ভৃগু দা কে নিয়ে
অবশ্য আমিও থাকুম তবে পিছনে
(ছবি তোলার জন্য :D )

আপি আপনি সাথে থাকলে ল্যাংক মারুম না
যান ছেড়ে দিলাম
হাহাহাহাহ :)

১১| ১৩ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৪৭

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: দারুণ লিখেছেন। ভালো হয়েছে।

১৪ ই জুলাই, ২০১৬ সকাল ১১:০৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ শামীম ভাইয়া
ভাল থাকুন
শুভেচ্ছা সতত

১২| ১৩ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:১৬

রাতুল_শাহ বলেছেন: কি আপু!!!!!!!!!!!!!
এত সুন্দর কবিতা হঠাৎ করে।
শুরুটা অসম্ভব রকমের ভালো লেগেছে।

১৪ ই জুলাই, ২০১৬ সকাল ১১:০৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: হঠাৎ করে কেনো
লিখি তো প্রায়ই তবে হয়তো ভাল হয় না

ভাল লেগেছে জেনে খুব ভাল লাগল
ধন্যবাদ ভাইয়া

১৩| ১৩ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:২৬

পবন সরকার বলেছেন: কবিতা ভালো হয়েছে। উপরের ছবিটা দেখে ছোট কালের কথা মনে পড়ে গেল।

১৪ ই জুলাই, ২০১৬ সকাল ১১:০৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: যারা গ্রামে বড় হয়েছেন তাদের ছেলেবেলা এমন মজাদারই কেটেছে বলে আমার ধারণা

আমারও এমন মজাতেই কেটেছিল যা স্মৃতিতে অম্লান

অনেক ধন্যবাদ ভাল থাকু ভাইয়া :)

১৪| ১৩ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:৫৯

কামরুন নাহার বীথি বলেছেন:
আপু চল ভিজি :), দারুন রিমিঝিম এই বৃষ্টির ছড়া!!!!!

১৪ ই জুলাই, ২০১৬ সকাল ১১:০৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: ঠান্ডা লাগবে না তো
আমার আবার ঠান্ডা লাগে না বৃষ্টিতে ভিজলে

কিন্তু শহরে ভিজার সুযোগ খুবই কম
বিশেষকরে আমার মতো বুড়োদের
মানুষ ভাবে ন্যাকামি হাহাহাহাহ

আন্তরিক ধন্যবাদ আপি । বৃষ্টির ছবিটাও চমৎকার ভাল থাকুন

১৫| ১৩ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:১০

রুদ্র জাহেদ বলেছেন: আপু আমিও ভিজব :)
এত সুন্দর কবিতা পড়ে আগ্রহ দ্বিগুন হয়ে গেছে...

১৪ ই জুলাই, ২০১৬ সকাল ১১:০৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: চলো ভাইয়া ভিজি .... গ্রুপ করে ভিজলে মজাই লাগবে হাহাহাহ

আগে একটা খোলা ছাদ ভাড়া নিতে হবে ...। যেখানে অন্য মানুষ থাকবে না
আমি শায়মাপু, রাতুল, ভৃগু দা , তুমি সবাই মিলে ভিজব হাহাহ

অনেক ধন্যবাদ ভাইয়া ভাল থাক

১৬| ১৩ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:৪৫

জুন বলেছেন: বিথীর ছবি দেখে আমারও খুব ভিজতে ইচ্ছে করছে কিন্ত আমার যে অনেক জ্বর ঠান্ডা কাশি গত ১০/১২ দিন ধরে :(
খুব সুন্দর কবিতা আর ছবিতে অনেক ভালোলাগা।

১৪ ই জুলাই, ২০১৬ সকাল ১১:০৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: তাহলে তো আর ভিজা যাবে না জুন :(
আষাঢ়ের বাকি আছে আরো জ্বর কমলে সকলে মিলিয়া ভিজিব একসাথে ইনশাআল্লাহ :)

অনেক ধন্যবাদ ভাল থাকুন
শুভেচ্ছা সতত

১৭| ১৩ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:০৪

ভ্রমরের ডানা বলেছেন: বাহ!

কবিতা পড়েই কেমন জানি খুব ভিজতে ইচ্ছে করছে।

দুর্দান্ত!!

১৪ ই জুলাই, ২০১৬ সকাল ১১:১১

কাজী ফাতেমা ছবি বলেছেন: আষাঢ়ে যখন তখন বৃষ্টি হয় একদিন প্লান করে ভিজতে বের হয়ে যাবেন
ছাতা না আনার বাহানায় ভিজতে ভালই লাগবে ভাইয়া

আন্তরিক ধন্যবাদ ভাল থাকুন
আর ভিজতেই থাকুন
শুভেচ্ছা সতত :)

১৮| ১৩ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৩৯

সুমন কর বলেছেন: দারুণ হয়েছে।

১৪ ই জুলাই, ২০১৬ সকাল ১১:১১

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ সুমন দা :)

১৯| ১৩ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:০০

দিশেহারা রাজপুত্র বলেছেন: বাহ্। দারুণ কবিতা।
ভিজেছি অনেক। এবারেই। তবে একলাএকা ভেজাটা অন্যরকম।

১৪ ই জুলাই, ২০১৬ সকাল ১১:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: বাহ বেশ
ছেলেরা তো স্বাধীন ইচ্ছে হলেই ভিজতে পারে। আর ছাদ থাকলে তো কথাই নেই
অবশ্যই দারুন অনুভূতি....

অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য
শুভেচ্ছা সতত

২০| ১৩ ই জুলাই, ২০১৬ রাত ৮:৪৬

সালেম সুহাইল তাহী বলেছেন: কচুপাতা নেই বলে বৃষ্টিতে ভিজলাম!

১৪ ই জুলাই, ২০১৬ সকাল ১১:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: আহা... মানকচু গাছ একটা ফুলের টবে লাগিয়ে রাখবেন

তবে ভালই হইছে বৃষ্টিতে ভেজার মজাই আলাদা....

ধন্যবাদ পোষ্টে আসার জন্য ভাল থাকুন
শুভেচ্ছা নিরন্তর

২১| ১৩ ই জুলাই, ২০১৬ রাত ৯:২৫

ডঃ এম এ আলী বলেছেন: অপুর্ব কবিতার সাথে বিভিন্ন মন্তব্যের ঘরে থাকা বৃষ্টির ছবি গুলিও ভাল ণেগেছে ।

ভাল থাকার শুভেচ্ছা রইল ।

১৪ ই জুলাই, ২০১৬ সকাল ১১:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাইয়া ভাল থাকুন সর্বদা

আর বৃষ্টিতে ভিজুন ভাবীর বকা খান হাহাহাহাহা

২২| ১৩ ই জুলাই, ২০১৬ রাত ১১:৩৪

শেয়াল বলেছেন: পোলাডা কি আফা আপনের হ্যহ হ্যহ হ্যহ :-P

১৪ ই জুলাই, ২০১৬ সকাল ১১:১৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: হ শেয়াল ভাই আর ছড়াখানা আমার পূত্রবধূর জন্য লিখেছি হাহাহহা
হ্যহ হ্যহ হ্যহ

:) ভাল থাকুন
শুভেচ্ছ সতত

২৩| ১৩ ই জুলাই, ২০১৬ রাত ১১:৪৬

আরণ্যক রাখাল বলেছেন: শায়মা বলেছেন: এই ছেলেটা কি পিচকি নাকি বড় ছেলে আপুনি!!!!!!!!
কার সাথে ভিজতে চাও???

হা হা হা। আমারও এই প্রশ্ন।
কবিতা ভাল লেগেছে

১৪ ই জুলাই, ২০১৬ সকাল ১১:১৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: ছেলেটা তো আমার আর ছড়া খানা পুত্রবধূর জন্য লিখেছি সে তার সাথে ভিজতে চায়
কি আর করার অনুমতি দিয়ে দিলাম হাহাহাহ

ধন্যবাদ রাখাল ভাইয়া ভাল থাকুন সর্বদা

২৪| ১৪ ই জুলাই, ২০১৬ রাত ১২:১৩

শাহরিয়ার কবীর বলেছেন: B-) B-) B-)

১৪ ই জুলাই, ২০১৬ সকাল ১১:১৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাসেন ক্যারে..... বৃষ্টি ভিজবে না বুঝি

:) ভাল থাকুন
বৃষ্টি ভিজলেও যেনো সর্দি না হয় দোয়া করলাম কিন্তু

২৫| ১৪ ই জুলাই, ২০১৬ ভোর ৬:৫৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ভিজবে বলে শায়মাপুনি
এলেন অবশেষে;
ছাতা মাথায় রেনকোটেতে
গেলেন খানিক কেশে।

বুট পায়ে তার,ছ'ইঞ্চি হিল
হাতেও লেদার দস্তানা;
সানগ্লাসেতে চোখটি ঢাকা
বেশভুষা তার সস্তা না।

ভেজার ছলে এসছে যেনো
র‌্যাম্প মডেলের রাণী;
এই ভৃগু প্লীজ ছাতাটা ধরো
কইলো সুরে টানি।

ঢঙি রাণীর চিকনা সুরে
ভৃগুদা কয়,,,শিউর;
ছাত্তি ধরা ইমুন কি আর
এইকামে মুই পিউর।

দৌড়ে এলো ধরতে ছাতি
কাম কতোনা খাস;
তাড়াহুড়োয় পিছলে কাঁদায়
আপুর পরেই ধপ্পাস।

কাঁদায় দুজন মাখামাখি
যাচ্ছেনাতো চেনা;
ঢং ছেড়ে কয় হেড়ে গলায়
ওরে তরা বদ ভৃগুরে কয়ডা দেনা...................... :D :P =p~

১৪ ই জুলাই, ২০১৬ সকাল ১১:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: াহাহাহাহাহাহাহ
সর্বনাশ এত্ত সুন্দর.....

শায়মাপু গো আপনারে কাদায় মাখায় দিলো ....

ভৃগু দার বারেটা বাজল বুঝি .... খাড়ান

ঢঙি রাণীর চিকনা সুরে
ভৃগুদা কয়,,,শিউর;
ছাত্তি ধরা ইমুন কি আর
এইকামে মুই পিউর।


কাঁদায় দুজন মাখামাখি
যাচ্ছেনাতো চেনা;
ঢং ছেড়ে কয় হেড়ে গলায়
ওরে তরা বদ ভৃগুরে কয়ডা দেনা..

;) ;) দারুন হয়েছে ....।
অনেক ধন্যবাদ
ভাল থাকুন
শুভেচ্ছা নিরন্তর :)

২৬| ১৪ ই জুলাই, ২০১৬ সকাল ৯:৪৭

শামছুল ইসলাম বলেছেন: "চল ভিজি" নামটা যেমন সুন্দর, কবিতাটাও তেমনই সুন্দর।

ভাল থাকুন। সবসময়।

১৪ ই জুলাই, ২০১৬ সকাল ১১:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসংখ্য ধন্যবাদ শামছুল ভাইয়া
আপনিও ভাল থাকুন সবসময়
শুভেচ্ছা আর ভালবাসা রইল :)

২৭| ১৪ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:০৯

তামান্না তাবাসসুম বলেছেন: বেশি বেশি সুন্দর হয়েছে বৃষ্টির কবিতা :)

১৪ ই জুলাই, ২০১৬ দুপুর ২:১৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপি ভাল থাকুন সাথেই থাকুন

২৮| ১৪ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:৩৬

শায়মা বলেছেন: X(( X( X(( ( ভৃগুভাইয়া আর কি যে করি ভাইয়ার ছড়িতা পড়ে)

আপু
দাঁড়াও দাঁড়াও একটু রসো
একটুখানি বসো
দড়িটা নাও, গেরোটা দাও
কঠিন করে কষো।

ভৃগুভাইয়া, কি যে ভাইয়া
দুইটারে এক করে,
গাছের সাথে রাখো বেঁধে
বেজায় কঠিন জোরে।

রাখালভাইয়া তোলো ছবি
ছাপবো ভোরের পাতায়
কেমনে কাঁদে তারা তখন
লিখবো ব্লগের খাতায়।



১৪ ই জুলাই, ২০১৬ দুপুর ২:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: দাঁড়িয়েই তো ছিলাম আপি
স্যার দিলো ধমক
কাজে কামে মন নাই বুঝি?
তখন ভাঙ্গল চমক।

কাছি নিয়ে অপেক্ষাতে
ভৃগু দা-রে খুঁজি
বৃষ্টি ভেবে পা টা রেখে
ম্যানহোলে সে বুঝি।

বাঁধবো ক্যামনে খুঁজি তারে
কোথায় লুকায় গেলো
রাখাল ভাইয়া ছবি তুলবে
মাথা এলোমেলো।

কালো জলে ভিজে দাদা
গজগজ করবে রাগে
চলো আপি খুঁজে আনি
ভৃগু দা-রে আগে।

২৯| ১৪ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:৪৯

জেন রসি বলেছেন: যখন বৃষ্টি নামে তখন মানুষের মধ্যে এক সাথে দুইরকম ইচ্ছে হয়। সে একই সাথে বৃষ্টি থেকে নিজেকে রক্ষা করতে চায় আবার বৃষ্টিতে ভিজতেও চায়!

অনেক সুন্দর হয়েছে আপু। :)

১৪ ই জুলাই, ২০১৬ দুপুর ২:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: এটা ঠিক বলেছেন
আমার জেরীটা বৃষ্টি ভিজতে চায় আবার বৃষ্টিতে নিয়ে গেলে আমাকে ঘেষে আমার ভিতরই লুকাতে চায়

তখন দারুন মজা লাগে। আমি একবার তারে জোর করে বৃষ্টিতে ধরি আবার বুকের কাছে নিয়ে আসি। অন্য রকম অনুভূতি

আন্তরিক ধন্যবাদ ভাইয়া ভাল থাকুন অনেক অনেক

৩০| ১৪ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:৫০

শায়মা বলেছেন: বিদ্রোহী ভৃগু বলেছেন: ওরো কি সৌভাগ্য আমার

শায়মাপুনি ভিজবে বলেছে...........

হে আকাশ
ঝড়াও বৃষ্টি অঝোরে
ভেসে যাক সব চরাচর
শুধু বৃস্টিতে বুদ হয়ে রবো
বৃষ্টি পাগল মন...ফোটায় ফোটায়
অনুভবে সৃষ্টির অপার রহস্যে

হে বৃস্টি থেমোনা আর
চলুক অনন্তকাল
এ ভেজার যেন শেষ না হয়
নতুর জন্মের আগে ...



@ ভৃগুভাইয়া

এ সর্বনাশা ডাক তুমি দিলে!!!!!!!!
এই ছিলো তব মনে!
অঝর বৃষ্টি, চরাচর ভাসা
বিদ্যুৎ ক্ষনে ক্ষনে!

বজ্রে কাঁপিয়া উঠিতেছে ভূমি
মেঘ বৃষ্টিতে তপোবন চুমি।
ত্রাসে কাঁপিতেছে নীপবনে কেকা
উদাসী বকুল ঝরিতেছে একা।

ভাসিতেছে ঘাট, ডুবিতেছে তরী
ভয়াবহ রুপে ভীতা মরি মরি
ধু ধু জলচর প্রানের ঘাতিনী
অনন্তকাল অতিবৃষ্টি বাঘিনী।


হলে তুমি কবি বৃষ্টি বিলাসে
অনন্তকাল ভেজা উল্লাসে
এই কি তোমারে সাজে!!!!!!!!! X((
হতে গিয়ে কবি হবে যে দানব
এই ভুলে এক্ষুনি এক পায়ে
দাঁড়িয়ে থাকো আমাদের মাঝে!!!!!!!!!!!!! :D




:P :P :P




১৪ ই জুলাই, ২০১৬ দুপুর ২:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: :) :) :) :) :)
সর্বনাশের দেখছো কি গো
ঠাডা পড়লে ভৃগু দা নাই
মনের আশা ভিজবে সাথে
চলবে নাক দানাই পানাই।

বজ্র ডাকুক আলো চমকাক্
সাহস এবার করছে দাদা
বৃষ্টির জলে চুবাও তারে
জলের সাথে খাওয়াও আদা।

কবি দাদার বৃষ্টি বিলাস
দেখতে ভারি ইচ্ছে আমার
শায়মা আপি ভিজবে সাথে
বৃষ্টি আজ নাম নিস না থামার।

ছবি তুলতে রেডি আমি
ছাতা মাথায় নিয়ে খারা
উল্লাসে আজ ভৃগু দাদা
হবে কিন্তু পাগলপাড়া।

৩১| ১৪ ই জুলাই, ২০১৬ দুপুর ১:১২

শায়মা বলেছেন: @ কি করি আজ ভেবে না পাই ভাইয়া :) :) :)


কি বললে
হেড়ে গলা! আমার নাকি তোমার!
ওহ নো নো ঠিকই আছে
তুমি তো এক ...........
(রাগে আবার উপমা খুঁজে পাইনি, চামার, কামার, জামার উফফ কোনটা যে খাঁটবে যাইহোক এত চিন্তার টাইম নেই) X((

মিনমিনে সুর যেন দূরে
করছে বিড়াল মিউ
তারই সাথে লেজ গুটিয়ে
ডাকছে আরেক ফেউ। #:-S

ফেউটা তোমার জিএফ ছিলো
পড়ছে এবার মনে
তুমিই তারে ধরতে ছাতা
কেবল ক্ষনে ক্ষনে। :D

রোদ,বাদলে কিংবা ঝড়ে
করতে গিয়ে কিসও।
ছিলো নাতো ঘরবাড়ি আর
তাই ছাতা মুখের পরে দিসো! :`>

সেই মুখটাও ভাঙ্গলো সেবার
ছাতার বাড়ি খেয়ে
শুধু কথায় ভরে কি পেট
মিছা আশা দিয়ে! |-)


আহারে কি মেয়েটা ছিলো
যেন সে এক পরী
মনের দুখে ভালোবেসে
দিলো গলায় দড়ি! :((


ভুত হয়ে তাই
আজও তোমার পিছে পিছেই ঘোরে
ফেউ এর মত যা তুমি কও
সেই ধুয়োটাই ধরে! X((



:P

১৪ ই জুলাই, ২০১৬ দুপুর ২:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেলো আপি । দারুণ হইছে

@ কি করি আজ ভেবে না পাই ভাইয়া
রাগিয়ে দিয়ে মজা বেশ
গালফুলালো আপু
কি করি আজ ভেবে না পাই
কাজ কি তোমার বাপু!

এবার দিছে আপু তোমার
কর্মখানা সেড়ে
গোপন কথা ফাঁস হলো-রে
এসো না আর তেড়ে!

কিস খেতে যে বাড়ি খেলে
দিয়ে ছাতার লাঠি
কি করি আজ -ও ভাইজান-ঠিক
আছে দাঁতের পাটি?

মিছে আশায় মেতেছিলে
ভালবাসার খেলায়?
পরীর মতো ভাবী টারে
হারালাম অবেলায়।

ভূতের সাথে থাকো বুঝি
আপুর যে ধারণা
তাই বুঝি এ নামটি ধরে
চালাও প্রচারণা।

৩২| ১৪ ই জুলাই, ২০১৬ দুপুর ১:৪৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: কি করি আজ
ভেবে না পাই
কি লিখি আজ
খুঁজে না পাই ;)

অমন করে ছাতা ধরা
বুঝেছি বেশ শিখেছো
ধামাধরা বুঝি শেষে
ও পথেই হয়েছো ;)

তাই সবাইকেই
তেমনি ভাব ছোঃ
ভাই হয়ে মোর
বাশ দিলে উঃ =p~ =p~

অমনে করে বলো কেন
হুশ বুঝী নাই তার
ভিজতে এলে অমন সাজে
আসবে না সে আর ;)

তুমিও জানো ঢঙিদের
কাছে সব পুরুষই দিওয়ানা
আমিইবা রবো কেন
করব কেন মানা!

কাঁদায় মেখে রাগলে পরে
সে রাগে রয় অনুরাগ
দেখোনি কি মুভি তুমি
বদের হাড়ি বজ্জাত :P

ও কথা যদি সামনেবা কয়
অন্তরে রয় উহা আহা
যেমন দেখি মুভি সিনেমায়
তারপর গায় উ লা লা লা ;)




১৪ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:১২

কাজী ফাতেমা ছবি বলেছেন: আরেরররররররররর বিনোদন রে .............

হাসতে হাসতে পেটে খিল ধরে গেলো যে

কবি দাদা আজকে দেখি
গায়ক হয়ে গেলেন
সুরে সুরে ব্লগ মাতালেন
গলা কোথায় পেলেন?

আপু আমার ঢংগী নয় কো
হুশে বলেন কথা
ঠ্যাং-এ ল্যাং দিলে ও ভাই রে
পায়ে পাবেন ব্যথা।

৩৩| ১৪ ই জুলাই, ২০১৬ দুপুর ২:২৮

শায়মা বলেছেন: হা হা হা

ভৃগু ভাইয়া শখ দেখে বাঁচিনা
বৃষ্টি দেখেই কুপোকাত
সর্দি কাশি হাচ্চি না!!!!!!!!!

ছাতা ধরা ছেড়ে এবার
হলে কিনা গায়ক
কবিতা পড়ে ভাইয়া থেকে
হয়েই গেলে নায়ক!!!!!!!!!!!!! B:-)

১৪ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন ছন্দ ....

গায়কা ভাইয়া পালাইছে গো
খুঁজে তারে পাই না
কান লাগায়ে বসে আছি
গান শুনতে ক্যান পাই না।

৩৪| ১৪ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:০১

শায়মা বলেছেন: কিস খেতে যে বাড়ি খেলে
দিয়ে ছাতার লাঠি
কি করি আজ -ও ভাইজান-ঠিক
আছে দাঁতের পাটি?

মিছে আশায় মেতেছিলে
ভালবাসার খেলায়?
পরীর মতো ভাবী টারে
হারালাম অবেলায়।

ভূতের সাথে থাকো বুঝি
আপুর যে ধারণা
তাই বুঝি এ নামটি ধরে
চালাও প্রচারণা।


হা হা হা আপু তাইলে শোনো আসল ঘটনা------

কি করি আজ ভেবে না পাই ভাইয়া আমার চরণে নিবেদিত----- :)

তাই তো সে আজ দিশেহারা
কি করে না করে!
হেথায় হোথায় যখন তখন
আছাড় খেয়ে পড়ে।

দাঁতের পাটি কবেই গেছে
আরও গেছে মাড়ি :-/ ( ফোকলা আঝ এমন)
ও বাবা গো ভাবীর হাতের
যে সেই কি বাড়ি!!!!!!!!

একটু যদি কোথাও দেখে
আধটু বেগড় বাই
পিটিয়ে আধা মরা করে
ভাইয়া কি করে আজ তাই ভেবেই না পায়!!!!


আহারে ভাইয়াটা আমার কি ভুলটাই না করছিলো, ছাতা মাথায় দিয়ে লুকাই লুকাই .........:(

১৬ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: :) :) :) :)
;) ;)
দিশেহারা ভাইটি আমার
কান্দে-গালে হাত
তাই বুঝি তাই ভিজতে সে চায়
শায়মা আপুর সাথ।

আপু তুমি এমন কেনো
আবেগ বুঝো না
কারো মনের ইচ্ছে তুমি
আর তো খুঁজো না!

দিশেহারা ভাইটি কিছু
ভেবে নাহি পায়
ভাবির হাতের বাড়ি খেয়ে
জ্বর আসছে তার গায়!

ও আপো-গো ঔষধ দিয়ো
ভাই-টি বেচারা
ছড়ায় ছড়ায় আজ-কে বুঝি
হারলো গো-হারা।

৩৫| ১৪ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:১২

বিদ্রোহী ভৃগু বলেছেন: শায়মা বলেছেন: X(( X( X(( ( ভৃগুভাইয়া আর কি যে করি ভাইয়ার ছড়িতা পড়ে) এর উত্তর ;)

এ কেমন কথা ভায়া
দিয়ে মিষ্টি দাওয়াত
এখন খুঁজো দড়ি গেরো
মাথা গেছে নাকি? আলবাৎ ;)

লোকে বলে লাগলে আতে
মানুষ নাকি ক্ষেপে তাতে
আমরা দু'জন কি করিনু
বৃষ্টি জলে ভিজতেই চাইনু :)

তোল তোল ছবি তোল
দেখুক জগত ভরে
নারী কেমন দাওয়াত দিয়ে
প্রতারণা করে ;)

হা হা হা হা :)

১৬ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: ;) ;) ;)
:) :) :)
সাহস আপনার অনেকখানি
আপু-রে ক্ষ্যাপালেন
সুরে গেয়ে জলে ভিজে
ব্লগ'টা কাঁপালেন!

আঁতে ঘা-টা লাগছে আপুর
বুঝাতে কি চাইছেন
আপু আমার রাগী ভারী
টের কি তবে পাইছেন?

শাটারে ক্লিক করবো-তুলবো
ভাই-ঠ্যাং ভাঙ্গার ছবি
জগতবাসী দেখবে তবে
ঠ্যাং ভাঙ্গা এক কবি।

৩৬| ১৪ ই জুলাই, ২০১৬ রাত ৯:৫৩

শায়মা বলেছেন: হা হা ফাতেমা আপু আর ভৃগুভাইয়া অনেক হাসছি! :P

১৬ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:৩৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: :) :)
হাসতে হাসতে পেটে-তে খিল
ভরে গেলো আনন্দে দিল
হাসলে নাকি শরীর ভালো
দূর হয় মনের আঁধার কালো

৩৭| ১৪ ই জুলাই, ২০১৬ রাত ৯:৫৪

শায়মা বলেছেন: ওয়েটিং ফর কি যে করি ভাইয়া :P

১৬ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: ওয়েট করতে হবে না নিচে দেখেন হাহাহাহাহ

৩৮| ১৫ ই জুলাই, ২০১৬ সকাল ৮:২৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: শায়মা বলেছেন: X(( X( X(( ( ভৃগুভাইয়া আর কি যে করি ভাইয়ার ছড়িতা পড়ে)

আপু
দাঁড়াও দাঁড়াও একটু রসো
একটুখানি বসো
দড়িটা নাও, গেরোটা দাও
কঠিন করে কষো।

ভৃগুভাইয়া, কি যে ভাইয়া
দুইটারে এক করে,
গাছের সাথে রাখো বেঁধে
বেজায় কঠিন জোরে।

রাখালভাইয়া তোলো ছবি
ছাপবো ভোরের পাতায়
কেমনে কাঁদে তারা তখন
লিখবো ব্লগের খাতায়।


সত্য কয়েছি বলে
গায়ে পড়ে ফোসকা;
দুজনেরে বাঁধে একা
গায়ে জোড় মোষ কা।

নামেই অবলা নারী
আসলে সে গুন্ডা;
করে খুন হেসে হেসে
খসে গেলে পানে চুনডা।

ঘটনার পরিশেষ
এইবারে কয়ে নি;
ভৃগু পিছলালে পরে
ব্যথা সে মোটে পায়নি।

তার গন্ডারি হারে
খেয়ে ভৃগু ধাক্কা;
কম করে ৬টি হার
ভেঙ্গে গেছে পাক্কা।

বেঁকে গেছে হাত-পা
হাঁটু গেছে ফুলে;
প্রতি পূর্নিমাতে তার
সারা গায়ে জ্বলে।

পিঠে চাম গেছে ক্ষয়ে
দাঁতও ভাঙ্গে দুটি;
খায় খালি জাও ভাত
নড়ে বাকি কটি।

আধামরা বানিয়েও
মেটেনি তার সাধ;
রাখালেরে ডেকে কয়
আরো জোরে বাঁধ!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

১৬ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: সবার সামনে সকল সময়
সত্য বলতে নাই যে
ভিজাভিজি দূরের কথা
বুড়ো আঙ্গুল ছাই যে।

আপু আমার গুন্ডা বলেন
কোন সাহসে ভাই
সামনে এসে বলেন দেখি
আপনি দেখবেন নাই :D

একটু আধটু গুন্ডাগিরি
করতে হয় বৈকি
আমরা মেয়ে তাই বলে হুম
সাহসী নই কি :v

৩৯| ১৫ ই জুলাই, ২০১৬ সকাল ৮:৫২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: শায়মা বলেছেন: @ কি করি আজ ভেবে না পাই ভাইয়া :) :) :)

কি বললে
হেড়ে গলা! আমার নাকি তোমার!
ওহ নো নো ঠিকই আছে
তুমি তো এক ...........
(রাগে আবার উপমা খুঁজে পাইনি, চামার, কামার, জামার উফফ কোনটা যে খাঁটবে যাইহোক এত চিন্তার টাইম নেই) X((

মিনমিনে সুর যেন দূরে
করছে বিড়াল মিউ
তারই সাথে লেজ গুটিয়ে
ডাকছে আরেক ফেউ। #:-S

ফেউটা তোমার জিএফ ছিলো
পড়ছে এবার মনে
তুমিই তারে ধরতে ছাতা
কেবল ক্ষনে ক্ষনে। :D

রোদ,বাদলে কিংবা ঝড়ে
করতে গিয়ে কিসও।
ছিলো নাতো ঘরবাড়ি আর
তাই ছাতা মুখের পরে দিসো! :`<

সেই মুখটাও ভাঙ্গলো সেবার
ছাতার বাড়ি খেয়ে
শুধু কথায় ভরে কি পেট
মিছা আশা দিয়ে! |-)

আহারে কি মেয়েটা ছিলো
যেন সে এক পরী
মনের দুখে ভালোবেসে
দিলো গলায় দড়ি! :((

ভুত হয়ে তাই
আজও তোমার পিছে পিছেই ঘোরে
ফেউ এর মত যা তুমি কও
সেই ধুয়োটাই ধরে! X((


চামার কহিয়া চামে
যত দ্যাও গালি;
এ শর্মা দমেনাকো
সে আশা গুড়েবালি।

ছাতা মেলে কি করেছি
যদি হায় জানতে;
কানে আঙ্গুল গুজে
শরমেতে কানতে। :P

কোন ফাঁকে ভৃগুদা
করে সবি ভিডিও;
ইউটিউবেতে আছে
লুকিয়ে তা দেখিও। :-B

ছাতার বাড়িতে নয়
মুখে সব লাভ বাইট;
কিসে কিসে আমি শেষ
আরো দিলো হাগ টাইট।

এতো সুখ রাখি কই
দেই ছুট পড়ি মরি;
সেই দুখে অভাগীটা
নিলো যে গলাতে দরি।

ওজনতো দেড় মন
ডাল গেলো ভাঙ্গি;
নাটকের নয়া টার্ন
মরে নাই ঢঙ্গী। |-)

না মরেও ডাইনিটা
ভর করে কান্ধে;
মন চায় যাই উড়ে
চিরতরে চান্দে। :-<

১৬ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: হায় হায় বলো কি হে ভাই
ছাতায় ঢেকে করছো কি?
অধর ছুঁইছ কারে ছাই
জাপটে তারে ধরছো কি?

ভৃগু দা শুনেন দেখি
ভিডিও'টার লিংক দেন
ছাতার নিচে-করছে কি!
পঁচা হলে করবো ব্যান।

৪০| ১৫ ই জুলাই, ২০১৬ সকাল ৯:০২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: বিদ্রোহী ভৃগু বলেছেন: কি করি আজ
ভেবে না পাই
কি লিখি আজ
খুঁজে না পাই ;)

অমন করে ছাতা ধরা
বুঝেছি বেশ শিখেছো
ধামাধরা বুঝি শেষে
ও পথেই হয়েছো ;)

তাই সবাইকেই
তেমনি ভাব ছোঃ
ভাই হয়ে মোর
বাশ দিলে উঃ =p~ =p~

অমনে করে বলো কেন
হুশ বুঝী নাই তার
ভিজতে এলে অমন সাজে
আসবে না সে আর ;)

তুমিও জানো ঢঙিদের
কাছে সব পুরুষই দিওয়ানা
আমিইবা রবো কেন
করব কেন মানা!

কাঁদায় মেখে রাগলে পরে
সে রাগে রয় অনুরাগ
দেখোনি কি মুভি তুমি
বদের হাড়ি বজ্জাত :P

ও কথা যদি সামনেবা কয়
অন্তরে রয় উহা আহা
যেমন দেখি মুভি সিনেমায়
তারপর গায় উ লা লা লা ;)


ছাতা ধরা কৌশল
আশা করি শিখেছো;
তুমিও কি কম নাকি
বেশ হাত পেকেছো।

প্রেম রোগে তুমি কাত
আছ পুরো কোমাতে;
ঝাঁড় ফু্‌ঁক তাবিজেও
গেলোনা তা কমাতে।

বৃষ্টির ঘ্রাণ পেলে
গায়ে শুরু ম্যাজম্যাজ;
সোজাটি হলোনা কভু
তোমার ঔ বাঁকা লেজ। =p~ =p~

১৬ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:৩৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: কে যে ভাই কার প্রেমে
গেলো শেষে কোমাতে
বসে ভেবে শেষে
গেলাম এবার ঘুমাতে।

বৃষ্টি আসুক আবার
ব্লগের টিনের চালাতে
একসাথ ভিজাভিজি
পারবে না কেউ পালাতে।

৪১| ১৫ ই জুলাই, ২০১৬ সকাল ৯:৪২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: লেখক বলেছেন: হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেলো আপি । দারুণ হইছে

@ কি করি আজ ভেবে না পাই ভাইয়া
রাগিয়ে দিয়ে মজা বেশ
গালফুলালো আপু
কি করি আজ ভেবে না পাই
কাজ কি তোমার বাপু!

এবার দিছে আপু তোমার
কর্মখানা সেড়ে
গোপন কথা ফাঁস হলো-রে
এসো না আর তেড়ে!

কিস খেতে যে বাড়ি খেলে
দিয়ে ছাতার লাঠি
কি করি আজ -ও ভাইজান-ঠিক
আছে দাঁতের পাটি?

মিছে আশায় মেতেছিলে
ভালবাসার খেলায়?
পরীর মতো ভাবী টারে
হারালাম অবেলায়।

ভূতের সাথে থাকো বুঝি
আপুর যে ধারণা
তাই বুঝি এ নামটি ধরে
চালাও প্রচারণা।


আরে আরে না না আপু
মোরে ভুল বুঝনা;
আপুনির মিছে তালে
ভীনকিছু খুঁজনা।

জিএফতো দুরে থাক
নেই মোর বান্ধবী;
দেখলেই মেয়ে ডরে
বুক কাঁপে ধবধবি।

বিশ্বাস করো আপু
কথা জেনো সত্য;
শায়মাপু যা কয়েছে
সবি ভুয়া তথ্য।

এ জীবনে নারী পানে
চাহিনিকো তুলে চোখ;
সেই মোরে এ অপবাদ!!
ভেঙ্গে গেলো পুরো বুক। |-)

খোদার বিচার আছে
কাউরে ছাড়েনা পাপ;
আপুর গজাবে শিঙ
এই দিনু অভিশাপ। B:-/

১৬ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: আহা ধূয়া তুলসি পাতা
কি করি আজ ভেবে নাই পাই
মেয়ে দেখলে সে নাকি হায়
ভয়ের চোটে দুনিয়ায় নাই।

এমন কথা সবাই বলে
মেয়ে দেখলে হা তাকিয়ে
পা থেকে মাথা পর্যন্ত
দেখে ছেলে চোখ বাকিয়ে।

৪২| ১৫ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৪৩

শায়মা বলেছেন: সক্কাল সক্কাল দিলে মোরে হাসিয়ে :D
কিছু আগে রাগে বাঘে ছিনু আমি টাসিয়ে 8-|
হাসিতে হাসিতে মোর রাগ গেলো বনে
শয়তানের লাঠি তুমি এই ছিলো মনে!!!!!!! X((

ওকে ওকে ডোন্ট ওরী কিছু পরে আসছি
কাঁদিবে তখন খোকা আমি তবে হাসছি।
উঠেছি কেবলি তাই খেয়ে আসি ভাত ডাল
তারপর বোঝাবোনে কত ধানে কত চাল!!!!!!

@ কি যে করি ভাইয়ার চরণে নিবেদিত

১৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৫১

কাজী ফাতেমা ছবি বলেছেন: আহ কত সুন্দর লিখনি

আপনাকে রিকোয়েস্ট পাঠিয়েছি আপু ফেবুতে

৪৩| ১৫ ই জুলাই, ২০১৬ রাত ১০:৩৬

ডঃ এম এ আলী বলেছেন: বাহরে বাহরে বা: এই ব্লগে তো দেখতেছি কবিতার আসর জমে গেছে

কত সুন্দর সুন্দর ছড়া
বৃষ্টি ফোটায় কৌতুক ঝড়া
যাচ্চেনা বাদ ছেলে বুড়া
ভিজার জন্য অনেকেই খাড়া।

কেও কেও বাধছে কষে কোমর
ডাল ভাত সেরে করবে আছর
শুনা যাবে ঢেকির ডাপুর ডুপুর
কত ধানে কত চাল হবে তারপর ।

এই ভাবে কবিতার আসর
ফিরে পাক গৌরব তার
এ আসরের সকল কবির
প্রতি রইল ডালি শুভেচ্ছার।





১৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৫২

কাজী ফাতেমা ছবি বলেছেন: অবশেষে আপনিও লিখে ফেললেন ফাটাফাটি ছড়া
দারুন দারুন হয়েছে

শুভেচ্ছা গ্রহণ করা হইলো কিন্তু ভাল থাকুন নিরন্তর

৪৪| ১৬ ই জুলাই, ২০১৬ রাত ১২:০১

গেম চেঞ্জার বলেছেন: দারুণস!!!!!!!!!!! জমে গেছে!!!!!!!!!!

১৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৫২

কাজী ফাতেমা ছবি বলেছেন: জমে নাই শুধু
জমে ক্ষীর হাহাহাহাহ

৪৫| ১৬ ই জুলাই, ২০১৬ রাত ১২:২৫

আবুল হায়াত রকি বলেছেন: আছলাম হলিডেতে, ফেবু আমারে লক মারছে, এখন সামু আমারে ফঁসি দিলে মক্তি পাই।

বোন, জ্বমিয়ে রেখেছ ভাল। শুভ কামনা যেন। সাথেই আছি।

১৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৫৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমরাও আছি সাথেই ......
বাপরে এরা পারেও ভালই ।

কিন্তু আমি সময়ের অভাবে পারছি না তাল মিলাতে

অফিসের কাজের চাপে চ্যাপ্টা হয়ে গেলুম রে

৪৬| ১৬ ই জুলাই, ২০১৬ রাত ১২:২৭

আবুল হায়াত রকি বলেছেন: ভৃগু দা !!! হাা হা হা হা :P

১৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৫৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: গান টা সুন্দর ছিল রকি ভাইয়া হাহাহাহাহ

৪৭| ১৬ ই জুলাই, ২০১৬ ভোর ৬:৫২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: শায়মা বলেছেন: সক্কাল সক্কাল দিলে মোরে হাসিয়ে :D
কিছু আগে রাগে বাঘে ছিনু আমি টাসিয়ে 8-|
হাসিতে হাসিতে মোর রাগ গেলো বনে
শয়তানের লাঠি তুমি এই ছিলো মনে!!!!!!! X((

ওকে ওকে ডোন্ট ওরী কিছু পরে আসছি
কাঁদিবে তখন খোকা আমি তবে হাসছি।
উঠেছি কেবলি তাই খেয়ে আসি ভাত ডাল
তারপর বোঝাবোনে কত ধানে কত চাল!!!!!!

@ কি যে করি ভাইয়ার চরণে নিবেদিত


...........................................

প্রথমেই প্রতিবাদ
''নিবেদিত চরণে'';
চামে দিলে খুব খোঁচা
বিষ মাখা ফোড়নে। X((

ডাল ভাত খেয়ে বুঝি
হলো তোমা ডায়রিয়া?
আসি বলে পুরো হাওয়া
ভেগে গেছে ভৃগু মিয়া।

ফাতেমাপু ফুল অফ
গেমু লয় মজা;
তার মানে আমি চ্যাম্প
কথা ভেরি সোজা। :D :-B B-) ;)

১৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ফুল অফ নই আমি
কাজে চাপে চ্যাপ্টা
তাইতো রয়ে গেলো
এত বড় গ্যাপ টা :(

৪৮| ১৬ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:৫১

আবুল হায়াত রকি বলেছেন: @কি করি আজ ভেবে না পাই - প্রবিত্র চরণে . . . . .


Rocky is My Name ;)

১৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন দারুন

থ্যাংকস এ লট রকি ভাইয়া

৪৯| ১৬ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:৫২

শায়মা বলেছেন: প্রথমেই প্রতিবাদ
''নিবেদিত চরণে'';
চামে দিলে খুব খোঁচা
বিষ মাখা ফোড়নে। X((

ডাল ভাত খেয়ে বুঝি
হলো তোমা ডায়রিয়া?
আসি বলে পুরো হাওয়া
ভেগে গেছে ভৃগু মিয়া।

ফাতেমাপু ফুল অফ
গেমু লয় মজা;
তার মানে আমি চ্যাম্প
কথা ভেরি সোজা।





খাস তুই পঁচা বাসী
শিয়ালের ঠ্যাং
আমিও তা খাবো নাকি
শয়তান ব্যাঙ!!!!!!!!!! X((

লাস্ট উইকের কথা
করে দেবো ফাস
কোরিয়ান গার্লফ্রেন্ড
খাওয়ালো না ঘাস? :-&

ঘাস খেয়ে হাসফাঁস
তুই হলি গরু
হাম্বা হাম্বা রব
মোটা পেট পাগুলো সরু!!!!!! :D

হা হা হা হা মরে যাই
দূর্দশা ভেবে
চীনা গার্ল চ্যাং ব্যাং
তুই ছাড়া কে নেবে? B-)

রোজ হয় ডায়েরিয়া
কলেরা তো সিম্পল
টয়লেট, ডিডিআরবি
তোর শেষ সম্বল! :)


আহারে ভাইয়াটা
মোটা তাজা ছিলো
প্রেমে পড়ে ঘোল খেয়ে
মরোমরো হলো। :((

শকুনীরা করলো কি
ভাইয়ার হাল
সদাহরি ভাইয়ার
করুন বেহাল।:(

ভয় নেই ভেবোনাকো
প্রতিশোধ হবে
চীনামিনা কোরিয়ান
লেজ গুটিয়ে পালাবে।

হে হে হে হে
মোর নাম অপ্সরা শর্মা
এইটুকু হেরে যাবো!
নহে মোর কর্মা! B-)

যায় যদি হটে যাক
ভৃগুভায়া গেমু
ফাতেমা আপুও গেলে
একা শোধ নেমু। X((

চ্যাম্প হওয়া আশা ছাড়ো
চ্যাং ব্যাং খাও
কবিতা ছড়িতা ছেড়ে
টয়লেটে যাও। :P


হাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহহা লাভ ইউ আমার কি করি আজ ভেবে না পাই ভাইয়ামনি সোনার খনি!!!!!!!!!! :P





১৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:৪২

কাজী ফাতেমা ছবি বলেছেন: সাথে আছি আপু গো
ছেড়ে তোমায় যাবো না
বদগুলো বাড়ছে বেশী
শিক্ষা দিবো এখনি
এমন সুযোগ আর পাবো না

৫০| ১৭ ই জুলাই, ২০১৬ সকাল ৮:০০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: খাস তুই পঁচা বাসী
শিয়ালের ঠ্যাং
আমিও তা খাবো নাকি
শয়তান ব্যাঙ!!!!!!!!!! X((

লাস্ট উইকের কথা
করে দেবো ফাস
কোরিয়ান গার্লফ্রেন্ড
খাওয়ালো না ঘাস? :-&

ঘাস খেয়ে হাসফাঁস
তুই হলি গরু
হাম্বা হাম্বা রব
মোটা পেট পাগুলো সরু!!!!!! :D

হা হা হা হা মরে যাই
দূর্দশা ভেবে
চীনা গার্ল চ্যাং ব্যাং
তুই ছাড়া কে নেবে? B-)

রোজ হয় ডায়েরিয়া
কলেরা তো সিম্পল
টয়লেট, ডিডিআরবি
তোর শেষ সম্বল! :)


আহারে ভাইয়াটা
মোটা তাজা ছিলো
প্রেমে পড়ে ঘোল খেয়ে
মরোমরো হলো। :((

শকুনীরা করলো কি
ভাইয়ার হাল
সদাহরি ভাইয়ার
করুন বেহাল।:(

ভয় নেই ভেবোনাকো
প্রতিশোধ হবে
চীনামিনা কোরিয়ান
লেজ গুটিয়ে পালাবে।

হে হে হে হে
মোর নাম অপ্সরা শর্মা
এইটুকু হেরে যাবো!
নহে মোর কর্মা! B-)

যায় যদি হটে যাক
ভৃগুভায়া গেমু
ফাতেমা আপুও গেলে
একা শোধ নেমু। X((

চ্যাম্প হওয়া আশা ছাড়ো
চ্যাং ব্যাং খাও
কবিতা ছড়িতা ছেড়ে
টয়লেটে যাও। :P

..................................

মন কথা খুলে কই
বইন ভেবে আপনা;
করে দিলো সব ফাঁস
টুট গেয়া সাপনা। |-)

আমার জিএফ মানে
তোমারিতো ভাই-বৌ;
কোন আক্কেলে তুমি
সব কথা হেথা কও?? X((

ভালোবেসে রোজ তারে
কেটে দেই জানটাই;
সেই সে বুঝালো আজ
আমি যেনো সৎভাই। :-<

রাখবোনা এ জীবন
দ্বিধা হও ভূমি;
আমি তব গাছে উঠি
ভালো থেকো তুমি। ;) :P :P :-B

হাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহহা লাভ ইউ আমার কি করি আজ ভেবে না পাই ভাইয়ামনি সোনার খনি!!!!!!!!!! :P

ওহহো ভুলে গেছি,,,,,,,,
কি কথা সে বুঝে নিও;
কলজেটা চিরে কই
আপু আই লাভিউ।


১৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:৫৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনার প্রতিভায় মুগ্ধ আমি
দোয়া করি ছন্দ নিয়ে সম্মুখেই হোন অগ্রগামী :)

৫১| ১৭ ই জুলাই, ২০১৬ সকাল ৮:০৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: @আবুল হায়াত রকিঃ

কইলেকি ভায়া তুমি
মরি আমি শরমে;
ঘেমে নেয়ে একাকার
এসিতেও,গরমে।

পবিত্র আমি নই
মোর প্রিয় শায়মাপু;
তার শত গুণ ভারে
আমি সদা কাঁপু কাঁপু।

আরো আছে ফাতেমাপু
সাথে ভৃগুদা;
ভজলে হ্যাগোরে ভজো
আমিতো হুদা।

তুমি দেখি পুরো হিরো
নামখানা খাসা;
শুভেচ্ছা রাশি রাশি
প্রীতি ভালোবাসা।:)

১৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:০৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমি মুগ্ধ হয়েছি আপনার প্রতিভা দেখে

ছড়ায় তাল মিলাতে পারলাম সরি

অফিসের কাজের চাপে আছি .... সময় পাওয়া টাফ হয়ে গেলো

কারো পোস্টও পড়তে পারছি না

৫২| ১৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৩৬

আবুল হায়াত রকি বলেছেন: B-)) B-)) B-))

১৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:১০

কাজী ফাতেমা ছবি বলেছেন: রকি ভাইয়ার হাসি সুন্দর আছে মাশা আল্লাহ

৫৩| ১৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:৩৩

সাহসী সন্তান বলেছেন: আমি ভাবতাম কি, সম্ভবত এই পোস্টে আমার মন্তব্য আছে! তাই আর এমুখো হইতাম না! কিন্তু আজকে সাম্প্রতিক মন্তব্যের লিস্টে শিরোনামটা দেখে ভাবলাম দেখি আপনি কি উত্তর করছেন, কিন্তু গুতাইয়া ঢুইকা দেখি এইখানে তো আমার মন্তব্যই নাই; তো উত্তর করবেন কি!? আচানক কথা? :(

যাউকগা, চল্ ভিজি.... 'চলেন!' তয় ভিজার পরে যদি ঠান্ডা লেগে যায়, কিংবা কোন ধরনের রি-এ্যাকশান হ্য়, তখন তার যাবতিয় খরচ কিন্তু আপনার বহন করা লাগবে! রাজী থাকলে ১ চাপুন! ;)

কবিতা খুব ভাল হইছে আপু! আগেই পড়ছিলাম, কিন্তু মন্তব্য করা হয় নাই! শুভ কামনা জানবেন!

১৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:৪৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: াহাহাহাহাহ .... পড়ছেন যে এটাই আমার অনেক পাওয়া । মাঝে মাঝে আচানক কিছু ঘটে গেলেই ভাল লাগে ।

আর হ্যাঁ ..... খরচের কথা চিন্তা করবেন না মোটেও
এমন চিন্তা করলে তো বাংলাদেশ ব্যাংকে চাকুরী কইরা কোনো লাভ হইল না । ওষুধ পথ্য সব ফ্রি ..... তবে শায়মাপু কিন্তু ল্যাং মারবে বলছে আর ছাতা ধরবে ভৃগু দা ......।

পরবর্তীটা আপনি সামলায়েন কিন্তু :) হাহাহাহাহ

ধন্যবাদ পোস্টে আসার জন্য ।

৫৪| ১৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:৫৯

সাহসী সন্তান বলেছেন: এমন চিন্তা করলে তো বাংলাদেশ ব্যাংকে চাকুরী কইরা কোনো লাভ হইল না।

-আপনে বাংলাদেশ ব্যাংকে চাকরি করেন বুঝি? খাইছে আমারে! ম্যাডাম আই এম স্যরি টু সে দ্যাট, ইয়ে মানে আপনার লগে আমি নাই! শুনছি ব্যাংকারগো অনেক টাকা থাকে, আর যাদের বেশি টাকা তাদের আশে পাশে সব সময় হাইজ্যাকার'রা ঘুর ঘুর করে! সুতরাং এই অল্প বয়সি আমি আর যাই হোক হাইজ্যাক হইয়া মরতে রাজি না! :(

আফনে ২ চাপেন! ডিল ক্যান্সেল! আমার লাইগা আমার বউ বিধবা হইবো, আমি মইরা গিয়াও যে এই দুস্ক সইতে ফারুম না! ঐ ভৃগু ভাই-টাই আছে ওগো লগে ভেজেন গা! ;)

২৬ শে জুলাই, ২০১৬ দুপুর ২:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: াহাহাহাহাহাহ এই মন্তব্য পড়া হয়নি কেনো বুঝলাম না

বাক্কা মজা পাইছি

থ্যাংকু থ্যাংকু

৫৫| ১৮ ই জুলাই, ২০১৬ রাত ৩:২৮

শেয়াল বলেছেন: আমার ঠ্যাং খাইবো কেডা ???? কামড় দিয়া ছিড়ি ফালামু হাত দুইটা ! ! ! X( X( X(


:> B-))

২৬ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:৪২

কাজী ফাতেমা ছবি বলেছেন: শেয়ালের ঠ্যাং খাইবো কেডায় আবার

শেয়াল হতে ১০২ হাত দূরে থাকাই ভাল
তবে রাইতের বেলা এত চিল্লান ক্যান হুক্কা হুয়া হুক্কা হুয়া বলে হাহাহাহহা

৫৬| ১৮ ই জুলাই, ২০১৬ সকাল ৮:০২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: লেখক বলেছেন: সাথে আছি আপু গো
ছেড়ে তোমায় যাবো না
বদগুলো বাড়ছে বেশী
শিক্ষা দিবো এখনি
এমন সুযোগ আর পাবো না


তলে তলে আপু তোমা
এই ছিলো মনে?
হাতটি মেলালে গিয়ে
শায়মাপু সনে !!!

আমি আর ভৃগুদা
অতিশয় শান্ত;
তুমি না জানলেও
শায়মাপু জানতো।

সিধেসাদা পেয়ে মগো
করে সদা জ্বালাতন;
লুটে নেয় ট্যাকাটুকা
অমানুষি নির্যাতন।

কানেকানে কই শোন
আসলে সে ডাইনি;
বহুদিন মানুষের
মাংস সে খায়নি।

পেলে খায় গবগবি
হাড়গোর গোশত;
মানুষের খোঁজ পেতে
দুটো জ্বীন পোষতো।

কুচকুচে কালো জিভ
বিষ ভরা নিঃশ্বাস;
আপু থেকো সাবধানে
নেই তার বিশ্বাস।

২৬ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসম্ভব সুন্দর ছড়াগুলো
অসাধারণ আপনার মেধা

সময়ের অভাবে ছড়া আকারে জবাব দিতে না পারার জন্য খারাপ লাগছে

ভাল থাকবেন ভাইয়া :)

৫৭| ১৮ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৪১

আবুল হায়াত রকি বলেছেন:

২৬ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: রকি ভাইয়া রক্স
থ্যাংকস এ লট

৫৮| ১৯ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:৫৮

আপনজনা বলেছেন: সুন্দর...।

২৬ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনজনা

৫৯| ২৬ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:০২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: শেষমেশ দিলে তায়
ভুলেই গেছিনু প্রায়
ভেবেছি অধমে হায়
রিপ্লাইয়ে কার দায়।

২৬ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: দায় তো আছেই কিন্তু
জীবনের দায় দায়িত্ব এড়ানো যায় না সহজে

কাজের চাপ মহা ধুমধামে চলছে

ধন্যবাদ ভাইয়া আবারো আপনাকে এখানে পাওয়ায়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.