নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

বসন্ত এসে গেছে....

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৭



হলুদ শাড়ি পড়ব বন্ধু- এলো আহা ফাগুন
গাছে গাছে রঙ লেগেছে-মনে প্রেমের আগুন

খোঁপায় পড়ব বেলির মালা- হাতে গাঁদার চুড়ি
উড়ব সুখে নীল আকাশে-সূতা ছেঁড়া ঘুড়ি!

পায়ে নুপূর কপালে টিপ-ঠোঁটে রঙের ছোঁয়া
দেখলে তোমার আমায় এমন-মন যাবে গো খোঁয়া।

চোখের নিচে কাজল রেখা-টানা টানা চোখে
করব পাগল তোমায় আমি-ঝড় উঠাবো বুকে!

আলতা পায়ে মেঠো পথে -হাঁটব এঁকেবেঁকে
আঁচল দিয়ে ঘোমটা তুলে-মুখটি রাখব ঢেকে।

শিমুল তলায় যাবো বন্ধু-ফুল কুঁড়াবো ডালায়
ধরব ফাগুন রাখব মুঠোয়-না যেনো সে পালায়।

কৃষ্ণচূড়ার পাপড়িগুলো- নিবো আঁচল ভরে
ফাগুন হাওয়ায় ফুলের পাপড়ি-মাথায় যাবে ঝরে।

এই বলো না আসবে তুমি-ধরবে আমার হাতে
ফাগুন দিনের একটি বিকেল-থাকবে আমার সাথে?

একটি সকাল একটি দুপুর-একটি গোধুলিয়ায়
ফাগুন দিনের মিষ্টি হাওয়ায় - সুর উঠাবে হিয়ায়?

থাকলে পাশে রঙ বসন্তে-উঠবে প্রেমের জোয়ার
বন্দি করবো ভালবাসায়-তৈরী মনের খোঁয়ার!

তুমি আমি ভাসব দু'জন- এই বসন্তের হাওয়ায়
একটি ফাগুন প্রেমের বেলা-হবে পরম পাওয়ায়।

ঘুমিয়ো না উঠো বন্ধু-ফাগুন রঙে সাজি
মুগ্ধ হবে ফাগুন বেলায়-যাবে? আছো রাজি?

(কপিবাজরা নামটাও কইরো যে)

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫৪

ভাবুক কবি বলেছেন: আহা কি ফাগুন, মনের ঘরে আগুন।

আমার কবিতা Click This Link
কবিতা ২ Click This Link

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:০৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আপনাকে
আপনার কবিতা পড়েছি সুন্দর হয়েছে

২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:০০

আমির ইশতিয়াক বলেছেন: বসন্ত তারুণ্যেরই ঋতু, তাই সবারই মনে বেজে ওঠে, কবির এ বাণী- ‘বসন্ত ছুঁয়েছে আমাকে। ঘুমন্ত মন তাই জেগেছে, পয়লা ফাল্গুন আনন্দের দিনে’।
‘আহা আজি এ বসন্তে/ কত ফুল ফোটে/ কত বাঁশি বাজে/ কত পাখি গায়...।’ পলাশ ফুটেছে, শিমুল ফুটেছে/ এসেছে দারুণ মাস।’- কবিতা আর গানের ছন্দের মতো করেই বাংলার প্রকৃতিতে এসেছে ঋতুরাজ বসন্ত। সারা বছর ধরে বসন্ত প্রেমিকরা অপেক্ষায় থাকেন কবে আসবে পহেলা ফাল্গুন। বারবার ফিরে আসে ফাল্গুন, আসে বসন্ত।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:০৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন গান এইটা। শুনলেই মন ভাল হয়ে যায়
বসন্তের আরো সুন্দর সুন্দর গান আছে

ধন্যবাদ ভাইয়া । ভাল থাকুন সুন্দর থাকুন সবাইকে নিয়ে
শুভকামনা

৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:০১

আমির ইশতিয়াক বলেছেন: আমার ব্লগ বাড়ীতে আপনাকে নিমন্ত্রণ রইল।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:১১

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনার ব্লগ বাড়ি ঘুরে আসলাম ভাইয়া

৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:০৭

হাসান জাকির ৭১৭১ বলেছেন: খুব ভাল লাগল আপা।
বসন্তের ফুলেল রঙিন শুভেচ্ছা।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাধ ভাইয়া
আপনাকেও বসন্তের শুভেচ্ছা ভাল থাকুন

৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৩১

সুমন কর বলেছেন: বসন্তের শুভেচ্ছা রইলো.....

কবিতা সুন্দর হয়েছে। +।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৩৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: বসন্তের অনেক অনেক শুভেচ্ছা দাদা ভাই
ভাল থাকুন সুন্দর হোক পথচলা

৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৩৭

কবীর বলেছেন:
খুব সুন্দর লিখেছেন +

বসন্তের শুভেচ্ছা রইলো।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: প্লাসে ক্লিক পড়েনি হাহাহাহ
অনেক ধন্যবাদ ভাইয়া

আপনাকেও অনেক অনেক শুভেচছা :)

৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫৯

কবীর বলেছেন:
আজকাল হিসেবি হয়ে গিয়েছি, আবার কিপটে ভাববেন না কিন্তু !!! =p~
এ কারণে, প্লাসে ক্লিকের পরিমাণ অল্প হয়ে গেছে ।
ধন্যবাদ ভালো থাকুন।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: াহাহাহাহা হিসেবী থাকাই ভাল তো

আরে লেখা পড়লেই হলো ।

ভাল থাকুন হামেশা
শুভকামনা

৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৪০

পিকাচু বলেছেন:
বাসন্তী রং শাড়ী পড়ে ললনারা হেটে যায়
মেলায় যাইরে টুনুট টুনুট টুং, মেলায় যাইরে!
!:#P

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.