নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
©কাজী ফাতেমা ছবি
ফাগুন দিনের ভালবাসা-মায়ের ভাষা মুখের বুলি
ভাষার জন্য রক্ত দিলো-তাদের আমরা কেমনে ভুলি
ফেব্রুয়ারীর একুশ তারিখ-মিছিল ছিলো পথে পথে
বীর সাহসী ভাই'রা আমার-হটল নাকো সম্মুখ হতে।
টুসটাস শব্দে ছুঁড়ল গুলি -পাক সেনা'রা অবিরত
ঝরল রক্ত- গেলো জীবন- তবু তারা হয়নি নত।
মুখের ভাষা কেড়ে নিতে-পাকিস্তানের চেষ্টা হাজার
ভেঙে চুঁড়ে সব গুঁড়িয়ে-বাংলা রইল হৃদয় মাঝার।
আহা ভাষা মাতৃভাষা-বাংলা ভাষা মুখের ভাষা
যে ভাষাতে কথা বলি-ধনী গরিব কামার চাষা।
জারি সারি ভাটিয়ালী- বাংলায় গাই'রে ইচ্ছে মতন
যে ভাষাটি বুকের ভিতর-রেখেছি হায় করে যতন।
ফাগুন হাওয়ায় ওড়ছে আজো-অ আ ক খ বর্ণমালা
বাংলায় গেয়ে বাংলায় বলে-দুঃখ ব্যথা মিটাই জ্বালা।
সেদিনো যে ফুটেছিলো- পলাশ শিমুল কৃষ্ণচূড়া
রক্ত রাঙা বাংলা ভাষা-সম্মানিত বিশ্বজোড়া!
পলাশ শিমুল একটি ভোরে-বাংলা ভাষা গেলো জিতে
শোকের দিবস সুখের দিবস-হাসি- বুকে কালো ফিতে!
রফিক সালাম বরকত জব্বার-সালাম জানাই শ্রদ্ধাভরে
তোমরা মরে দিয়ে গেলে-বাংলাভাষা মোদের ঘরে!
ভুলি না কভু ভুলব না - রক্ত গাঁথা ফেব্রুয়ারী
বাংলা বলে বাংলা শুনে-দেই যেনো গো জীবন পাড়ি।
ভালবাসি বাংলা ভাষা- হৃদয় মাঝে বাংলা আমার
দেশটি জুড়ে মুখে মুখে-বাংলা ভাষার মুগ্ধ খামার।
(ছবি এঁকেছেন টুক্কুস)
২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই ভাবলেই আঁৎকে উঠি
কত সাহস ছিলো তাদের
আর এখন মানুষ শুধু স্বার্থ খুঁজে।
অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য
২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২১
ডঃ এম এ আলী বলেছেন: একুশের চিরায়িত স্লোগান
বাংলা ভাষা অমর হোক
বিশ্ব জুড়ে সবার মুখে
বাংলা ফুটুক ।
অভিনন্দন রইল সুন্দর কবিতাটির জন্য ।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:২২
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
কেমন আছে স্যার জি
৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৪
ভাবুক কবি বলেছেন: অনেক ভাল লাগল।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:২২
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া
৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২৭
নাগরিক কবি বলেছেন: আমি মাঝে মাঝে স্বপ্নে ৫২,৬৯,৭১ এ যাই। মিথ্যা না সত্যি। কিন্তু আমি লুকিয়ে থাকি, ভয় পাই। আজও ভয় পাই। কেন ভয় পাই জানেন? কারন আমরা প্রেরণা পাই নি। যে প্রেরনাটা ওরা পেয়েছিল।
কিন্তু আপনি এরকম সুন্দর কবিতা লিখলে আমরাও প্রেরণা পাব। টুস টাস - সামনে দাঁড়িয়ে যাব।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:২৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর মন্তব্য অনুপ্রেরণামূলক
ইনশাআল্লাহ এভাবেই লিখে যাবো
অনেক অনেক ধন্যবাদ
ভাল থাকুন
৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:০৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর ! সুন্দর!!
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৩৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ
৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:২০
শামীম সরদার নিশু বলেছেন: এক কথায় অসাধারণ প্রকাশ।
এতোসুন্দর একটি ছবি উপহারের জন্য টুক্কুসকে অসংখ্য ধন্যবাদ।
টুক্কুসের অংকিত ছবিটি সংরক্ষন করে রাখলাম।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৪০
কাজী ফাতেমা ছবি বলেছেন: অবশ্যই টুক্কুসকে ধন্যবাদ পৌছায়ে দিবো
অনেক ধন্যবাদ শামীম ভাইয়া
ভাল থাকুন
৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:২১
তারেক ফাহিম বলেছেন: বেশ ভাললাগার একটি কবিতা. ভালই লাগল
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৪৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ফাহিম ভাইয়া
ভাল থাকুন খুব খুব
৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৩৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অসাধারণ একুশ কাব্য।
বেঁচে থাকুক ভাষা শহীদদের প্রতি ভালোবাসা আর শ্রদ্ধা চির অম্লান।
"ফাগুন দিনের ভালবাসা-মায়ের ভাষা মুখের বুলি
ভাষার জন্য রক্ত দিলো-তাদের আমরা কেমনে ভুলি
ফেব্রুয়ারীর একুশ তারিখ-মিছিল ছিলো পথে পথে
বীর সাহসী ভাই'রা আমার-হটল নাকো সম্মুখ হতে।"
এমন বিশ অক্ষর থেকে সরে গেলেন কেন বুঝলাম না! এই ছন্দটাইতো ভালো ছিল আমার কাছে। তবুও তো খারাপ হয়নি। পুরা কবিতা প্রথমবার পড়ে ভালোলাগায় দ্বিতীয় বার পড়তেই বুঝতে পারি।
অসাধারণ কবিতা লিখেছেন। ভালোবাসা রইল কবিতায়।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৪১
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ নয়ন ভাইয়া ভাল থাকুন অনেক অনেক
৯| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৪০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: টুক্কুস'কে ভালোবাসা দিবেন, ছবিটা সুন্দর হয়েছে।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৪৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: অবশ্যই
পৌছে দিবো ভালবাসা ইনশাআল্লাহ
১০| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:১০
রাতুল_শাহ বলেছেন: ছবিটা সুন্দর।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:২৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম
১১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:১৬
আরণ্যক রাখাল বলেছেন: ভাল লাগে নাই
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:২৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: সর্বনাশ করছে রে - কি আর করা
দু:খিত আমি
ভালথাকুন অনেক ধন্যবাদ
১২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:২৪
গেম চেঞ্জার বলেছেন: প্রথাগত ধারায় সুন্দর!!
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৪৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকস
১৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৪৯
মোস্তফা সোহেল বলেছেন: ভাষার মাসে অনেক সুন্দর একটি কবিতা।পড়ে ভাল লাগল।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৪৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাইয়া
১৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:০৮
অতঃপর হৃদয় বলেছেন: চমৎকার !!!!!!!!!!!!!!!!!!!
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:১৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া
১৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:২৭
মনিরা সুলতানা বলেছেন: বাহ চমৎকার !!!
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ প্রিয় আপি
©somewhere in net ltd.
১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৩৪
বিজন রয় বলেছেন: টুসটাস শব্দে ছুঁড়ল গুলি -পাক সেনা'রা অবিরত
ঝরল রক্ত- গেলো জীবন- তবু তারা হয়নি নত।
আমি ভেবে অবাক হই সেই সব মানুষের হৃদয় কত বড় ছিল।
তারা আমাদের মনে চিরদিন বেঁচে থাকবেন।
সঠিক সময়ে সঠিক কবিতা।
শুভকামনা।