নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

ক্ষমা করো প্রভু.....

০৮ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৪২



ঝরে পড়ছে পাতার মতো
সময়গুলো ঝরঝরিয়ে;
ভাবলে আমি আৎকে উঠি
পরাণ কাঁপে থরথরিয়ে!

দেহ আমার বলছে ডেকে
ক্ষয়ে যাচ্ছিস একটু করে;
কেমন করে চলবি ফিরবি
ঝড় উঠেছে মনের ঘরে!

চোখে লাগাই পাওয়ার চশমা
ভুলে যাওয়ার ধরছে রোগে;
যন্ত্রণাতে কাতরাবো হায়!
শত রোগে ভোগে ভোগে।

হাড্ডিগুলো ক্ষয়ে ক্ষয়ে
চলার শক্তি নিবে কেড়ে;
সময় কেনো এমন ভাবে
সকল নিতে আসছে তেড়ে!

কোমর আমায় ব্যথায় ভরা
সোজা হতে পারব নে আর;
ধীরে হবে শক্তি নিঃশ্বেষ
এপাড় ছেড়ে যাব ওপাড়!

হজম শক্তি যাচ্ছে কমে
অরুচি সব খাবার প্লেটে;
কাটাকুটি করেই গেলো
অদৃশ্য এক জীবন শ্লেটে!

দেহের চামড়া ঝুলে ঝুলে
বিভৎস রঙ দিবে দেখা;
চোখের আলো আবছা আঁধার
সব থেকেও হবো একা!

জানি নে হায় বৃদ্ধকালে
কোথায় হবে আমার আবাস;
বৃদ্ধাশ্রমে না প্রাসাদে
পাচ্ছি নেকো একটু আভাস!

জরাজীর্ণ প্রহরগুলো
কাটবে কেমনে একা একা;
কেউ কি আসবে আমার হয়ে
দেখতে আমায় চোখের দেখা!

চুলে আমার পাক ধরেছে
বলছে ডেকে সাজের আয়না;
ক্লিপ আর কাঁটা রঙ বেরঙের
আর রবে না কিনতে বায়না!

দেহের শক্তি দেহের সুন্দর
যা পেয়েছি ধীরে ধীরে;
সময় সকল নিয়ে যাবে
বিষন্ন ক্ষণ ধরবে ঘিরে!

ও আল্লাহ্ গো দয়াল প্রভু
নিয়ে যেয়ো সময় হলে;
বোঝা হতে দিয়ো না গো
অন্য কারো দয়ার তলে!

ঠেলা ধাক্কার জীবন আমায়
দিয়ো নাক তুমি প্রভু;
কেউ যেনো না করুণাতে
এই ধরাতে দেখে কভু!

কাযা সকল নামাজ রোজা
শেষ যেনো গো করতে পারি;
রবে না আর আফসোস তবে
শেষ খেয়াতে দিতে পাড়ি!

ক্ষমা করো গুনাহ্ প্রভু
হেদায়েতের দেখাও গো পথ;
নামাজ রোজায় মত্ত হবো
করছি প্রভু এবার শপথ!

যতটুকু সময় দিবে
দিয়ো প্রভু বাঁচার আলো;
বিপদ আপদ কষ্টে সৃষ্টে
থাকে যেনো মোর মন ভালো!

তোমার নামই জপব আমি
কলবে দাও শুদ্ধতা এনে;
অশুদ্ধতার সব পথ যেনো
ধরে না আর আমায় টেনে!

মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৮ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৫১

পথহারা মানব বলেছেন: দোয়া করি..প্রভু যেন তোমায় ক্ষমা করে।

০৮ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:১৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমাকে একা কেনো সবাইকে ক্ষমা করুন এবং তোমাকেও
ধন্যবাদ

২| ০৮ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৫৮

ইসমাইলহোসেন০০৭ বলেছেন: অনেক অনেক ভাল লাগল। ধন্যবাদ। দোয়া রইল।

০৮ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ইসমাইল ভাইয়া :) ভাল থাকুন সর্বদা

৩| ০৮ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:২৩

মাহমুদ০০৭ বলেছেন: লেখায় ভালো লাগা রইল । ছবিটি সুন্দর ।/

০৮ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসংখ্য ধন্যবাদ মাহমুদ ভাইয়া ভাল থাকুন সব সময় শুভেচ্ছা রইল

৪| ০৮ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:০০

সুমন কর বলেছেন: সত্য কথন। ভালো লিখেছেন। +

০৮ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ সুমন দা
:) ভালবাসা আর শুভেচ্ছা রইল।

৫| ০৮ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:২৮

বিলিয়ার রহমান বলেছেন: প্রার্থনা কবুল হোক! :)

০৯ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৩৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমিন

৬| ০৮ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:৩১

বিলিয়ার রহমান বলেছেন: পোস্টে লাইক! :)

০৯ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৩৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ

৭| ০৮ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:৪০

ইমরান আল হাদী বলেছেন: ক্ষমা করো মোরে প্রভু, ক্ষমা করো সকলের অপরাধ।
সুন্দর কবিতা।

০৯ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৪৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ হাদী ভাইয়া

৮| ০৮ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:৪০

ইমরান আল হাদী বলেছেন: ক্ষমা করো মোরে প্রভু, ক্ষমা করো সকলের অপরাধ।
সুন্দর কবিতা।

০৯ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৪৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ

৯| ০৯ ই অক্টোবর, ২০১৬ ভোর ৫:৩৫

ডঃ এম এ আলী বলেছেন:




জীবন নিয়ে সুন্দর অনুভব দেখলাম কবিতায়,
অপুর্ব হয়েছে ধন্যবাদ কবি কাজী ফাতেমাকে।

নিয়তির অমোঘ বিধানে একদিন সবকিছু ছেড়ে
যেতে তো হবেই আগে আর পরে । তার পরেও
কবিদের ভাষা ধার করে বলতে ইচ্ছে করে

আমি শৃঙ্খলহীন বিশৃঙ্খল,সর্বদা অশান্ত
ম্লান বদনে বলতে ইচ্ছা করেনা কভু
আজ আমি ক্লান্ত অবসন্ন
বরং বলতে ইচ্ছে করে
আমি চির যৌবনময় যুবক।

অনুভবে সর্বদায় জাগে মনে
জীবনের তরে, ঈশ্বরের বরে
চির যৌবন রয়েছে মোর ধড়ে।

আমি যেন সূর্যের মতো অটল,
ক্ষয়িষ্ণু যৌবনের ঐ দেয়ালে
ধরিয়ে দিতে চাই ফাটল।

আমি অটল, আমি যুবক!
আমি সৃষ্টি উন্মাদনায় উন্মাদ
আর চির সত্যের ধ্রুবক!

পোস্টের কবিতাটির সুত্র ধরে
বলতে চাই আমি অকাতরে
অশুদ্ধতার কোন পথ যেনো
ধরে না আর আমায় টেনে!

জানি সময় এলে এ দেহ
হবে নিস্প্রাণ ,তার অাগে
বলে যেতে চাই প্রাণহীন
মুখের হাসিটা হোক অম্লান।

অনেক অনেক শুভেচ্ছা রইল
দোয়া করি কবির ইচ্ছা পুর্ণ
হোক, প্রভু ক্ষমা করুক ।

০৯ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৫৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসাধারণ হয়েছে ভাইয়া

আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা আর ভালবাসা রইল

১০| ০৯ ই অক্টোবর, ২০১৬ ভোর ৫:৪৫

রক্তিম দিগন্ত বলেছেন:
ছড়ায় ছড়ায় জীবনটাকেই ফুঁটিয়ে তুলেছেন।
প্রার্থনা কবুল হোক আমাদের সকলেরই।

+

০৯ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৫১

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাল থাকুন অনেক অনেক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.