নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

বৃষ্টি ভেজা ঈদ...

১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:১৫

ব্লগের সবাইকে পবিত্র ঈদ-উল-আযহা'র অনেক অনেক শুভেচ্ছেয়া আর ভালবাসা

মোবাইলগ্রাফী স্যামসাং এ সেভেন


অঝোর ধারার বৃষ্টির ফোঁটায়
ঈদ এলো যে বাড়ি;
বাদ্যি বাজল গুড়ুম গাড়ুম
বজ্রপাতের বাড়ি!

ভিজল পাড়া ভিজল শহর
ভিজল গরু ছাগল;
মাথায় টুপি ঈদের নামাজ
মানুষ হলো পাগল!

গরু জবাই হলো শেষে
বৃষ্টি নিয়ে মাথায়;
এমন দিনের ঈদের কথা
জমা স্মৃতির পাতায়!

বৃষ্টির ফোঁটায় মাঠের পরে
ভরল জলে অথৈ;
কেউ নাচল না আনন্দেতে
তা তাধিন তা তাথৈ!

রাস্তাঘাটে কাঁদামাখা
জলের রঙে রক্ত;
বৃষ্টির সাথে ঈদের খুশি
যেনো কালো নক্ত!

ভেজা মাটি রাস্তাঘাটে
যেনো রক্তের বৃষ্টি;
স্বচ্ছ জলে রক্ত মিশে
ধুম্রজালের সৃষ্টি।

যেমন কাটুক ঈদতো খুশির
খাওয়া দাওয়ায় বেশ তো;
মাংস পোলাও রুটি সেমাই
খেতে খেতে শেষ তো।

রসনাতে মন মজেছে
বউয়ের উপর পীড়ন;
ঘামে ভেজা দেহ বউয়ের
স্বামীর মুখে কিরণ!

ভাগাভাগি হোক না কর্ম
ঈদের একটি দিনে;
বাজুক তবে বাজুক মনে
আনন্দ সুর বীণে!
-
ইতি দিতে গিয়ে ছড়ার
একখান কথা বলি;
মাংস পোলাও নয় কো বড়
ত্যাগের পথেই চলি!

কোরবানীটা হোক না তবে
মনের পশুর জবাই;
খুশি মনে বিলাই মাংস
গরীব ঘরে সবাই!

বৃষ্টির জলে যাক ধুয়ে যাক
মনের ময়লা যত;
হিংসা বিদ্বেষ স্বার্থ অহম
ভুলব হোক তাই ব্রত!

সবে মিলে হাতে হাতে
দেশকে সাজাই চলুন;
অন্যায়েতে বাঁধা দিয়ে
ন্যায়ের পক্ষে বলুন!

ঈদের ত্যাগে আসুক মনে
ভুলার মনোস্বার্থের;
মানুষ আমরা হবো তবে
সেবা দিয়ে আর্থের!

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪৩

ধ্রুবক আলো বলেছেন: আপনাকেও ঈদ মোবারাক
এবং লেখা খুব সুন্দর হইছে, ধন্যবাদ

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপনাকে
আপনাকেও ঈদ মোবারক

২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৩৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: দারুণ। ভালো মন্দ উচিত মিলেমিশে ভালোলাগা। ঈদ মোবারক আপু।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ । অহহো তুমি তো ধন্যবাদ নিবা না তবে কৃতজ্ঞতা রইল কিন্তু :)

৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৫:৫৩

মো:সাব্বির হোসাইন বলেছেন: কোরবানীটা হোক না তবে
মনের পশুর জবাই;
খুশি মনে বিলাই মাংস
গরীব ঘরে সবাই


বাহ! চমৎকার। ভালো লেগেছে

২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৫৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ
লেট আনসার সরি

৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৫৬

পথহারা মানব বলেছেন: আপনার ছবিগুলো খুব সুন্দর!! এত ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো অসাধারণ ভাবে ফুটে ঊঠে যে সত্যিই মনটা ভাল হয়ে যায়!!

২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: েআন্তরিক ধন্যবাদ আপনাকে সুন্দর মূল্যায়নের জন্য

৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৪২

ডঃ এম এ আলী বলেছেন:



ত্যাগ আসুক মনে
ভুলায় মন স্বার্থের
মানুষ হবো আমরা
করে সেবা আর্তের !

ঈদ শুভেচ্ছা রইল

২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ
দেরীতে আনস মনে কিচু করবে না

৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৪

ইকরাম উল হক বলেছেন:





কোরবানীটা হোক না তবে
মনের পশুর জবাই;
খুশি মনে বিলাই মাংস
গরীব ঘরে সবাই!



অনেক অনেক অনেক ভালো হইসে

((নক্ত শব্দের অর্থ কি?))

২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: নক্ত [nakta] বি. 1 রাত্রি; 2 ছেঁড়া ন্যাকড়া, কানি।
ধন্যবাদ আপনাকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.