নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

» গোলাপ সমাচার (লাল_গোলাপ_ই_চাই_কিন্তু )

০১ লা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৫১



একটি গোলাপ এমন করেই
নিয়ে হও না সামনে খারা
চাই না আমি অন্য কিছু
এমন একটি গোলাপ ছাড়া!

মন দুয়ারের কড়া নেড়ে
আসবে যখন হঠাৎ করে
গোলাপ হাতে নিয়ে এসো
সাজাবো প্রেম থরে থরে!
গোলাপ হাতে পেলে আমি
হতে পারি পাগলপাড়া।।

দুয়ার খোলে বন্ধ চোখে
দাঁড়াবো গো সামনে তোমার
মুগ্ধ তুমি গোলাপ হাতে
আহ্ কি বাঁধালে ধুন্ধুমার।
চক্ষু খুলতে তাড়াতাড়ি
দিচ্ছো দেখি আমায় তাড়া!

চক্ষু খোলে পাগল হলাম
সামনে তুমি গোলাপ হাতে
কেমন জানি শিহরণে
রঙিন আমি এ প্রভাতে।
এমন করে দিলে কেনো
হৃদে আমার ঘূর্ণি নাড়া।।

রক্তিম গোলাপ আমার জন্য
মুগ্ধতাতে মরেই যাবো
এমন করেই শ কোটি বার
তোমায় কি গো সামনে পাবো?
হয়ো নাকো কভু তুমি
আমার অবুঝ নয়ন হারা!!

ভালবাসা তোমার তরে
দিলাম ঢেলে হৃদয় খুলে
সামনে যখন আসবে তুমি
ফুল আনতে যেয়ো না ভুলে।
যতো দূরেই থাকো বন্ধু
ডাকলে তুমি দিয়ো সাড়া!

গোলাপ যদি দিতেই চাও গো
দিয়ো তবে রক্তিম গোলাপ
বকে যাবো প্রেমে তোমার
কত শত পাগল প্রলাপ
তোমার কথা মনে হলেই
ব্যথা বুকে মাথাচাড়া।

যদি হও গো বিমূখ কভু
কষ্টে আমার যাবে প্রহর
তুমিবীনে শূন্য আমি
আঁধার হবে মনের শহর।
ডাকলে যদি না আসো গো
দেখো আমি পড়বই মারা।।



গোলাপ ফুলের সুবাস নিবো
তুমি আমি দু'জন মিলে
ঝড়ের তোড়ে ভাসব প্রেমে
ঝংকারিবে প্রেম গো দিলে।

একটি গোলাপ দুটি মানুষ
দুটি মনও একটি হবে
ভালবেসে গোলাপ দিলে
মনে শুধু তুমিই রবে।

গোলাপ পাপড়ি ছুঁড়ে দাও না
মুখের উপর চোখের পাতায়
নামটি লিখবো আজগো তোমার
গোটা অক্ষরে মনের খাতায়।

লালে লালে সাজব দুজন
মুগ্ধতাতে দেখবে স্বজন
এমন ভালবাসার জলে
ডুবতেই বা পারে ক'জন!



গোলাপ শুধু নয় কো কিন্তু
উপহারের বাক্স ধরো
হাতটি বাড়াও মুগ্ধ হয়ে
থেকো না আর জড়োসড়ো।

এমন করে তাকিয়ো না
লজ্জা আমার লাগছে বড়
কেমন দেখো পা দুটি মোর
কাঁপছে ভয়ে থরোথরো।

শিহরণে পাগল আমি
তোমার প্রেমের সূত্র ধরে
দিবে বলো জায়গা আমায়
তোমার মনের গহীন ঘরে?

কিছু বলো চুপ থেকো না
লাগছে কেমন তোমার প্রিয়
চাইনা কিছু তোমার কাছে
পারলে তোমার মনটা দিয়ো!



এমন ভাল লাগছে আমার
কি করে বুঝাই গো তোমায়
জেগে আমি আছি কি গো
নাকি আছি অথৈ কোমায়?

কেইবা এমন ভালবেসে
রক্ত গোলাপ দিবে আমায়
পারলে তুমি রেখো আমায়
বোতাম করে তোমার জামায়।

বুকের বামে জায়গা দিয়ো
প্রিয় তোমায় ভালবাসি
আমার মনের উর্বর জমি
তুমি হয়ো প্রেমের চাষি।



এমন করেই থাকব দু'জন
ভালবেসে পাশাপাশি
প্রেমের জলে ডুবসাঁতারে
সুখে হবে ভাসাভাসি।

গোলাপ দিয়ো বেলী দিয়ো
হাজার রঙে মাখামাখি
দু'জন যেনো এমন করেই
পাশে হয়গো থাকাথাকি।

মুগ্ধ আমি মুগ্ধ তুমি
গোলাপ প্রহর আসুক বারবার
ভালবেসে এমন করেই
পুড়ে করো আমায় ছারখার।

তোমার কাছেই নত আমি
প্রেমের জলে ভাসতে চাই গো
সারাজীবন তোমার যেনো
এমন করে কাছে পাই গো।

আমি তোমার গোলাপ হবো
গন্ধ নিয়ে থাকবো বুকে
দেখো দেখো দু'জন আমরা
থাকি যে হায় কতো সুখে।

ধরো না হাত চলো না যাই
দূর দূরান্তে হারাই দু'জন
মনের মাঝে ডাকছে কেবল
প্রেমের পাখি কুহু কুজন।

চলো তবে পাশাপাশি
আগাই চলো সামনের দিকে।
হাতের মুঠোয় হাতটি রেখে
জীবনের রঙ না হোক ফিকে।

(ছবি প্রতিকি আর লেখা রোমান্টিকদের জন্য নট আমার জন্য ;) :D )

মন্তব্য ২৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৮

মার্কো পোলো বলেছেন: বাহ! রোমান্টিকতায় বাক্সবন্দী করে ফেললেন তো! অনেক ভাল লিখেছেন।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য

২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩১

দিশেহারা রাজপুত্র বলেছেন:
এতো বিশাল ব্যাপার। দারুণ।
ছবি আর কবিতায় ++++++

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ রাজপুত্র ভাল থাকুন

৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৩

গেম চেঞ্জার বলেছেন: দারুণ!!

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকস এ লট

৪| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:১৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ছবিগুলো এত সুন্দর যে পোস্টটি প্রিয়তে নিয়ে রাখলাম শুধু বার বার দেখার জন্য। লিখেছেনও চমৎকার।

ধন্যবাদ কাজী ফাতেমা ছবি।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:২০

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া ভাল থাকুন সর্বদা
শুভেচ্ছা

৫| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৪৬

বিলুনী বলেছেন: ছবিগুলি সুন্দর । কবিতাটির বেশীর ভাগ জুরেই
আবেগময়ি প্রেমের কথাবার্তা । এখন এই ছবির
বয়সিরা যদি কবিতায় প্রভাবিত হয়ে স্কুলে তাদের
সহপাঠিদেরকে গোলাপ দিয়ে শুরু করে, কেমন মধুরই
না তা হবে , টিনএজার প্রেম কাহিনী হবে শুরু
জোড় কদমে , বলবে তারা
ধরো না হাত চলো না যাই
দূর দূরান্তে হারাই দু'জন
মনের মাঝে ডাকছে কেবল
প্রেমের পাখি কুহু কুজন।

দেখে সকলেই হবে পুলকিত !!

তবে হতো আরো ভালো
ছবিতে থাকতো যদি প্রাপ্ত
বয়স্করা জোড়ায় জোড়ায়
প্রেমের কাব্য প্রচারনায় ।

ধন্যবাদ কাজী ফাতেমা

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:২০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলে ছবিগুলো দেখেই লেখা হয়ে গেলো
প্রাপ্ত বয়স্ক ছবি পাইনি

এই ছবিগুলো এত সুন্দর না লিখে পারলাম না

অনেক ধন্যবাদ আপনাকে ভাল থাকুন

৬| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪১

সুমন কর বলেছেন: দিশেহারা রাজপুত্র বলেছেন:
এতো বিশাল ব্যাপার। দারুণ।
-- সহমত।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:২১

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসংখ্য ধন্যবাদ সুমন দা
ভাল থাকুন

৭| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৩৮

সাহসী সন্তান বলেছেন: কবিতা পাঠের জন্য একজন পিএস দর্কার! /:) নারীদের অগ্রাধিকার দেওয়া হইবেক। কেউ থাকলে আওয়াজ দিয়েন! :P

এনি ওয়ে, কবিতা আসলেই দারুণ হৈসে! শুভ কামনা আপু!

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:২১

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহাহাহ .... বিজ্ঞপ্তিটা আমি দিয়া দিমু নে

অনেক ধন্যবাদ আপনাকে ভাল থাকুন

৮| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৪২

পবন সরকার বলেছেন: ভালো লাগল।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ অনেক অনেক ভাল থাকুন :)

৯| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৩৫

শামছুল ইসলাম বলেছেন: পড়তে খুব ভাললাগলো, ছবিগুলোও মনকাড়া।

ভাবনাগুলো সুন্দরঃ

//কেইবা এমন ভালবেসে
রক্ত গোলাপ দিবে আমায়
পারলে তুমি রেখো আমায়
বোতাম করে তোমার জামায়।//



//বুকের বামে জায়গা দিয়ো
প্রিয় তোমায় ভালবাসি
আমার মনের উর্বর জমি
তুমি হয়ো প্রেমের চাষি।//


ভাল থাকুন। সবসময়।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাইয়া ভাল থাকুন

১০| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০১

মোঃ মঈনুদ্দিন বলেছেন: সুদীর্ঘ কবিতা থেকে রস আস্বাদন সত্যিই কঠিন ব্যাপার।তারপরও কবিতার আপাদমস্তক পড়ে এটাই বুঝলাম এইটা খুবই কড়া ধাঁচের রোমান্টিকতায় ভরা। অন্তত আমার জন্য নয়! প্রচুর রোমান্স নিয়ে লিখেছেন!
ধন্যবাদ আপনার সুললিত প্রেমের কবিতার জন্য।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: াহাহাহাহ রোমান্টিকদের জন্য হোক তাই

ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য ভাল থাকুন সর্বদা

১১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:২৫

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন: আমারে কেউ গোলাপ দিল না । দারুন লিখেছেন ! B-)

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: আহারে
বলেন কি । আপনি না দিবেন আগে
তারপর পাওয়ার আশা করবেন
ধন্যবাদ :)

১২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৬

এডওয়ার্ড মায়া বলেছেন: রোমান্টিকের ছড়াছড়ি :)
মুগ্ধ

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকস এ লট ভাইয়া
ভাল থাকুন সদা :)

১৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১৪

বিলুনী বলেছেন: ভাল লাগল আপনার কথা,গোলাপ নিয়ে প্রাপ্ত বয়স্কদের কিছু ছবি দেয়া হল , গোলাপ আসলেই ভাবাসার প্রতিক সুন্দরভাবে উঠে এসেছে আপনার কবিতায় ।







১৩ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:১২

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাল থাকুন

১৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:০১

কাশফুল মন (আহমদ) বলেছেন: গোলাপের এতো কদর আগে আগে তো বুঝিনি!!

১৩ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:১৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.