নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
সদ্য তোলা ফটো (মোবাইল্গ্রাফী)
©কাজী ফাতেমা ছবি
মানকচু আর কলাপাতা
বৃষ্টি ভেজা স্নিগ্ধবেলা
পাতায় পাতায় ছুঁয়াছুঁয়ি
খেলছে একি প্রেমের খেলা!
টুপুর টাপুর বৃষ্টি পড়ে
কলাপাতা নুয়ে বুকে
মানকচুও সঁপে দিচ্ছে
বুকটা তার হায়! একটু ঝুঁকে।
চুয়ে চুয়ে সুখের জলে
মাটি ভিজে গাছের গুড়ায়
প্রেমের রসে ভিজে পাতা
তপ্ত দেহ জলে জুড়ায়।
কেমন লাগে আহা লাগে
মুগ্ধ চোখে বৃষ্টি দেখি
শহর জুড়ে বৃষ্টি এলো
এ সুখ আমার নয়কো মেকি!
মাঠের পরে গরু ভিজে
শিশু কিশোর ভিজছে জলে
দুরন্ত সে কিশোর বেলা
নিচ্ছে মজা বৃষ্টির ছলে।
এমন বেলা আমার বেলা
মেয়েবেলা যাই গো ফিরে
স্মৃতিগুলি আঁকড়ে ধরে
ঘুরতে থাকে আমায় ঘিরে।
ভেজা বসন লজ্জার প্রহর
বুকে নামত প্রেমের বন্যা
লাজুকলতা ছিলাম তবে
ডানপিঠে এক অচিন কন্যা!
কই গেলো গো প্রহর সেসব
ছেড়ে দিল হাতটি আমার
মনটা তখন লজ্জাবতি
সময়ে তা করল তামার!
ভালবাসার প্রহরগুলো
নীলের বুকে সেঁটে আছে
মনের আয়নায় দেখি ফিরে
মনময়ূরী সুখে নাচে!
সময় আমায় গেলো ছেড়ে
মুগ্ধতা তো যায়নি ছেড়ে
এখনো যে মুগ্ধ প্রহর
আচম্বিতে আসে তেড়ে!
বৃষ্টি ভেজা দিন যে আমার
মিশে আছে দেহ মনে
ব্যস্ত আমি থাকি হরদম
মুগ্ধ প্রহর আহরণে।
দেহের বয়স বাড়লো হায়রে
মনটা আমার রইল তরুণ
নিত্য আসে আমার তরে
আলো নিয়ে নতুন অরুণ!
সাজাই জীবন মুগ্ধ হয়ে
সৃষ্টিকর্তার দয়ার বলে
ভালবাসি মুগ্ধ হতে
মন থাকে সদা উচ্ছ্বলে!
১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:১৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: সরি লেট আনসার
মোবাইলে ছিলাম বিধায় উত্তর দিতে দেরী।
অনেক ধন্যবাদ ভাল থাকুন
ঈদের শুভেচ্ছা রইল
২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:০০
দিশেহারা রাজপুত্র বলেছেন:
দারুণ ছড়া।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:১৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: সরি লেট আনসার
মোবাইলে ছিলাম বিধায় উত্তর দিতে দেরী।
অনেক ধন্যবাদ ভাল থাকুন
ঈদের শুভেচ্ছা রইল
৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:০৮
জনৈক অচম ভুত বলেছেন: মুগ্ধতার ছড়া পড়ে মুগ্ধ হয়ে গেলাম।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:১৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: সরি লেট আনসার
মোবাইলে ছিলাম বিধায় উত্তর দিতে দেরী।
অনেক ধন্যবাদ ভাল থাকুন ভুত
ঈদের শুভেচ্ছা রইল..
৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:২৬
ধ্রুবক আলো বলেছেন: চমতকার ছড়া, মুগ্ধ হলাম
১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:২৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: সরি লেট আনসার
মোবাইলে ছিলাম বিধায় উত্তর দিতে দেরী।
অনেক ধন্যবাদ ভাল থাকুন সুন্দর থাকুন সর্বদা
ঈদের শুভেচ্ছা রইল
৫| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৮
জেন রসি বলেছেন: চমৎকার হয়েছে আপু।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:২৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: অসংখ্য ধন্যবাদ জিনি ভাইয়া
৬| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১৮
সুমন কর বলেছেন: ভালো হয়েছে।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:২৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধণ্যবাদ দাদা
৭| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৭
মো:সাব্বির হোসাইন বলেছেন: বাহ!
খুব সুন্দর লিখেছেন আপু।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:২২
কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাইয়া আপনাকে । ভাল থাকুন
৮| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৬
সাদা মনের মানুষ বলেছেন: চমৎকার, মনটাকে নষ্ট্যালজিক করে দিল.......ভালোলাগা
২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:০৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাইয়া
৯| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৭
সাদা মনের মানুষ বলেছেন:
২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:১৩
কাজী ফাতেমা ছবি বলেছেন:
১০| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:২১
এডওয়ার্ড মায়া বলেছেন: লেখিকার ছবি তোলার হাত প্রসংশনীয় ।
সার্থক নাম ছবি
২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৪০
কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাইয়া ভাল থাকুন
১১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:১৮
প্রামানিক বলেছেন: ভেজা বসন লজ্জার প্রহর
বুকে নামত প্রেমের বন্যা
লাজুকলতা ছিলাম তবে
ডানপিঠে এক অচিন কন্যা!
---
দেহের বয়স বাড়লো হায়রে
মনটা আমার রইল তরুণ
নিত্য আসে আমার তরে
আলো নিয়ে নতুন অরুণ!
মুগ্ধ হয়ে পড়লাম। খুব ভালো লাগল।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৪২
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া
১২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৫২
হামিদ আহসান বলেছেন: ভাল লেগেছে
২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ হামিদ ভাইয়া ভাল থাকুন সর্বদা
১৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:১৬
ডঃ এম এ আলী বলেছেন: কবিতা ভাল হয়েছে।
কবিতা ভাল হয়েছে।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:০৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনাকেও শুভেচ্ছা অনেক ভাল থাকুন
১৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৩৪
গেম চেঞ্জার বলেছেন: হাঃ হাঃ হাঃ
বেশ ভাল!
২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:০২
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাাদ গেম্বাই
©somewhere in net ltd.
১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৪
ভ্রমরের ডানা বলেছেন: ছড়ায় খুব ভাল লেগেছে! সুখ পাঠ্য!