নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
শুনো প্রিয়, চাইলেই ছেড়ে চলে যাওয়া যায় না
কত যুগ ধরে মুখোমুখি বসে আছি
ব্যথার নদীর উথাল পাথাল ঢেউয়ের মাঝে,
কত নৌকা ছলাৎ ছলাৎ করে ভেসে গেলো
বিধ্বস্ত আমি বিধ্বস্ত তুমি
তবুও বসে থাকি ঠাঁয়।
কেউ বসে নেই তোমার জন্য কিংবা
আমার জন্য নৈবেদ্য সাজিয়ে।
তোমার কি সাধ আছে ছেড়ে যাওয়ার?
তবে কেনো কথা উছলিয়ে দাও ব্যথা!
সময়গুলোকে করো নিষ্পন্দ!
আকণ্ঠ নিসিন্দায় ছেঁয়ে যায়।
তোমার ইচ্ছে তুমি চলে যাও.....
হাজার ব্যস্ততার ভীড়ে আমি দরজার ওপাশ থেকে
তোমায় বার্তা পাঠাবো
একদিন ভালবাসা হবে প্রতিভাস।
একদিন দেখো, গ্রীষ্মের আকাশে খেলা করবে ধবল মেঘ
শরতের কাশফুল উড়বে বৈশাখের আকাশে
হেমন্তের শিউলী ফুল বসন্তে হাসবে সবুজ ঘাসে
ছাতিমের নেশা লাগা ঘ্রানে মাতাল হবো তুমি আমি
দু'চোখে প্রচণ্ড ভালবাসার আকূতি নিয়ে
চৈত্রের নদীতে বইবে প্লাবন
শীতের আকাশ হতে অঝোরে ঝরবে বৃষ্টি....
সে দিন সব দ্বিধাদ্বন্দ্ব ছুঁড়ে ফেলে....এসো প্রিয়
এখানেই...
বুকের অথৈ ভালবাসার সাগর কিংবা নদীতে
তুমি আমি মন নদীতে ঢেউয়ে ঢেউয়ে বৈঠা বাইবো
ডিঙি নৌকা ভেসে চলবে ভালবাসার অনন্ত সাগরে।
০৬ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:২৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ক্লে ডল । ভাল থাকুন শুভেচ্ছা আর ভালবাসা রইল
২| ০৬ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৩২
মারিয়া ফেরদৌসী বলেছেন: সুন্দর একটি কবিতা।
০৭ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৫:১১
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপি ভাল থাকুন সাথেই থাকুন
৩| ০৬ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৩৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: বাহ্। দারুণ।
০৭ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৫:০৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকু ভাইয়া
৪| ০৬ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৫২
সাদা মনের মানুষ বলেছেন: প্রেমের কবিতায় ভালোলাগা
০৭ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৫:০৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া । চা দিতে পারলাম না সময় নাই
৫| ০৬ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৫:০০
পথহারা মানব বলেছেন: হেমন্তের এই বিকালে অন্যরকম এক ভালোবাসাময় কবিতা।
০৭ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৫:০৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকস এ লট ভাইয়া ভাল থাকো সব সময়
৬| ০৬ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৯
সুমন কর বলেছেন: ভালো হয়েছে।
০৭ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৫:০৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ দাদা ভাল থাকুন
৭| ০৬ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:৫৫
ভ্রমরের ডানা বলেছেন: ছাতিমের নেশা লাগা ঘ্রানে কবিতার ফুলে মাতাল হলাম।
এলোকেশী কবিতায় প্লাস ++++
০৭ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৫:০৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: ওয়াও এত্ত সুন্দর মন্তব্য
থ্যাংকস এ লট ডানা
ভাল থাকুন
ভালবাসা আর শুভেচ্ছা নিন
৮| ০৬ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:০৮
শাহরিয়ার কবীর বলেছেন: বৃষ্টির দিনে মিষ্টি কবিতা পড়ে ভালো লেগেছে ।
কবিতায়++++
০৭ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৫:০৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ অসংখ্য
ভাল থাকুন ভাইয়া
৯| ০৭ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১:০২
মেহেদী রবিন বলেছেন: অনেক ভালো লিখেছেন
০৭ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৫:০৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
শুভেচ্ছা রইল
১০| ০৭ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৩:৩২
গেম চেঞ্জার বলেছেন: বাহঃ দারুণ!!
০৭ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৫:০৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকু
আরে বাহ
অনেকদিন পরে আসলেন দেখি
ভাল থাকুন সর্বদা
১১| ০৭ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৩:৪০
শরতের ছবি বলেছেন:
বাহ ! সুন্দর প্রেমের কবিতা । ভাল লেগে গেল ।
০৭ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৫:০৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপি ভাল থাকুন সর্বদা
শুভেচ্ছা আর ভালবাসা রইল
১২| ০৭ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৩:৫০
অবনি মণি বলেছেন: চাইলো বলেইতো চলে গেলো।
০৭ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৫:০৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম
ধন্যবাদ আপি ভাল থাকুন
১৩| ০৭ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৬
অন্তু নীল বলেছেন:
ভালোবাসা থাকলেই সম্ভব।
ভালোলাগা রইল।
০৭ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৫:০৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: কথা সইত্য
আন্তরিক ধন্যবাদ পোস্ট পড়া এবঙ মন্তব্যের জন্য
১৪| ০৭ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: স্বপ্ন স্বপ্ন স্বপ্ন
স্বপ্নে ভরা কাব্য!
০৭ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:১১
কাজী ফাতেমা ছবি বলেছেন: স্বপ্ন নিয়েই বাচে জীবন
ধন্যবাদ
১৫| ১৪ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১:১৫
মেহেরুন বলেছেন: "বুকের অথৈ ভালবাসার সাগর কিংবা নদীতে
তুমি আমি মন নদীতে ঢেউয়ে ঢেউয়ে বৈঠা বাইবো
ডিঙি নৌকা ভেসে চলবে ভালবাসার অনন্ত সাগরে। "
ভালো লাগলো অনেক।
২৬ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:২৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ০৬ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:১৫
ক্লে ডল বলেছেন: ওয়াও! ভালবাসাময় মিষ্টি কবিতা!