নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
মহাতাণ্ডব ঘনিয়ে আসছে নয় তা বহুদুর
স্মরিলে মম অন্তর হাহাকার ব্যথায় বিধুর
ইহকালের মায়ার জালে হয়ে রয়েছি আদৃত
পরকালের ভাবনা ঝড় উঠিয়ে করে বিধূত।
সমবেত হবো দিন আসছে সেই মহা হাশর
কেউ হবেনা কারোর কোনো সুখ দু:খের দোসর
পাপী তাপি পূণ্যিবান সবার হবে ফের উত্থান
বিনাবাক্যে এ দুনিয়া ছেড়ে করতে হবে প্রস্থান।
প্রিয়জনেরা ছিটকে যাবে হয়ে যাবে সবে পর
ভয়ার্থ প্রাণীকূলের কাটবে যে আতংকে প্রহর
পশু পাখি মানুষেরা একসঙ্গে মাঠে হবে জমা
পাপ পূন্যের বিচারে- জাহান্নাম- কেউ পাবে ক্ষমা।
রাজা মহারাজা আর যারা ছিল শাসক শোষক
হত্যাকারী শক্তিধর, ধর্ষক, অন্যায়ের ঘোষক..
দেখা হবে সকলের একসাথে হাশরের মাঠে
বন্দি হবে শয়তান, ব্যস্ত সবে মম কর্ম পাঠে।
আকাশ জমিন সব যাবে ফেরেশতার দখলে
নিশ্চুপ নিথর ক্ষণে আতংকে জড়োসড়ো সকলে।
মহাশক্তিশালী যারা সেই ক্ষণে ভীত কম্পমান
অকূল দরিয়া মাঝে ভাসাবে যার যার সাম্পান।
মহান আল্লা'র হবে সরাসরি রাজত্বের রাজ
ইয়া নফসি নফসি সবে শুরু বিচারের কাজ।
সব কাজের হিসাব দিতে হবে করে পাঁই পাঁই
মাথার পরে ঘুরবে পাপ পূণ্যি করে সাঁই সাঁই।
কারো সুপারিশে কাজ হবে না-কো বিচারে সেদিন
কেউবা জান্নাতে পাবে ঠাঁই কারো জীবনে দূর্দিন।
নবী (সা: ) মোদের -শুধু উম্মত দরদে সুপারিশে
তরাবেন যারা প্রিয়,পেয়েছিল যারা ঠিক দিশে।
পাপের তীব্রতা বুকে দিবে হানা যেদিন সহসা
আসবে নেমে জীবনে সেদিন-ই কষ্টের বরষা;
পাপী তাপী যারা শেষ বিচারে তাদের সর্বনাশ
মুমিন দীনি সকলে- পাবে ঠাঁই জান্নাতে আবাস।
০৪ ঠা অক্টোবর, ২০১৬ দুপুর ১২:২৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: আপি অনেক ধন্যবাদ
সুন্দর মন্তব্যে উৎসাহ পাই । ভাল থাকুন আপি
২| ০৩ রা অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: পাপ পূন্যের বিচারে- জাহান্নাম- কেউ পাবে ক্ষমা।
এখানে কি 'না' হবে?
ভালো লেগেছে আপু। +
০৪ ঠা অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৩০
কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম কথা সত্য । ধন্যবাদ অনেক অনেক ভাল থাকুন
৩| ০৩ রা অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:০৯
ইমরান আল হাদী বলেছেন: আমাদের সকল অপরাধ ক্ষমা করো প্রভু। কবিতা ভাল লেগেছে।
০৪ ঠা অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৩১
কাজী ফাতেমা ছবি বলেছেন: আমিন
ধন্যবাদ ভাইয়া ভাল থাকুন
৪| ০৩ রা অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:১৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুমম..
সকলেই ভুলে থাকতে চায় যে সত্য তাকেই তুলে এনেছেন কাব্যিকতায়।
চূড়ান্ত রুপ না দেখা পর্যন্ত অনেকেরই হুশ হয়না।
ভাললাগা একরাশ +++++++
০৪ ঠা অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৩৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভৃগু দা
ভাল থাকুন
আল্লাহ আমাদের বোধ শক্তি দিন
হেদায়েত দিন আরো
৫| ০৩ রা অক্টোবর, ২০১৬ রাত ১১:০৪
ডঃ এম এ আলী বলেছেন:
কবিতায় হাজার হাজার ভাল লাগা+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
সারা জনমভর রইলাম পাপে মঝে সেদিন তাঁকে বলব একটি কথা
দয়াল পার কর আমারে , তুমি ছাড়া নাই যে গতি এ জগৎ সংসারে
০৪ ঠা অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৩৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম ধ্রুব সত্য।
ধন্যবাদ ভাইয়া ভাল থাকুন
৬| ০৪ ঠা অক্টোবর, ২০১৬ রাত ১:২৯
রক্তিম দিগন্ত বলেছেন:
অদ্ভুত সত্য অনুধাবন।
কবিতাটা আসলেই হৃদয় ছুঁয়ে গেল।
+
০৪ ঠা অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৪২
কাজী ফাতেমা ছবি বলেছেন: মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ রইল ভাইয়া
ভাল থাকুন সাথেই থাকুন
৭| ০৪ ঠা অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৪৭
পথহারা মানব বলেছেন: হে দয়াময়, দেও মোদের সঠিক পথের নিশানা
পাপের পথ ছাড়িয়া যেন খুঁজে পাই তোমারি ঠিকানা
ভুল করিয়াছি প্রভু, ভিখ মাঙি তাই করে দেও ক্ষমা
হাশরের দিনে সহজ করিও যত আছে লেনা-দেনা।
কবিতায় ভালো লাগা++++
০৪ ঠা অক্টোবর, ২০১৬ বিকাল ৪:০১
কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাইয়া
আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন
৮| ০৬ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:৪৬
বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর লেখনি।
ভালোলাগা +
০৬ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:৪৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: অসংখ্য ধন্যবাদ বিলিয়ার ভাইয়া
৯| ০৬ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:৪৮
বিলিয়ার রহমান বলেছেন: কবিতায় লাইক।
০৬ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:৫৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: বিলিয়ার নামের অর্থ কি ভাইয়া
©somewhere in net ltd.
১| ০৩ রা অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৫৯
রাবেয়া রাহীম বলেছেন: মহান আল্লাহ রাব্বুল আলামীন আমাদের সকলকে ক্ষমা করুন।
অনেক সুন্দর লিখেছ ছবি, ছন্দের মিল ভালো লেগেছে