নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

‎আমি পারব স্যার‬!

২৭ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:২৯


©কাজী ফাতেমা ছবি

হাসির মাঝে দুঃখকে লুকিয়ে রাখতে সক্ষম হবো,স্যার।
আপনি দেখে নিবেন সেই প্রজাপতি সময় ফের নিয়ে আসবো হাতের মুঠোয়।
-
আমি জানি স্যার, দুঃখ দুঃখ ভাব নিলে দু:খ'রা ঝেঁকে বসে মনে
টেনে হিঁছড়ে দুঃখ'রা আমায় নিয়ে ফেলে বিষন্নতার ডাস্টবিনে।
-
এ আর দিবো নে হতে আমি, ফিরে যাব ফের সেই দোয়েল সময়ে..
সেই প্রাণোবন্ত ছাত্রী আপনার... হাসিখুশি মুখাবয়ব, উচ্ছ্বল-
আজীবন প্রাণোবন্ত জীবনে চাই বসবাস...
নিরাশার জালে আর আটকাবো নে।
-
অসভ্য অসময়ের হাত,হাত থেকে ছাড়িয়ে নিব দেখে নিবেন স্যার...
আমি কভু দুঃখ ঠাঁই দিতে চাই নে আর এ পোড়া মনে..
-
স্যার, আমি তবে হয়ে যাব রোদ্দুর, মেঘেদের সাথে ভাব জমাব
আমি মুগ্ধ হতে ভালবাসি, মুগ্ধ হবো ফের
দখিনের জানালার শার্শি ছুঁয়ে থাকব, মুগ্ধতার বাতাস খেতে
ওই যে নারিকেলের পাতায় বসা কাঁঠবিড়ালী
দেখেন স্যার,কেমন হিংসেয় জ্বলে ফুঁসফুঁস করে লাফাচ্ছে...
আর এদিকে রোদ্দুর হাসছে জ্বলমলানি আলোয় সে আবারো মুগ্ধ!!
-
নয়নের ক্যানভাসে আজ এঁকে নিলাম সুখ- ঊষসী বেলার আলোয়
মুহুর্মুহু ডুবে যাবো রঙ ক্যানভাসে,ছড়িয়ে দিবো রঙ মুগ্ধতার
আমাকে আটকায়ই বা কে!! খঞ্জন ক্ষণে ফিরে যাব স্যার
আর অনুপ্রেরণায় পাব গুণমুগ্ধ আপনার আশির্বাদ!!
মুখ থুবড়ে পড়বে দুঃখ পদতলে।
আমার আর কি চাই!!
-
থ্যাংস ফর ইনস্পাইরেশন!

মন্তব্য ৫০ টি রেটিং +১২/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:৩৫

জেন রসি বলেছেন: দুঃখরা সব নিপাত যাক। :)

২৭ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:৩৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: যায় না তো - :(
আমড়ার দু:খ মনের সাথে সেঁটে গেছে ... এ আর এক সুপার গ্লো হাহাহাহ

ধন্যবাদ ভাইয়া .... ইনশাআল্লাহ নিপাত যাবেই । দু:খ বড় না আমি বড় হুম :)

২| ২৭ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:৩৯

শাহরিয়ার কবীর বলেছেন: @জেন রসি সাথে একমত দুঃখরা সব নিপাত যাক।

হাসির-খুশিরা মুক্তি পাক...........

ভালো থাকুন বোন।

২৭ শে জুলাই, ২০১৬ দুপুর ২:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ কবীর ভাইয়া :)

৩| ২৭ শে জুলাই, ২০১৬ দুপুর ১:০৭

সাহসী সন্তান বলেছেন: কবিতা মোটামুটি লাগলো! কিছু শব্দের মাঝে যে : ক্লোন চিহ্নটা দিছেন, সেটা উঠিয়ে ঃ বিস্বর্গ চিহ্ন বসিয়ে দিলে ভাল হয়! কারণ ক্লোন আর বিস্বর্গ একই চিহ্ন না!

শুভ কামনা আপু!

২৭ শে জুলাই, ২০১৬ দুপুর ২:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: অভ্র কী বোর্ডে হয় না কোলন ... ঠিক করে দিলাম

ধন্যবাদ ভাইয়া :) ভাল থাকুন

৪| ২৭ শে জুলাই, ২০১৬ দুপুর ১:১১

নির্ভিক ৭১ বলেছেন: সুন্দর বলেছেন, #ছ B

২৭ শে জুলাই, ২০১৬ দুপুর ২:২৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ নির্ভিক ভাইয়া :) ভাল থাকুন :)

৫| ২৭ শে জুলাই, ২০১৬ দুপুর ১:৩৭

সুমন কর বলেছেন: ভালো লাগেনি।

২৭ শে জুলাই, ২০১৬ দুপুর ২:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: :)

আন্তরিক ধন্যবাদ দাদা আপনাকে । ভাল থাকুন :)

৬| ২৭ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:২০

কাশফুল মন (আহমদ) বলেছেন: রোদ্দুরের কোন দুঃখ আছে নাকি ,,,,, (:

২৭ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: রোদ্দুরের বুঝি দু:খ থাকতে নেই :(

পোস্টে আসার জন্য ধন্যবাদ ভাইয়ু

৭| ২৭ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:২০

অবুজ বালক আমি বলেছেন: হামমমমমমমম . অনেক জটিলললললল............... :| B:-/

২৮ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ বালক ভাইয়া :) ভাল থাকুন

৮| ২৭ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:২৬

কল্লোল পথিক বলেছেন:




চমৎকার কবিতা।

২৮ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাইয়া আপনাকে

৯| ২৭ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:০৯

কানিজ ফাতেমা বলেছেন: আমি মুগ্ধ হতে ভালবাসি, মুগ্ধ হবো ফের ।
আশাবাদি লেখা ।

২৮ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম আপি তবুও আশারা ভেঙ্গে যায় বার বার । সুন্দর মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ রইল আর রইল অগণিত ভালবাসা। ভাল থাকুন স্বপরিবারে :)

১০| ২৭ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:৫৫

ডঃ এম এ আলী বলেছেন: খুব সুন্দর তাৎপর্যপুর্ণ কবিতা । কবিতা ও সকল মন্তব্যই সুন্দর, নজরে এসেছে সর্বত্র ।
নিরন্তর ভাল থাকার শুভ কামনা রইল ।

২৮ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাইয়া। আপনিও ভাল থাকুন নিরন্তর । শুভকামনা আর শুভেচ্ছা বেশী বেশী

১১| ২৭ শে জুলাই, ২০১৬ রাত ৯:২১

দিশেহারা রাজপুত্র বলেছেন:

আপনি পারবেন। :)

২৮ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইনশাআল্লাহ পারতেই হবে

১২| ২৭ শে জুলাই, ২০১৬ রাত ৯:২৩

দিশেহারা রাজপুত্র বলেছেন:

আপনি পারবেন। :)

২৮ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:২৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: কিন্তু পেরে উঠতে পারি না আবার এসে নিরাশার ঢেউ ডুবিয়ে দেয় যে :(

১৩| ২৭ শে জুলাই, ২০১৬ রাত ৯:২৯

রূপক বিধৌত সাধু বলেছেন: আমি পারবোনা, স্যার!

২৮ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:২৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: কেনো পারবেন না
ছেলে মানুষ পারতেই হবে জনাব হাহাহা

থ্যাংকস ভাইয়া মন্তব্যের জন্য

১৪| ২৮ শে জুলাই, ২০১৬ রাত ২:০২

শুভ্র বিকেল বলেছেন: অনেক সুন্দর। শুভেচ্ছা।

২৮ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসংখ্য ধন্যবাদ বিকেল :) ভাল থাকুন

১৫| ২৮ শে জুলাই, ২০১৬ রাত ৩:১০

ডঃ এম এ আলী বলেছেন: সুন্দর কবিতাটির সাথে চমতকার মন্তব্যগুলিও ভাল লাগল । আপনার আগের লিখা থেকে ছবি বড় করার টেকনিকটাও শিখা গেল কাজে লাগানো হয়েছে, বিশ্বাস না হলে ব্লগে গিয়ে দেখতে পারেন ।
ভাল থাকার শুভেচ্ছা রইল ।

২৮ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: দেখে এলাম অসম্ভব সুন্দর হইছে আপনার পোস্ট টি
ছবিগুলো আর কথা মাশাআল্লাহ ভাল লাগার মতই । শুভকামনা

ধন্যবাদ আপনাকে আবারো আসার জন্য

১৬| ২৮ শে জুলাই, ২০১৬ দুপুর ১:৩২

মিঃ অলিম্পিক বলেছেন: চালিয়ে যাও বৎস, তুমি পারবে.....
সুন্দর হইছে আপু।।

২৮ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: চালিয়েই তো যাচ্ছি তেলছাড়া তবু চলে কিন্তু নিরাশার ঢেউ ডুবিয়ে দেয়

অসংখ্য ধন্যবাদ ভাইয়ু :) ভাল থাকুন সর্বদা

১৭| ২৮ শে জুলাই, ২০১৬ দুপুর ২:০১

হাসান মাহবুব বলেছেন: বেশ ভালো। আপনি পেরেছেন :-B

২৮ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইনশাআল্লাহ পারবোও দেখা যাক

ধন্যবাদ হাসান ভাইয়া আপনাকে আমার পোস্টে পেয়ে ভাল লাগছে :)

১৮| ২৮ শে জুলাই, ২০১৬ দুপুর ২:২৮

শরতের ছবি বলেছেন: আপনি যেন পারেন ফিরিয়ে আনতে সেই প্রজাপতি সময় ।শুভাশিস রইল ।

২৮ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইনশাআল্লাহ পারব আপি। অসংখ্য ধন্যবাদ আপিজান । ভাল থাকুন নিরাপদে থাকুন সর্বাবস্থায় স্বপরিবারে দোয়া অনেক অনেক

১৯| ২৮ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:০৬

লিংকন হক বলেছেন: আসলেই অনেক সুন্দর হইছে । ধন্যবাদ

২৮ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ । কৃতজ্ঞতা জানাই

ভাল থাকুন সর্বদা সবাইকে নিয়ে :)

২০| ২৮ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:২১

নীলপরি বলেছেন: ভালো লাগলো ।

২৮ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:৩৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকস এ লট আপি। ভাল থাকুন
অনেক শুভেচ্ছা

২১| ২৮ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:২৪

ক্লে ডল বলেছেন: পেরে উঠার কাব্য বাস্তবতা পাক!!

২৮ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:৩৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: তাই যেনো হয়....
ধন্যবাদ ক্লে ডল
আপনার ব্লগে পেয়ে ভাল লাগছে
ভাল থাকুন সর্বদা স্বপরিবারে :)

২২| ৩০ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:৩৮

দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল

০১ লা আগস্ট, ২০১৬ সকাল ১১:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: েআন্তরিক ধন্যবাদ কাজল দা
ভাল থাকুন

২৩| ৩০ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:১৪

কবি হাফেজ আহমেদ বলেছেন: আপনি পারবেন।

০১ লা আগস্ট, ২০১৬ সকাল ১১:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাইয়া :)

২৪| ০১ লা আগস্ট, ২০১৬ সকাল ১১:২৮

হাবিব আনাম বলেছেন: লেখাটা আমাকে অনেক দূরে ঠেলে নিয়ে গিয়েছিল।
হারিয়ে গিয়েছিলাম অতীতে

০১ লা আগস্ট, ২০১৬ সকাল ১১:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাল লাগল সুন্দর মন্তব্য পড়ে
ধন্যবাদ খরগোশ
ভাল থাকিস

২৫| ০৩ রা আগস্ট, ২০১৬ বিকাল ৫:৪১

গেম চেঞ্জার বলেছেন: এটা কোন ব্যাপার হলো? ;) ;)

০৪ ঠা আগস্ট, ২০১৬ বিকাল ৫:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: ব্যাপারই তো
পারছি না কেনো তবে হু

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.