নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
(ছবিটি পেইন্টে আঁকা)
তুমি দু'হাত পেতে শুধু দীর্ঘশ্বাসগুলো ধরো
দেখো, কতটা আগুন জমিয়ে রেখেছিলাম
তোমার নরম হাত পুড়ে যাবে, সাবধান
খুব সন্তর্পণে রাখতে পারো বুক পকেটে!
বিরহে পুড়িয়ে মেরে কতটা শান্ত তুমি আহ্
উধাও হয়ে যায় মন আমার বৈরী হাওয়ায়
খুঁজতে এসো না আর আমায় তোমার মাঝে
পারি নে সইতে - বড্ড হাঁসফাঁস লাগছে
অবহেলার চাদর সরিয়ে নাও!
রোজ রোজ কৈফিয়তের
ডাকবাক্স হাতড়াতে পারব নে...
তৃষ্ণার অতলে ডুবে নিঃশ্বাস বন্ধ'র যোগাড়
আর তুমি থেকে যাও নির্বিকার!
বুকটা শূন্যতার হাহাকার
এতটা দূরে ছিটকে পড়ো, ছুঁতে পারি নে।
মনদেয়ালের কোণে কোণে তুমি মাকড়শা..
পিরপির করে হাঁটো.... আর আমি শিহরণে কাঁপি
সেই ফাঁকে তুমি মৌনতার জাল বুনে
ছুটে বেড়াও স্বাধীনতায়...
বিরহ হাওয়া এসে ঝরায় ধূলো...
আমি হয়ে যাই পুরান, সে তুমি বদলে যাও,
দূরে যাও, যাবার বেলা দিয়ে যাও দীর্ঘশ্বাস।
এসো এবার, জমানো দীর্ঘশ্বাস নাও হাতের মুঠোয়
এ ভার আর সইতে পারছি নে...
বলার, শুনার, দেখার তৃষ্ণায় আকণ্ঠ ডুবে আছি।
তৃষ্ণা মিঠাবে আমার, তুমি আমার হবে?
এই তুমি কি আমার শরত হবে?
শুভ্র মেঘের নরম পালক হবে?
কাশবনের সাঁই সাঁই হাওয়া হবে?
কিংবা হেমন্তের সকালের দূর্বাঘাসের উপর
ঝরে পড়া শিউলি হবে?
শীত সকালের রোদ্দুর হবে?
কিংবা বসন্ত রঙা শাড়ি হবে?
শাড়ীর ভাজে ভাজে সেঁটে রবে
শিমুল অশোক কিংবা কৃষ্ণচূড়া হয়ে?
নিঃশ্বাসে বেলির ঘ্রাণ হবে?
কিংবা বকুল হাসনাহেনা?
হয়ে যাওনা গ্রীষ্মের তীব্র তাপদাহ?
পুড়িয়ে দাও আমায় গ্রীষ্মের রোদ্দুর প্রেম আগুনে!
বর্ষার ঝমঝমানি বৃষ্টি হয়ে এসো...
মিটিয়ে দাও আজন্ম বিরহ তৃষ্ণা...
ঋতু জুড়ে থাক আমার নিঃশ্বাস প্রশ্বাসে
ভালবাসায় প্রেমে, শুধু তুমি আমার হয়ে,
আমি ছুঁয়ে দিব তোমায়, তুমি গলে যাবে
লেপ্টে থাকবে এই তৃষ্ণার্থ বুকে!
আসবে?
২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৫৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া। ভাল থাকুন । শুভেচ্ছা আর ভালবাসা রইল
২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:১৯
শাহরিয়ার কবীর বলেছেন: দারুন লিখেছেন !
২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৫৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া ভাল থাকুন
৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:২৪
হাবিব বলেছেন: ছবিটা অসাধারণ হয়েছে।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৫৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ হাবিব ভাইয়া ভাল থাকুন সুন্দর থাকুন
৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:২৬
জনৈক অচম ভুত বলেছেন: শিরোনামটা চমৎকার। কবিতাও ভালই লাগল।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:০১
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভুত ভাইয়া
সুন্দর মন্তব্যের জন্য শত ধন্যবাদ ভাল থাকুন সর্বদা । শুভেচ্ছা
৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:২৪
আহমেদ জী এস বলেছেন: কাজী ফাতেমা ছবি ,
তৃষিত আবাহন । তৃষ্ণা মিঠাবে আমার, তুমি আমার হবে?
কবিতার মতোই সুন্দর এঁকেছেন । অপেক্ষারতা ।
তবে বলি , মোবাইলেও ছবি আপনি তুলবেন , পেইন্টেও ছবি আপনি আঁকবেন । তাহলে আমরা করবোটা কি ?
২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:০২
কাজী ফাতেমা ছবি বলেছেন: াহাহাহা হাহাহাহ জী এস ভাই কি যে বলেন না ..
আপনি তাহলে গল্প উপন্যাস এসব লিখবেন আবার কবিতা ছড়া আবার ছবিও তুলবেন
থ্যাংকস এ লট ভাইয়া
৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৩০
ডঃ এম এ আলী বলেছেন: ছবি ও কবিতা সুন্দর হয়েছে ।
ধন্যবাদ ।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:০৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
অনেক বিজি সময় যাচ্ছে। সময় ধরতেই পারছি না। আপনার সাথে যোগাযোগও হচ্ছে না সরি
৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৫৮
এডওয়ার্ড মায়া বলেছেন: ছবিটা দারুন এঁকেছেন ।
বেশ ভাল ।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:০৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ মায়া ভাইয়া
৮| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:১৬
ইমরান আল হাদী বলেছেন: দারুন সুন্দর।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:০৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকস এ লট হাদী ভাইয়া
৯| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:১১
রক্তিম দিগন্ত বলেছেন:
সুন্দর।
আকুতি! মিনতি! নাকি আশা!
কোনটা ছিল কবিতায়?
ছবিটিও সুন্দর হয়েছে। আমি তো ভেবেছিলাম নেট থেকে নামানো। মন্তব্য দেখে উপরে গিয়ে দেখি আপনারই আঁকা।
মাল্টি ট্যালেন্ট আপনার।
+
২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:০৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: কবিতায় সবই আছে হাহাহাহ পাঁচমিলালী
ধন্যবাদ রক্তিম ভাইয়া ভাল থাকুন সর্বদা
১০| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:১৯
মোস্তফা সোহেল বলেছেন: ভাল লাগল আপু
২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:০৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
১১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:২০
বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুনসসস!!!!!!!!!!
মুগ্ধতা একরাশ
+++++++++++
২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:২২
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকুসসসসসসসসসসসসস .
রিকোয়েস্ট সেন্ড হয়েছে ফেবুতে
১২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৩৩
আবু ইশমাম বলেছেন: মিটিয়ে দাও আজন্ম বিরহ তৃষ্ণা...দারুন হয়েছে
২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ইশমাম ভাইয়া
আপনার নামটা খুব সুন্দর
ভাল থাকুন........
১৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৬
আবু ইশমাম বলেছেন: আরবী আবু শব্দের অর্থ পিতা। আর ইশমাম নাম বাচক। আবু ইশমাম মানে ইশমামের পিতা।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:০৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক সুন্দর নাম। এখন থেকে কেউ নাম দিতে বললে এই নামটাই দিয়ে দিব
ধন্যবাদ
১৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:১৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এক কথায় অসাধারণ !!!!
২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৫৯
কাজী ফাতেমা ছবি বলেছেন:
থ্যাংকস এ লট
১৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৮
নেক্সাস বলেছেন: বেশ ভাল লাগলো।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:০৭
কাজী ফাতেমা ছবি বলেছেন:
অনেক ধন্যবাদ
১৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:১৬
অনাকাঙ্খিত কেউ বলেছেন: ভাল লিখেছেন.।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:০৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকস অনেক অনেক
১৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮
কবি হাফেজ আহমেদ বলেছেন: ভালো লাগলো প্রিয় কবি বন্ধু। এগিয়ে যান, শুভকামনা রইল।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:১০
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ অনেক অনেক ভাল থাকুন
১৮| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:০৩
শুভ্র বিকেল বলেছেন: চমৎকার লিখেছেন। শুভকামনা।
এই মেঘ এই রোদ্দুর, নামে কোথাও লিখতেন নাকি?
২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৫১
কাজী ফাতেমা ছবি বলেছেন: জি ভাইয়া এই নামেই সব ব্লগে ছিলাম আছি কিন্তু এখানে আসল নামে আছি। ফেইসবুকেও এই মেঘ এই রোদ্দুর ছিলাম কিন্তু জাকার রাখতে দিল না । অনেক ধন্যবাদ ভাইয়া ভাল থাকুন
১৯| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১১
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ আমার ব্লগে গিয়ে লিখাটি দেখে মন্তব্য করার জন্য । সেখানে অমার পোস্ট এর উপরে করা মন্তব্যের উত্তর ডাউনলোডে কিছু টেকনিক্যল সমস্যা দেখা দেয়ায় ও অস্বাভাবিক বিলম্ব হতে থাকায় সেটা রিপোস্ট করা হয়েছে , এটা আপনার সদয় অবগতির জন্য ।
শুভেচ্ছা রইল
০৩ রা অক্টোবর, ২০১৬ বিকাল ৪:১৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: আচ্ছা থ্যাংকস ।
২০| ০৫ ই অক্টোবর, ২০১৬ রাত ২:০৪
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ ।
০৬ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:১৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আবার আসার জন্য
©somewhere in net ltd.
১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:১২
গেম চেঞ্জার বলেছেন: বেশ ভাল হয়েছে!!