নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

» আমার দেশের ছবি-২

২৩ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:০৪

১। ছুঁয়ো না আমায়-ঝরে যাবে পাপড়ি-হারাবে মনোহারী দৃশ্য
ঘ্রাণে হও মাতাল-চোখে তুলে নাও মুগ্ধতা-ছুঁয়ে করো না নি:স্ব
আমি যাবো ঝরে-পাশে আমার বোন- উঠবে জেগে খানিক বাদে
কেউ থাকে না চির অমর হয়ে-পড়তে হবে সবাইকে ঝরে যাওয়ার ফাঁদে।



ক্যামেরা ক্যানন ৬০০ ডি দিয়ে তোলা আরো কিছু ছবি। এবারও কিছু ছবি ট্রেন থেকে তোলা। আবার গ্রামের বাড়িতে তোলা কিছু ছবি আছে। আগেই বলেছি। ক্যামেরা চালানো ভাল করে শিখি নাই। এবার মাত্র এপারেচার বাড়ানো কমানো আর সিলেক্ট করা শিখেছি। আমার ভাই হাতেকলমে শেখার টাইমও নাই। ক্লিক করতে করতে যা একটু শিখা হয় হোক তবে। নিচে আমাদের এই সুন্দর দেশের ছবিগুলো দেখলে মনে হবে । প্রত্যেকটি ছবিই যেনো এক একটি গল্প কবিতা। কত মায়া ছুঁয়ে আছে এই দেশের মাটিতে। গ্রামে গেলে এত শান্তি-তবে শহরেও শান্তি যদি উপভোগ করা জানা যায়। শহরে একটাই সমস্যা সময় মূল্য দেয়া যায় না। জীবনের গুরুত্বপূর্ণ সময়ই চলে যায় জ্যামের মাঝে। জ্যামের কাছে আমরা যেনো জিম্মি। কি আর করার আছে। এমন করেই পাড়ি দিতে হবে পথ।

২। এখানে ভোরের গায়ে আদর মাখায় শিশির
এখানে জোনাকের সাথে সখ্যতা নিশির
এখানে সরিষা ফুলের গায়ে
শিশির পড়ায় মুক্তোর মালা
এখানে গাছগাছালি পাখপাখালি
মেলে ধরে মুগ্ধতার ঢালা। (মাত্রার ঠিক নাই কিন্তু)
ভালবাসি আমার দেশ আমার গ্রাম


৩। এমন সোনার আলো উড়ে বেড়ায় কোথায় শুনি কোন্ দেশে
এমন আলো আমার দেশে ঘুরে বেড়ায় শান্তির সুখের রেশে
-
মাঠ জুড়ে সোনার ফসল-চাষীর মুখে হাসি
এমন হাসি আমরা সবাই- দেখতে ভালবাসি
দৃষ্টি জুড়ে হলুদ আলোে- আলোয় ভাসাভাসি
সোনার ফসল ফলায় কষ্টে-আমার দেশের চাষী।


৪। গোলাপরা ডেকে বলছে-আচ্ছা বলতো পবিত্রতার রং কি। আমি বলি সেতো-সাদা-
শুভ্রতার ছায়ার আঁচল.. ।গোলাপ বলে-দেখো ফুটে আছি পবিত্রতায়-সাথে ঘ্রাণে মাতাল করি ক্ষণ । আমি বলি-আমাদের একটা মনও আছে-যেখানে নিত্য ফুটে থাকে পবিত্রতা-সাথে মুগ্ধতার ঘ্রাণ। সে ঘ্রান দিয়ে মাতাতে পারি-আমাদের আশেপাশের শ লক্ষ মানুষদের। গোলাপ বলে-তোমরা কয়জনা আর আছো পবিত্র-মনে তোমাদের স্বার্থ আর ধরার মোহ। আমি বলি-ভাল আছে বলেই তো পৃথিবীটা এত সুন্দর। মন্দের ভাগ খুব কম। গোলাপ বলে-মানুষের কাছে আমরা হলাম পরাজিত। কেউ আমাদের ছিঁড়ে উপহার দেয় কেউবা গাছে রাখতেই ভালবাসে। আমি বলি-এইতো জীবন এ নিয়েই আমরা বাঁচি মুগ্ধতায়-কখনো রিক্ততায়।


৫। তুমি ঘুমিয়ে পড়ো না চলন্ত যাত্রায়, চোখ মেলে দেখো-কত সুন্দর ছড়িয়ে আছে আমাদের সোনার দেশের মাটিতে-সবুজ শ্যামল.....অবারিত সজীবতা-চারিদিকে শুধু মুগ্ধতা আছে ছড়িয়ে- এ যে আমার প্রাণের মাতৃভূমি- দিগন্ত জুড়ে শুধু হলুদ আলোর ছোঁয়া-তুমিও মুগ্ধ হবে সে আমি জানি শুধু চোখ দুটো খোলা রাখো।
(ট্রেন থেকে তোলা ছবি)


৬। দিনের মধ্যভাগে শীত রোদ্দুর, গায়ে ওম নিতে গিয়ে দেখি মানবতা-মানুষ
হিল পায়ে পায়ে পা তুলে সবুজের গালিচায় উড়াই কত রঙের স্বপ্ন ফানুস
কেউ বা জীবন জীবিকার সন্ধানে সুখ আয়েশ মাড়িয়ে হেঁটে যায় নগ্ন পায়ে
আর কেউ জীবনের পুরো সুখটুকু বুক পকেটে রেখে শীত উষ্ণতা মাকে গায়ে।
জীবন এমনই কারো ঘরের আহার উচ্ছিষ্ট হয়ে যায় ডাস্টবিনে চলে যায় নিত্য
কেউ ফুটো চালার নিচে বসে পান্তা ভাতে কাঁচামরিচের লোকমায় ভরে নেয় চিত্ত।


৭। স্নিগ্ধতা ঢেলে তোমার জন্য বানিয়েছি বিনে সূতার মালা
তুমি ছুঁয়ে দাও, শিহরণে কেঁপে উঠো, বাড়ুক প্রেমের জ্বালা.....
এসো কোনো এক কুয়াশা সিক্ত সকালে হেঁটে নগ্ন পায়ে
দিয়ো হিমেল হাতে আমার হাতটা ছুঁয়ে..... রাখব ভালবাসার ছায়ে।


৮। দিবাকর ঐ জ্বলে উঠলো-
পূর্বাশার আলোয় পশুপাখি
সকলের ঘুম টুটলো....
এখানে মোবাইলের এলার্ম বাজাতে হয় না। এখানে গভীর রাত জেগে কাটানো হয় না
এখানে প্রাকৃতিক এলার্মে নিদ্রা টুটে যায়..... ভোরের মিষ্টি মধুর হাওয়ায় এখানে শুধু ভাসা-ই যায় মুগ্ধতায়...... এখানে খুব ভোরে ঘুম নিষিদ্ধ যেনো। এ হলো একটি ছায়াময়ী মায়াময়ী গাঁয়ের গল্প।
মডেল-গলা ছিলা মোরগ big_smile


৯। হোক না মাঘের শীত। শীত আমাদের কাছে তুচ্ছ-যতন করে ফলাই শস্য। মাথার ঘাম পায়ে ফেলে ঘরে তুলি সোনালী ফসল। আমরা নিজেরা নিজেদের রিযিকের দানা (আল্লাহ তাআলার দান) রেখে তোমরা শহরবাসীদের জন্য দিয়ে দেই। এতে কি তোমরা কৃতজ্ঞ থাকার কথা নয়? তোমরা আমাদের চাষাভোষা বলে ছোট করে দিতে পারো-তবে জেনে রেখো আমরাই তোমাদের জন্য (আল্লাহর ইচ্ছায়) শহরে পাঠাই তোমাদের জন্য দুবেলার দুমুঠো অন্ন। আমরা গরীব হলেও মন আমাদের দরিয়া-শুধু তোমরা আমাদের উপযুক্ত মূল্যটা দিতে চেষ্টা করো-ঠকিয়ো না।
নিড়ানীপর্ব........


১০। শীত কখনো ওদের থামিয়ে দেয় না। ওরা কৃষকেরা খুঁজে নেয় পরিশ্রমের বদলে নিজ রুটি রুটি আহার। কি রোদ, কি ঝড় সব ঋতুতেই ওরা কর্মে নিয়োজিত। পরিশ্রমী দেহে প্রকৃতির এইটুক সুখ ওদের ভরিয়ে রাখে উচ্ছ্বাসে। মাঠ জুড়ে ওরাই ফলায়, সোনার ফসল, কখনো বা দিগন্ত জুড়ে হলুদ বিছিয়ে দেয় নিপূন হাতের ছোঁয়ায়। ওরাই আমাদের বেশী আপনজন। ভালবাসা ওদের জন্য। ওরা সুস্থ থাক সব ঋতুতেই শুভকামনা।




মন্তব্য ৩২ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ২৩ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:১২

ভাবুক কবি বলেছেন: আমার যদি এককা ক্যামেরা থাকত...

২৩ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:১৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: পড়াশুনা শেষে ইনশাআল্লাহ কিনে নিবেন

ধন্যবাদ অনেক অনেক

২| ২৩ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:১৫

রাতুল_শাহ বলেছেন: ক্যামেরার লেন্স কিনেছেন পরে?

২৩ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:১৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: কিনেছি তো ১৮-১৩৫

৩| ২৩ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:২৫

ভাবুক কবি বলেছেন: পড়াশুনা মোটামুটি শেষ কিন্তু ক্যামেরার সখ থাকা সত্ত্বেও কেনা হয়নি।

কারন আমি মধ্যবিত্ত :(

ছবিগুলো দারুণ।

আর হ্যাঁ আমার জগতে স্বাগতম।

২৩ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ। আস্তে আস্তে জমিয়ে কিনে নিবেন। শখ মিটাতে হয় মাঝে মাঝে।

৪| ২৩ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪০

ভাবুক কবি বলেছেন: আপনার ফেইসবুক লিংক আছে কি? থাকলে লিংকটা দেন। অথবা আমার লিংকে গিয়ে যদি ইক্টু নক করেন তবে বন্ধু ব্লগার হিসেবে কৃতার্থ হব।

২৩ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: quazifatemachhobi

৫| ২৩ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:০২

নতুন নকিব বলেছেন:



চমকপ্রদ ছবি!

কবিতার চরনগুলো বড় হৃদয়কাড়া!

ভালো থাকুন।

২৩ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ নকিব ভাইয়া
ভাল থাকুন আপনিও

৬| ২৩ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:১২

সিনিয়ার মোফিজ বলেছেন: ভালই তুলেছেন । আমিও আপনার মত একটু একটু করে এগিয়ে যাচ্ছি। আগামি ৩ নভেম্বর আস্তে পারেন ।
নিচের লিঙ্কে দেখলে বুঝতে পারবেন
https://www.facebook.com/events/610546579137551/

অনেক বছর আগে সাধারন মধ্যবিত্ত পরিবারের একটি ছেলে শুধু মাত্র একটা প্রফেশনাল ক্যামেরা আর ১৫হাজার টাকার জন্য ফটোগ্রাফির উপর পড়ালেখা শুরু করতে পারছিল না! মন খারাপের সে সময়ে হঠাৎ মিলে যাওয়া ঢাকা ফটোগ্রাফিক ইনস্টিটিউটের মাত্র ৫০০/- টাকার একদিনের একটা বেসিক কোর্স সেযাত্রা ছেলেটার স্বপ্নটাকে বাচিয়ে দিয়ে ছিল।এরপর আর পিছনে তাকাতে হয়নি তার। জীবনের প্রতি কৃতজ্ঞ সেইদিনের ওই ছেলেটা,প্রীত রেজা এবার আর সব স্বপ্নবাজ তরুনদের জন্য আয়োজন করেছে ঠিক তেমনি এক বেসিক কোর্সের!

শুরুটা হোক না হয় শুন্য থেকেই। একদিনের এই কোর্সে করতে আপনার ক্যামেরা থাকার দরকার নেই।নিজের প্রতি বিশ্বাস আর বুক ভরা স্বপ্নটাকেই পুজি করে আসুন।

Dhaka Artist Hub & Fujifilm presents Basic Photography Workshop By Prito Reza

Date: 27th January 2017
Time: 3.00pm to 8.00pm
Last Date Of Registration: 26th January 2017
Place: Plot 21, Road 13, Block G, Niketan, Gulshan 1, Dhaka

Registration Fee: Taka 500 only.
*Certificate will be provided.
**Seats Limited

For Registration: 01973338889

২৩ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইশ কত সুন্দর একটা কাজ। আসতে পারলে ভালই লাগতো। কিছু একটা শিখা যেতো। কিন্তু মেয়েদের এমন ইভেন্টে যাওয়া মুশকিলই নেহি নামুনকিন।

ছবি তুলতেই কত ঝামেলা পোহাতে হয়। তাছাড়া সংসার অফিস বাচ্চা স্কুল বাপরে আমি নাই ।

আন্তরিক ধন্যবাদ সুন্দর একটি খবর দেয়ার জন্য।

৭| ২৩ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:২১

খোলা মনের কথা বলেছেন: লেয়ার ব্রয়লার এর যুগে গলা ছিলা দেশী মোরগ পাওয়া কঠিন ব্যাপার।
আপনার নামের সাথে কাজও ফুটিয়ে তুলেছেন। প্রথম ছবিটি দেখে ভিতরে প্রবেশ। ছবিগুলো জীবান্ত আর অসাধারণ হয়েছে।
শুভ কামনা রইল...

২৩ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: গ্রামে এখনো আছে-তরতাজা সুন্দর কালারের মোরগ মুরগি, রাজ হাঁস আছে পশু পাখি আহা -কত শান্তির ছায়া গ্রামে লুকানো

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে ভাল থাকুন

৮| ২৩ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০৬

তারেক ফাহিম বলেছেন: খুবই ভাল লাগল, কবিতার প্রতিটি চরন মনোমুগ্ধকর।

২৪ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ তারেক ভাইয়া। ভাল থাকুন

৯| ২৩ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:১১

সুমন কর বলেছেন: ছবিগুলো দারুণ হয়েছে।
+।

২৪ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ দাদা :)

১০| ২৩ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: গ্রাম বাংলার সুন্দর সুন্দর দৃশ্য আর কথা মালায আমি মুগ্ধ।


একরাশ ভালো লাগা রেখে গেলাম পোষ্টে

২৪ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাইয়া
ভাল থাকুন

১১| ২৩ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:৩৩

এডওয়ার্ড মায়া বলেছেন: প্রকৃতির ছবি আমাকে খুব টানে।দেখতে খুব পছন্দ করি।
প্রকৃতি চোখে যতটা সুন্দর দেখায় তার চেয়ে একটু বেশি সুন্দর লাগে ক্যমেরার লেন্স এ ।
ছবি গুলা জীবন্ত হয়েছে আপনার দারুন শব্দের বর্ণনায় ।
আপু অযাচিত উপদেশ-
ছবি গুলার সাইজ ছোট করে নিলে পোষ্টের সৌন্দর্য আরো ভাল হত সাথে ব্লাক ফ্রেম ।

২৪ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:২১

কাজী ফাতেমা ছবি বলেছেন: আচ্ছা পরের বার ছোট করে দিব। কিন্তু সবাই তো একটু বড় চায়। এবঙ বড় সাইজ ছবি পোস্ট দিতে সবাই শিখল

ঠিকাছে ভাইয়া
অনেক ধন্যবাদ

১২| ২৩ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:৫১

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: গলাছিলা মুরগির ছবিটা বাদে সবগুলো ভালো লেগেছে,বিশেষ করে ৩ আর ৭ নং টা।

২৪ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:২০

কাজী ফাতেমা ছবি বলেছেন: াহাহাহাহাহা মোরগা আবার কি করল হাহাহা

আচ্ছা অনেক ধন্যবাদ জাহিদ ভাইয়া ভাল থাকুন

১৩| ২৪ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৫৩

মোস্তফা সোহেল বলেছেন: আপনার তোলা ছবি গুলি বরবরই ভাল হয়। সাথে লেখা গুলি পোষ্টটিকে আরও সুন্দর করে তোলে।

২৪ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৩৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া ভাল থাকুন সাথেই থাকুন

১৪| ২৪ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:২৫

নেক্সাস বলেছেন: ২/৭/৮ ছবি গুলো সুন্দর হয়েছে। অন্য ছবি গুলোর সাব্জেক্ট আরো বেশি ফোকাস দেওয়া উচিত ছিল।

সুন্দর কাজ। এগিয়ে যান।

২৪ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: চেষ্টা তো করলাম ফোকাস টা যেন ঠিকটাক হয় কিন্তু সেই আশা গুড়েবালি

সুন্দর মন্তেব্যের জন্য ধন্যবাদ

১৫| ২৫ শে জানুয়ারি, ২০১৭ ভোর ৬:৩৯

ডঃ এম এ আলী বলেছেন: ছবি ও বিবরণ সুন্দর হয়েছে । দেখে ভাল লাগল ।

২৬ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:১৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আলী ভাইয়া ভাল থাকুন

১৬| ২৫ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৫৩

নিঃস্তব্ধ লেখক বলেছেন: মনোমুগ্ধকর ছবি যা দেখে সত্যিই মন জুড়ায়

২৬ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:১৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ নি:স্তব্ধ ভাইয়া

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.