নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
শুনো শুনো বন্ধু তোমরা
শুনো রে দিয়া মন
লিটন ভাইয়ার এক কাহিনী
করিবো গো বর্ণন!
ভুলা ভালা চেহারা তার
গিয়াস উদ্দিন নাম
উল্টা পাল্টা খাবার খাওন
শুনেছি তার কাম।
শুনেন তবে কি হয়েছে
লিটন ভাইয়ার ব্রেকফাস্ট
রুটি ভাজি খাওয়ার অভ্যাস
ছিলো অবশ্য মাস্ট ।
গাপুস গুপুস খেতে ভাইয়া
পছন্দ যে ভারী
দেরী হলে খাবার খাওন
ভাবীরে দেয় জারি।
একদিন সকালে কি হলো
কি যে বলি ভাইবোন
মনে হইলে সেই কথাটা
হেসে হেসে হই খুন।
খুব প্রভাতে খাইতে বসল
গিয়াস উদ্দিন ভাইয়া
আচম্বিতে দোরে কে-রে
কড়া নাড়ে যাইয়া।
রুটি ভাজি রেখে ভাইয়া
যেইনা দুয়ার খুলল
প্লেটে কি আছে কি নাই
সকল কিছুই ভুলল।
বন্ধুর কাছে বসে বসে
গল্পে আড্ডায় মশগুল
রুটিতে চোখ না রেখেই
মুখে পুড়ে খায় গুল।
-কাহিনী........
ভাইয়া যখন দুয়ার খুলতে
নাস্তা রেখে উঠল
সেই সুযোগ ইন্দুর একটা
রুটির ভিতর ঢুকল।
গল্পে মত্ত লিটন ভাইয়া
তৃপ্তিতে খায় রুটি
আরাম করে চিবিয়ে হায়
হেসেই কুটি কুটি।
বন্ধু বলে লিটন রে তুই
কি খেয়েছিস রে ভাই
রক্ত কেনো মুখের পরে
ওরে বাপরে ডরাই!
খেয়াল করে দেখে ভাইয়া
রুটির ভিতর ইঁদুর
মাথা তাহার পেটের ভিতর
আহ্ বেদনা বিদুর।
রাক্ষস কোক্ষস লিটন ভাইয়া
ঘেন্না তার ছিলো না
কিন্তু বন্ধুর পেট উথলিয়ে
বমি বন্ধ হলো না।
ওরে মারে খেতে বসলে
ভাসে একি দৃশ্য
ইন্দুর খাওয়া গিয়াস ভাইয়া
খাওয়ায় করলো নি:স্ব।
আমার দোষ নাই রে ভাইয়া
কাহিনীতো সত্য
ইন্দুর ধরে পার্সেল করুম
ইহাই হোক আপনার পথ্য।
(মাত্রা গুনলে হপে না... খেলুম না )
২৮ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহা খাইছে হ্যাঁ হ্যাঁ খাইছে
গিয়াস ভাইয়া রুটির
ভিতর আস্ত ইন্দুর খাইছে হাহাহাহ
২| ২৮ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:০৩
জেড আই অর্ণব বলেছেন: হাসতে হাসতে আমিও খুন,,,, গিয়াস উদ্দিন লিটন ভাইয়া বেঁচে আছেন??
২৮ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:০৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধরব আইসা ছাই দিয়া
হাহাহাহ ডরাচ্ছি তো .....
হাহাহা
৩| ২৮ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:০৫
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ছবিটা দেখে গা ঘিন ঘিন করছে।
২৮ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:০৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: আচ্ছা মুছে দেই
৪| ২৮ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:০৯
ধ্রুবক আলো বলেছেন: খাইছেরে এইরকম অবস্থা, একটু খেয়াল করে দেখেশুনে খাবেনা। প্রথমেতো লেখা টা পড়ে হাসছিলাম এখন তো পুরাই 'থ' একি কান্ড ঘটালো গিয়াস ভাইয়া হা হা হা হা....,,,,,
যাই হোক লেখটা কিন্তু খুব সুন্দর লিখছেন.,,, অভিনন্দন
২৯ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: খাদক ভাইয়া শুনকেন ই ত
দেখে শুনে ক্যামনে খাবে
খাওয়ার এমন অভ্যাস ভাইয়া
মনে হয় না আর বদলাবে।
ধন্য যোগে কমেন্ট করি
সাথে থাইকেন ভাই
মজায় মজায় ভরে দিতে
ব্লগটারে যে চাই।
৫| ২৮ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:১১
চাঁদগাজী বলেছেন:
ছড়া পড়ে মনে হলো লিটন বিবাহিত!
২৯ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪০
কাজী ফাতেমা ছবি বলেছেন: আয় হায় একি কইলেন
কি শুনাইলেন ভাই গো
বাচ্চা কাচ্চা বউয়ের সাথে
লিটন ভাইয়ার ঠাঁই গো।
৬| ২৮ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:১৪
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: না, না বোন। মুছে দিলেন কেন? আমার অনুভূতির সাথে সব ব্লগারের অনুভূতি নিশ্চয় মিলবে না। অনেকে মজা পাবেন। ছবিটা দিয়ে দিন প্লিজ!
২৯ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: তাতে কি হইছে এমনি মুছে দিছি।।
৭| ২৮ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:৫২
কাবিল বলেছেন:
২৯ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫০
কাজী ফাতেমা ছবি বলেছেন: আহা হা হা এই রুটিটাই ছিল
লিটন ভাইয়ার পাতে
জন গণ দেইখা যাও রে
সুর মিলাও আমার সাথে।
ধন্যবাদ আপনাকে
৮| ২৮ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৫
সাদা মনের মানুষ বলেছেন: হে হে হে, ঘরের কথা পরে জানলো কেম্নে??
২৯ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: ঘটনা নিচে বর্ণন হয়েছে হা হা হা
৯| ২৮ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৭
সাদা মনের মানুষ বলেছেন:
ইন্দুর খাওয়ার পর সেভেন আপ ভালো কাজ দেয়
২৯ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১২
কাজী ফাতেমা ছবি বলেছেন: হ
লিটন ভাইয়া এই নেন
সেভেন আপ ঢালেন
ইন্দুরের রক্ত তক্ত
শুইয়া মুইছা ফেলেন।
১০| ২৮ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২১
শাহরিয়ার কবীর বলেছেন:
কেউ আমারে মাইরালা ,
লিটন ভাইয়ের সব হবি
সুন্দর করে বর্ননা
করেছেন ফাতেমা আক্তার ছবি ।
আমরা তা হুদাই
তা পড়ি।
২৯ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: হুদাহুদি হবে কেন
এতো ফান আড্ডা
ভাল না লাগলে তবে
পাঠামো আন্নেরে বাড্ডা।
১১| ২৮ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৫
গেম চেঞ্জার বলেছেন: ওরে বাবারে!! গেলামম!!
২৯ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: ডরাও কা তুমি বাপু
কি খাইছ বলো দেখি
ইন্দুর না কাঠবিড়ালি
পোকা খাইছি সে কি!!!!!
১২| ২৮ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৮
এডওয়ার্ড মায়া বলেছেন: বাব্বাহ ।
ছন্দ মিলেছে বেশ।
২৯ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২১
কাজী ফাতেমা ছবি বলেছেন: হ্যহ হ্যহ থ্যাংকু থ্যাংকু
১৩| ২৮ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:৩১
সুমন কর বলেছেন: হাহাহাহা.............ছিঃ ছিঃ ছিঃ................
মজা পেলাম।
২৯ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২২
কাজী ফাতেমা ছবি বলেছেন: ছি ছি বলেন কেন
ভিটামিন আছে তাতে
লিটন ভাইয়া তাইতো তুলে
ইন্দুর কয়টা পাতে।
১৪| ২৯ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ঘটনাটা আসলে আমার
এক ক্লোজ বন্ধুর
রুটির সাথে খেয়েছিল
আধাআধি ইন্দুর।
এই গল্প করেছিলাম
ছবির সাথে কুক্ষণে
সব দোষ চাপাচ্ছে সে
আমার ঘাড়ে এক্ষণে।
এই গল্প শুনে ছবি
হেঁসে কুটি কুটি
সেই থেকে সেও খায়
ইন্দুর উইথ রুটি।
গল্পটা জমবেনা
যদি লিখি পদ্যে
মুল বর্ণনাটা তাই
দিলাম এবার গদ্যে।
আমার এক ফ্রেন্ড আমিনুর রহমান জেসন (ছদ্মনাম) মেসে থাকে। এক দিন সে ফ্লোরে বসে আয়েশ করে আলুভাজি আর রুটি খাচ্ছিল। সে ছিল আবার বিরাট খাদক। একসাথে দুইটি রুটি রোল করে এক কামড় রুটি আর এক চামুচ ভাজি খাচ্ছিল। এমন সময় আমি দরজায় নক করি, সে এসে দরজা খুলে দেয়।
আমি তার খাটে বসি। সে যথারীতি খাওয়া শুরু করল। আমি খেয়াল করলাম তার মুখে রক্ত লেগে আছে। রহস্য উদ্ঘাটন করে পাওয়া গেল; সে যখন রুটির রোল রেখে দরজা খুলতে গিয়েছে এই ফাঁকে রুটির লুজ রোলের ভিতর একটি ইদুর ছানা ঢুকে যায়। জেসন খাওয়ার দ্বিতীয় পর্বের শুরুতে প্রথম কামড়েই ইদুরের কল্লা সহ অর্ধেক খেয়ে ফেলে।
আমার হল শুরু (বমন), তার হল (নাস্তা) সারা।
২৯ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: হা হা হা তাহকে রহস্যের উদঘাটন হয়েই গেল
বেচারা জেসন হা হা হা
ছড়া লিখতে সময় নাই
১৫| ২৯ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: শুনেন সোনাবীজ; অথবা
ধুলোবালিছাই
রুটি ইন্দুর খাইছে ছবি,
আমি খাই নাই।
২৯ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: খলিল ভাইয়া উনার কথা বিশ্বাস যাইয়েন না হা হা ্্
১৬| ২৯ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: দুঃখিত, কি করি আজ ভেবে না পাই , কেন যে এমন ভুল হচ্ছে বুঝতেছিনা ; আসলে ছদ্ম নাম'টা হবে ইমরান হাসান জেসন। ভুলক্রমে আমিনুর রহমান জেসন লিখা হয়েছে।
২৯ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: বেচারা জেসন হা হা হা পোস্ট দেখলেই হল
১৭| ৩০ শে নভেম্বর, ২০১৬ সকাল ৭:৫২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: @গিয়াস লিটনঃ
ভীন নাম লিখে ঠিকি
ব্রাকেটে ক'লে ছদ্ম;
পাল্টিটা দিলে ফের
মোর নামে সদ্য।
কথার রকম ফেরে
ডাউট হলো অদ্য;
খেয়েছো কি ছবিসনে
ডেটিংএতে মদ্য?
৩০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: কত ছন্দরে আহা
১৮| ৩০ শে নভেম্বর, ২০১৬ সকাল ৭:৫৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ছবির মদদে ঝাড়ো
মোর পরে এত বিষ;
কষ্টেতে ফাটে বুক
হাত করে নিশপিশ।
মাইয়াগো ফান্দে পড়ে
ভুলে গেলে দোস্তি?
দুদিনেই হাবুডুবু
প্রেম এত সস্তি???
১৯| ৩০ শে নভেম্বর, ২০১৬ সকাল ৮:০৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ভুলে গেছি দোস্তি
উঠিয়াছে জাগি ক্রোধ;
গর্জিয়া শের কহে,নিমু
দাঁতভাঙ্গা প্রতিশোধ।
ভূমি কাঁপে থরোথরো
জাগিয়াছে ব্যাঘ্র;
তুমি চাঁদু রেডি থেকো
শোধ নিমু শীঘ্র।
২০| ৩০ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৬
ডঃ এম এ আলী বলেছেন:
ইদুর সমেত রুটির রুল
দেখে হয়নি কোন ভূল
বিড়ালখানা ঐ আসছে তেরে
ইন্দুরনীরে নিয়ে মাথায় করে ।
ধন্যবাদ ফানি কবিতাটির জন্য ।
২১| ২৯ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ফেস বুকে জানলাম
ছবির এই কির্তি
কাল গেছে পোস্টটার
ফার্স্ট ইয়ার পুর্তি ।
৩০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম ... স্মৃতি হয়ে থাকুক সব
©somewhere in net ltd.
১| ২৮ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৫১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: খাইছে