নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
©কাজী ফাতেমা ছবি
স্বাধীনতা মানে কি তবে এই-জঙ্গীর কবলে বাংলাদেশ
স্বাধীনতা মানে কি তবে এই-সর্বত্র কেবল আতংকের রেশ!
স্বাধীনতা বুঝি- নেতাদের মুখের হড়বড় মিথ্যে বুলি
স্বাধীনতা মানে কি- দেশজুড়ে সন্ত্রাসীরা খেলে রক্তের হুলি!
স্বাধীনতা বলতে কি - সত্যের পথগুলো হয়ে গেলো রুদ্ধ
স্বাধীনতা হায়- দূর্নীতির কবলে পড়ে হলো ফের অশুদ্ধ!
স্বাধীনতা তোর জন্মদিনে-টিভিতে দেখি শংকার লাইভ
স্বাধীনতা কি তবে থাকবে নিভৃত্তে চুপচাপ মনের আর্কাইভ!
স্বাধীনতা এখন যেনো- তিলকে মুহুর্তেই বানানো তাল
স্বাধীনতার আঁচলে মাথা রেখে কারা চালায় দেশ ধ্বংসের কূটচাল?
স্বাধীনতা তুই সাতচল্লিশের মধ্য বয়স্ক এক বুড়ো জুজু
স্বাধীনতা তুই যেনো আজ নত দাঁড়িয়েছিস রুগ্ন কুঁজো!
স্বাধীনতা তোর বুক যেনো আজ অশুভ শক্তির বিচরণক্ষেত্র
স্বাধীনতা, হারানো স্মৃতি বুকে আজো মা বোনদের ভেজা নেত্র!
স্বাধীনতা তোর পিঠে এখনো পতপত ওড়ে লাল সবুজের পতাকা
স্বাধীনতা মা বোনের ইজ্জতের বিনিময়ে তোর বুকেই ছিল স্বপ্ন রাখা!
স্বাধীনতা তোর জন্মদিনে কেনো তবে - রক্তে ভাসে দেশ আমার
স্বাধীনতা তুই বুঝি হলি আত্মঘাতি - এ দেশ কি তবে জঙ্গীদের খামার!
স্বাধীনতা তুই তো আজ সাংবাদিকদের মুখের মিছে কথার ফুলঝুড়ি
স্বাধীনতা তুই স্বেচ্চাচারীদের আকাশে ওড়া নাটাই ছেঁড়া ঘুড়ি।
স্বাধীনতা তুই জঙ্গী জঙ্গী নাটক-আইএস বুঝি তোর নায়ক
স্বাধীনতা তুই টক শো, রিয়েলিটি শো, লাইভে হেঁড়েগলার গায়ক।
স্বাধীনতা এখন তুই প্রশ্নপত্র ফাঁস নামের মেধার কলংক
স্বাধীনতা তুই রাজনীতির প্যাঁচ খেলানো এক জঠিল অংক।
স্বাধীনতা তুই আধাবুড়ো যুবক, পড়েছিস আজ মাটিতে নেতিয়ে
স্বাধীনতা আর ধরবি না দেশের হাল টগবগ রক্তে বুক'টা চেতিয়ে?
স্বাধীনতা তোর জন্মদিনে কেক কাটা হলো জঙ্গীর আতশ ফুটল
স্বাধীনতা তোর জন্মদিনে স্টবেরি রক্ত রঙ কেক কিছু মানুষের জীবনে জুটল।
স্বাধীনতা জানিস আবারো চাই সন্ত্রাসীদের কবল হতে দেশের স্বাধীনতা
স্বাধীনতা চাই সকল অশুভ শক্তি ওড়ে যাক বৈশাখী ঝড়ে, ঘুচে যাক সব দৈন্যতা।
স্বাধীনতা তোর আঁচলেই হোক আবার নির্ভয়ে বেঁচে থাকা
স্বাধীনতা তোর বুকেই হোক আপামর জনতার নির্ভয়ে স্বপ্ন আঁকা!
(২৬-০৩-২০১৭ রাত)
২৭ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:০৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আঘাতপ্রাপ্ত
ভাল থাকুন
শুভেচ্ছা সতত
২| ২৭ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:৩৯
শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা সুন্দর হয়েছে ।
২৮ শে মার্চ, ২০১৭ সকাল ১০:৩৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ কবীর ভাইয়া ভাল থাকুন সাথেই থাকুন
শুভেচ্ছা সতত
৩| ২৭ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৩১
ধ্রুবক আলো বলেছেন: কবিতা খুব সুন্দর লিখেছেন, ভালো লাগলো।
২৮ শে মার্চ, ২০১৭ সকাল ১০:৩৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাইয়া ভাল থাকুন
শুভেচ্ছা রইল অনেক অনেক
৪| ২৭ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৪০
চাঁদগাজী বলেছেন:
আজকের স্বাধীনতার এই রূপ
২৮ শে মার্চ, ২০১৭ সকাল ১০:৩৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: জী চাঁদ ভাইয়া ঠিক এমনই রূপ
দাঙ্গা হাঙ্গামা জঙি
আর রাস্তায় যন্ত্র দানবের চাকায় পিষ্ট মানুষ
কিছুই ভাল লাগে না।
ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য
৫| ২৭ শে মার্চ, ২০১৭ রাত ১১:০৪
সুমন কর বলেছেন: সবগুলো বিষয়ই দারুণভাবে তুলে ধরেছেন। ধন্যবাদ।
২৮ শে মার্চ, ২০১৭ সকাল ১০:৩৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ দাদা
ভাল থাকুন
ভালবাসার আর শুভেচ্ছা রইল
৬| ২৮ শে মার্চ, ২০১৭ রাত ২:২৯
ডঃ এম এ আলী বলেছেন:
স্বাধিনতার অর্থ খুব ব্যপক, ঘুটি কয়েক কথায় একে করা যায়না সংজ্ঞায়ীত,
বুজতে হয় মন , প্রাণ , দেহ, হৃদয় ও জীবন দিয়ে। যারা বুঝেছিল তারা
হয়েছে শহীদ, যারা হয় নাই শহীদ,তাদের অনেকেই বুঝে বিবিধ।কেও
হয় রাজা ,কেও প্রজা,কেও কিছু পায়, কেও কিছু নাহি পায়, সুযোগ
সুবিধার পিছে শুধু দৌঁড়ায় ,আর কেও উড়ায় শুধু কথার ফানুষ।
কেও কেও করে তারিফ , কেও কেও ভাবে কি প্রয়োজন তার,
চলুকনা যেমন আছে তেমনটাই, কখন আবার কোন প্যাচে
পরে যাই,স্বাধিনতাকে নিয়ে শুধু হাহাকার দেখি যেদিকে
তাকাই , এটা স্বাধিনতার দুষ না কি নীজেদেরই দুষ
ভেবে ভেবে তার কোনই কুল কিনারা নাহি পাই।
আপন মনের মাধুরী মিশিয়ে লিখা কবিতাটির
জন্য ধন্যবাদ সাথে রইল শুভেচ্ছা ।
২৮ শে মার্চ, ২০১৭ সকাল ১০:৩৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর বলেছেন
দেশের পরিস্থিতি ভাল না আলী ভাইয়া
ধন্যবাদ পাশে থাকার জন্য
ভাল থাকুন খুব
৭| ২৮ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৫৭
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার।
ভালো থাকবেন নিরন্তর। ধন্যবাদ।
২৮ শে মার্চ, ২০১৭ দুপুর ১:১০
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ-ভালো থাকুন আপনিও
পাশেই থাকুন
শুভেচ্ছা সতত
৮| ২৮ শে মার্চ, ২০১৭ দুপুর ১:৪১
অতঃপর হৃদয় বলেছেন: অসাধারণ!!!!!!!!!!!
২৮ শে মার্চ, ২০১৭ দুপুর ২:০৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
ভাল থাক অনেক
৯| ২৮ শে মার্চ, ২০১৭ দুপুর ২:০২
বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর লিখেছেন আপি!
প্লাস!
২৮ শে মার্চ, ২০১৭ দুপুর ২:০৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া কিন্তু দু:খের বিষয় হলো ...... লেখা কপি পেস্ট হয়ে গেছে আমার চেয়ে লাইকবেশী পাইয়ালছে চোরে দল
১০| ২৮ শে মার্চ, ২০১৭ দুপুর ২:১২
বিলিয়ার রহমান বলেছেন: হা হা হা!!!
আহেন একসাথে কান্দি!
২৮ শে মার্চ, ২০১৭ দুপুর ২:১৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহা কান্দন ছাড়া আর উপায় নাই
©somewhere in net ltd.
১| ২৭ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:০৫
আঘাত প্রাপ্ত একজন বলেছেন: স্বাধীনতা তোর বুকেই হোক আপামর জনতার নির্ভয়ে স্বপ্ন আঁকা!
ভালো লাগলো