নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
#কিছু_কিছু_ভালবাসার_তুলনা_হয়না
এমন অবাক হইনি আগে
ভাবিনিকো হবে এমন
কেউ-বা এসে তাক লাগাবে
লাগছে আমার কেমন কেমন!
ঋণী হলাম আবার আমি
ভালাবাসার অথৈ ঋণে
খুশির চোটে শুনো তোমরা
জল এলোগো চোখের কোণে!
গোধূলিয়ার লালাভ আলোয়
আসল অফিস অচিন দু'জন
দেখা হয়নি আগে কভু
দূরের তারা যোজন যোজন!
কে-বা জানত আচম্বিতে
চমকে দিবে আপন হয়ে
এমন ভালবাসার প্রহর
রেশ যাবে গো মনে রয়ে!
ললি মাচো আইস্ক্রিম কেক
উপহার'টা আচ্ছা খাসা
ভাষায় প্রকাশ পারছি নাতো
বাকরুদ্ধ সব মুখের ভাষা!
ময়ূরাক্ষীতে হিম হিমু
আর ময়ূরাক্ষীহিন হিমু
পিচ্ছি দুটি ভাইয়া হঠাৎ
চমকে দিলো কি আর কমু!
এমন খুশির প্রহর ছিলো
সূর্য তখন যায় চলে যায়
ট্রিটটাও তো দেই নি আমি
আসছিলো না কিছু মাথায়!
লিফট এলো নিতে তাদের
উঠল গিয়ে লিফটে চড়ে
হাত নাড়িয়ে ফি আমানিল্লাহ
বিদায়ের হাত তুললাম ধরে!
আজ হলো না তাতে কিইবা
দাওয়াত রইল ভাই'রা আমার
বোন'টি তোদের জেনে রাখিস
স্নেহ মায়ার অথৈ খামার।
দেখা হবে আবার দেখিস
এমন একটি আলোর প্রাতে
চা কফিতে চলবে আড্ডা
একটি প্রহর তোদের সাথে!
দোয়া রইল তোদের প্রতি
এমন আদর নিয়েই থাকিস
ভালবাসা বিলায় দিয়ে
সবার মনে স্বপ্ন আঁকিস!
১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: ওয়াও দাদা দিল খুশ হো গেয়া
আপনার ভাগ্নেদের সাথে কিন্তু এই বোনটাও আছে
আইসক্রিম পোকা হাহাহা
দাদা সত্যিই আসবেন?
আসেন একদিন অফিসে দাওয়াত রইল
২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪৮
ধ্রুবক আলো বলেছেন: এক কথায় অসাধারন হইছে লেখা,,
আইসক্রিম খাওয়া নিষেধ হইলেও অগচরে খাই,,, অভিনন্দন....
১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ । আসলেই আইসক্রিম না খেয়ে থাকা যায় না যত বাধাই আসুক না কেন
হাহাহাহা আমিও প্রচুর খাই এজন্য মুটকি
৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪৯
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আজ হলো না তাতে কিইবা
দাওয়াত রইল ভাই'রা আমার
বোন'টি তোদের জেনে রাখিস
স্নেহ মায়ার অথৈ খামার।
বোনের স্নেহে শিক্ত হলাম...
১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাইয়া ভাল থাকুন সর্বদা
আসলে সবচেয়ে বড় কথা হলো মানুষের প্রতি মানুষের ভালবাসা
আমি মানুষদের খুব ভালবাসি
৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:০১
আবু ইশমাম বলেছেন: আইসক্রিম আমার অন্যতম প্রিয় খাবার
১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: নিয়ে আইসেন
৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:০৬
দিশেহারা রাজপুত্র বলেছেন:
আমার নিষেধাজ্ঞা নেই। দেদারসে খাই।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: খাওয়াইবা কোনদিন কয়ে দাও .....
দাওয়াত রইল আইসক্রিম নিয়ে আসার জন্য হাহাহাহাহ
৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:১২
গেম চেঞ্জার বলেছেন: ইয়াম ইয়াম ইয়ামমম!!!!!!!!
১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: দিমু না....। তবে নিয়ে আইসেন হাহাহা
৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৩১
আমি মাধবীলতা বলেছেন: বাহ !! আইসক্রিম !!
সুন্দর হয়েছে আপু !!
১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:১৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ মাধবীপি
ভাল থাকুন শুভকামনা আর ভালবাসা রইল
৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:৫০
ডঃ এম এ আলী বলেছেন:
আইসক্রীম আমি খাইনা
ভাল আইসক্রীমও পাইনা
পাওয়ার আশাও করিনা
কবিতার আইসক্রীম খাই
কারণ এটায় ক্ষতি নাই ।
ভাল লাগল কবিতা ।
শুভেচ্ছা রইল ।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:১৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: াহাহাহা এত ডরান কেনো
বেশী করে খাবেন আইসক্রিম আর
দেশে আসলে খাওয়াবেনও আমাকে আর টম জেরীকে হাহাহা
৯| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৪:৩৫
রক্তিম দিগন্ত বলেছেন: আইসক্রিম কাব্য পড়তে এসে মনোযোগ রইলো আইসক্রিমের ছবির উপরই।
কবিতা স্ক্রল করে করে পড়ছি ঠিকই, কিন্তু দেখছি আইসক্রিমের ছবি।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:১৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহা ...। ভাল তো একটা খেলেই হলো কবিতা অথবা আইসক্রিম। সেটাতেও ভালবাসার ছোঁয়া হবে। অনেক ধন্যবাদ আপনাপকে ভাইয়া
১০| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৫২
অগ্নি সারথি বলেছেন: খাই না!!
২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:২৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: খাওয়াবেন তো নাকি হাহাহা
©somewhere in net ltd.
১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:২৮
সুমন কর বলেছেন: উফ্ফ্.....আমি তো ঠাণ্ডা খেতে পারিনা, তবে ভাগ্নেদের জন্য অবশ্যই নিয়ে আসবো.........
ভালো হয়েছে।