নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

স্মৃতির পাতা উল্টে দেখি.....

১৬ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:২০



আ হা হা হা স্মৃতিগুলো
ঝাপটে ধরল আবার,
ইচ্ছে করে ইচ্ছে জাগে;
সেথায় ফিরে যাবার।

স্কুলড্রেস পড়া মেয়েবেলা
দুষ্টের উঁচু সিঁড়ি
কখনো বা টেনেছি হায়
পেপারের এক বিড়ি!

ধোঁয়া ছেড়ে কুক্কুর কু কু
কেশে কেশে বমি
হুক্কা টেনে গড়গড়িয়ে
কষ্টেও কি তায় দমি!

উঁচু গাছের শাখায় বসে
আমের আঁটি চুষি
কত স্মৃতি এখনো যে
মনের মাঝে পুষি।

জলপুকুরে সাঁতার কেটে
কাটতো উদাস দুপুর
ঝুনাঝুনানি মনের মাঝে
বাজতো অলীক নূপুর।

কত সুখের প্রহর গেলো
স্কুলড্রেস কোথায় হারাই
গায়ে জড়াতে পোষাক সে
মনের হাতটি বাড়াই।

দুরন্ত সেই মেয়ে আমি
যান্ত্রিকতায় ডুবে
মুগ্ধতা সব হারাই চোখে
ইচ্ছেরা যায় উবে!

আন্ডোর অপশন নেই জীবনে
ফিরে যাওয়া যায় না
মন যাবে সেই অতীত ঘরে
সময়ের সে দায় না।

আহা হাহা ভাল্লাগে আজ
স্মৃতির পাতা উল্টে
জমিয়ে রাখছি সুখ স্মৃতি
হৃদয় নামক বল্টে।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই অক্টোবর, ২০১৬ রাত ১১:৩৮

বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর লিখেছেন!:)

১৭ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ
সাথেই থাকুন
শুভেচ্ছা রইল

২| ১৬ ই অক্টোবর, ২০১৬ রাত ১১:৫৭

সুমন কর বলেছেন: ভালো লিখেছেন।

১৭ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:১৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাকস এ লট দাদা

৩| ১৭ ই অক্টোবর, ২০১৬ সকাল ৮:২৩

ডঃ এম এ আলী বলেছেন:




কবিতা ভাল লেগেছে

দুরন্ত সেই মেয়ে আমি
যান্ত্রিকতায় ডুবে
মুগ্ধতা সব হারাই চোখে
ইচ্ছেরা যায় উবে


যান্ত্রীকতার যুগে উল্টা ক্জটি
হারায় না থাকে একইভাবে

১৭ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: আহা ছবিটা আরো সুন্দর লাগল

থ্যাংকস এ লট ভাইয়া
ভাল আছেন তো?
আরতো খবরই নাই আপনার

৪| ১৭ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:১৭

জেন রসি বলেছেন: আসলেই মাঝে মাঝে অতীতে ভ্রমন করে আসতে পারলে ভালোই হত।

১৭ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: জিনি ভাইয়া ধন্যবাদ

এখন তো সেই দিনের মতো কিছুই নাই-আমার বাচ্চারাও ল্যাপটপ আর মোবাইলে ডুবে আছে। মনটাই খারাপ হয়ে যায় :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.