নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
©কাজী ফাতেমা ছবি
শাহবাগিরা গেলি কইরে
হালুম হুলুম নাই-যে গর্জন
সুন্দরবনের ক্রান্তিকালে
আন্দোলন কি করলি বর্জন?
ধ্বংস হতে যাচ্ছে মোদের
ঐতিহ্যে ভরা সুন্দরবন
প্রতিবাদের উঠছে না ঝড়
বাড়ছে বুকে ব্যথার টনটন।
দূষিত করে ফেলবে জল
শত হাজার বর্জ্য কয়লায়
ভরবে নদী মরবে নদী
পঁচা জঞ্জাল হাজার ময়লায়।
সুন্দরবনের নদীর জলে
কয়লা উঠলে নামলে পরে
পানি দূষন বায়ূ দূষণ
হতে থাকবে থরে থরে।
ঢেউয়ে ঢেউয়ে ক্ষয়ে যাবে
তীরের ভূমি ধীরে ধীরে
পরিকল্পনা কি আছে জানি
জাতীয় এই বনকে ঘিরে!
কয়লা নেয়ার জাহাজ হতে
ব্যাপক শব্দ হতে থাকবে
শব্দ দূষণ আর কে ঠেকায়
কে-বা কষ্ট গায়ে মাখবে!
নিশাচর সেই প্রাণীগুলোর
রাতে আঁধার চলৎ স্বভাব
পশুপাখির চলাচলে
প্রকট হবে ক্ষতির প্রভাব।
রাতের আলোয় বিঘ্ন ঘটবে
পশু-পাখির জীবনচক্রে
বিদ্যুত কিন্তু আমরাও চাই
পেতে চাই না তয় পথ বক্রে!
বিদ্যুৎ উৎপাদনের জন্য;
আছে অনেক পথ বিকল্প
ধ্বংস হলে সুন্দর বনটি
ইতিহাসে হবে গল্প।
আমরা ভাই-রে নই বিরোধী
বিদ্যুৎ কেন্দ্র নিমার্ন কল্পে
সুন্দর নিয়ে সুন্দর জীবন
মুগ্ধ হয়ে খুশি অল্পে।
আলো সংকট অযুহাতে
জল জমি আর জঙ্গল নাশে
মানব না কো এ প্রকল্প
তাই চাই একে অন্যের পাশে।
শাহবাগিরা গর্জে উঠো
রক্ষা করতে সুন্দরবন ঐ
ঘরের ভিতর মুখ লুকিয়ে
আছো নাকি -রে তোমরা কই?
০১ লা আগস্ট, ২০১৬ সকাল ১১:৪২
কাজী ফাতেমা ছবি বলেছেন: সহমত
সজাগ হতে হবে বললেই হবে না .... হতেই হবে । জানি না এর কি পরিণাম
ভয়াবহ তো অবশ্যই হবে
ধন্যবাদ ভাইয়া
২| ০১ লা আগস্ট, ২০১৬ ভোর ৫:১৩
আবুল হায়াত রকি বলেছেন: এই লেখাটা যদি সবচেয়ে কম পঠিত হিসেবেও নির্বাচিত করা যেত . . ।
অসাধারণ কবিতা বোন। সহমত ।
০১ লা আগস্ট, ২০১৬ সকাল ১১:৪২
কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাইয়া মূল্যায়ণের জন্য
ভাল থাকুন
তবে সুন্দরবনের কথা শুনলেই মন খারাপ লাগে
৩| ০১ লা আগস্ট, ২০১৬ সকাল ১০:৪৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: অস্তিত্ব রক্ষায় প্রতিবাদ হওয়া উচিত সর্বোস্তরে।
ধন্যবাদ।
০১ লা আগস্ট, ২০১৬ সকাল ১১:৪২
কাজী ফাতেমা ছবি বলেছেন: প্রতিবাদ ছাড়া কখনো কিছুই অর্জন সম্ভব হয়নি এবারো তাই
প্রতিবাদ চাই প্রতিবাদ
ধন্যবাদ
৪| ০১ লা আগস্ট, ২০১৬ সকাল ১১:২১
হাবিব আনাম বলেছেন: খুব ভাল লেগেছে আপুনি.....
০১ লা আগস্ট, ২০১৬ সকাল ১১:৪২
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ
ভাল থাকুন স্বপরিবারে
৫| ০১ লা আগস্ট, ২০১৬ দুপুর ১২:০৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন করে বললে ছড়ায়
সকল বিষয় একই মালায়
নাম ধরে আর বলবো কাকে
সকলেই দেখি নাক ডাকে!!!!
জাতির এই ক্রান্তি কালে
খুলে গেল মুখোশ
কে যে আসল দেশপ্রেমিক
চিনেও কি জাতির হবে হুশ!!!
মিডিয়ার দেখে ঘুম
কর্পোরেট স্বার্থের খেয়ে চুম
ভুলে গেল দেশ জনতার সকল দায়
আমজনতা কাঁদে হায়রে হায় হায়!!
অনলাইন পিটিশন- হতে পারে
প্রতিবাদ অনলাইনে
দশ-বিশ লাখ সাইন নিয়ে চলো
বিশ্ব দরবারে কড়া নারি আইনে।।
ওয়ার্ল্ড হেরিটেজ রক্ষায়
বিশ্বে আছে বিধান
সেই ভরসায় চলো চেষ্টা চালাই
বাঁচাতে সুন্দরবন ।।
০১ লা আগস্ট, ২০১৬ দুপুর ১২:২০
কাজী ফাতেমা ছবি বলেছেন: ঐক্য হতে তয় দেরি কেন?
হাতের উপরে রাখি হাত
রাস্তায় নামি প্রতিবাদে
তুমি আমি সবাই একসাথ।
অনেক ধন্যবাদ ভাইয়া ভাল থাকুন
৬| ০১ লা আগস্ট, ২০১৬ দুপুর ২:৫২
শাহরিয়ার কবীর বলেছেন:
সুন্দর বনের জন্য সুন্দর সিদ্ধান্ত হোক।
ভালো থাকুন।
০৩ রা আগস্ট, ২০১৬ দুপুর ২:৩০
কাজী ফাতেমা ছবি বলেছেন: সেটা আমরা সবাই চাই যারা সচেতন
ধন্যবাদ ভাইয়া ভাল থাকুন
৭| ০১ লা আগস্ট, ২০১৬ বিকাল ৫:৫২
নীলপরি বলেছেন: পশুদের সাথে ন্যায় হোক ।
০৩ রা আগস্ট, ২০১৬ দুপুর ২:৩০
কাজী ফাতেমা ছবি বলেছেন: সেটাই
ধন্যবাদ আপি পোস্টে আসার জন্য
৮| ০১ লা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮
ডঃ এম এ আলী বলেছেন: সুন্দরবন থেকে মাত্র ১৪ কিমি দুরে রামপালে না করে আরো কিছু দুরে এটা করলে কি এমন ক্ষতি ছিল , সবগুলো বিকল্প খতিয়ে দেখা হয়েছিল কিনা , কোন বিবেচনায় রামপালই সবগুলি বিকল্পের মধ্যে উত্তম বলে সরকারী বিশেযজ্ঞদের কাছে মনে হল, জাতি তা জানতে চায় , আর তা না হলে প্রতিবাদ চলবেই চলবে । এত গুরুত্বপুর্ণ পরিবেশ বিনস্টকারী প্রকল্প গ্রহনের পুর্বে স্থান নির্বাচনের বিষয়ে কেন এত হেলা ফেলা করা হল জবাব সংশ্লিস্টদের কাছে আমরা চাইতেই পারি দেশের সচেতন নাগরিক হিসাবে । ধন্যবাদ সচেতনতা ও প্রতিবাদী কবিতাটির জন্য ।
ভাল থাকার শুভ কামনা রইল ।
০৩ রা আগস্ট, ২০১৬ দুপুর ২:৩১
কাজী ফাতেমা ছবি বলেছেন: আমরাও বুঝি না কেনো সুন্দরবন নিয়ে অবহেলা
ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য
৯| ০২ রা আগস্ট, ২০১৬ রাত ১২:০৬
খায়রুল আহসান বলেছেন: সবকিছুর মধ্যে একটা তাড়াহুড়া আর রাখ ঢাক গুঢ়গুঢ় ভাব ছিলো। এমন একটা জনগুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার আগে আরও কিছুটা পরীক্ষা নিরীক্ষা আর জনমত জরিপের কাজ চালানো সমীচিন ছিলো। এই জনবিরোধী প্রকল্পের প্রতিবাদে জনগণের উচিত শান্তিপূর্ণ প্রতিবাদে আরো সোচ্চার হওয়া।
০৩ রা আগস্ট, ২০১৬ দুপুর ২:৩৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: িএ ব্যাপারে প্রতিবাদ দেখতেছি না তো
শেষ মেষ সুন্দরবন ধ্বংসই হবে
অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য
১০| ০২ রা আগস্ট, ২০১৬ সকাল ১১:৫৪
জেন রসি বলেছেন: প্রতিরোধ না করতে পারলে কিংবা প্রেসার ক্রিয়েট না করতে পারলে কাজের কাজ কিছুই হবেনা।
০৩ রা আগস্ট, ২০১৬ দুপুর ২:৩৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: প্রতিবাদই তো দেখছি না
কেমন জানি চুপচাপ সব
ধন্যবাদ মন্তব্যের জন্য
১১| ০২ রা আগস্ট, ২০১৬ রাত ৮:৩৬
মনির হোসেন মমি বলেছেন: কে শুনে কার কথা
কার আছে কয়টা মাথা
প্রতিবাদ করবে যে
প্রানটাই দিবে সে।
আফসোস আরেকটি ইতিহাস হতে চলছে।
০৩ রা আগস্ট, ২০১৬ দুপুর ২:৩৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: আফসোস ই রয়ে যাবে
ধন্যবাদ অনেক অনেক
১২| ০২ রা আগস্ট, ২০১৬ রাত ১০:০২
মোঃ রাকিব খান বলেছেন: বেশ ভালোই লেগেছে
০৩ রা আগস্ট, ২০১৬ দুপুর ২:৩৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাল থাকুন
১৩| ০২ রা আগস্ট, ২০১৬ রাত ১১:৩২
মোঃ মঈনুদ্দিন বলেছেন: হার্ট টাচিং!অপ্রিয় সত্য ভাষন!
img|http://s3.amazonaws.com/somewherein/pictures/Mdmoinuddin/Mdmoinuddin-1470158986-055b716_xlarge.jpg]
ক্যারি অন আপু। আল্লাহ মে উইদ ইয়্যু। আমিন।
০৩ রা আগস্ট, ২০১৬ দুপুর ২:৩৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাইয়া ভাল থাকুন খুব
১৪| ০২ রা আগস্ট, ২০১৬ রাত ১১:৩৪
মোঃ মঈনুদ্দিন বলেছেন: হার্ট টাচিং!অপ্রিয় সত্য ভাষন!
ক্যারি অন আপু। আল্লাহ মে উইদ ইয়্যু। আমিন।
০৩ রা আগস্ট, ২০১৬ দুপুর ২:৩৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ
ভাল থাকুন সাথেই থাকুন
©somewhere in net ltd.
১| ৩১ শে জুলাই, ২০১৬ রাত ৮:১৪
গেম চেঞ্জার বলেছেন: সময় থাকতে সজাগ হতে হবে। পরবর্তী জেনারেশনের জন্য দোযখ তৈরি হবে আমাদের দ্বায়িত্বহীনতার কারণে তাদের প্রায়শ্চিত্ত করতে হবে। :