নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

» মোবাইলগ্রাফী-১২ (পরিচিত জায়গার অপরিচিত ছবি.....)

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:১৬


ছবিগুলো একই জায়গার তবে দৃশ্যপট পরিবর্তন... বিরক্তিবোধ করিলে বলিবেন মুছিয়া দিবো।
ঈদ পরবর্তী শুভেচ্ছা। (আজকের মতিঝিল)

হীরা মতির ঝিল.......
এখানে পানি নেই তবু শাপলা ফোটে রোজ
আকাশের খানিক নীল মুঠোয়
এনে রোদ্দুর তার গায়ে মাখিয়ে নেয়
আর নীল রোদ চশমায় ......
হনহন ছুটে যায় এপথ থেকে ওপথ
অবাক কান্ড... রোদ্দুর আজ অবাক,
ঝাঁঝাঁ রোদ মাথার উপর তবুও
রোদ্দুর মুগ্ধতায় চারিপাশ দেখে যায় চোখ ঘুরিয়ে!
পরিচিত শাপলা আজ অপরিচিত ঢংয়ে সেজেছে..
রোদ গলে গলে পড়ছে শাপলার পাপড়িতে
শাপলার পানিতে আকাশ তার নীল ঢেলে দিছে
নীলে আর রোদ্দুরের মাখামাখি ভালবাসা
এ যেনো এক হৃদয় ছোঁয়া অবাক কান্ড।
মানুষ নেই, গাড়ি নেই, নেই রিক্সার টুংটাং
যতদূর চোখ যায় যেনো খাঁখা বিরানভুমি
সেই বিরাণভূমিতে রোদ্দুর দাপটে ঘুরে বেড়াচ্ছে
নেই উৎকণ্ঠা, নেই আতংক..... নেই ভয় মনে তার
যন্ত্রের হাত পা আজ বুঝি প্যারালাইজড হয়ে শুয়ে আছে
গ্যারেজে গ্যারেজে........।
তাইতো কানে বাজেনি ভয়ংকর হর্ণ......সাঁই সাঁই উড়েনি পুরোনো যান
হোঁস করে থামেনি গা ঘেঁষে কোন মার্সিডিস।
আহা! এমন বেলা রোদ্দুর পেয়েছে, মুগ্ধতায় টুইটুম্বর যেনো!
নীলে মাখানো রোদ্দুরে চোখে বিষ্ময় আর সে বিষ্ময় তার ধরে রাখা চাই
ক্যামেরায় টাচ্ আর টাচ্ ..... অপরিচিত শাপলা চত্বর।
কি তোমরা দেখবে কি? আসবে আমার হীরা মতির ঝিলে
এখানে পানি তবু এটা ঝিল এখানে শাপলা ফুটে
এখানেও পাখি গায় যন্ত্রের ভেঁপু ধ্বনিতে।
কি দেখতে চাও? শাপলা ঝিল অথবা অপরিচিত হীরা মতির ঝিল
তাহলে একটু অপেক্ষা? পারবে?

১।
এই যে এই যে এইটাই শাপলা
নাই ভাই নাইরে আজ যানজটের ঘাপলা
হাঁটতে পারেন ঘুরতে পারেন -রাস্তাটা ফাঁকা
এমন ঢাকা তো সবার মনের মাঝে আঁকা



২।
ঝিল নেই জল নেই
শাপলা ফুটে তবু
এমন কান্ড ভাইয়েরা
দেখেছেন নাকি কভু।


৩।
লালগাড়ি নীল গাড়ি শাপলার চারপাশে
মাতে যে প্রতিদিনি শাপলার সুন্দর নাশে



৪।
ঐ পথ ধরেই যেতে হয় বায়তুল মোকাররম
উপছে পড়া রোদ্দুর আজ ফেলেছে কি গরম।



৫।
এখান থেকেই খানিকটা নীল এনে রোদ্দুর আজ নীলে সেজেছিল। তার চোখে ছিল নীল রোদ চশমা......
মুগ্ধতা ছিল আজ তার চোখে আর ঠোঁটে ছিল স্নিগ্ধ হাসি



৬।
এই পথ ধরেই যেতে হয় নটরডেম কলেজ
কিংবা যদি যেতে চান ব্যাংক কলোনী
আর এ পথ ধরেই রোদ্দুর তার নীড়ে ফিরে প্রতিদিন



৭।
ফাঁকা রাস্তা গাড়ি মানুষ অল্প
এ নিয়ে বানালাম আজ গল্প
সময় থাকলে শুনবেন......বসে দেখি চুপ সে
চোখ দিয়ে দেখবেন নড়াচড়া পিঠে বসাব ধুপ সে



৮।
গোল করে ঘিরে গাড়ি হাজার হাজার
শাপলার পাশেই যেনো রঙ্গের বাজার
ফুটে থাকে সে কারো কথা শুনে না
ঝরে না পাপড়ি, সে আর সময় গুনে না।



৯।
এই গোল ঘুরতেই একদিন
গলা থেকে চেইন টান দিয়ে মনে বাজিয়েছিল দু:খের বীন
টান মারে হেঁচকা..... ছিঁড়ে যায় গলা, ছিঁড়ে যায় চেইন
জীবন বাঁচানোই তবে ছিল মোর কাছে মেইন
ভাগ্যের কি পরিহাস রিক্সায় চেইন ঝুলে আছে
পিছু ফিরে দেখি ঝুলে আছে স্বর্ণ
প্রাণটা খুশিতে নাচে আহা।



১০।
এই রাস্তা সেই রাস্তা...
ফাঁকা ফাঁকা আহা ফাঁকা...
চারিপাশে ঝলমলানি
যেনো রোদ্দুর মাখা।


১১।
কর্মের খাতিরে কেউ কেউ রাস্তায়
সুন্দর কিনে নেয় তারা বড় সস্তায়



১২।
দূর দূর ঐ দুরে
নীল আকাশটা মিশে গেছে
খানিকটা নীল তোমার মুখে ছুঁড়ে দিলো কে গো
এমন নীলের মতো আচরণ
বিষয় ঢেলে দাও অন্তরে।



১৩।
টুকটাক গাড়ি ছিল সাথে ছিল রিক্সা.... রোদ্দুর অতিরিক্ত বলে তুমি আসনি শাপলা তলায় অথচ তোমার রোদ্দুর মিশেছিল শাপলার তলের স্বচ্ছ জলে।



১৪।
এই পথ দিয়ে তোমাকে নিয়ে হাঁটতে চাই এমন রোদ্দুর বেলায় তুমি কি আসবে সায়োনারা smile



১৫।
ঐ যে নীল আকাশট সে হচ্ছো তুমি আর আমি রোদ্দুর ভেসে বেড়াই তোমার কাছ ঘেঁষে । তুমি দাও না ধরা। ভেসে ভেসে দূরে মিলিয়ে। তাই তো তুমি আমার শরত আকাশ আর আমি তোমার রোদ্দুর।



১৬।
সায়োনারা তুমি এসো এই পথ ধরে হেঁটে যাই... গল্প করতে করতে
তুমি আমি পাশাপাশি
খবরদার হাত ধরতে যাবে না......রোদ্দুরের তেজে পুড়িয়ে মারব কয়ে দিলুম।



১৭।
আকাশ ঢেকে দিচ্ছে তোমাকে কিভাবে দেখব অভ্র...... ইট পাথরের শহরে আর থাকতে ইচ্ছে করে না চলো হারিয়ে যাই। মঙ্গলগ্রহে একটা ফ্লাট কিনে নিয়ো



১৮।
রাস্তা পারাপারে খুব ভয়...... তুমি আমাকে রাস্তা পার করা শিখাবে সায়োনারা?



১৯।
এই পথটি গেছে রাজধানী মার্কেট আর পুরাতন ঢাকার দিকে আর যাত্রাবাড়ির দিকে। তুমি কি এই পথের সাথে পরিচিত। না হলে এসো আমি তোমাকে পথ চিনিয়ে নিয়ে যাবো।



২০।
এই লাল গাড়িটা আমার চাই তুমি হবে ড্রাইভার আমি তোমার যাত্রী। আর শুন, গাড়িটি সাজিয়ে নিয়ো একশত দুইটি নীল পদ্মে অথবা পেজাতুলো মেঘ থেকে কিছু মেঘ এনে শুভ্র বসনে সাজিয়ে দিয়ো। কি দিবে তো?



২১।
এই পথটি আমার নীড়ের দিকে গেছে। তুমি আসলে চিনিয়ে দিবো অকে আজ তবে আসি । আল্লাহ হাফেজ

মন্তব্য ২২ টি রেটিং +৪/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:২৮

মো:সাব্বির হোসাইন বলেছেন: অসাধারণ!!

খুব খুব ভালো লেগেছে।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ সাব্বির ভাইয়া :)

২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৩৬

ডঃ এম এ আলী বলেছেন: অনন্য সাধারণ ফাকা ঢাকার ছবি । খুব ভাল লাগল।
ধন্যবাদ

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ভাল থাকুন

৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৩৭

লক্ষণ ভান্ডারী বলেছেন:

গাঁয়ের প্রান্তে ঐ পদ্মদিঘির ঘাট
দিঘির জলে শালুক পদ্ম ফোটে,
কচি সবুজ ধানগাছে ভরা মাঠ
অতি ভোরে মোরগ ডেকে ওঠে।

গাঁয়ের ছেলে ঢাকা শহরে গিয়ে কাঁদবে না তো?
এটাই জিজ্ঞাসা। তবুও পবিত্রতম ঈদের শুভেচ্ছা জানাই।

০৩ রা অক্টোবর, ২০১৬ দুপুর ১২:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর মন্তব্য অনেক ধন্যবাদ ভাল থাকুন

৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১০

সুমন কর বলেছেন: মোবাইলে এতো স্বচ্ছ ছবি !! দারুণ।
+।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি দাদা
স্যামসাং মোবাইলে

৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৪০

উৎপল হালদার বলেছেন: বুজলাম আপনি অইখানের একটা বিল্ডিং এ ই থাকেন

০৩ রা অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: বলেন তো কোন বিল্ডিং এ থাকতে পারি

ধন্যবাদ ভাইয়া

৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:০৬

রক্তিম দিগন্ত বলেছেন: ভিন্ন এঙ্গেলে পরিচিত জায়গা। ছবিগুলো বেশ ভাল।

সাথে সাথে কাব্য ছন্দের ক্যাপশনও ভাল লাগলো।

০৬ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:৩২

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
সরি লেট আনসার

৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:০৯

গেম চেঞ্জার বলেছেন: মন ছুঁয়ে গেল এই মোবাইলগ্রাফীতে!! :)

০৬ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:৩৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ অনেক অনেক গেম্বাই

৮| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:০৯

দিশেহারা রাজপুত্র বলেছেন:
দারুণ। + ফুরফুরে। :)

০৬ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:৩৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: ) :) :) থ্যাংকু

৯| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৫

এডওয়ার্ড মায়া বলেছেন: আপিসে বসে এই কাম :)

০৬ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:৪৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহা ঠিক ধরেছেন

ধন্যবাদ

১০| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৫:১০

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আমারো একই কথা, অফিসে বসে সারা দিন শুধু শাপলার ছবি তোলা?? ;) :P B-)

০৬ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:৫৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: াহাহাহাহাহাহাহাহ আসলেই তো কাজ টা ভাল হয় নাই

আর তুলুম না

ধন্যবাদ :)

১১| ০৬ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:৫০

পথহারা মানব বলেছেন: এমনি এমনি তো আর দেশের টাকা বিদেশে যায় নাই..কাজ কাম নাই, শুধু ছবি তুলা ;)
++++ কবিতায় আর ছবিতায়..
আহ! ঢাকার শহরটা যদি সবসময় এমন থাকত :(

০৬ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৩২

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাাহাহ কথা সইত্যাই তো .... খালি ছবি তুলা ছাড়া আর কাম কি। এত উপরে থেকে তো আর কিচু করা যায় না বাচ্চে হ্যহ হ্যহ

আহা ঢাকা শহর এমন হলে চলবে কেনো তোমরা এসে ঘুরঘুর করবা আর আমি বাসায় বইয়া থাকুম তা হবে না

যন্ত্র শহর যন্ত্রে ভরা থাকুক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.