নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

» মোবাইলগ্রাফী-১৩ (বৃষ্টি ভেজা দিনের ছবি..)

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৭



আশ্বিনের বৃষ্টি এই আসে এই যায়। যেনো এই মেঘ রোদ্দুরের খেলা। প্রায়ই খেকশিয়ালের বিয়ে হয় যদিও দাওয়াত পাই না কখনো। এমন দিনে বাইরে বের হলে যে স্নিগ্ধতা চোখে পড়ে তাতে ছবি না তুলে থাকা যায় না। একই প্লেস হোক আর একই ছবি বারবার হোক সে আমার তোলাই লাগে। মোট কথা আমার ভাল লাগে ছবি তুলতে তো আমি কি করবো। আর দেখার পালা আপনাদের ...... যে সবুজগুলো দেখতে পাচ্ছে সেগুলো আসলেই এমন সবুজই । বৃষ্টিতে ভিজে আরো স্নিগ্ধতা ফুটে উঠেছে। ভেজা পাতাগুলো ছুঁয়ে দেখতে কার না মন চাইবে। আমারও এমন লাগে তখন বৃষ্টির আঙ্গুলে নিয়ে নেই। এই তো জীবন সুন্দর জীবন । সুন্দরভাবে বেঁচে থাকার কত উপকরণ মহান আল্লাহ আমাদের দিয়েছেন। শোকর আলহামদুলিল্লাহ। যদিও যন্ত্রের শহরে মানুষ সুন্দর খুঁজে না টাকা খুঁজে। সুন্দর দেখে না টাকা দেখে। কেউ তাকায় না হয়তো এসব ক্ষুদ্র ক্ষুদ্র সুন্দরে। তাই আমিই হাতে নিলাম এ বিশাল দায়িত্ব আপনাদেরকে দেখাবো বলে হাহাহাহা । ধুরু কিছু লেখার সময় মানুষ পাশে দাড়ায়ে থাকলে কিচ্ছু মনে থাকে নাকি। আহারে কত বিশাল একটা সুন্দর কাব্যিক কাব্যিক ভাব ছিল যে এই ফটো পোস্টে লিখব কিন্তু হলো না আর এতক্ষণ পাশে লোকজন দাড়িয়েছিল। সব গুলায়ে ফেলছি.......... আচ্ছা যাই হোক ফটো তো আর ভুলে যায়নি আমাকে।

১। এমন করেই তুমি আমাকে কাঁদাও। হৃদয়ে রক্তপাতা......সেখানে ঝরে এমনভাবেই অশ্রু হয়তো তুমিই দেখতে পাওনা। দেখো কেমন করে আমার হৃদয়ের ছবিটা তুলে এনেছি। এবার দেখো পরখ করে...... কতটা রক্ত ঝরে পড়ছে যেনো বৃষ্টির ফোঁটা চুয়ে চুয়ে।


২। তুমি যদি হবে সবুজ ,. তবে আমি হতাম তোমার শুভ্রতা-আর এভাবেই তোমার বুকে প্রেমের জলে সিক্ত করতাম আর তুমি স্নিগ্ধবেলায় আমাকেই জড়িয়ে ভালবাসতে।


৩। গোলাপ ফুটেনি তাকে কি! দেখো দেখো চেয়ে বৃষ্টি ফুটেছে। আচ্ছাতুমি কেনো বৃষ্টি ভালবাসনা। দেখোনা তাকিয়ে গোলাপের কুঁড়ি পাতা বৃষ্টির ফুলগুলো কতটা মুগ্ধতায় তাকিয়ে আছে তোমার পানে। এই আমাকে বৃষ্টির ফুল এনে দিবে আঁচলে তুলে?


৪। সবুজ পড়েছে আজ মুক্তোর গহনা। দেখো কেমন সেজেছে সে স্নিগ্ধতায় আর তুমি অন্তত: একটা কাঠগোলাপ দিতে পারতে খোপায় গুজে। ....... তুমি শুধু ব্যস্ততাকেই সখি বানালে-যাও না তাকে নিয়েই ঘর করো সুখের- সে তোমাখে ক্লান্তি দিবে আর আমি দিব তোমাকে অনন্ত সুখ-কি কিচু বুঝলে?


৫। আঙ্গুলটা ধরে রাখ এখনি গড়িয়ে পড়বে পাতার চোখে বৃষ্টি । আমার চোখের বৃষ্টি তুমিদেখবে না কিন্তু পাতার চোখের বৃষ্টি দেখে অন্তত আমাকে বুঝতে পারবে-নিরবে কত অশ্রু ঝরে যায় অগোচরে -কে তার রাখে খবর-তুমিও না


৬। সবুজে আর বৃষ্টির মাখামাখি দেখলে হিংসা হয় না তোমার-এভাবে আমাকে জড়াতে পারো না। শুধু তো ঘুমিয়েই কাটিয়ে দিলে অষ্ট প্রহর। কোমায় আর কাটাবে কতকাল । তার চে চলো বৃষ্টিবিলাসে মাতি।


৭। টকটকে সবুজের বুকে যেমন বৃষ্টিরা বসে নিশ্চুপ। আমিও তোমার বুকে গুটিসুটি মেরে নিশ্চুপ বসে গুনব সুখের প্রহর। তুমি ঠেলে ফেলে দিয়োনা । যেমন পাতা আঁকড়ে ধরেছে বৃষ্টির ফোটা তুমিও আমায় ধরে রাখ না প্লিজ। ভালবাসায় হই মাখামাখি।


৮। আর কিছু চাইনে আমি শুধু..... বৃষ্টির মুক্তার এক জোড়া কানের দুলচাই আর নাকের নোলক-এইটুকুন দিতেও নারাজ তুমি। আর কিছু লাগবে না দিতে। যাও তুমি ঘুমাও!


৯। ধরো পাতা আমার চোখ-তুমি একটু আঙ্গুল ছুয়ায়ে দাও না দেখবে অঝোরে ঝরবে সুখের বৃষ্টি। তোমার বুক ভিজে যাবে খুশির বন্যায় । তুমি আমি ভাসব সুখের ভেলায়।


১০। তোমার চিরসবুজ ভালবাসার বুকে... এভাবে পড়ে থাকতে দাও, আজন্ম ভালবেসে তোমায় পাগল করে দিবো। হ্যাঁ হ্যাঁ আমি তোমার হেমায়েতপুরই হবো যেখানে তুমি থাকবে বন্দি হাহাহা


১১। বৃষ্টি এলেই ছুঁয়ে দেখি......কতটা স্নিগ্ধতা মাখানো বৃষ্টির ফোঁটায় সে যদি তুমি বুঝতে । আর তুমি শুধু ঘুম বিলাসেই মত্ত। কাঁথা গায়ে ঘুমপ্রহর শেষে উঠে বসলেই বৃষ্টি আর থাকে না। তার চেয়ে ঢের তুমি ঘুমিয়েই থাকো আর আমি করি বৃষ্টি বিলাস।


১২। তুমি যদি হও পাতা তবে আমি হবো তোমার বৃষ্টি
ভালবাসা চুয়ে চুয়ে পড়বে তোমার বুকে ঠিক এভাবেই। এমন ভালবাসা চাওনা বুঝি?


১৩্। টলটলে পানির মতই আমার প্রেমও স্বচ্ছ
তুমি কি আমার ভালবাসা হবে......
স্বচ্ছ প্রেমের জলে ভাসবে কি সুখে


১৪। ঝরে পড়া ফুলকাব্য আমি-তুমি এভাবে প্রেমের ছুরি বসিয়ো না
ভালবাসার শুভ্র রক্তে মাখামাখি......দেখো ফিরে কতটা মুগ্ধতার সময় গেলো
তুমি এভাবেই থেকো কিন্তু।


১৫। তোমার দখিনের জানালাটা খুলে দেখো অঝোরে ঝরছে তোমার জানালার শার্শিতে বসে আছি লেপ্টে বৃষ্টির ফোঁটা হয়ে। একটু ছুঁবে নাকি


১৬। মানকচু বড্ড প্রিয় আমার...... তুমি বৃষ্টি এলেই আমার জন্য একটি মানকচু পাঠিয়ে দিয়ো খামে করে। আমি মাথায় দিয়ে অঝোর শ্রাবণে আসব তোমার দোরে....... গ্রহণ করো বৃষ্টির অতিথিকে


১৭। একদিন চোখ থেকে ঝরে পড়বো তোমার বুকে।
অশ্রগুলো পাতার বুকে সেঁটে দিয়ে আমি থাকব তোমার বুকে।


১৮। ভিজিয়ে দিবো-রাঙিয়ে দিবো মন তোমার-যদি বলো পাশে থাকব
আর আমি তোমাকে নিয়েই জলতরঙ্গ প্রেমের ছবি মনে আঁকব।


১৯। ঘাসের ডগায় স্নিগ্ধতার রেশ
এমন প্রহর আমার লাগে গো বেশ।
নগ্ন পায়ে হাটি চলো
মন হবে গো এলোমেলো।


২০। পুঁইয়ের বুকে বৃষ্টির দানা
এমন স্নিগ্ধতার বর্ণনা অজানা
মুগ্ধ আমি-তুমিও হবে
আশা রাখি পাশেই রবে।


২১। কচু পাতার পানির মতই মোদের জীবন
তবুও কত আশায় রঙিন করে গড়ি ভূবন।


২২। সবশেষে শাপলা-
বৃষ্টি ভেজা শাপলা প্রহর
শত হাজার গাড়ির বহর



(কষ্ট করে দেখার জন্য ধন্যবাদ)

মন্তব্য ৫০ টি রেটিং +১১/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:০৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: দারুন সব ছবি। মন ভালো হওয়ার মত।

২২ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া ভাল থাকুন :)

২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:০৭

সাহসী সন্তান বলেছেন: আপনার ছবি উঠানোর হাত খুব দারুন! প্রথম থেকে শেষ, প্রত্যেকটা ছবিই অসাধারন! আর তৎসংশ্লিষ্ট বর্ননাও ভাল লেগেছে। তবে সত্যি বলতে কিছু কিছু ক্যাপশন বড্ড হাহাকার ময়! অতটা আকুতি না থাকলেও চলতো.....!!

তবুও পোস্টে ভাল লাগা! শুভ কামনা আপু!

২২ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:১৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: আগে ধন্যবাদ জানায় দেই । পরে বলতেছি আকূতি মাকূতি কিছুই বুঝে লিখি নাই। যা মনে আসছে তাই লিখছি। ফটোর সাথে মিলিয়ে হাহাহাহা

ধন্যবাদ আবারো। ভাল থাকুন ভাইয়া

৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৫৭

রানা আমান বলেছেন: প্রতিটি ছবিই খুব সুন্দর । ১৫ নং ছবিতে জানালাটি দখিনেরই মনে হচ্ছে ।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:০৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি দখিনেরই । আন্তরিক ধন্যবাদ ভাইয়া আপনাকে :)

৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:১১

পুলহ বলেছেন: "....তুমি শুধু ব্যস্ততাকেই সখি বানালে-যাও না তাকে নিয়েই ঘর করো সুখের- সে তোমাখে ক্লান্তি দিবে আর আমি দিব তোমাকে অনন্ত সুখ-কি কিচু বুঝলে?

....বৃষ্টির মুক্তার এক জোড়া কানের দুলচাই আর নাকের নোলক-এইটুকুন দিতেও নারাজ তুমি। আর কিছু লাগবে না দিতে। যাও তুমি ঘুমাও!

....আমি তোমার হেমায়েতপুরই হবো যেখানে তুমি থাকবে বন্দি"-- হা হা হা মজা পেলাম আপু।
ভালো লাগলো আপনার তোলা ছবিগুলো। সবুজ দেখলে মনে এম্নিতেই আনন্দ হয়, আর আপনার ছবিগুলোতে তো রীতিমত সবুজের উতসব !!
ভালো থাকবেন

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: াহাাহাহাহাাহার.....। এত সুন্দর মন্তব্য দেখলে কিন্তু পোস্ট করতেই থাকব
তখন দোষ দিতে পারবে না হাহাহাহ

অনেক অনেক ধন্যবাদ জানবেন :)

৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:১১

ডঃ এম এ আলী বলেছেন:



বৃস্টি হব না পাতাই হব এখন ভাবছি
কোনটি থেকে কোনটি কম নয় দেখছি।

শুভেচ্ছা রইল

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:১০

কাজী ফাতেমা ছবি বলেছেন: সব সবুজ দিয়ে দিলাম আপনাকে। আমাদের দেশের সবুজ কিন্তু নির্ভেজাল হাহাহাহ

ধন্যবাদ ভাইয়া :)

৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৩৬

গেম চেঞ্জার বলেছেন: সাধারন



(অ)
:-B

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৩৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: াহাহাহাহাহাহহাহ হাহাহাহা হাসতে হাসতে পেট ব্যথা

ন্যবাদ

(ধ) ;)

৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:২৪

রক্তিম দিগন্ত বলেছেন:
সবই তো দেখি পাতা আর তার উপর জমে থাকা পানি!!! এইডি কোন ছবি হইলো??? /:)

আসলেই এমনটা মনে হত প্রথমে। কিন্তু আপনার ছবি তোলার ভঙ্গিমাই তো সব সাধারণ ছবিকে অসাধারণ করে দিয়েছে।
তবে, তার থেকেও বেশি অসাধারণতার সৃষ্টি করেছে আপনার লেখা ছবির বিবরণও গুলো।

লেখা আর দারুণ ছবি দিয়ে একধরণের আবেশি আবহ তৈরি করে রেখেছেন।

নাহলে কী বৃষ্টি ভেঁজা ঘাস দেখতে এত সুন্দর লাগতো!!!

চমৎকার। :)
+

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৪০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই এমন দৃশ্য সবাই দেখেও না। কলোনীর স্কুলে শত শত গার্ডিয়ান ... কিন্তু আমি ছাড়া মনে হয় কেউ এসব দেখেই নাই হাহাহাহা ....। এতটা স্নিগ্ধতা আমার চোখকে ফাকি দিতে পারে নাই। আসলেই খুব সুন্দর ছিল ।

এত সুন্দর মন্তব্য দিলে কিন্তু পোস্ট অনেক বেশী বেশী পোস্টাইয়া ফেলবো হাহাহাহাহ

থ্যাংকস এ লট রক্তিম :) ভালবাসা ও শুভেচ্ছা রইল কিন্তু

৮| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৬

প্রামানিক বলেছেন: এক কথায় চমৎকার।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৪০

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ দাদাদ

৯| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৪২

এডওয়ার্ড মায়া বলেছেন: আপনার অসাধারন কথামালা এবং মুগ্ধ ছবি দুটোই বেশ লেগেছে :)
দারুন শেয়ার ।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাইয়া

আপনার প্রো পিক পাল্টায়ে দেন :)

১০| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:১৫

সুমন কর বলেছেন: আহ্ সুন্দর ! +

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসংখ্য ধন্যবাদ দাদা ভাল থাকুন

১১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:১১

ফরিদ আহমাদ বলেছেন: আপু,অসম্ভব রকমের ভালো লেগেছে

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাইয়া
ভাল থাকুন পাশেই থাকুন
শুভেচ্ছা

১২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৪০

সাদা মনের মানুষ বলেছেন: আমার ছবি পোষ্টে সাধারণত ছবি থাকে ২০ টা, আপনার ২২। এতোগুলো ছবি দেখার পরও মনে হলো মাত্র এই কয়টি? আসলে ভালোলাগার জিনিসগুলো যেন ফুরিয়ে যায় তাড়াতাড়ি..........চমৎকার ছবির জন্য একরাশ শুভেচ্ছা জানবেন আপু।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৪৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: আ হাহাহাহা কামাল ভাইয়ের মন্তব্য এতগুলা সুন্দর ওয়াও মন ভরে গেলো ফোটোগ্রাফার ভাই

দাড়ান চা নিয়ে আসি

১৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৪১

সাদা মনের মানুষ বলেছেন:

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৪৯

কাজী ফাতেমা ছবি বলেছেন:

১৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৩৩

আবু ইশমাম বলেছেন: চমৎকার।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৫১

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া ভাল থাকুন :)

১৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৭

ভ্রমরের ডানা বলেছেন:
জীবন্তিকা,

কি সুখে রচিলে শরৎশশী!


অসাধারণ ছবি ব্লগ!!

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:০২

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসংখ্য ধন্যবাদ ডানা
ভাল থাকুন সাথেই থাকুন

১৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:১৩

দিশেহারা রাজপুত্র বলেছেন:
ছবিগুলান সুন্দর আর লেখাগুলান আরো সুন্দর। :)

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:০৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ দিতাম না

১৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৫:০১

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: কি মোবাইল ব্যবহার করেন আপু, এত সুন্দর ছবি ওঠে?? :)
+++

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:০৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: স্যামসাং এ সেভেন ভাইয়া

মোটামুটি ভালই উঠে এতে ছবি

ধন্যবাদ অনেক অনেক ভাল থাকুন

১৮| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৩০

জনৈক অচম ভুত বলেছেন: কনফিউশনে পড়ে গেলাম। ছবি আর বর্ণনা, কোনটা ছেড়ে কোনটার প্রশংসা করি! B:-)

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:১২

কাজী ফাতেমা ছবি বলেছেন: অই একটার করলেই হলো ভুত ........ আপনার চোখে ভাল লাগলে আমারওকষ্ট স্বার্থক হবে। ভাল লাগবে। দুনিয়াটা দুই দিনের এখানে মুগ্ধতা আনা খুব কঠিন । মানুষের মুগ্ধতা আমি ভালবাসি যেমন নিজেও মুগ্ধ হতে ভালবাসি। ধন্যবাদ ভাইয়া অনেক অনেক পাশেই থাকুন

শুভেচ্ছা আর ভালবাসা রইল

১৯| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৪২

আহমেদ জী এস বলেছেন: কাজী ফাতেমা ছবি ,




এতো বৃষ্টির ফোঁটা নয় , এ যে হৃদয়ের ক্ষরণ ।

ঝকঝকে , নিটোল সব ছবি ।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: হৃদয়ের মুগ্ধতা........
অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য

ভাল থাকুন জী ভাইয়া
শুভেচ্ছা রইল

২০| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:০৬

উল্টা দূরবীন বলেছেন: দারুণ সব ছবি।
কোন ক্যামেরায় তুলেছেন?

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: ক্যামেরা না মোবাইলে
স্যামসাং এ সেভেন

ধন্যবাদ ভাইয়া :)

২১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৪২

আমি ইহতিব বলেছেন: দারুন সব ছবি। মুগ্ধতা একরাশ।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:২৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাল লাগল সুন্দর মন্তব্যে
ধন্যবাদ ইহতিব ভাইয়া ভাল থাকুন সর্বদা :)

২২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৩৬

মাদিহা মৌ বলেছেন: সবাই ছবির প্রশংসা করে ফেলেছে। প্রত্যেকটা ছবির সাথে আপনার লেখা ক্যাপশনগুলি ছবিগুলিকে অনে অনেক বেশি প্রাণবন্ত করেছে …

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপি আপনি এখানে এসেছেন দেখে খুব ভাল লাগল । সুন্দর মন্তব্যে প্রাণটাও জুড়ালো ভাল থাকবেন আপি
শুভেচ্ছা আর ভালবাসা রইল অনেক অনেক :)

২৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৪

হৃদয়হীন মানব বলেছেন: ভাই কি মোবাইল দিয়ে উঠাইছেন???

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি ভাইয়া স্যামসাং এ সেভেন এ। প্রো পিক টা পরিচিত লাগছে কেন

২৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৫০

দিশেহারা রাজপুত্র বলেছেন: আমার ধন্যবাদ লাগবে। আই নিড ইট। নাউ।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:০০

কাজী ফাতেমা ছবি বলেছেন: না না ধন্যবাদ নয় এইডা এইডা দেখো দেখো নিচে তাকাও না একটু

২৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: অসাধারন কথামালা এবং মুগ্ধ ছবি দুটোই বেশ লেগেছে ।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৪৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ অনেক ভাল থাকুন শুভেচ্ছা

২৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৩২

নীল-দর্পণ বলেছেন: অসহ্যরকম সুন্দর ছবিগুলো :)

২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৪৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাল থাকুন শুভেচ্ছা রইল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.