নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
সব সুন্দর কাঁদা মেখে বসে আছে যেন,আর ভাল লাগে না
আগে সুন্দর মানুষেরা চতুর্দিকে ভালবাসা ছড়াত
গ্রীষ্মের ঐ সকালে সাদা পায়রাদের ভীড়ে ছুঁড়ে দিতো ভালবাসার শস্য দানা
নীলাকাশের সীমানা ঘেঁষে আনন্দে আত্মহারা-পায়রাগুলো ভেসে বেড়াত।
সব সুন্দরের চোখে বালি পড়েছে;ধুর ছাই ভাল লাগেনা
একদা শুদ্ধ মনের মানুষ সুন্দর বিলাতো লুকিয়ে
বর্ষার দুপুরে রঙিন বর্ষাতি উড়িয়ে দিতো আকাশে
বৃষ্টির পরশে ছাতাগুলো ভালবাসায় আপ্লুত হয়ে
উড়ে গিয়ে পড়তো একটি চঞ্চল ষোড়শীর মাথায়
ষোড়শী সুন্দর উপলব্ধি করতো ঐ আকাশে তাকিয়ে।
সুন্দরের মধ্যে সব অসুন্দর ঢুকে গেছে;আর ভাল্লাগেনা
কিছু সুন্দর মুহুর্ত ছিল সুখী মন মানুষের জন্যে
শরতের বিকেলের নদীর তীরের কাশবন থেকে
শুভ্র কাশফুলের পাঁপড়িগুলো হাতের তালুয় নিয়ে
ফুঁ দিয়ে এক নিমেষে উড়িয়ে দিতো ঝিরিঝিরি বাতাসে....
কাশফুল-মেঘ মিলন হতো ভালবাসার আলিঙ্গনে।
সুন্দর অভিনয়ের খোলস গায়ে মেখে আছে;ভাল লাগেনা আমার!
একসময় সুন্দর সন্ধানে বেড়োত মানুষরা হর্ষে
সুন্দর খুঁজতে,সুন্দরের স্পর্শ নিতে অথবা সুন্দরের
অনুভূতি নিতে মানুষ খালি পায়ে হেঁটে বেড়াত দূর্বাঘাসে হেমন্ত প্রভাত শিশিরে
পথে বিছিয়ে দিতো শিউলী তার ভালবাসার গালিচা
বকুলরা ঝরে ঝরে নিজেদের উৎসর্গ করতো মানুষের জন্য
আর মানুষরা সুন্দর কুঁড়িয়ে মালা করে রাখত ভালবাসার গলায়,
হিম বায়ে কুয়াশার চাদর গাঁয়ে জড়াত মানুষ ভালবাসার অদৃশ্য স্পর্শে।
সুন্দর হারিয়ে গেছে অকালে আজ,সব অসুন্দর বাসা বাঁধছে মনে;ভাল্লাগে না আর
মাঠ জুড়ে অবারিত সবুজ,ধানের শীষে বাতাসের দোল
শিশিররা ভালবাসার আলিঙ্গনে বাড়িয়ে দিতো হাত
ধানের ডগায়;মানুষ সে সময় শুধু সুন্দর কুঁড়াত দুহাত ভরে
মেয়েরা সুন্দরগুলো আঁচলে নিত;আর ছেলেরা রাখত বুক পকেটে
শীতের সকালে আড্ডা চলতো পিঠা উৎসবে,নরম রোদে অথবা
সুন্দর গায়ে মাখতো বিকেলে গোল হয়ে বসা আড্ডার মাঝে আগুনের হল্কায়।
ইদানিং সুন্দর মিথ্যার আবরণে ঢেকে গেছে;কিছুতেই ভাল লাগছে না আর
আগে মানুষরা সুন্দরের গুনগান গাইতো ঝরা পাতার মর্মর ধ্বনিতে
একটি একটি পাতা ঝরে মানুষদের শুনাতো ভালবাসার গান
ফাগুনের বৈরী হাওয়া মানুষের মনে দোলা দিয়ে যেতো
শিমুল অশোক বনে লাগতো আগুন;সে আগুন ছড়িয়ে পড়তো মানুষের মনে;
বাসন্তি সাজে রমনীরা সুন্দর বিলাতো ফাগুনের আগুন হাওয়ায়.......
প্রকৃতি সাজতো অপরূপ রূপে শুধু মানুষের জন্য শুধু সুন্দরের জন্য।
সুন্দর হারিয়েছে সকল যান্ত্রিকতায়;
সুন্দর খুঁজে ফিরি প্রতিনিয়ত; কিন্তু ভাল লাগে না আর।
তবু প্রতিক্ষায় আছি-সুন্দর ধরা দিবে আবারো মানুষের মনে
মানুষ আসবে শুদ্ধতার ছায়াতলে........
সুন্দর আসবে, আসবে মুগ্ধতা ফিরে-মানুষ যেদিন নিজেকে বদলে নিবে.....
................আর আমি অনন্ত সুন্দরের প্রতীক্ষায় বসে আছি নিশ্চুপ!
০১ লা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৪৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ দাদা । দিতে তো চাইনা কিন্তু অটোমেটিক হারিয়ে যাচ্ছে সব সুন্দর। যেমন ব্যস্ততা তেমনি ডিজিটাল যুগ। না পাই সবুজের হাতছানি না পাই একটু শুদ্ধু অক্সিজেন
তবু দুচোখ মুগ্ধতা হারাবে না ইনশাআল্লাহ।
ভাল থাকুন অনেক শুভেচ্ছা রইল
২| ০১ লা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৫১
বিজন রয় বলেছেন: সুন্দর বা মুগ্ধতা হারিয়ে গেলে তো পৃথিবীতে আর কোন কবি থাকবে না। আর কবি না থাকলে কোন ভাল মানুষও থাকবে না।
তখন বেঁচে থেকেও তা হবে মৃতের সমান।
ভাল থাকুন আপা।
০৬ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৩০
কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনিও ভাল থাকুন দাদা
অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য
৩| ০১ লা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৪
বাবুল বাদশা বলেছেন: আসলে জীবনের প্রতিটা মূহর্ত সুন্দর যদি আমরা সেগুলো মনের মত সাজিয়ে নিতে পারি।খুবই ভাল লাগল_
০৬ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৩০
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া ভাল থাকুন
৪| ০২ রা ডিসেম্বর, ২০১৬ রাত ১:১৫
সায়েদা সোহেলী বলেছেন: ইদানিং সুন্দর মিথ্যার আবরণে ঢেকে গেছে;কিছুতেই ভাল লাগছে না আর
সুন্দরতম ভালোবাসা এখন কে এফ সির ফ্রাইড চিকেনে ,সাথে মশালাদার ফ্রাইড তেলাপোকা ফ্রি
ভাল্লাগেনা কিছুই ভাল্লাগছে নে আর ,
শুধু তোমার লেখার সুন্দর সুন্দর লাইন গুলো ভাল্লাগছে
০৬ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৩১
কাজী ফাতেমা ছবি বলেছেন: াহাহাহা তেলাপোকা ইয়াক । অই বেটার নামটাই কইয়ো না আপি হাহাহ
ধন্যবাদ আপি অনেক শুভেচ্ছা আর ভালবাসা
৫| ০২ রা ডিসেম্বর, ২০১৬ রাত ১১:০৭
অপ্সরা বলেছেন: কে বলছে!!!!!!
সুন্দর নাই!!!!!!!!!!
কত কত সুন্দর চারিদিকে!!!!!!!!!
তোমার শিউলিফুলের ছবি সুন্দর!!!!!!!
টম এ্যান্ড জেরীর আকা আকি সুন্দর
তোমার চিঠিগুলা সুন্দর!!!!!!!!
কবিতাগুলাও!!!!!!!!!!!!!
কত কিছু সুন্দর!!!!!!!!!!!
০৬ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৩৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: জি আপি। আলহামদুলিল্লাহ এসবই সুন্দর ভালবাসা ভাললাগার জিনিস
শোকরিয়া আল্লাহর কাছে
ধন্যবাদ এত সুন্দর মন্তব্যের জন্য
৬| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ রাত ৩:৩৩
ডঃ এম এ আলী বলেছেন: কেন এই মেঘ এই রোদ কত সুন্দর
০৬ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৩৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: িএকদম ঠিক খুব সুন্দর রোদ্দুর ধন্যবাদ
৭| ১৬ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৩৯
অতঃপর হৃদয় বলেছেন: ভালো লাগলো কবিতা।
১৭ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:২১
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
©somewhere in net ltd.
১| ০১ লা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৩৯
বিজন রয় বলেছেন: আপনার সুন্দর দেখার চোখ দেখে বিস্মিত হলাম।
সুন্দরগুলোকে হারিয়ে যেতে দেওয়া চলবে না।
সুন্দরের জন্য আর হাহাকার করতে চাই না।
অনেক বিমোহিত হলাম কবিতায়।
অজস্র শুভকামনা।