নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
ব্যস্ত শহরের এককোণে নিঝুম নিস্তব্ধতায়
ঝিমাচ্ছে মন আমার অপেক্ষায় কারোর চিঠির
নিরভিমানি মন মোর শুধু পরিতাপে মগ্ন
জেগে থাকে নিশিরাত অবধি প্রহর গোনে গোনে।
আশার মাঝে নিরাশা এসে ঝাঁপিয়ে বসে সহসা
হৃদস্পন্দ থামে উচ্চে উঠে থমকে এসে নি:শ্বাসে
উষ্ণ বায় নাসারন্ধ্রে চোখে জমে তৃষ্ণার পাহাড়
চোখের নদী শুকিয়ে গেছে অপেক্ষার বেড়াজালে....;
তবু শেষ নেই যেনো সেই সীমাহীন অপেক্ষার
নতুন জীবনে ব্যস্ত কেউ আর কষ্টে মন মোর দীপ্র।
যে ভালবাসে সে শত ব্যস্ততায় স্মরণে রাখবে
প্রত্যাশা করা যেতেই পারত - সময় বলে দে-না!
ভুলের মাঝেই বসে আশার বাগে ফুটাই ফুল
ঝরে পড়ে যায় ফুল হাত বাড়িয়ে ছুঁতে গেলেই
কাঁদে মন মোর এইভেবে সকলে করে শুধু প্রপঞ্চ
অপ্রত্যাশিত কিছুই হয় না মন যায় দুমড়ে।
কাউকে হলোনা পড়া আমার, মানুষ দুরধ্যয়
বাহির পড়ি ভিতরে কাঁটাতারের বেঁড়ায় বন্দি
কে জানে কে বা কখন, মনে জানি কি-সে আঁটে ফন্দি!!"
০১ লা জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: আমিও চাই না। সবাই ভাল থাকুক
ভাল থাকুন দাদা ।অনেক ধন্যবাদ
২| ০১ লা জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:০৩
ঋতো আহমেদ বলেছেন: এই ডিজিটাল যুগে চিঠির অপেক্ষা !
'গোনে গোনে' বানানটা ঠিক করতে হবে মনে হয়।
শুভকামনা
০১ লা জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:০২
কাজী ফাতেমা ছবি বলেছেন: গোনা = /ক্রিয়া পদ/ গনণা করা। (বানানটা তো ডিকশনারীতে ঠিক আছে ভাইয়া)
অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য
৩| ০১ লা জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম!
বেড়াজাল ছিন্ন হোক । আসুক চিঠি শীঘ্র! নববর্ষের শুভ কামনা!
@গোনা = /ক্রিয়া পদ/ গনণা করা। এতটুকু ঠিকাছে
কিন্তু এখানে গুনে গুনে টাই হবে বোধকরি!
< জেগে থাকে নিশিরাত অবধি প্রহর গুনে গুনে
ধন্যবাদ ও শুভেচ্ছা অফুরান
০৪ ঠা জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:০৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: আচ্ছা ঠিক করতেছি
অনেক ধন্যবাদ
৪| ০১ লা জানুয়ারি, ২০১৭ রাত ১০:৩৩
শাহরিয়ার কবীর বলেছেন:
পড়ে ভালো লাগলো ।
ইংরেজী নববর্ষে নবরূপে রাঙিয়ে দিক আমাদের প্রতিটি মুহূর্ত
সুন্দর সমৃদ্ধ হোক আগামীর দিনগুলো।
হ্যাপি নিউ ইয়ার ।
০৪ ঠা জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:০৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনাকেও শুভেচ্ছা
ভাল থাকুন
৫| ০২ রা জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:০৬
বিলিয়ার রহমান বলেছেন: ছবি রেখে হবিটা শেষ পর্যন্ত চিঠিতে চলে গেল!
চিঠি যদি আসে তবে কি ভেতরটা পড়তে পারবেন????
০৪ ঠা জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:০৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম চেষ্টা করা যেতে পারে। ধন্যবাদ মন্তব্যের জন্য
৬| ০২ রা জানুয়ারি, ২০১৭ রাত ১১:১৭
ডঃ এম এ আলী বলেছেন: কামনা করি অপুর্ণতা কেটে যাক
নতুন বছরটা ভরে উঠোক
পুর্ণতায় ।
নতুন বছরে রইল হাজার গোলাপের শুভেচ্ছা ।
০৪ ঠা জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:০৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: নেক ধন্যবাদ ভাইয়া
©somewhere in net ltd.
১| ০১ লা জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪৫
বিজন রয় বলেছেন: বছরের এই প্রথম দিনে অপূর্ণতার বেড়াজালে বন্দি থাকতে চাই না।
শুভেচ্ছা ও শুভকামনা।
কবিতায় ++++++