নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
আপি অনুমতি ছাড়া ছবি সেঁটে দিলাম ব্লগের পাতায় -সরি আপি
নীরা আপি কোথায় আছো
দেখছি নাতো কোথাও
হঠাৎ করে নজর হতে
হয়ে গেলে উধাও।
ব্যস্ত তুমি কি নিয়া গো
মানুষ নাকি আঁখি
আঁকাআঁকি কোন্ পর্যায়ে
আর কতদূর বাকি?
নাকি তুমি ঘরে বসে
বিরিয়ানি বানাও
বীনা তারের টেলিফোনে
চুপিচুপি জানাও।
রঙ বেরঙের কেকের উপর
কার ছবিটা আঁকছো
কার হাতেতে তোমার হাতটা
সন্তর্পণে রাখছো।
আঁকাআঁকি বাদ দিয়া কি
ডুবলে প্রেমের জলে
ভালবাসার মালা তবে
পড়ালে কার গলে?
কার চোখেতে চোখটি রাখলে
কার ছায়াতে হাঁটছ
কার জন্যি ঘরেতে বসে
মসলাপাতি বাঁটছ?
জানি নাকো কোনো খবর
ভুলে গেলে বুঝি
নিত্য এসে এইখানটাতে
তোমায় আমি খুঁজি।
বদের হাঁড়ি জেসন বেটায়
শুধু আমায় জ্বালায়
বেন্দা হাতে নিলেই বেটা
দূরে দূরে পালায়।
লিটন মিয়া ডিঙি নিয়া
বসে আছে ঘাটে
ভৃগু দাদার বৈরাগী মন
উদাস সংসার পাঠে।
গেমু ভাইয়া হারায় গেছে
কিছুতে নাই খবর
নাকি ভাইয়া বিয়া করে
আছে সুখে জবর।
সুমন দাদা মেয়ে নিয়া
সুখে দিনটা কাটায়
বউয়ের কাছে ভালবাসার
চুপি বার্তা পাঠায়।
অগ্নি দাদা বাসা নিছেন
বস্তির একটি ঘরে
লোকালয় ছেড়ে ভাগছেন দা
সুন্দরীদের ডরে
জাদিদ ভাইয়া ব্লগটা ছেড়ে
ফেবুতে রঙ ছড়ান
ক্লোজআপ হাসি বত্রিশ দাঁতের
ছবি দিয়ে ভরান।
খলিল ভাইয়া তোমায় খুঁজছে
কাব্য লিখবে বলে
তার কথাতে তুমি আবার
যেয়ো নাকো গলে
সাদা মনের মানুষ ভাইয়া
ভ্রমণ নিয়া ব্যস্ত
মাঝে মাঝে সবার পোষ্টে
চা সার্ভেতে ন্যস্ত।
চাঁদগাজী ভাইয়াটা নাকি
শুনছি গেছে হারায়
রক্ত শূন্যের খরা লাগছে
সামুর ব্লগ পাড়ায়?
মাটির পুতুল কত কাব্য
ব্লগের পাতায় ছাড়েন
মনের যতো আবেগ আছে
কাব্যের খাতায় ঝাড়েন।
রাতুল ভাইয়া হতাশ হয়ে
বসে আছে মুখ ভার
একটা বউতো তার জন্যি
করতে পারো যোগাড়
মায়া নাকি শাকিল নাম তার
মহানন্দে থাকে
মনের ভিতর মাবুদ জানে
কিসের ছবি আঁকে!
পথহারা মানব শুনলাম
পথের দিশা পাইছে
তাই বুঝি তাই সামুর মানব
সুখের গানটি গাইছে।
জানি নাকো কারো খবর
তোমার খবর বটে
ভালবাসি সবাইকে হায়
মিথ্যে নয়কো মোটে।
সময় আমার বড্ড অল্প
দুনিয়াটা ঘুরি
ইচ্ছে লাগে তোমার মতো
হতে ইচ্ছে ঘুড়ি।
কোথায় আছো কেমন আছো
জানিয়ো কো তুমি
কোন্ সে দেশে আছো? দখল
করছো কার মন ভুমি?
কত কিছু লিখছি আপি
ক্ষমা দিয়ো আমায়
সময় বুঝি এবার এসে
এখানটাতেই থামায়
০৫ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:০৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: ক্ষ্যাপলে পড়ে শায়মাপিকে
লাগে বড় সুন্দর
পিছু লাগে পাড়ার যত
মুখ পুড়া সব বান্দর
তাইতো আমি ক্ষ্যাপাই তারে
ভালবাসি কম না
রাগের চোটে ফাটলে কি আর
আপু তো আর বোম না
হাহাহাহাহ ....
২| ০৫ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৩২
শাহরিয়ার কবীর বলেছেন: হা হা হা,
মাঝে মাঝে আপনিও তো হারিয়ে যান
০৫ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:০৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: হারাই কি আর স্বাধেরে ভাই
মাথার উপর বোঝা
সংসার স্কুল চাকুরী বাচ্চা
চালানো কি সোজা?
ছুটি নিয়া গেছি বাড়ি
মাত্র চারটা দিনই
কমে থাকছি মনে বাজে
দু:খ সুরের বীণই.
ভাল্লাগে না ব্যস্ত জীবন
কিছুই পারি না
সময় পেলে কিন্তু ভাইয়া
ব্লগাইতেও ছাড়ি না।
৩| ০৫ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:১৮
শায়মা বলেছেন: হা হা হা
আপুনি!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
আমি মুগ্ধ হলাম!!!!!!!!!!!!!!!
এত্ত বড় করে নিজের আঁকা ছবি দেখে!!!!!!!!!
অবশ্য এই ছবি দিয়ে আরও বড় চমক দিতে যাচ্ছি কিছুদিনের মাঝেই আপুনিমনি!!!!!!!!!!
আমি ছিলাম অনেক বিজি
কাজটা নিয়ে যদিও ইজি
কাজগুলো সব হিজিবিজি
তবুও আমি বিজি বিজি!!!!!!!
০৫ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:১৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: ইজি কাজে বিজি থাকা
আমাদের স্বভাব
মানব নাকো ছোট করে
দাও যদি জবাব।
৪| ০৫ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:২১
শায়মা বলেছেন: বিজনভাইয়া ক্ষেপবো কেনো ছবি আপুর কথায়!!!
তোমার মত নাকি সেকি এসব কথা রটায়!!!
না পড়ে ক- মেন্টো করো তবুও ছিলাম খুশ
কিন্তু ঘাড়ে যখন এলো ফিরলো আমার হুশ!!!!!!
যাইহোক তাহা যেথায় যাহা
এ পোস্ট প্রিয় পাতায়
এ্যাডটা করে রাখছি যেন
আমার ব্লগের খাতায়!!!!!!!
০৫ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:২৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহাহা
ধন্যবাদটা দিমু নাকো
শুধু ভালবাসা
আপু তুমি আকো সুন্দর
ছবিগুলো খাসা
আমার ছবি আইকা দিয়ো
দিবো গোপন গোপন
বলো না এ কথা কাউকে
হয়ে আমার আপন।
৫| ০৫ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:২৫
বিজন রয় বলেছেন: যাক কুল আছে।
০৫ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৩৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: আপি কুলই থাকে অলটাইম
নিচে দেখেন লিখছে কত
সুন্দর সুন্দর রাইম..
৬| ০৫ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:২৫
রাতুল_শাহ বলেছেন: শায়মা পিকে কি সুন্দর নাম!!!!!!!
কাব্যে আমার নামটাও দেখকে পাচ্ছি। জীবনটা সার্থক হয়ে গেল।
শায়মা পিকে এই কাজ হবে না আপু। বিকল্প দেখতে হবে
০৫ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:০২
কাজী ফাতেমা ছবি বলেছেন: নামটা দিয়ে ভাবছি কতো
হাসছি কতো একা
নতুন নামেই হোক আকিকা
পিকের পাবো দেখা
হাহাহাহ
হবে হবে
৭| ০৫ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪৭
মোস্তফা সোহেল বলেছেন: কাব্য লেখা খুব সোজা নয়
তবু লিখলেন কিযে অবলীলায়
মূগদ্ধ হলাম ছড়া পড়ে
এই অবেলায়।
০৫ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:০৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: গোধূলিয়ার শুভেচ্ছাটা
রইল অনেক ভাইয়া
মুগ্ধ করতে পেরে আমার
মন খুশিতে ছাইয়া।
৮| ০৫ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪৯
বিজন রয় বলেছেন: মোস্তফা সোহেল বলেছেন: মূগদ্ধ হলাম ছড়া পড়ে এই অবেলায়।
হা তহা হা
০৫ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:১৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: হা তহা হা[/sb
হাহাহাহাহাহাহা
হাসিতেও আছে কথা
উল্টা পালটা হাসি
তবুও ভাই সকল হাসি
বড্ড ভালবাসি।
টাইপ মিস্টেক হর হামেশা
কী-তে লেগে থাকে
একটা দুইটা অক্ষর হঠাৎ
মুছে যায় যে ফাঁকে।
৯| ০৫ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:২২
শায়মা বলেছেন: বড় করে লিখবো পরে
এখন লিখি ফিচার
স্ট্রেস নিয়ে লিখতে হবে
এ কেমন অবিচার!
না লিখে সেই সকাল থেকে
করি বকর বকর !!
একটু পরেই লিখবো ছড়া
সবার আছে খবর!!
সামু মানব, রাতুল ভায়া
আরও বিজনভাই
সবার খবর লিখবো আজ
কারো ছাড় নাই!!!!!!!!!!!!!!!!!!
০৫ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:২০
কাজী ফাতেমা ছবি বলেছেন: খবর কইরা ছাইড়া দিয়ো
ব্লগের প্রথম পাতায়
রেগে মেগে আগুন হয়ে
হাত দিয়া বসবে মাথায়।
১০| ০৫ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:২৪
শায়মা বলেছেন: পিকে এবার জুড়ে দেবো আমার এই নিকে
বহুৎ খুশি হইসি আমি এই নামটা দেখে!
০৫ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:২১
কাজী ফাতেমা ছবি বলেছেন: পিকে লিখে নিজেই একা
হাসতে হাসতে শেষ
হাসতে পেরে দিনটা আমার
লাগছে আবার বেশ।
১১| ০৫ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:২৬
শায়মা বলেছেন: লেখক বলেছেন: হাহাহাহাহা
ধন্যবাদটা দিমু নাকো
শুধু ভালবাসা
আপু তুমি আকো সুন্দর
ছবিগুলো খাসা
আমার ছবি আইকা দিয়ো
দিবো গোপন গোপন
বলো না এ কথা কাউকে
হয়ে আমার আপন।
********************
হা হা হা হা ছবির ছবি
বলছো ভালো কথা
হাসতে হাসতে মরলাম আমি
ঘুরছে এখন মাথা!!!!!
০৫ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:২৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: হগো আপি একটা ছবি
আইকা দিয়ো চাই
কালকেই যেনো আমার ছবি
হাতে আমার পাই ।
১২| ০৫ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:১২
ক্লে ডল বলেছেন: মজার ছড়া!!
ছবিটি কার বুঝলাম না।
০৫ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:১৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: আয় হায় একি কইলেন কি শুনাইলেন ভাই
শায়মাপির হাতের আঁকা-পরিশ্রমটাই তো ছাই
পেন্সিল দিয়া আঁকছে আপি আরো
গোল্লা গোল্লা আঁখি
অপেক্ষাতে থাকেন ভাইয়া
আর কটা দিন বাকি..।
ছবি আকার পোস্টটি দেখবেন
ব্লগের প্রথম পাতায়
দেখবেন আপির কত কারুকাজ
বুদ্ধি কতো মাথায়।
১৩| ০৫ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০৪
এডওয়ার্ড মায়া বলেছেন: প্রতিভা দীর্ঘজীবী হোক । ছবিপু জিন্দাবাদ,শায়মাপু জিন্দাবাদ ।
আসসালামু আলাইকুম ।
০৮ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:১২
কাজী ফাতেমা ছবি বলেছেন: ওয়ালাইকুম ওয়াসালাম
শাকিল ভাইয়া জিন্দাবাদ
ভাল থাকুন সুস্থ থাকুন
মনের মাঝে রঙ বেরঙের
নিত্য ছবি আঁকুন
১৪| ০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:৩২
কথাকথিকেথিকথন বলেছেন: ছড়ার ঘ্রাণ তো বেশ কড়া
কী মশলায় করেছেন রান্না !
খেয়েদেয়ে হলো জানা
এতো সব যবরদস্ত আনমনা !
০৮ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:১৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: ছন্দ দিছি মাত্রা দিছি
মসলার অভাব নাই
তবু কেনো মন ভরে না
ছড়া লিখে ছাই।
ধন্যবাদ অনেক অনেক
১৫| ০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:৪৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: দিনরাত ফ্লার্ট করো
ভৃগু আর আমারে;
লিটনরে চিঠি লেখো
টেক্সট গেমু মামারে।
পোষ্টেতে অমা একি
পুরোপুরি পাল্টি;
ভুলেও পাইনি টের
শকুনির চালটি।
ভাজা মাছটিও খেতে
জানেনা সে উল্টে;
কূলীন সেজেছে নিজে
মোর সবে কূলটে।
শরীর ভালোনা বলে
দিনু আজ ছাইড়া;
রিপিট হলে মান-জ্ঞাণ
সবি নিমু কাঁইড়া।
০৮ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫২
কাজী ফাতেমা ছবি বলেছেন: াহাহাহাহাহাহ আগে হাইসা লই
আজ তুমি ভেগে যাও
নইলে নেই নিস্তার
লেখনিতে খাবে গুল
পুরো দেহ বিস্তার।
সময় হাতে নেই
বেচে গেলে তাই
সময় থাকতে প্লিজ বলো
সময় ফুরোলে নাই
১৬| ০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:৪৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: জেসনটা কে হে বাপু
মোটে তারে চিনিনা;
তুমি যারে ভালোবাসো
এই মাল তিনি না??
০৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১:৫৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: তারে চিনি না
১৭| ০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:১৭
রাজীব নুর বলেছেন: ছোট্র করে বলি- ভালো লেগেছে।
০৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১:৫৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ অনেক অনেক
১৮| ০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:১৮
কামরুন নাহার বীথি বলেছেন: ভাল লাগলো ছবিপু আপনার সুন্দর লেখাটি।
শায়মাপুকে অনেক অনেক শুভেচ্ছা, ছবিপুকেও অনেক শুভেচ্ছা!
০৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১:৫৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আপি
১৯| ০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:০৪
সুমন কর বলেছেন: চমৎকার হয়েছে।
+++++++++++
০৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১:৫৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ দাদা
২০| ০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:২৮
মাহমুদুর রহমান সুজন বলেছেন: কাব্যতো ফাটা ফাটি।
০৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১:৫৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে সুজন ভাইয়া
২১| ০৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:২৬
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: এটা শুধু আপনার জন্য
০৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১:৫৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকস এ লট
২২| ০৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:১৪
সাদা মনের মানুষ বলেছেন: এতো বড় ছড়া, অথচ একেবারে সাবলীল, কবিতা ওয়ালাদেরকে সব সময়ই মনে মনে বকি। কারণ কবিতারা আমার খুপড়িতে প্রবেশ করতে চায়না। আর ছড়াওয়ালাদেরকে আমি সব সময়ই স্যালুট করি। ছরা যতো বড়োই হোক ছন্দপতন না ঘটলে পড়তে শুধু ভালোই লাগে, এটা তেমনি একটা ছড়া........শুভেচ্ছা অবিরত++++
০৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১:৫৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাইয়া
সরি লেট আনসার
২৩| ০৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:১৬
সাদা মনের মানুষ বলেছেন: হেডিং এ শায়মাপুর নাম লিখলেন, ভেতরে তো দেখলাম কাউকেই ছেড়ে কথা বলেন্নাই.......বলি ছবিপু এমন ক্যান?
০৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১:৫৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: াহাহাহাহহাহাহা হাহাহাহাহহা
২৪| ০৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৪১
সাদা মনের মানুষ বলেছেন: ফরিদ ভাই চিতল মাছ নিয়া আইছে আপু, তাড়াতাড়ি কেটেকুটে রান্না শুরু করেন, আমরা আইতাছি।
০৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১:৫৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: মাছ হজম হয়ে গেছে হাহাহাহ
২৫| ০৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৩৪
সায়েদা সোহেলী বলেছেন: ছবি আপু দুর্দান্ত
০৫ ই মার্চ, ২০১৭ দুপুর ২:০০
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকু আপি
২৬| ০৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:০৪
সাদা মনের মানুষ বলেছেন: সাদা মনের মানুষ ভাইয়া
ভ্রমণ নিয়া ব্যস্ত
মাঝে মাঝে সবার পোষ্টে
চা সার্ভেতে ন্যস্ত।
০৫ ই মার্চ, ২০১৭ দুপুর ২:০২
কাজী ফাতেমা ছবি বলেছেন: চা খামু ঘুম ধরছে
২৭| ০৬ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:১৯
ইন্ট্রোভার্ট বলেছেন: আপু দারুণ ছবি আঁকতে পারো।
০৮ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:২৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: আমি ছবি আঁকি নিকো
এঁকেছেন শায়মা আপু
লিখে দিলে উপরটাতে
কেনো বুঝোনি বাপু?
ধন্যবাদ
২৮| ১২ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:৪৫
আমি তুমি আমরা বলেছেন: এক কবিতায় অনেক ব্লগারের কথা তুলে এনেছেন। ভালই।
০৫ ই মার্চ, ২০১৭ দুপুর ২:০১
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আপনাকে
২৯| ১২ ই জানুয়ারি, ২০১৭ রাত ১:০০
রাতুল_শাহ বলেছেন: শায়মা পিকে তো আমাদের বিয়ের ঘটক। পাত্রী দেখার দ্বায়িত্ব উনি নিয়েছেন। কিন্তু চিন্তায় আছি।
০৫ ই মার্চ, ২০১৭ দুপুর ২:০১
কাজী ফাতেমা ছবি বলেছেন: পিকে হাহাহাহাহ দারুন একটা নাম হয়ে গেলো
৩০| ১৩ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৫৮
ডঃ এম এ আলী বলেছেন: দারুন লিখেছেন, বেশ জমে উঠেছে ।
০৫ ই মার্চ, ২০১৭ দুপুর ২:০০
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ
৩১| ২২ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২২
শামীম সরদার নিশু বলেছেন: বেশ ভালো লাগল, শুভকামনা আপনাদের জন্য
০৫ ই মার্চ, ২০১৭ দুপুর ২:০২
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
৩২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:৩২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:
এত মজার ছড়া পাইয়া
কেমনে যামু ছেঁড়ে,
ভালো মন্দ লেখমু কিতা
যদি আসেন তেড়ে।
কাল আসুম আজ যাইগা
রাত গিয়াছে বেড়ে,
হাসতে হাসতে পড়ছি ছড়া
খুশি গেলাম ঝেড়ে।
০৫ ই মার্চ, ২০১৭ দুপুর ২:০১
কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন লিখেছিলেন ভাইয়া ধন্যবাদ
৩৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৭ সকাল ৯:৪২
নাইক্যডিয়া বলেছেন: +++++++++++++++
০৪ ঠা এপ্রিল, ২০১৭ সকাল ১০:৪৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ভাল থাকুন শুভেচ্ছা রইল
©somewhere in net ltd.
১| ০৫ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:২৯
বিজন রয় বলেছেন: হা হা হা...... করেছেন কি?
লুকান, লুকান।
এই ক্ষেপে যাবে ভীষণ।
গতকাল যা রাগ দেখলাম।