নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

ভালবাসার কাব্য...৩

০৭ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:৫৩



ফাগুন আসছে-বলে যাচ্ছে-ঝিরিঝিরি হাওয়ায়
উড়ে যাচ্ছে ক্লান্তিগুলো-বসলে দখিন দাওয়ায়
ঝরা পাতার প্রহর এলো-চলো আসি ঘুরে
ছায়াঘেরা সারিসারি-গাছের ছায়ায় দূরে
সবুজ হলুদ পাতার বিছনায়-বসব বিকেল বেলায়
মিষ্টি হাওয়ায় পাশাপাশি-ভাসব সুখের ভেলায়।
গাছের গোঁড়ায় হেলান দিয়ে-পা ছড়িয়ে বসে
আলাপ করবো যা ইচ্ছে তাই-দু'জন রঙ্গে রসে।
চুলে তোমার হাওয়া লেগে-উড়বে এলোমেলো
মুগ্ধ হবো ফাগুন বেলায়-খাসা সময়গুলো।
ক্লান্তি এলে মনের ভিতর-পাতার বিছনায় শুবো
চক্ষু মোদে আরাম করে-চুপটি করে র'বো।
তুমি গাইবে সুরে সুরে-শুনবো কর্ণ পেতে
তোমার জন্য মনে রাখি-প্রেমের আসন পেতে।
উপর থেকে অবিরত- ঝরবে ঝরঝর পাতা
খুলব মনে চুপিচুপি-মনের কাব্যের খাতা।
লিখব ছন্দে তোমায় নিয়ে-ভালবাসার কথা
বাঁধব বন্ধন শক্ত প্রেমে-ছিঁড়বে না প্রেম সূতা।
-
বকবকিয়ে যাচ্ছি শুধু-যাবে কি-না বলো
গেলে বাপু পিছন পিছন-এবেলাতে চলো।
ধরবে নাকি হাতটি আমার-শক্ত করে মুঠায়
শিহরণের ক্ষণে দেখবে-প্রেমের ফুলই ফুটায়।
তুমি বাপু ক্ষেতই রইলে-মুখটা বোঁচা পেঁচা
ইচ্ছে লাগে শিল দিয়ে দি-শক্ত একটা ছেঁচা।
পানসে মুখে কেমনে বাপু-থাকো দিবারাতি
বাঁকামুখো ছেলে তুমি-কেমনে হলে সাথী।
থাকো থাকো ঘরে বসে-আমি বাপু চললুম
একলা একা যেদিক ইচ্ছে-সে পথটিই ধললুম।

(নেট কালেকটেড ছবি)

মন্তব্য ২৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:১০

সঞ্জয় নিপু বলেছেন: ছবি সুন্দর হইছে।

০৭ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:৪২

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকু :)

২| ০৭ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:১১

সঞ্জয় নিপু বলেছেন: সাথে সাথে কবিতাটা ও দারুন। :)

০৭ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: সাথে ধন্যবাদ অনেক অনেক

শুভেচ্ছা সতত
ভাল থাকুন

৩| ০৭ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:২৩

সামিউল ইসলাম বাবু বলেছেন: ভালোবাসার কাব্যই ভালোবাসা রইলো।

০৭ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালবাসা গ্রহণ করলাম
জাজাকাল্লাহ ভাইয়া ভাল থাকুন

৪| ০৭ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:২৪

অগ্নি সারথি বলেছেন: যেতে চাই আমিও!
কবিতা সুন্দর হয়েছে।

০৭ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: চলেন যাই গা হাহাহাহাহ

অনেক ধন্যবাদ দাদা ভাল থাকুন

৫| ০৭ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:৪১

মোঃ গাউছুল আজম বলেছেন: মনোহর

০৭ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাইয়া ভাল থাকুন

৬| ০৭ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:৫৮

চাঁদগাজী বলেছেন:

"থাকো থাকো ঘরে বসে-আমি বাপু চললুম
একলা একা যেদিক ইচ্ছে-সে পথটিই ধললুম। "

-এই কারণেই ব্লগ ভরে যাচ্ছে "হারানো প্রেমের" কবিতায়; " চললুম", বলেই নাকি প্রিয়ারা চলে যায়?

০৮ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: জনাব এই তো সেই চলা না এত অভিমানের চলা
আপনি যা বুঝেছেন তা নয় জনাব

ছ্যাকা দেয়া নয় হাহাহাহাহাহ

৭| ০৭ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:১২

ডঃ এম এ আলী বলেছেন: এই ফাগুনে এখন এই গাছে পাতা গজাবে ।
এখনই
একলা একা সেদিক পানের পথটি ধরলে্ই
পাওয়া যাবে ফাগুনের বসন্ত দিনের সুখ :) হা হা হা

০৮ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: গজাচ্ছে তো দারুন প্রকৃতি এখন

ধন্যবাদ কিন্তু একলা না আপনাকেও সাথে নিবো কয়ে দিলুম

৮| ০৭ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:২১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শীল দিয়ে খোঁচা দিলে বোতা নাক আরও বোতা হয়ে যাবে আপু, ভেঙেও যেতে পারে। তখন কিন্ত বারে বারেই পড়বে শুধু মনে। হে হে হে।

ভালোবাসার কাব্য আর ফাগুন কাব্য যাই বলেন, দারুণ হয়েছে। তবে নিচের কাব্যটুকু আমাকে হাসিয়েছে, খুব মজার ভালোবাসা প্রকাশ এখানেও।

০৮ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৪৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: াহাহাহাহাহা মাঝে মাঝে ইচ্ছে হয় যে তোতা ভুতা কইরা ফেলতে মাইরা হাহাহা

থ্যাংকু

৯| ০৭ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:২৯

ধ্রুবক আলো বলেছেন: থাকো থাকো ঘরে বসে-আমি বাপু চললুম
একলা একা যেদিক ইচ্ছে-সে পথটিই ধললুম।
++
বেশ সুন্দর ছন্দে ছন্দে লিখেছেন খুব ভালো লাগলো, অভিনন্দন।

০৮ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৪৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ধ্রুবক ভাইয়া

কিন্তু + পড়ে নাই :(

ভাল থাকুন শুভেচ্চা সতত :)

১০| ০৭ ই মার্চ, ২০১৭ রাত ৮:১৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এই ব্লগার কমেন্টের রিপ্লাই দেয় না , তাই কমেন্ট করিনা। :-P :-P

০৮ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৪৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: এই যে আইয়া পড়ছি । কমেন্ট না্ দিনে খবর আছে আজ নারী দিবস
মাইরায়ালবাম কুইট্টায়ালবাম হাহাহাহ

১১| ০৮ ই মার্চ, ২০১৭ সকাল ৯:১৬

মোস্তফা সোহেল বলেছেন: ভাল লাগল

০৮ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৪৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া ভাল থাকুন

১২| ১০ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:০৫

পুলহ বলেছেন: কবিতার শেষের স্তবকটা পড়ে খুব, খুবই আনন্দ পেলাম।
আগেও বলেছিলাম বোধহয়, আবারো বলি- আপনাকে আমার খুবই স্বতঃস্ফুর্ত এবং স্ফুর্তিবাজ একজন মানুষ বলে মনে হয় !এবং অবশ্যই আমার এমন ধারণা হয়েছে আপনার কিছু পোস্ট পড়ে।
ভালো আছেন আপু আশা রাখি। ভালো থাকবেন !
শুভকামনা!

১২ ই মার্চ, ২০১৭ দুপুর ২:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: ১০২ বার ঠিক বলেছেন। আমি আসলেই আনন্দ করতে ভালবাসি। আর হাসি লেগেই থাকে মুখে। আলহামদুলিল্লাহ ভাল আছি। ভাল থাকাটা নিজের কাছে আসলে। এক জীবনে সব পাওয়ার আশা করাও বোকামি। যেটুক দিছেন মহান আল্লাহ অনেক ভাল আছি তাতেই সন্তুষ্ট। আপনি কেমন আছেন ভাইয়া।
ভাল থাকুন আপনিও শুভেচ্ছা সতত

১৩| ১২ ই মার্চ, ২০১৭ রাত ৩:০৪

অতঃপর হৃদয় বলেছেন: সুন্দর ++++++

১২ ই মার্চ, ২০১৭ দুপুর ২:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকু পিচ্চি ভাইয়া

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.