নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
©কাজী ফাতেমা ছবি
#হারিয়ে_যাও_ছেলে_আজ_শুধু_তোমার_দিন (জীবন গদ্য)
তুমি তো ভোর দেখ নাই! ঘুমে বিভোর, স্বপ্নমগ্ন প্রহরে।এনার্জির আলো নিভিয়ে - তোমার স্বপ্ন নীড়ের খিড়কি, দেউড়ি চাপিয়ে দিয়েছিলে সন্তর্পণে..আর জানালার আচ্ছাদন টেনে...আঁধার করেছিলে ঘর যাতে ভোরের আলোয় চোখ না পুড়ায়! রাত জেগেছিলে...? নিকোটিনে ঠোঁট ছুঁয়েছিলে? নাকি চাঁদের সাথে পেতেছিলে মিতালী... কি কারণে রাত জেগেছিলে সে আমার মন জানে না... তুমি ঘুমিয়েছিলে কাক ডাকা ভোরে... তুমি হারিয়েছ কিছু মুগ্ধ প্রহর।
আমি তোমার জন্য মুগ্ধতা ধরে এনেছি। হাতের মুঠোয় এনেছি দেখ কিছু স্নিগ্ধতা কুঁড়িয়ে। তোমায় মাতাল করার ইচ্ছে আজ... না, সে আমার প্রেমে নয় গো! সে পরে বলছি। এই তুমি কি শরত চিনো? আচ্ছা, আকাশ জানো? দূর্বাঘাস দেখেছো? কিংবা মেঠোপথ? হেঁটেছো আনমনে কভু ছায়াঘেরা সারি সারি সাজানো বৃক্ষের ছায়াতলে? তুমি পুকুর দেখছো, শান বাঁধানো ঘাট... পুকুরের স্বচ্ছ জলে পা ডুবিয়ে কিছুক্ষণ কাটিয়েছিলে নিজের মত? গুনগুনিয়ে গেয়ে উঠেছিলে কখনো...
আমার আজ হারিয়ে যাওয়ার দিন...
আমি হারাবো গো হারাবো আজ...
উড়ব ডানা মেলা পাখি হয়ে ঐ আকাশের নীলে..
আমি হারাবো গো আজ হারাবোই...
তোরা করিসনে মানা,
মানি নে শাসন বারণ...
প্রজাপতি হব ফুলের পাপড়ি ছুঁয়ে ছুঁয়ে
আমি হারাবো গো হারাবই...
জলের গালিচায় পা ফেলে ফেলে...
জলের আয়নায়...
দেখব ফেলে দৃষ্টি..
ঐ আকাশ নীলের ছবি
আমি হারাব গো হারাব আজ..
আজ তবে আমার দিন...
আমার করে নিব আজ সব মনোহারী মনে
সফেদ বকের সারিতে...সবুজের পিঁড়িতে
সন্তর্পণে বসে আমি হারাব গো আজ হারাব!
তোরা আজ খুঁজিসনে আমায়
থেকো নে অপেক্ষায় পথো চেয়ে মোর
আজ শুধু আমার দিন
এ লগনো শুধু হারাবার..
আজ আমি হারাবো গো হারাবোই।।
আচ্ছা বলতো? তুমি কি এখন ওড়ছো? হ্যাঁ ওড়ছোই ওড়ছো.. দেখো মুহুর্তেই আমি তোমাকে দিয়ে দিলাম তোমার করে কিছুটা পল... তুমি হারাতে শিখ ছেলে, হারাতে শিখ!
এই শরতের মধ্য দুপুরে তেজোদীপ্ত রোদ্দুর আপন করে নিয়ে হারাও... রোদ্দুরে জ্বলে পুড়ে ছাই হলেই বা, মন থেকে ঝেড়ে ফেলো ক্লান্তি, গ্লানি, বিষাদ ব্যথা। মনে রেখ আজ শুধু তোমার দিন... চুলে জেল দিয়ো না, সেম্পু করা চুলও আঁচড়াবে না... আঙ্গুলের আলতো ছোঁয়ায় বিলি কেটেই চুল আঁচড়াও হুম.. হুম এবার শার্টের একটা বোতাম খুলে বক্ষ উন্মোচন করে বেরিয়ে পড়... আবার বলছি আজ শুধু তোমার দিন... এ লগনো শুধু হারাবার... নগ্ন পায়ে ইট সুড়কির পথ পেরিয়ে খুঁজো ভেজা মাটির সবুজ মেঠোপথ কিংবা দূর্বাঘাসের নরম গালিচা পথ.. মন স্থির করে করে নিঃশ্বাস টানো, শুদ্ধ অক্সিজেনে বক্ষটা ফুলিয়ে একটু হাস.. মুগ্ধতা আনো চোখে, তুমি আজ এই পথে রাজা-- বাঁধনহীন - নাটাইবিহিন রঙধনু রঙ ঘুড়ি... কি হুম... এই ছেলে কেমন ফিল করছো, ভাল লাগছে... মনের ভিতর সুরের অনুরণন বাজছে? কি! কিছু অনুভব করতে পারছো... ঘাস কিংবা গাছের ছায়ায় জানু পেতে বসে পড়... ধ্যত্তেরি ভাবছ ধুলো বালিতে বসবে কি করে, ধ্যত এসব ভাবছ কেনো? জানো না অমোঘ সত্য... মাটির দেহখানি সেই মাটিতে মিশে যাবে... মিছে এই দুনিয়াধারী... কি ধুনোমুনা মন থেকে দ্বিধা ঝেড়ে ফেললে তো হা হা হা এবার বসে নিঃশ্বাস টানো আর সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতায় মন বাড়িয়ে প্রার্থনায় কিছুক্ষণ চোখ বন্ধ করে নিরবতায় কাটাও... কেমন লাগছে? খুব ঝরঝরে লাগছে তাই না?
এবার দাঁড়াও দু বাহু মেলে ধরো পাখির ডানার মতো, উর্ধ্বমুখি হয়ে আকাশে দেখো, নীলে দৃষ্টি নিবন্ধ করে দেখো শরতের পেজাতুলো মেঘমালা, তুমি ভেলায় চড়ে বসো ছেলে... ভেসে বেড়াও... ফের বলছি আজ শুধু তোমার দিন, এ লগনো শুধু হারাবার.... এখন কেমন ফিল করছো.. আজ না হয় এইটুকুই হারালে... আবার কিভাবে হারাতে হত সে আমি বলে দিব.. আর হারালে তোমাকে না পেয়ে আমি বিরহে পুড়ব সে কি করব হয় দুষ্টু হা হা হা... এবার ফিরতি পথে বুকে এক সাগর শান্তি নিয়ে এসো হেঁটে আনমনে.. আমার কথা ভেবে ভেবে...
তুমি এসে দেখবে আরো কত মুগ্ধতা তোমার জন্য অপেক্ষা করছে। সেই ভোরে তোমার জন্য কুঁড়িয়ে এনেছিলাম শরতের শিউলী... হাতের মুঠোয় নিয়ে অপেক্ষায় কাটিয়ে দিয়েছি কয়েকটা প্রহর.. তোমায় দিব বলে শিউলীর ঘ্রানের মাদকতায় মিশিয়ে রেখেছি মুগ্ধতার প্রেম... না না তুমি আমার প্রেমের মাতাল হয়ো না... শিউলীর ঘ্রাণে মাতাল হয়ে কাটিয়ে দাও দৃষ্টিতে দৃষ্টি রেখে... ফের বলি আমার প্রেমে নয়, শিউলীর ঘ্রাণে মাতাল হও, বাকিটা তোমার বিবেচনা! কি ছেলে কেমন লাগল হারিয়ে যাওয়ার এডভেঞ্চার?? হু!!
এখন বলো কি গিফট দিবা
(আর তোমরা, পোলাপান হারাইতে হেল্প করছি.. এলা গিফট দেও.. রোদ্দুরের ঠিকানায়....)
১৬ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:৫৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: হিপনো জানলে ভালই হতো আগে বদের হাড্ডিরে সাইজ করতাম হাহাহাহ
ধন্যবাদ আপি
২| ১৪ ই অক্টোবর, ২০১৬ রাত ১০:১৬
ডঃ এম এ আলী বলেছেন:
চমৎকার লিখা আর কবিতা অসাধারণ ।
হাতের মুঠো গলে কেও কেও হারায়
তার কি কারণ , করেনা কেও অন্বেষন।
ধন্যবাদ ।
১৬ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:৪৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাইয়া
কথা সত্যি
৩| ১৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ৭:০৮
রক্তিম দিগন্ত বলেছেন:
ছবির বকুল ফুল দেখেই মুগ্ধতার সৌরভ পেয়ে গেছি। আমার প্রিয় ফুল এই বকুলই।
আর, লেখা বরাবরের মতই সৌরভময়।
১৬ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:০৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: বকুল না শেফালী
আন্তরিক ধন্যবাদ ভাইয়া
ভাল থাকুন
৪| ১৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ৭:৫৯
বিলুনী বলেছেন: ভুল না হয়ে থাকলে ছবির ফুলটা শিউলী ফুল । অবশ্য আপুমনিই ভাল বলতে পারবেন কোনটা সঠিক ।
কবিতাটি লেগেছে ভাল ।
১৬ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:২০
কাজী ফাতেমা ছবি বলেছেন: জি ভাইয়া শেফালী ফুল শিউলী ফুল শরতের শিউলী
অনেক ধন্যবাদ আপনাকে
৫| ১৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ৮:১৩
রক্তিম দিগন্ত বলেছেন:
থুক্কু শিউলি ফুল।
বকুল-শিউলির মাঝে আমার আজীবনই প্যাঁচ লাগে।
১৬ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:২৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: াহাহাহাহ বকুল তো ছোট ছোট ফুল আর শিউলী একটু বড় তবে নরম ফুল অল্পতেই গলে যায়
ধন্যবাদ ভাইয়া
৬| ১৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ৮:১৪
বিলিয়ার রহমান বলেছেন: আমার করে নিব আজ সব মনোহারী মনে
সফেদ বকের সারিতে...সবুজের পিঁড়িতে
সন্তর্পণে বসে আমি হারাব গো আজ হারাব!
তোরা আজ খুঁজিসনে আমায়
থেকো নে অপেক্ষায় পথো চেয়ে মোর
আজ শুধু আমার দিন
এ লগনো শুধু হারাবার..
আজ আমি হারাবো গো হারাবোই।।
সুন্দর লেখনি!
১৬ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৪২
কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাইয়া
ভাল থাকুন পাশেই থাকুন
৭| ১৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ৮:১৬
বিলিয়ার রহমান বলেছেন: কবিতায় অনেক অনেক ভালোলাগা + লাইক!
১৬ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৪২
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাল থাকবেন
৮| ১৫ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৫১
অংকুর জেসফি বলেছেন: এককথায় মুগ্ধ
১৬ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৫০
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া ভাল থাকুন
৯| ১৬ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:৪২
মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর সব কথামালা যেন হাতের একমুঠো শিউলী ফুল।
১৬ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৫৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সুজন ভাইয়া
©somewhere in net ltd.
১| ১৪ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:৩৩
অপ্সরা বলেছেন: আপু এ কেমন হারানোর খেলা!
তুমি তো দেখছি হিপনোসিস প্রাকটিস করছো!!!!!!
গুড গুড ভেরি গুড!!!!