নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
হলুদ শাড়ি পড়ব বন্ধু- এলো আহা ফাগুন
গাছে গাছে রঙ লেগেছে-মনে প্রেমের আগুন
খোঁপায় পড়ব বেলির মালা- হাতে গাঁদার চুড়ি
উড়ব সুখে নীল আকাশে-সূতা ছেঁড়া ঘুড়ি!
পায়ে নুপূর কপালে টিপ-ঠোঁটে রঙের ছোঁয়া
দেখলে তোমার আমায় এমন-মন যাবে গো খোঁয়া।
চোখের নিচে কাজল রেখা-টানা টানা চোখে
করব পাগল তোমায় আমি-ঝড় উঠাবো বুকে!
আলতা পায়ে মেঠো পথে -হাঁটব এঁকেবেঁকে
আঁচল দিয়ে ঘোমটা তুলে-মুখটি রাখব ঢেকে।
শিমুল তলায় যাবো বন্ধু-ফুল কুঁড়াবো ডালায়
ধরব ফাগুন রাখব মুঠোয়-না যেনো সে পালায়।
কৃষ্ণচূড়ার পাপড়িগুলো- নিবো আঁচল ভরে
ফাগুন হাওয়ায় ফুলের পাপড়ি-মাথায় যাবে ঝরে।
এই বলো না আসবে তুমি-ধরবে আমার হাতে
ফাগুন দিনের একটি বিকেল-থাকবে আমার সাথে?
একটি সকাল একটি দুপুর-একটি গোধুলিয়ায়
ফাগুন দিনের মিষ্টি হাওয়ায় - সুর উঠাবে হিয়ায়?
থাকলে পাশে রঙ বসন্তে-উঠবে প্রেমের জোয়ার
বন্দি করবো ভালবাসায়-তৈরী মনের খোঁয়ার!
তুমি আমি ভাসব দু'জন- এই বসন্তের হাওয়ায়
একটি ফাগুন প্রেমের বেলা-হবে পরম পাওয়ায়।
ঘুমিয়ো না উঠো বন্ধু-ফাগুন রঙে সাজি
মুগ্ধ হবে ফাগুন বেলায়-যাবে? আছো রাজি?
(কপিবাজরা নামটাও কইরো যে)
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:০৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আপনাকে
আপনার কবিতা পড়েছি সুন্দর হয়েছে
২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:০০
আমির ইশতিয়াক বলেছেন: বসন্ত তারুণ্যেরই ঋতু, তাই সবারই মনে বেজে ওঠে, কবির এ বাণী- ‘বসন্ত ছুঁয়েছে আমাকে। ঘুমন্ত মন তাই জেগেছে, পয়লা ফাল্গুন আনন্দের দিনে’।
‘আহা আজি এ বসন্তে/ কত ফুল ফোটে/ কত বাঁশি বাজে/ কত পাখি গায়...।’ পলাশ ফুটেছে, শিমুল ফুটেছে/ এসেছে দারুণ মাস।’- কবিতা আর গানের ছন্দের মতো করেই বাংলার প্রকৃতিতে এসেছে ঋতুরাজ বসন্ত। সারা বছর ধরে বসন্ত প্রেমিকরা অপেক্ষায় থাকেন কবে আসবে পহেলা ফাল্গুন। বারবার ফিরে আসে ফাল্গুন, আসে বসন্ত।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:০৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন গান এইটা। শুনলেই মন ভাল হয়ে যায়
বসন্তের আরো সুন্দর সুন্দর গান আছে
ধন্যবাদ ভাইয়া । ভাল থাকুন সুন্দর থাকুন সবাইকে নিয়ে
শুভকামনা
৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:০১
আমির ইশতিয়াক বলেছেন: আমার ব্লগ বাড়ীতে আপনাকে নিমন্ত্রণ রইল।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:১১
কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনার ব্লগ বাড়ি ঘুরে আসলাম ভাইয়া
৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:০৭
হাসান জাকির ৭১৭১ বলেছেন: খুব ভাল লাগল আপা।
বসন্তের ফুলেল রঙিন শুভেচ্ছা।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৩৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাধ ভাইয়া
আপনাকেও বসন্তের শুভেচ্ছা ভাল থাকুন
৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৩১
সুমন কর বলেছেন: বসন্তের শুভেচ্ছা রইলো.....
কবিতা সুন্দর হয়েছে। +।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৩৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: বসন্তের অনেক অনেক শুভেচ্ছা দাদা ভাই
ভাল থাকুন সুন্দর হোক পথচলা
৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৩৭
শাহরিয়ার কবীর বলেছেন:
খুব সুন্দর লিখেছেন +
বসন্তের শুভেচ্ছা রইলো।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: প্লাসে ক্লিক পড়েনি হাহাহাহ
অনেক ধন্যবাদ ভাইয়া
আপনাকেও অনেক অনেক শুভেচছা
৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫৯
শাহরিয়ার কবীর বলেছেন:
আজকাল হিসেবি হয়ে গিয়েছি, আবার কিপটে ভাববেন না কিন্তু !!!
এ কারণে, প্লাসে ক্লিকের পরিমাণ অল্প হয়ে গেছে ।
ধন্যবাদ ভালো থাকুন।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৩০
কাজী ফাতেমা ছবি বলেছেন: াহাহাহাহা হিসেবী থাকাই ভাল তো
আরে লেখা পড়লেই হলো ।
ভাল থাকুন হামেশা
শুভকামনা
৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৪০
পিকাচু বলেছেন:
বাসন্তী রং শাড়ী পড়ে ললনারা হেটে যায়
মেলায় যাইরে টুনুট টুনুট টুং, মেলায় যাইরে!
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৩০
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫৪
ভাবুক কবি বলেছেন: আহা কি ফাগুন, মনের ঘরে আগুন।
আমার কবিতা Click This Link
কবিতা ২ Click This Link