নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
ছ্যাকা খেয়ে বদের হাঁড়ি
আবোল তাবোল বকছে
কোন সে নারী জানি না কে
কার কাছে সে ঠকছে!
রুটি ছ্যাকার তাওয়ায় রেখে
কে-রে তারে ভাজছে
তাই বুঝি তাই জেসন মিয়া
পাগলের ভাব সাজছে!
ভুঁরি ভুঁরি স্ট্যাটাস দিচ্ছে
নারী নারী বলে
সুন্দরী সব নারী দেখলে
সে নাকি যায় গলে!
ফর্সা মতন দেখলে নারী
পিছু পিছু ছুটে
সেই নারীদের পিঠনি খেয়ে
মন'টা যায় তার টুটে!
সামনে দিয়া হাঁটলে নারী
মিটিমিটি তাকায়
পীরিত করবে ফন্দি মনে
বদ বুদ্ধি সে পাকায়!
কিন্তু নারী দেয় না পাত্তা
অবিরত ছ্যাকা
বারেবারে খেয়ে এসব
ঘাড় হয়ে যায় ব্যাঁকা।
তবু সে হটে না পিছু
নারীর পিছু ভাগে
অভিমানে কান্দে হাসে
রাগে অনুরাগে।
শত চেষ্টা যায় বিফলে
পায় নাকো নারীর মন
তবু জেসন সফল হবে
মনে করে সে পণ!
হয় না সফল তাই বলে কি
প্রেমে পড়বে নাকো
উলটা পালটা মিষ্টি কথার
পাতায় প্রেমের সাঁকো।
কেউ উঠে না সেই সাঁকোতে
দূরে থাকে নারী
নারীদের তাই বলছে মন্দ
আস্ত বদের হাঁড়ি।
যা ইচ্ছে তাই বলছে জেসন
নারী নাকি মন্দ
ফেবুর পাতায় নারীর সাথে
বাঁধাচ্ছে সে দ্বন্দ্ব!
বুঝে নাকো নারী জাতীর
সম্মান অতি উঁচু
নারী ছাড়া জীবন যে তার
চুলকানি ওলকচু।
নারী ছাড়া বদের হাঁড়ি
ক্যাম্নে আইলো ধরায়
তবু বেটা বদের হাঁড়ি
নারীর দুর্নাম ছড়ায়।
নারী হলো মায়ার খনি
বট বৃক্ষের ছায়া
নারী হলো কন্যা কভু
জননী ও জায়া!
নারী জাতী কল্যাণময়ী
মমতাময়ীও বটে
নারী হলো স্বপ্ন রঙিন
ছবি আঁকা পটে।
নারী জাতী সুখে দুঃখে
বন্ধনের এক সুতা
জেসন মিয়া মন্দ বললে
মুখে মারব গুতা!
নাকটি তোমার গুঁড়ো করব
ঘুষি মেরে শক্ত
ও বাচাধন হও না এবার
নারীকূলের ভক্ত।
সালাম জানাও হাজার সালাম
নারীর পা'টা ছুঁয়ে
নারী দেখলে রাস্তাঘাটে
শ্রদ্ধায় পড়ো নুয়ে।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:১৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ -বইমেলা গেলে বই দেখব ইনশাআল্লাহ
ভাল থাকুন খুব খুব
২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫১
গেম চেঞ্জার বলেছেন: দেখি বেটা এসে কি বলে!
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:১৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: রাগ করেছে ভীষন রাগ
আসে না আর এদিক
নারীর জ্বালাতনে বেটা
হারায় দিব বেদিক।
৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫২
অতঃপর হৃদয় বলেছেন: হা হা হা হা হা হা হা !!!!!!!!!!!!!!!!!!!!!! আপু দারুণ লাগছে আমার কাছে।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৫৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: হাসতে হেথা বারণ আছে
রেগে যাবে জেসন
বদের হাঁড়ির মুখটি বাঁকা
করে শুধু ফ্যাশন
৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫৪
সুমন কর বলেছেন: নারী ছাড়া বদের হাঁড়ি
ক্যাম্নে আইলো ধরায়
তবু বেটা বদের হাঁড়ি
নারীর দুর্নাম ছড়ায়।
নারী হলো মায়ার খনি
বট বৃক্ষের ছায়া
নারী হলো কন্যা কভু
জননী ও জায়া! -- চমৎকার বলেছেন। +।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:২৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ দাদা.... বেচারা তো আসলে না হাহাহাহা
ডরাইছে মনে হয়
৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:২৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা
দারুণ ছড়া লিখেছেন। বেচার অবস্থা একেবারে নাজেহাল করে দিলেন ।
আমি কিন্তু আপু তার দলেই থাকবো, তার চেষ্টা (আপনার কবিতার মধ্যে) আমাকে মুগ্ধ করেছে।
নারীর মন না যায় চিনন
বড় অভিনেত্রী,
করতে সাধন মন হরণ
হতেই তবে যাত্রী।
নারী জাতি বড় অহংকারী
মন যদিও নরম,
যায় না বোঝা মন হরণী
আঁকা বাঁকা চলন।
ভালোবাসা শ্রদ্ধা ভক্তি
নারীর প্রতি বিষণ,
যদিও ভবে সেই নারী
মন কষ্টের কারণ।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:২৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভুল বুঝেছো ভুল করেছো
নারী পিছন লেগে
তুলকালাম কান্ড যায় ঘটে
নারী গেলে রেগে।
নারী হলো মায়াময়ী
ছায়াময়ী বট গাছ
দু:খে কষ্টে যাবে জীবন
ছাড়িলে নারীর কাছ।
নারী মন যে বুঝে না
সে তো পুুরুষ কলংক
বুঝে না সে সহজ সরল
নারীর মনের অংক।
নারী হলো প্রেমময়ী
প্রেমের নীল সমুদ্দুর
নারী কভু বৃষ্টির মতন
কভু তাপের রোদ্দুর।
নারী ছাড়া সুখি পুরুষ
কে হয়েছে কবে
নারী হলো ভালবাসার
ছুঁ মন্তর এই ভবে।
থ্যাংকস এ লট
৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৩৩
অপ্সরা বলেছেন: আমার ভাইয়া অনেক ভালো
ঘরময় তার চাঁদের আলো
বুদ্ধি তার আছে যেমন
লেখাপড়াও জানে তেমন!!!!!!!
এক ঘায় তার দশটা( নারী) পড়ে
তার গুনে লোক খায় ও পরে
ভাইয়া লেখে অনেক ছড়া
নানান রকম মিঠে কড়া।
কিন্তু পড়া নারীগুলো
বিশ হাতে সব তুলে নিলো
বাগিয়ে চাপড় আসলো তেড়ে
খড়গ, কাঁচি রামদা বেড়ে!!!!
তাই তো ভায়া বিষম ভয়ে
খাটের তলে ঢুকলো গিয়ে
তবুও কি আর রক্ষা পেলো
মারের চোটে বিষম খেলো।
হাসপাতালে থাকলো শুয়ে
মেজাজ গেলো বিগড়ে ধুয়ে
ফিরলো বাড়ি বিষম রাগে
রাগের চোটে ভিমরী ভাগে।
এখন ভাইয়া নারী নিয়ে
ফেসবুকটার কানে কানে
ঝাড়ছে মনের ঝাল সেখানে.......
০২ রা মার্চ, ২০১৭ বিকাল ৪:১২
কাজী ফাতেমা ছবি বলেছেন: আপি দারুন হয়েছে
পচাইলা না ভালবাইসা লিখলা হাহাহাহাহ
দেখলো নাতো এসে
৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:১৬
শূন্যনীড় বলেছেন: এভাবে ছেলেদের নাজেহাল করা মেয়েদের একটা বড় গুণ!!!
০৫ ই মার্চ, ২০১৭ দুপুর ২:০৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই হাহাহাহা
৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৩১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অপ্সরা আপু আমাকে বলেনি।
জেসন ভাই যে কই গেল!!!
আমি এখনো গোসল করিনি
পেটে দারুণ খিদে যে পেল।
আসবো আবার তেড়েমেরে
খেতে যাচ্ছি মনে কষ্ট নিয়ে,
আমার ভাইরে এমনি মেরে
পাঠিয়ে দিলেন হাসপাতালে!!!
০৫ ই মার্চ, ২০১৭ দুপুর ২:১০
কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন হইছে লেখা
৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:১৪
নাগরিক কবি বলেছেন: হা হা হা হা হা, ইগা কিতা লিখছুন গো বইন। সিলোটিতে কনভার্ট কইরা দিয়ুন...
ফর্সা মতন দেখলে নারী
পিছু পিছু ছুটে
সেই নারীদের পিঠনি খেয়ে
মন'টা যায় তার টুটে!
০৫ ই মার্চ, ২০১৭ দুপুর ২:০৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহ দিয়াম নে একদিন
১০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: আজ খুব ভিড় ছিল। আরেক দিন যাব ইনশা আল্লাহ কিনব
অনেক ধন্যবাদ
১১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:০১
কাজী ফাতেমা ছবি বলেছেন: মজা তো লাগবেই ভায়া
পচানিটা খাইছে যেসন
বদ বেটাদের সব কাহিনী করব ফাঁস
জানবে পুরা ন্যাশন হা হা হা হা হা
১২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:০৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন ছড়া
অবশ্য ফেসবুকে জেশন ভায়ার পোষ্টে উত্তরটা দিলে মনে হয় জমত
চলুক ছড়ার লড়াই
++++
০২ রা মার্চ, ২০১৭ বিকাল ৪:১২
কাজী ফাতেমা ছবি বলেছেন: বেচারা হারায় গেছে
উত্তর দিলোই না
আসলও না
০৫ ই মার্চ, ২০১৭ দুপুর ২:১০
কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই বেটা পালাইছে যে
১৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৩৯
আহমেদ জী এস বলেছেন: কাজী ফাতেমা ছবি ,
এই ছড়ার পরে "কি করি আজ ভেবে না পাই" এর কিছু ভাবারই উপায় নেই , কিছু করারও উপায় নেই ............
০২ রা মার্চ, ২০১৭ বিকাল ৪:১৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: ছড়া লুকিয়ে পড়ে বেটা ভেগেছে হাহাহা
আর আসল না এখানে
ধন্যবাদ জী এস ভাইয়া
১৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:০০
মাহমুদুর রহমান সুজন বলেছেন: কী ছড়ারে ভাই। টাষ্কী খাইয়া গেলাম। অসারণ আপুনি।
০৫ ই মার্চ, ২০১৭ দুপুর ২:১০
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ
১৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:০১
মাহমুদুর রহমান সুজন বলেছেন: কী ছড়ারে ভাই। টাষ্কী খাইয়া গেলাম। অসাধারণ আপুনি। ভাল লাগার সবটুকু।
০৫ ই মার্চ, ২০১৭ দুপুর ২:১২
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকস
১৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৫:৩৪
সামিউল ইসলাম বাবু বলেছেন: চমৎকার।
তবে হাটে হাড়ি না ভাঙলেও পারতেন
০৫ ই মার্চ, ২০১৭ দুপুর ২:১১
কাজী ফাতেমা ছবি বলেছেন: কি আর করা হাড়ি ভেঙ্গে দিলাম হাহাহাহ
১৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:১২
সাদা মনের মানুষ বলেছেন:
কিন্তু নারী দেয় না পাত্তা
অবিরত ছ্যাকা
বারেবারে খেয়ে এসব
ঘাড় হয়ে যায় ব্যাঁকা।
............হা হা প গে
০৫ ই মার্চ, ২০১৭ দুপুর ২:১৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: াহাহাহাহ
১৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:১৪
সাদা মনের মানুষ বলেছেন:
বুঝে নাকো নারী জাতীর
সম্মান অতি উঁচু
নারী ছাড়া জীবন যে তার
চুলকানি ওলকচু।
...........আপু, ওনাকে তো ইদানিং দেখা যাচ্ছে কম, তাহলে কি চুলকানি সারাতে ডাক্তারের কাছে দৌড়াচ্ছে নাকি
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪২
কাজী ফাতেমা ছবি বলেছেন: মনে হয় মনে হয়
দেখি নাকো তারে
কি জানি বাপুর ওলকচুর
চুলকানি কি পড়ল গিয়ে ঘাড়ে
১৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:২৭
সাদা মনের মানুষ বলেছেন:
০২ রা মার্চ, ২০১৭ বিকাল ৪:২৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব মজা
২০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:১৮
শামীম সরদার নিশু বলেছেন: হা হা হা হা । ফাতেপি দারুন হইছে
০৫ ই মার্চ, ২০১৭ দুপুর ২:১৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: ফাতেপি ভাল লাগল খুব
২১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫০
শেয়াল বলেছেন:
দারুল মজা
০৫ ই মার্চ, ২০১৭ দুপুর ২:১২
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকু
২২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:০১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা বুঝতে পারছি, সব পুইড়া ছাই হওয়ার আগেই চুপ থাকি তাও কিছুটা পোড়ন থেকে রক্ষা পাবো।
এত সুন্দর ছড়া দিয়ে বোঝানোর জন্য অসংখ্য ভালো লাগা রইল। (আমি কিন্তু নারীর প্রতি শ্রদ্ধা ভালোবাসা ভক্তি রেখেছিলাম)
অনেক অনেক শুভেচ্ছা রইল।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:০৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: সে-তো রাখবেই বাপু
পড়েছো ছবির হাতে
আসো চলে এখানটাতেই
নারী জাতীর সভাতে।
২৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:১৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আমি আপু একশত হাত দূরে থাকি,
নারী আমার অন্তরে পুষি।
ঝগড়া ঝাটি করতে মানা
চোখ থাকিতে হবো শেষে রাতকানা।
০২ রা মার্চ, ২০১৭ বিকাল ৪:১৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: াহাহাহ না দূরে থাকা লাগবে না । ক্ষেপাবো না আর অকে
২৪| ০৫ ই মার্চ, ২০১৭ দুপুর ২:৫৯
অসমাপ্ত কাব্য 21 বলেছেন: কিছুই কমুনা !
একটা কথাও কমুনা !
শুধু দেখে গেলাম আর বলে গেলাম- "ও পুরুষ তুমিও নারী হয়ে যাও তো প্লিজ প্লিজ প্লিইইইইজ.......
১৩ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:২১
কাজী ফাতেমা ছবি বলেছেন: াহাহাহাহাহাহাহাহাহ
হাসি পাচ্ছে খুব
©somewhere in net ltd.
১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:২৮
নেয়ামুল নাহিদ বলেছেন: আপু, আজকে আপনার অনেকগুলো লেখা পড়লাম। সত্যি কথা, আপনার ভক্ত হয়ে গেলাম
এতো মজা করে লেখান আপনি!
আপনার একটা বই তো আসছে জলছবি থেকে। আমারো একটা বই আছে ওখানে, প্রথম বই - "বিষ লেগেছিলো মূলে" স্টলে গেলে চোখ বুলিয়ে নেবেন
আপনার জন্য শুভকামনা।