নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
১। গোধূলিয়ার কাছাকাছি এসে থেমে যায় ছেলেবেলা
সময় ঘোরে আমি হারাই কালের অতলে আর জেগে উঠে নতুন নতুন ছেলেবেলা
আমি মুগ্ধ হই আর সাটারের ক্লিকে তুলে আনি অতীতের ছেলেবেলা।
ক্যামেরার জন্য আবার একখান লেন্স কিনলাম । ১৮-১৩৫ জুম....... শখের বশে ছবি উঠাই। চাইছিলাম অনেক অনেক অনেক জুম হবে। কিন্তু পরে শুনলাম জুম লেন্স কিনলে নাকি বারবার লেন্স পাল্টাতে হবে তাই আর জুম লেনস কিনি নাই । এই মৌসুমে বাড়িত গেছিলাম। আমার কামই একটা যা দেখি ফটো উঠাই। রাস্তাঘাট কি পুকুর সব জায়গাতেই যা দেখে ভাল লাগে তাই উঠাই। ছবি ভাল আসলে মনটা ভাল হয়ে যায়। হয়তো ফটোগ্রাফারদের মতো ছবি উঠাতে এখনো শিখি নাই তাতে কি। শখ তো আর মাটি করন যাইবো না তাই আরকি ক্লিকায়ে যাই। ট্রেন থেকে কতগুলো ছবি তুলেছি কিচু বাড়ির ছবি কিছু পথে ঘাটের ছবি । আপনাদের ভাল লাগলে আমার ছবি উঠানো হবে কিছুটা না অনেকটাই স্বার্থক। তো কষ্ট করে নিচে উপরে চোখ রাখুন। ক্যানন ৬০০ডি
২। মায়ের ওমে গুটিসুঁটি মেরে শুয়ে থাকার প্রহর সে কবেই গেছে হারিয়ে
এমন ছবি দেখলেই মেয়েবেলা যেনো আমায় ডাকে হাত বাড়িয়ে
কি শীত কি গ্রীষ্ম সব ঋতুতেই মায়ের ওমে থাকে লুকানো অথৈ সুখ
জড়িয়ে ধরলে মাকে-বিষাদ ব্যথা পালায় দূরে-তৃপ্তিতে যায় ভরে বুক।
৩। কুয়াশায় চাদরে মোড়া সকাল -কি যে স্নিগ্ধতা ছড়িয়ে আছে পাতায় পাতায়, সে যদি দেখতে আর অনুভব করতে। তুমি তো ঘুমের কোমায় ডুবে থাকো। আজো দেখোনি মুগ্ধতার একটি সকাল। -একদিন যাবে কুয়াশা ঢাকা সকালে নগ্ন পায়ে আমার সাথে? আমি তোমায় চোখে এনে দিবো রাজ্যের মুগ্ধতা।
৪। জলের আয়নায় কখনো মুখ দেখেছো তুমি
মৃদু হাওয়ায় যখন জল কাঁপে সেই আয়নায় মুখ হয়ে যায় আঁকাবাঁকা....
আজ না হয় তোমাকে জল আয়না উপহার দিলাম। তুমি দেখো..... মুগ্ধতায়
তবে নিজের প্রতিচ্ছবি নয়-মহান আল্লাহর সৃষ্টির সৌন্দর্য। আমি জানি তুমি মুগ্ধ হবেই। মুগ্ধ হতে বাধ্য হবে তখন আমাকে না হয় এক পলক দেখে নিয়ো মনের আয়নায়।
বাড়ির পুকুর-আহা কি স্বচ্ছ জল তবে শীতের লাইগা নামতে পারি নাই আফসোস হাহাহা
৫। তুমি এমন কেনো শুনি, ছুঁয়ে দিলেই নুয়ে যাও
আঁচলে ঢাকো মুখ। তুমি কি জানো তুমি হাসলে
ভুবনটাও যেনো হেসে উঠে গোলাপী আভায়
৬। একটি কুয়াশা সকাল হোক আমার জন্য। তুমি সেই ঘুমেই আচ্ছন্ন। পাতায় পাতায় লেপ্টেছিল কুয়াশার স্নিগ্ধতা। সে শুধু আমি অনুভব করেছি আর মুগ্ধ হয়েছি। তোমার জন্য কুয়াশা ধরে আনলাম ছবি করে-একটু দেখো চেয়ে আর মুগ্ধ হও দেখি।
৭। যাস নে মাঝি-দেখ চেয়ে কুয়াশায় ঢেকে গেছে পৃথিবী
এপাড়ে বড্ড ভয়-তুই কি আমাকে ওপাড়ে নিয়ে যাবি তোর সাথে?
বিনিময়ে তোকে দিয়ে দিবো খোঁপায় গাঁধা বেলীর মালাটি।
(ট্রেন থেকে তোলা ছবি)
৮। হাতে লবণ গাছে বরই
ঢিলের ভয়ে পালায় চড়ই....
ও বন্ধু তুই দে-না ঢিল টা
খুশি করে দিবি দিল-টা?
৯। একদিকে কুয়াশা একদিকে ঝলমলে রোদ্দুর-তুমি আর আমি সেদিন দৃষ্টি দিয়েছিলাম দূর ঐ দূরে- জানি না কতটা মুগ্ধ হয়েছিলে তুমি। তবে আমি জানি এ আমার দেশ এ আমার মাটি-যার সোঁধাগন্ধে আমি মুর্হুমুহু হারিয়ে যাই/হারাই। তাইতো মুগ্ধতায় তাকাই যেথায় বয়ে গেছে সবুজের ছোঁয়া। আমার দেশ আমার অহংকার আমার গর্ব বুক ফুলিয়ে আমি তা বলতেই পারি তাই না।
১০। শীতের সকাল স্টেশনে আছি বসে
বদের হাড্ডি বদ তুমি
মনের মাঝে কিসের অংক যাচ্ছো কষে?
ঠান্ডা লাগছে -খাবো ইচ্ছে ঝাল চানাচুর
ওরে পাজি ভাঙ্গো দেখি দিবাস্বপ্ন
ভাঙ্গো অলীক ঘোর..............
নিয়ে আসো ঝাল চানাচুর পকেট খালি করো
আমার জন্য একটুখানি প্রেমতো মনে গড়ো....... (মাত্রার ঠিক নাই)
০৪ ঠা জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:০২
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ । আম্মাও আমারে কয় তোর নামটা ছবি রাইখা ভুল করছি -তুই খালি জীবনেই ছবিই তুললি হাহাহাহাহ
২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:০৫
আমিন রবিন বলেছেন: 'ফটোগ্রাফারদের মতো ছবি উঠাতে এখনো শিখি নাই ......' এটা আসলে খুব কঠিন কিছু না শেখা। আপনাকে প্রথমে শুধু ‘রুল অব থার্ড’ টা ভালো করে শিখতে হবে। এরপরে আপনার অভিজ্ঞতাই দিনে দিনে আপনাকে সমৃদ্ধ করবে।
০৫ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলে হাতে কলমে না শিখলে কিছুই শিখতে পারছি না
দেখে দেখে শিখা যায় না হাহাহা
ধন্যবাদ- কত ঝামেলার জীবন
চাকুরী, সংসার বাচ্চা স্কুল -লেখালেখি তা্র উপর ফটোগ্রাফী বাপরে আমি নাই।
৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:০৬
প্রবাসী পাঠক বলেছেন: প্রতিটি ছবিই দারুণ!
০৫ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ
৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:১৭
সাদা মনের মানুষ বলেছেন: ভালোলাগা, ভালোলাগা আর ভালোলাগা..........
০৫ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাইয়া ভাল থাকুন
৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:১৯
পুলহ বলেছেন: ভালো লেগেছে। ছবিগুলো ধ্রুপদী বাংলার সৌন্দর্য আর কো্মলতার কথা মনে করায়।
আপনার লেখা পড়ে মনে হয়- আপনি ভীষণই স্বতঃস্ফুর্ত একজন মানুষ।
শুভকামনা ছবি আপু !
০৫ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: একদম ঠিক ধরেছেন ভাইয়া-স্বতস্ফুর্তই থাকতে চাই কিন্তু কত্ত ঝামেলার জীবন
এই তো বেশ আছি আলহামদুলিল্লাহ
আন্তরিক ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য ।
৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:২০
রানা আমান বলেছেন: অসাধারণ সুন্দর ।
০৫ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রানা ভাইয়া ভাল থাকুন
৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:২০
কামরুন নাহার বীথি বলেছেন: অসাধারণ হয়েছে আপু এই ছবিব্লগ!
যেমন ছবি, তেমনি কবিতার ছন্দে তার বিবরণ!!
একরাশ মুগ্ধতা-------------------------
০৫ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপি
ভাল থাকুন-পাশেই থাকুন শুভেচ্ছা
৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:২১
সাদা মনের মানুষ বলেছেন:
০৫ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুবই মজা
৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:২৩
তারুবীর বলেছেন: সুন্দর, ছবি
০৫ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপনাকে ভাইয়া
১০| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:২৪
মোস্তফা সোহেল বলেছেন: সাধারন দৃশ্য গুলো আপনার ছবিতে অসাধারন হয়ে যায় আপু। ধন্যবাদ।
০৫ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ
অনেক সুন্দর মন্তব্য
মন ভরে গেলো
ভাল থাকুন ভাল রাখুন পাশেই থাকুন
শুভেচ্ছা ধন্যবাদ আর ভালবাসা রইল।
১১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪৫
আহলান বলেছেন: আরো সুন্দর হবে আশা করি ... ! কিপ রোলিং ...
০৫ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: ইনশাআল্লাহ
অসংখ্য ধন্যবাদ ভাইয়া ভাল থাকুন
১২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১১
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ছবিগুলো সুন্দর হয়েছে।
ধন্যবাদ কাজী ফাতেমা ছবি।
০৫ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া
ভাল থাকুন
১৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১২
ডঃ এম এ আলী বলেছেন: ভাল লাগল । কিছু প্রশ্র আছে করেই ফেলব নাকি ।
০৫ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া
ভাল থাকুন অবশ্যই প্রশ্ন করবেন
উত্তর দেয়ার জন্য হাজির থাকবো ইনশাআল্লাহ
১৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২১
ক্লে ডল বলেছেন: ৪ নম্বর কাব্যটি ভাল লেগেছে। ছবিগুলিও অসাধারণ!
০৫ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫০
কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ
ভাল থাকুন
শুভেচ্ছা আর ভালবাসা রইল
১৫| ০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:১৭
সুমন কর বলেছেন: ছবিগুলো বেশি সুন্দর হয়েছে।
০৫ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫০
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় দাদা
১৬| ০৫ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৩৮
ফটোডিক্টেড বলেছেন: চমৎকার সব ছবি। শুভেচ্ছা জানবেন।
০৫ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫১
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক অনেক অনেক জাজাকাল্লাহ
ভাল থাকুন -আপনার প্রতিও অনেক শুভেচ্ছা রইল
১৭| ০৫ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:২৪
ধ্রুবক আলো বলেছেন: প্রত্যেকটা ছবিই খুব অসাধারন হইছে,
মনে হচ্ছে ছবির ভেতর দিয়ে সত্যি বাংলার অপরুপ সৌন্দর্যে ঢুকে পরেছি।।
পোষ্টে +++++
খুব ভালো লাগলো, ভালো থাকবেন.....
০৫ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫২
কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই ভাইয়া
দেখার চোখ থাকলে আমাদের দেশটাতে দেখার অনেক কিছু আছে
শুধু মনে মুগ্ধতা থাকতে হবে আর অনুভব করতে হবে সৌন্দর্য
অনেক অনেক ধন্যবাদ ভাল থাকুন
১৮| ০৫ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:২৮
ধ্রুবক আলো বলেছেন: ভালো ভালো লাগা রেখে গেলুম...
০৫ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫২
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া-
১৯| ০৫ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩২
অগ্নি সারথি বলেছেন: ছবিগুলো সেই হইছে। স্বার্থক ছবি নামটা।
০৫ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: আম্মা তো গাইলায়
কয় ক্যারে তোর নাম ছবি রাখলাম
খালি ছবি তুলুস
আইয়া বইবো না কাছে
যায় গা ছবি তুলতে হাহাহাহা
ধন্যবাদ অগ্নি দা ভাল থাকুন সাথেই থাকুন
২০| ০৫ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:১৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বিনিময়ে তোকে দিয়ে দিবো খোঁপায় গাঁধা বেলীর মালাটি এহ সব ধানাই পানাই চলবে না ।
ফেলো কড়ি পার হও নদী !
তবে ছবির ছবি ভাল লেগেছে।
০৫ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৩২
কাজী ফাতেমা ছবি বলেছেন: বানানটা ভুল হইছে
শুদ্ধ করতে মন চাইছে না হাহাহাহ
আচ্ছা বাপু সে দেখা যাবে আগে তো ডিঙি নিয়া আসেন হাহাহা
২১| ০৫ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:১৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বিনিময়ে তোকে দিয়ে দিবো খোঁপায় গাঁধা বেলীর মালাটি এহ সব ধানাই পানাই চলবে না ।
ফেলো কড়ি পার হও নদী !
তবে ছবির ছবি ভাল লেগেছে।
০৫ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৩২
কাজী ফাতেমা ছবি বলেছেন: হিহিহিহিহি ডরাই
ধাক্কাইয়া ফালায় দিবেন
জেসন আসলে যাইতে পারি হাহাহাহা
২২| ০৫ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:১৮
শায়মা বলেছেন: আরে আপুনি!!!!!!!!!!!!!!
তোমার ক্যামেরাটাই আমার লাগতো!!!!!!!!!!
০৫ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৩৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: আপু আস অফিসে দিয়া দিমু ক্যামেরা হাহাহাহ
দাওয়াত রইল কিন্তু
২৩| ০৫ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৪৪
শাহরিয়ার কবীর বলেছেন:
দারুন ছবি ব্লগ !!
০৫ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৩৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপনাকে ভাইয়া
২৪| ০৫ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৫০
শায়মা বলেছেন: ওকে ওকে কালকেই যাবো!!!!!!!!
তোমার জন্য গানা!!!!!!
https://www.youtube.com/watch?v=IMg5rFnmIkQ' target='_blank' >আমারও দেশেরও মাটির গন্ধে ভরে আছে সারা মন.....
০৫ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:১১
কাজী ফাতেমা ছবি বলেছেন: ইউটিউব নাই
দেখতে পারলাম না
তবে গানটা আমারও প্রিয়
২৫| ০৫ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৩২
বিজন রয় বলেছেন: বোল্ড এন্ড বিউটিফুল।
০৫ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:১২
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ দাদা অনেক অনেক
২৬| ০৫ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৫৭
সামিয়া বলেছেন: অনেক সুন্দর!
০৫ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপি
২৭| ০৫ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:২৯
অতৃপ্তচোখ বলেছেন: সার্থক আমার দৃষ্টি আজ দেখে আপনার ছবি
ক্যাপশনে ফুটে উঠেছে দুরন্তপনা এক কবি।
অনেক সুন্দর ছবি ও আপনার কথাগুলো। ভাল লাগল।
০৫ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:২৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যর জন্য
আর সাথে ভালবাসা রইল
২৮| ০৫ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৩৪
কাছের-মানুষ বলেছেন: চমৎকার সব ছবি । ভাল লাগল ।
০৫ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:২৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আপুন মানুষ
ভাল থাকুন পাশেই থাকুন
২৯| ০৫ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০৩
মনিরা সুলতানা বলেছেন: খুব সুন্দর আপু !!!
০৫ ই মার্চ, ২০১৭ দুপুর ২:০৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আপি
৩০| ০৬ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫১
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
দারুণ সব ছবি... একটি ছাড়িয়ে আরেকটি....
'ছবি' নামের সার্থকতা পেলাম
০৫ ই মার্চ, ২০১৭ দুপুর ২:০৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ মইনুল ভাইয়া
৩১| ০৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:২১
মাহমুদুর রহমান সুজন বলেছেন: সত্যিই আপনার ছবি তোলার হাত সেরকম। যেমন ছবি তেমনি বর্ননা।
০৫ ই মার্চ, ২০১৭ দুপুর ২:০৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: িআন্তরিক ধন্যবাদ ভাইয়া
©somewhere in net ltd.
১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫৯
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: কাজী ফাতেমা ছবি
নামে যেমন ছবি কামেও ঠিক ছবি!!
ছবিগুলো অসাধারণ হয়েছে।
++++++++