নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

বৃষ্টি ভেজা উদাস দুপুর........

১১ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৪৭



দিবারাতি ঝরছে বৃষ্টি
ফোঁটা ফোঁটা আকাশ ফুঁড়ে
পাতায় পাতায় হাওয়ার কাঁপন
আয় না বৃষ্টি আরো জোড়ে।

আকাশ'টাতে মেঘের ছায়া
ঠান্ডা লাগে বৃষ্টির হাওয়া
এলোমেলো হাওয়ার তোড়ে
বৃষ্টির ছিটায় ভিজল দাওয়া।

নেই থেমে নেই ব্যস্ত শহর
ফেরিওয়ালা ছাড়ে হাক
ছুটে চলা মানুষগুলোর
মাথায় খাচ্ছে ছাতা ঘুরপাক।

সেন্ডেল পায়ে ছপছপাছপ
হাঁটছে মানুষ রাস্তার উপর
জলে ভেজা শহর আমার
বিবর্ণতার উদাস দুপুর!

বৃষ্টি ভেজা পিচের পথে
হেঁটে চলে ব্যস্ত জীবন
কেউ জানে না মুগ্ধ হতে
যে যার মত সাজায় ভুবন।

পাতায় পাতায় বৃষ্টির ফোঁটা
মুক্তোর মত জল - ঝলমলায়
পাতার যেনো বিষন্ন মন
পাতার চোখে জল - টলমলায়।

মন্তব্য ৩৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ১১ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৫৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো আপু।

দিবারাতি ঝরছে বৃষ্টি
ফোঁটা ফোঁটা আকাশ ফুঁড়ে
পাতায় পাতায় হাওয়ার কাঁপন
আয় না বৃষ্টি আরো জোড়ে।" খুব বেশি ভালো লাগলো

১২ ই মার্চ, ২০১৭ সকাল ১১:৫১

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া...

২| ১১ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৫৯

শাহরিয়ার কবীর বলেছেন:
খুব সুন্দর লিখেছেন .+++++

১২ ই মার্চ, ২০১৭ সকাল ১১:৩৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ কবীর ভাইয়া ভাল থাকুন :)

৩| ১১ ই মার্চ, ২০১৭ দুপুর ১:৩৪

আরণ্যক রাখাল বলেছেন: এই বৃষ্টিই অসহ্য লাগছে। আরও তেড়ে আসতে বলছেন?

১২ ই মার্চ, ২০১৭ সকাল ১১:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: বৃষ্টি আল্লাহ তাআলার রহমত

যদিও অতিবৃষ্টি মানুষের দূর্ভোগের কারণ হয়।

আচ্ছা বৃষ্টি দু একদি দূরে যা- হাহাহা যখন গরম বেশী তখন আবার আসিস
হইছে

ধন্যবাদ পোস্টে আসার জন্য

৪| ১১ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:৫২

নাদিম আহসান তুহিন বলেছেন: অসময়ে বৃষ্টি,,,আমার কাজের ব্যাঘাত ঘটাচ্ছে,,,কষ্টে আছি,,,তবে কবিতাটা ভালো লেগেছে,,,

১২ ই মার্চ, ২০১৭ সকাল ১১:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: কাজে সাফল্য আসুক তবে বৃষ্টি আল্লাহর রহমত

এতে মন খারাপ করতে নাই। আল্লাহ যা করেন ভালর জন্য করেন।

অনেক ধন্যবাদ তুহিন ভাইয়া ভাল থাকুন

৫| ১১ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:০৩

সুমন কর বলেছেন: যেদিন ছাতা নিয়ে যাই, সেদিন বৃষ্টি হয় না !! আর না নিলে, বৃষ্টি হয় !!! X((

কবিতায় +।

১২ ই মার্চ, ২০১৭ সকাল ১১:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: এটা ঠিক বলেছেন দাদা । এজন্য ছাতাই সঙ্গে রাখি না । বৃষ্টিতে ভিজতে মজাই লাগে

অনেক ধন্যবাদ আপনাকে

৬| ১১ ই মার্চ, ২০১৭ রাত ১১:৪৯

জগতারন বলেছেন:
নাদিম আহসান তুহিন বলেছেন:
অসময়ে বৃষ্টি,,,আমার কাজের ব্যাঘাত ঘটাচ্ছে,,,কষ্টে আছি,,,তবে কবিতাটা ভালো লেগেছে,,,


আমারও কথা তাই।

১২ ই মার্চ, ২০১৭ সকাল ১১:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহর রহমত হলো বৃষ্টি । ইনশাআল্লাহ কাজের ভাল ফলাফলও পেতে পারেন

ধন্যবাদ আপনাকে ভাল থাকুন

৭| ১২ ই মার্চ, ২০১৭ রাত ২:৫৬

অতঃপর হৃদয় বলেছেন: ভাল++++++++++

১২ ই মার্চ, ২০১৭ সকাল ১১:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ হৃদয় ভাইয়া

৮| ১২ ই মার্চ, ২০১৭ সকাল ১১:০৭

উম্মে সায়মা বলেছেন: বৃষ্টি ভেজা পিচের পথে
হেঁটে চলে ব্যস্ত জীবন
কেউ জানে না মুগ্ধ হতে
যে যার মত সাজায় ভুবন।

সুন্দর :)

১২ ই মার্চ, ২০১৭ সকাল ১১:৪৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আপি

বৃষ্টি কেমন লাগে আপনার ?

ভাল থাকুন

৯| ১২ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৩৮

উম্মে সায়মা বলেছেন: বৃষ্টি আবার কার না ভালো লাগে আপু! ইশ কতদিন বৃষ্টিতে ভিজি না :|
বৃষ্টি নিয়ে আমার ছোট্ট একটা লেখা
সময় থাকলে পড়ে দেখার অনুরোধ রইল।
আপনিও ভালো থাকুন। ধন্যবাদ।

১২ ই মার্চ, ২০১৭ দুপুর ২:১৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপু পড়ে আসছি একদম আমার মনের কথাগুলো যেনো। পিছনে ফিরে যেতেই হলো। ভাল লাগা রেখে এলাম আপনার পোস্টে । ধন্যবাদ সুন্দর পোস্টটা আমার সাথে শেয়ার করার জন্য

১০| ১২ ই মার্চ, ২০১৭ দুপুর ১:৩৯

হাবিব শুভ বলেছেন: বেশি বৃষ্টি ভাল না আবার । সুন্দর হয়েছে

১২ ই মার্চ, ২০১৭ দুপুর ২:২০

কাজী ফাতেমা ছবি বলেছেন: হ্যা এটা সত্য। বেশী কোন কিছুই ভাল না। এবার শীত পড়ে নাই - বসন্তে ঝুম বৃষ্টি কি যে হচ্ছে আবহাওয়ার পরিবর্তনে

অনেক ধন্যবাদ আপনাকে আামার পোস্টে আসার জন্য ভাল থাকুন

১১| ১২ ই মার্চ, ২০১৭ দুপুর ২:৫৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ছবি দেইখা তো মুগ্ধ হয়ে গেছি!!! লেখাও মন্দ নয়.........।

১২ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপি ঠিক ছবিটাই এমন

সুন্দর এনিমেশন । নেট কালেকটেড

অনেক ধন্যবাদ ভাল থাকুন আপি

১২| ১২ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:১০

ধ্রুবক আলো বলেছেন: সুমন ভাইয়ের কথার সাথে পুরো মিল খাইলাম! বৃষ্টি কোনোদিন দরকারের সময় খোঁজ পাওয়া যায়না।।
যায় হোক,
কবিতায় +++ বেশ সুন্দর হয়েছে।

১২ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: কথা সত্যই । প্রয়োজনের সময় কিছুই পাওয়া যায় না্ ।

ধন্যবাদ ভাল থাকুন ভাইয়া :)

১৩| ১২ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:২০

কানিজ ফাতেমা বলেছেন: ছুটির দিনে বৃষ্টি ! আহা !

১২ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: কাল দিনটা খুব মজাতেই গেলো। ধন্যবাদ আপি

১৪| ১২ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:৪৫

বিলকিছ৫৩৯২ বলেছেন: ধন্যবাদ,ভাল হয়েছে

১২ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনাকেও ধন্যবাদ আপি ... ভাল থাকুন সাথেই থাকুন

১৫| ১২ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:১৮

আহমেদ জী এস বলেছেন: কাজী ফাতেমা ছবি ,



সেই দিন আর নেই, যে বৃষ্টিতে ভিজে দুপুরটা উদাস হয়ে উঠবে ।
এখনকার দিনগুলো যান্ত্রিক । বৃষ্টিতে ভিজে দুপুরটা উদাস হয় না আর , নেতিয়ে যায় । এমন কথাই বলেছেন কয়েকজন মন্তব্যে। আপনিও বলেছেন - নেই থেমে নেই ব্যস্ত শহর।

ভালো লিখেছেন ।

১২ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম ব্যস্ত শহর থেমে নেই। সবাই যে যার মত রোজি রোজগারে নেমে পড়ে কি বৃষ্টি কি রোদ - আর গ্রামে তো বৃষ্টি হলে সবাই বসে কেরাম খেলতাম চুর পুলিশ খেলতাম লুডু দাবা আর আম্মা চালভাজা পেয়াজ মরিচ মাখিয়ে দিয়ে যেতেন একটু পর আবার চা -আহারে সেই দিনগুলো

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য

১৬| ১২ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:৫১

উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ আপু আপনার ব্যস্ত সময়েরর একটু সময় আমাকে দেবার জন্য। আপনি বৃষ্টি কেমন লাগে প্রশ্ন করায় ভাবলাম উত্তর তো আমার ওই লেখাতেই আছে। তাই লিংকটা আপনার সাথে শেয়ার করা। যদিও একটু দ্বিধান্বিত ছিলাম আবার কি মনে করেন।
আপনি পড়েছেন এবং ভালো লেগেছে জেনে ভালো লাগল।
পাতায় পাতায় বৃষ্টির ফোঁটা
মুক্তোর মত জল - ঝলমলায়
পাতার যেনো বিষন্ন মন
পাতার চোখে জল - টলমলায়।

কী সুন্দর অনুভূতির প্রকাশ!
শুভ কামনা ছবি আপু.....

১৩ ই মার্চ, ২০১৭ দুপুর ২:৪৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপি খুব খুশি হয়েছি। মাঝে মাঝে এমন করলে খুব খুশি হবো।

জাজাকাল্লাহ আপি। ভাল থাকুন

১৭| ১৫ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:১৯

রিকতা মুখাজীর্র্ বলেছেন: আমারও বৃষ্টি খুব ভালো লাগে,আমাকে অন্য কোথাও নিয়ে চলে যায়।

১৫ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি দিদি আমি কখনো বিরক্ত হই না বৃষ্টি বেশী হলেও । অফিস থেকে ভিজে বাসায় যাই । তবে বর্তমানে টাটা পড়ে বেশী ডর লাগে

অনেক ধন্যবাদ দিদি ভাল থাকুন

১৮| ১৫ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:৩৪

রিকতা মুখাজীর্র্ বলেছেন: আপনিও ভাল থাকুন ,তবে এইভাবে স্কুলের ছাত্রী কে দিদি বলবেন না,আমি আপনার বোনের মতো এই সবে মাধ্যমিক দিলাম।

১৫ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:৩৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: তাতো জানতাম না পিচ্চি বোন সরি :)

১৯| ১৫ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:৩৮

রিকতা মুখাজীর্র্ বলেছেন: ঠিক আছে,ভালো থাকুন,আর আরো বৃষ্ঠি কে ভালোবাসুন।

১৫ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি বৃষ্টি এবং মানুষ ফুল ফল পাখ পাখালি সবই ভালবাসি বাসব ইনশাআল্লাহ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.