নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

বৃষ্টি কাব্য....

২০ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:১১


নেট কালেকটেড এনিমেশন ছবিটি

©কাজী ফাতেমা ছবি

মেঘলা আকাশ-মেঘলা দিনে
বসে জানলার পাশে
বইয়ের পাতায় তোমার ছবি
চোখে কেবল ভাসে।

এসে দেখো এখান'টাতে
ঝরছে বৃষ্টি অঝোর
জোড়া শালিক বৃষ্টি দেখছে
আমি কেবল বেজোড়!

জানলার পর্দা নড়ে চড়ে
ফাঁকে আসে হাওয়া
বৃষ্টির ছিটায় ভিজল পাতা
ভিজল দখিন দাওয়া।

গাছের পাতায় বৃষ্টির কান্না
থিরথিরিয়ে কাঁপে
এসো চলে কাটবে ভালো
উষ্ণ চায়ের তাপে।

যেয়ো নাকো ঘরের বাইরে
বৃষ্টি দেখবো সাথে
ইচ্ছে হলেই রাখতে পারো
হাতটা আমার হাতে।

হিমেল হাওয়ার শিহরণে
কাঁপবে যখন তুমি
ছুঁয়ে দিলে তোমায়-হবে
সুখের মনোভূমি।

এমন দিনে একলা একা
ভাল্লাগে না আমার
চলে যাচ্ছো হনহনিয়ে
হৃদয় যেনো তামার!

২।
রিনিঝিনি বৃষ্টির নুপূর
বাজে আমার প্রাণে
সময় কাটুক এমন দিনে
মৃদু সুরের গানে।

বইয়ের পাতায় মন ডুবিয়ে
পড়ব প্রেমের গল্প
ভাসবো সুখে উথাল পাতাল
গাইবো সুরে অল্প।

অফিস কামাই করবো আমি
হবো বৃষ্টির সঙ্গী
বৃষ্টির জলে পা ছুঁয়ায়ে
ইচ্ছের পাখি ঢঙ্গী।

ফাগুন গেলো চৈত্র এলো
অবেলার এই বৃষ্টি
বন্ধু তুমি চলে এসো
হয়ে আজকে ইষ্টি।

দু'জন মিলে বৃষ্টি বেলায়
প্রেমে হবো সিক্ত
আর হবো না তুমি আমি
ভালবাসায় রিক্ত।



৩।
বৃষ্টির জলে ধুয়ে দিবো
মনের যত কষ্ট
যাবো নাকো সে পথে আর
যে পথ ছিলো ভ্রষ্ট।

মন'টা যেনো হয় গো আমার
বৃষ্টির মতন স্বচ্ছ
এই দুনিয়ার যত মোহ
লাগে যেনো তুচ্ছ।

প্রভুর রহমত বৃষ্টির ধারায়
ভাসিয়ে দিব পাপ
ক্ষমা চাইবো প্রার্থনাতে
প্রভু করো পাপ মাফ।

শীতল জলের ছায়ায় বসে
আসবে মনে শান্তি
কেটে যাবে মনমাঝারের
অশুভ সব ভ্রান্তি।

শোকর গুজার করি প্রভু
বসে বৃষ্টির ছায়ায়
কি অপরূপ বৃষ্টির ফোঁটা
টানে স্নিগ্ধ মায়ায়।

ভালবাসি প্রভু তোমায়
বৃষ্টি ভালবাসি
বৃষ্টির জলের ছোঁয়ায় মনে
শান্তি রাশি রাশি।


মন্তব্য ২৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২০ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:২১

এম এ কাশেম বলেছেন: বৃষ্টির কবিতা বৃষ্টির মতই ঝরছে।

শুভ কামনা বৃষ্টির কবি ছবি।

২০ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া
বৃষ্টির দিনের শুভেচ্ছা আপনাকে
ভাল থাকুন

২| ২০ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৩৬

শাহজালাল হাওলাদার বলেছেন: বৃষ্টির দৈর্ঘ্য লম্বা হাওয়ার আগেই কবির লম্বা বৃষ্টি কাব্য দেখছি!

২০ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:১৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহা ..... বৃষ্টির দৈর্ঘ্যটা লম্বা হয়েছে দুপুরে আবার আসছিল -ভিজে বাসায় গেলাম

ধন্যবাদ পড়ার জন্য :)

৩| ২০ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৪৫

মোস্তফা সোহেল বলেছেন: সুন্দর ঝরঝরে কবিতা।

২০ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:২১

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া

কিন্তু লেখা পোস্টের সাথে সাথেই মানুষ নিজের নামে পোস্ট করে দিচ্ছে

কেমন লাগে বলেন। :(

৪| ২০ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৪৬

ধ্রুবক আলো বলেছেন: বৃষ্টি ময় কবিতা লহু সুন্দর লিখেছেন, বেশ ভালো লাগলো।
.
জোড়া শালিক বৃষ্টি দেখছে
আমি কেবল বেজোড়!।
- আপনি কেবল বেজোড়!
.
বৃষ্টির জলে ধুয়ে দিবো
মনের যত কষ্ট
যাবো নাকো সে পথে আর
যে পথ ছিলো ভ্রষ্ট।
+++++

২০ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ধ্রবক ভাইয়া

ভাল থাকুন অনেক অনেক

৫| ২০ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৫০

জীবন সাগর বলেছেন: অসাধারণ লিখেছেন আপু। লাইক রইল

২০ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ জীবন সাগর
শুভেচ্ছা আর ভালবাসার জানবেন

ভাল থাকুন

৬| ২০ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৫৭

রাশেদ রায়হান বলেছেন: মেঘলা আকাশ-মেঘলা দিনে
বসে জানলার পাশে
বইয়ের পাতায় তোমার ছবি
চোখে কেবল ভাসে।

এসে দেখো এখান'টাতে
ঝরছে বৃষ্টি অঝোর
জোড়া শালিক বৃষ্টি দেখছে
আমি কেবল বেজোড়!

জানলার পর্দা নড়ে চড়ে
ফাঁকে আসে হাওয়া
বৃষ্টির ছিটায় ভিজল পাতা
ভিজল দখিন দাওয়া
....... অসম্ভব সুন্দর....!!!

২০ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:৪২

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্য লেখার অনুপ্রেরণা

অনেক ধন্যবাদ ভাইয়া
ভাল থাকুন সর্বদা
শুভেচ্চা সতত

৭| ২০ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৫৮

কলমের কালি শেষ বলেছেন: চমৎকার বৃষ্টিকাব্য ।

প্রথম ছবির মেয়েটা একা বসে আছে, তাই ভাবতেই খারাপ লাগছে ! ;)

২০ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:৪৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ

ছবির মেয়েটা ভাবে আছে -আমার মনে হয় সে ভালই আছে বইয়ে ডুবে আছে

ভাল থাকুন আর বৃষ্টিকে ভালবাসুন ।

৮| ২০ শে মার্চ, ২০১৭ দুপুর ১:১৪

অতঃপর হৃদয় বলেছেন: এত সুন্দর সুন্দর ছবি পান কই?? নাম ছবি দেখে কি সুন্দর সুন্দর ছবি আপনিই খুঁজে পান আপু? অনেক সুন্দর কবিতা। প্রেমে তো অনেক আগেই পড়ে গেছি... :) :)

২০ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:৫২

কাজী ফাতেমা ছবি বলেছেন: াহাহাহাহাহ .....। হ্যা আমার জন্যই ছবিগুলো রেডি থাকে । তুমি চাইলে দিতেও পারবো অনেক

আয় হায় বলো কি- ....। হাহাহাহাহাহ

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ

৯| ২০ শে মার্চ, ২০১৭ দুপুর ১:২৯

সোনামণি বলেছেন: অসাধারণ কবিতা।

২০ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ সোনামণি

ভাল থাকুন
শুভেচ্ছা রইল অনেক

১০| ২০ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:৩৩

আখেনাটেন বলেছেন: মন'টা যেনো হয় গো আমার
বৃষ্টির মতন স্বচ্ছ
এই দুনিয়ার যত মোহ
লাগে যেনো তুচ্ছ।
-- সুন্দর ভাবের প্রকাশ।

২০ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আখেনাটেন
ভাল থাকুন সাথেই থাকুন

১১| ২১ শে মার্চ, ২০১৭ ভোর ৪:৫০

ডঃ এম এ আলী বলেছেন: কবিতা ও ছবি উভয়ই ভাল লেগেছে ।
শুভেচ্ছা রইল ্

২১ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:১৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাইয়া

ভাল থাকুন সাথেই থাকুন

১২| ২১ শে মার্চ, ২০১৭ দুপুর ১:১৩

বিলিয়ার রহমান বলেছেন: ভালবাসি প্রভু তোমায়
বৃষ্টি ভালবাসি
বৃষ্টির জলের ছোঁয়ায় মনে
শান্তি রাশি রাশি।



সুন্দর লিখেছেন আপি!:)

২১ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:১৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ বিলিয়ার ভাইয়া
ভাল থাকুন
শুভেচ্ছা সতত :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.