নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

অপ্সরা পিকে......

২৮ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৩৩



অপ্সরা তুমি অপ্সরা--রূপে গুনে মাখামাখি
ভিতর তোমার রঙধনু রঙ-হাজার ছবি আঁকাআঁকি।
ছন্দে ভরা জীবন তোমার-কাব্য ছড়ায় শব্দের খেলা
চোখে তোমার মুগ্ধ আবেশ-ঠোঁটে বসাও হাসির মেলা।
তুমি হলে অলরাউন্ডার-রেঁধে আবার চুলও বাঁধো
রেগেমেগে আগুন হলে-চোখ রগড়িয়ে একলা কাঁদো।
রাগ কমানোর কত বুদ্ধি-পেপার ছিঁড়ো বালিশ কিলাও
উল্টা গুনো চিৎকার করো-এসব বুদ্ধি আবার বিলাও।
খাতা জুড়ে আঁকতে থাকো-মানুষ কিংবা চোখের ছবি
আপি তুমি সবজান্তা যে- নখ দর্পণে তোমার সবি।
নাচে গানে পারদর্শী-কি পারো না তাই যে ভাবি
ও আপি বলো না আমায়-তোমার কাছে জানার দাবী।
কণ্ঠে তোমার মধুমাখা-আপি তুমি বড্ড গুণী
সুরের টানে মোহে ভাসি-আবৃত্তিটা যখন শুনি।
পিৎজা রাঁধো পিঠা বানাও- হরেক রঙের ছড়াছড়ি
তোমার এসব কান্ড দেখে-হেসেই তো খাই গড়াগড়ি।
যখন ইচ্ছে ভুত'টা চাপে-ইচ্ছে তোমার ইচ্ছে স্বাধীন
গল্প লিখ, কাব্য বানাও-বন্ধ ঘরে নাচো তা-ধীন।
হঠাৎ তোমার কি হয় জানি-বাঁধো খোঁপায় হীরা পান্না
পিছন দিকে মুখ ফিরিয়ে-করতে থাকো পোলাও রান্না।
সামনের দিকে মুখ ঘুরিয়ে-দাও না দেখা-অপেক্ষাতে
কেনো বাপু রাখছো তুমি-তোমার অবুঝ উপেক্ষাতে।
তুমি সুন্দর নীরুপমা-দেখছি তোমায় বইয়ের পাতায়
হাজার প্রেমের কাব্য লিখছ-আহা ছন্দ কাব্য গাঁথায়।
অপ্সরা তুমি অপ্সরা-অল রাউন্ডার রূপে গুনে
শেষ হবে না লিখে আপু-গুনের কথা বলে-শুনে
কত কথা বাদ যে গেলো-বাকি বলবো মুঠোফোনে
এই দেখো-না তোমার নিয়ে-গেলাম আমি কাব্য বূনে।


ছবিটা আপুর আঁকা আপুর প্রোফাইল থেকে নেয়া :)

মন্তব্য ৭২ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৭২) মন্তব্য লিখুন

১| ২৮ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৪৬

পুলহ বলেছেন: "রাগ কমানোর কত বুদ্ধি-পেপার ছিঁড়ো বালিশ কিলাও
উল্টা গুনো চিৎকার করো-এসব বুদ্ধি আবার বিলাও।"-- হাহাহা... হাহাহাহাহা

এম্নিতে কবিতাটা খুবই স্যুইট হয়েছে। অপ্সরা আপু পছন্দ করবেন আশা রাখি !

২৮ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকু থ্যাংকু ভাইয়া

আপি পছন্দ হবেই । সেটা সুরে না বলে গদ্যতে বললেও আপির পছন্দ হবে ইনশাআল্লাহ

:)

২| ২৮ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৫৮

খায়রুল আহসান বলেছেন: রেগেমেগে আগুন হলে-চোখ রগড়িয়ে একলা কাঁদো -- :)
কেন যেন মনে হলো, কথাটা খুব এ্যাপ্রোপ্রিয়েট হয়েছে!

২৮ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:৫২

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাইয়া যারা সব সময় আনন্দে থাকে -তাদের কান্নাটাও এমন
হতেও পারে হাহাহাহা আবার নাও হতে পারে আন্দাজ করলাম

অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য :)

৩| ২৮ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:১৬

বনলতা আবেদিন বলেছেন: বাহ!! সুন্দর কাব্য। আপ্সরারা হয়ই সুন্দর। আপনিও শব্দে শব্দে দারুণ ছবি এঁকেছেন তার।

২৮ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: হ্যা আপি অপ্সরা মানেই সুন্দরী আর আপির তো তূলনাই নাই মাশাআল্লাহ

অনেক ধন্যবাদ আপি সাথে থাকার জন্য
আপনিও ভাল থাকুন সুন্দর থাকুন
শুভেচ্ছা রইল

৪| ২৮ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:২২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: এমনিতে অপ্সরা অনেক প্রীয় তাতে আরো রঙ ঢালো।" যারা চিনে তারাই কিনে" কথাটা সত্যিই সত্য। তোমাদের গুনের তারিফ করা হয়তো কম হয়ে যাবে তাই সে ভয়! কি করে প্রসংশার ফুল ফুটানো যায় যদি তা খই হই বিন্নি ধানের খই। হা হা হা।

২৮ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:০৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহা আপি তো আমারও প্রিয়

আর আমার সুজন ভাইয়াও প্রিয় -ব্লগাররাও প্রিয়.... ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য

৫| ২৮ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:২৩

এম ডি মুসা বলেছেন: nice

২৮ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আপনাকে অনেক অনেক

৬| ২৮ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:২৭

শাহরিয়ার কবীর বলেছেন:
রাগ কমানোর কত বুদ্ধি-পেপার ছিঁড়ো বালিশ কিলাও
উল্টা গুনো চিৎকার করো-এসব বুদ্ধি আবার বিলাও।


অহ ! কি সুন্দর কবিতা +++

২৮ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহা অপসরা আপির পোস্টে গিয়ে দেখবেন সেখানে রাগ থামানোর টিপস আছে

অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে

৭| ২৮ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:৫৭

গাওসেল এ. রাসেল বলেছেন: “হঠাৎ তোমার কি হয় জানি-বাঁধো খোঁপায় হীরা পান্না”
খোঁপায় ওগুলো হীরে-পান্না কিছুই নয়, স্রেফ লাল-নীল পাথর/ প্লাস্টিক।
শায়মাপু তার মূল্যবান মনি-মুক্তা কখনোই কাউকে দেখাবেন না। :P :D :-B

২৮ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: াহাহাহাহ তাই নাকি ...। প্লাস্টিক পাথররে মনে করছিলাম হিরা মতি পান্না হাহাহা ধরা খাইছি

দেখাতে না চাইলেও দেখে ফেলেছি হাহাহা

ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য

৮| ২৮ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:৫৮

জোকস বলেছেন: যাহা বুঝিতে পারিলাম অপ্সরা-অল রাউন্ডার রূপে গুনে
ভাল লাগলো।




২৮ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: াহাহাহা আপি এখনো আসে নাই আসলে বুঝবেন তিনি কি

ধন্যবাদ জোকস ভাইয়া ভাল থাকুন সাথেই থাকুন

৯| ২৮ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:৫৯

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা। ছবিটাও সুন্দর।

২৮ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: যার জন্য লেখা আমার এই কবিতা
তার প্রো থেকে আনছি সেই ছবিটা

ধন্যবাদ ভাইয়া ভাল থাকুন

১০| ২৮ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:০৫

শাহরিয়ার কবীর বলেছেন:
শায়মা বুবু ”টুকটুকির মা” কোথায় আছে লুকিয়ে ? দেখি তাকেই রাগানো যায় কিনা । রাগ কমানোর টিপস পড়ে আর কি হবে ।

২৮ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: টুকটুকি না তিনি তো জাপানিজ বেবীর আম্মা-পরীর আম্মা হাহাহাহা

রাগানো এত সহজ না । তবে রাগলে হড়বড় ছন্দ কথা বের হবে হাহাহাহ

ধন্যবাদ ভাইয়া

১১| ২৮ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:৫০

জুন বলেছেন: কণ্ঠে তোমার মধুমাখা-আপি তুমি বড্ড গুণী
সুরের টানে মোহে ভাসি-আবৃত্তিটা যখন শুনি।


সত্যি শায়মার মত অত্যন্ত গুনী ব্লগার আমাদের ব্লগে বিরলই বলতে হবে ।
তার আঁকা ছবিটাও অসাধারন কাজী ফাতেমা ছবি ।
আর পেছন ফিরে নয় এবার সামনে থেকে দেখতে চাই পরীকে ।
যাকে নিয়ে লিখেছেন আর যে লিখেছেন দুজনাই যেন সোনায় সোহাগা কাজী ফাতেমা ছবি ।
+

২৮ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:৫২

কাজী ফাতেমা ছবি বলেছেন: এত সুন্দর মন্তব্যে মন জুড়িয়ে গেলো আপি। আপনার সবাই আমাদের প্রিয় আপি....

শায়মাপি সামনে ধরা দিবে না মনে হয় হাহাহাহা। সুইটা আপিটা অনেক সুইট

আন্তরিক ধন্যবাদ আপি সুন্দর মন্তব্যের জন্য

১২| ২৮ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৫৩

সুমন কর বলেছেন: আপি তুমি সবজান্তা যে- নখ দর্পণে তোমার সবি।
নাচে গানে পারদর্শী-কি পারো না তাই যে ভাবি
--- পুরোটাই দারুণ হয়েছে।

+।

২৯ শে মার্চ, ২০১৭ দুপুর ১:০৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ সুমন দা
ভাল থাকুন :)

১৩| ২৮ শে মার্চ, ২০১৭ রাত ৮:১১

অপ্‌সরা বলেছেন: প্রথমেই বলি এই ছবি আমার আঁকা না........ :P


এটা দেখে আমি যেটা এঁকেছিলাম সেটা দিচ্ছি!!!!!!!!!!!!!




দাঁড়াও এইবার কবিতা পড়ি!!!!!!!!!!!!! :)

২৯ শে মার্চ, ২০১৭ দুপুর ১:০৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপি এটা তো আরো সুন্দর হইছে। অসাধারণ

হাতের তোমার ভরা যাদু
আঁইকা দিয়ো আমারে
কুমড়া আর লাউ কদু হাহাহাহাহ

১৪| ২৮ শে মার্চ, ২০১৭ রাত ৮:২৩

অপ্‌সরা বলেছেন: তুমি হলে অলরাউন্ডার-রেঁধে আবার চুলও বাঁধো
রেগেমেগে আগুন হলে-চোখ রগড়িয়ে একলা কাঁদো।
রাগ কমানোর কত বুদ্ধি-পেপার ছিঁড়ো বালিশ কিলাও
উল্টা গুনো চিৎকার করো-এসব বুদ্ধি আবার বিলাও।
খাতা জুড়ে আঁকতে থাকো-মানুষ কিংবা চোখের ছবি
আপি তুমি সবজান্তা যে- নখ দর্পণে তোমার সবি।
নাচে গানে পারদর্শী-কি পারো না তাই যে ভাবি
ও আপি বলো না আমায়-তোমার কাছে জানার দাবী।


হা হা হা আপুনি হাসতে হাসতে মরে গেছি!!!!!!!!!!!!!! :P

২৯ শে মার্চ, ২০১৭ দুপুর ১:১০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপু কথাগুলো হাছা হইছে তো নাকি হাহাহাহাহা

রাতুল ভাইয়া কি বলছে শুনো

১৭ নঙ কমেন্টে

১৫| ২৮ শে মার্চ, ২০১৭ রাত ৮:৪৫

জুন বলেছেন: যাই হোক তোমার আঁকা ছবিটাও কিন্ত কম সুন্দর হয়নি @শায়মা ।

২৯ শে মার্চ, ২০১৭ দুপুর ১:১১

কাজী ফাতেমা ছবি বলেছেন: হ্যা চমৎকার হয়েছে ছবিটা

১৬| ২৮ শে মার্চ, ২০১৭ রাত ৮:৪৫

মি জা ন বলেছেন: শায়মা আপুকে নিয়ে কবিতা দারুন লাগল। শায়মা আপু এবং ছবি আপু আমি আপনাদের দুজনেরই লেখার মুগ্ধ পাঠক। আমার অনুসারিত লিস্টে দুজনেই আছেন।

২৯ শে মার্চ, ২০১৭ দুপুর ১:১২

কাজী ফাতেমা ছবি বলেছেন: মিজান ভাইয়া অনেক ধন্যবাদ শুনে খুশি হলাম
ভাল থাকুন এবঙ পাশেই থাকুন শুভেচ্ছা সতত

১৭| ২৮ শে মার্চ, ২০১৭ রাত ৮:৫৬

রাতুল_শাহ বলেছেন: ফেক নিউজ: অপসরা হাসতে হাসতে মরে গেছে।

২৯ শে মার্চ, ২০১৭ দুপুর ১:১৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: এই মরা সেই মরা না শুনো রাতুল ভাইয়া
এটা হলো আনন্দের মরা-
নাচে গানে ছাইয়া ছাইয়া ছাইয়া :)

১৮| ২৮ শে মার্চ, ২০১৭ রাত ৯:৩২

রাবেয়া রাহীম বলেছেন: কত কথা বাদ যে গেলো-বাকি বলবো মুঠোফোনে
এই দেখো-না তোমার নিয়ে-গেলাম আমি কাব্য বূনে।
--আপ্সরা আপু তোমাকে বলছি --তুমি কিন্তু আমাকে মুঠো ফোনের নাম্বার দাওনি। শুধু ছবি কে দিয়েছ :(

ছবি কবিতা সুন্দর হয়েছে

২৯ শে মার্চ, ২০১৭ দুপুর ১:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহাহা রাবেয়া-পি
শায়মা পিরে চিনো না হাহাহাহাহ জীবনে নাম্বার দিবে নাকি
এটা তো কাল্পনিক । তবে নাম্বারটা যোগাড় করবো আপুর কণ্ঠ শুনতে

অনেক ধন্যবাদ আপি ভাল থাকুন

১৯| ২৮ শে মার্চ, ২০১৭ রাত ৯:৩৩

জাহিদ অনিক বলেছেন: হা হা হা হা বালিশ কিলাও !!!


সত্যি শায়মা আপু তুমি বালিশ কিলাও ??? ইয়া ঢিসুম !!!


শায়মা আপুর কবিতা নিয়ে যাদের আগ্রহ আছে তাদের জন্য সুখবর অচিরেই তাকে পাওয়া যাবে আবৃত্তির ঝোলা সহ, ইউটিউবে !!!
শুভ কামনা আপু !


ফাতেমা ছবি আপু , তোমাকেও সাধুবাদ ও ধন্যবাদ । তোমার লেখা ও ছবি দুইটাই শায়মা আপুর সাথে বেশ মানিয়ে যায়

২৯ শে মার্চ, ২০১৭ দুপুর ২:০২

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমার মনে হয় আপি'টায় রাগের চোটে কিলায় বালিশ
হাতে ব্যাথা পেয়ে শেষে নিজেই নিজের করতে থাকে মালিশ।

আহা কি সুন্দর একটা সংবাদ শুনাইলেন অনিক ভাইয়া থ্যাংকু

অপেক্ষায় রইলুম আপির কণ্ঠ শুনার জন্য।

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য :)

২০| ২৮ শে মার্চ, ২০১৭ রাত ৯:৩৮

সিনবাদ জাহাজি বলেছেন: দারুন বিশেষ করে
তুমি সুন্দর নীরুপমা-দেখছি তোমায় বইয়ের পাতায়
হাজার প্রেমের কাব্য লিখছ-আহা ছন্দ কাব্য গাঁথায়।
এই লাইন দুটি

২৯ শে মার্চ, ২০১৭ দুপুর ২:০৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ জাহাজি ভাইয়া

ভাল থাকুন অনেক অনেক :)

২১| ২৮ শে মার্চ, ২০১৭ রাত ৯:৪২

নীলপরি বলেছেন: ভালো লাগলো ।

দুজনের জন্যই শুভকামনা ।

২৯ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৩২

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ নীল আপি
ভাল থাকুন আপনিও :)

২২| ২৮ শে মার্চ, ২০১৭ রাত ৯:৫৬

শায়মা বলেছেন: দেখছি দেখছি সবই দেখছি!!!!!!!!!!!!

জুন আপু তুমি কিন্তু নতুন করে আমার প্রেমে পরে গেছো আমি সেটা জানি!!!!!!!! তাই আমি খুশি খুশি খুশি!!!!!!!!!! :D

মিজানভাইয়া উই লাভ ইউ!!!!!!!!!! :) :) :)

রাতুলশাহভাইয়া আমি তো রোজই কয়েকশোবার মরি আবার বাঁচিও!!!!!!!


রাবেয়াআপুনি!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! আমার কোনো দোষ নাই!!!!!!!!!! আমি ছবি আপুকে বলেছিলাম তোমাকে আমার নাম্বারটা দিয়ে দিতে!!! আপু দেয়নি আমি কি করবো!!!!!!!!!!!! B:-)


জাহিদভাইয়া তুমি আমার তথ্য ফাঁস করেছো তোমার জন্য আনছি ফাঁসির দড়ি!!!!!!!!!!!!!!!!!!

সিনবাদ জাহাজীভাইয়া!!!!!!!!!!!! আপুরা ভালোবেসে যাহা বলে তাহা সব সত্যি হয় না কিন্তু!!!!!!!!!!!!

নীলপরিমনি অনেক অনেক ভালোবাসা!!!!!!!!!






২৯ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: দেখার কিছু নাই ...... জাহিদ ভাইয়ার তথ্যে আমি খুশি হইছি আপি

মিটিং আছে কথা বেশী কইতারলাম না হাহাহাহাহ

২৩| ২৮ শে মার্চ, ২০১৭ রাত ১১:৫৩

অতঃপর হৃদয় বলেছেন: আমি কিছু কমুনা!!!! খালি চাইয়া চাইয়া দেহুম আর কবিতা পড়ুম।

২৯ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: কওন লাগতো না
পড়লেই হইলো

থ্যাংকু থ্যাংকু

২৪| ২৯ শে মার্চ, ২০১৭ রাত ১২:২৩

রিদওয়ান হাসান বলেছেন: বাহ্ কাব্যে কাব্যে চিনে গেলাম অপ্সরা আপুকে। কবিকে ধন্যবাদ। অনেক অনেক ভালোলাগা।

২৯ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপু অলরাউন্ডার ....

ধন্যবাদ হাসান ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য :)

২৫| ২৯ শে মার্চ, ২০১৭ রাত ১২:২৫

সচেতনহ্যাপী বলেছেন: ভালবাসার যথার্থ অঞ্জলী।।

২৯ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আপি
ভাল থাকুন শুভেচ্ছা

২৬| ২৯ শে মার্চ, ২০১৭ রাত ১২:২৬

ধ্রুবক আলো বলেছেন: বাহ! বেশ সুন্দর একটা কবিতা, দারুন ছন্দে গাঁথা ++++
শুভ কামনা দুজনকেই।

২৯ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ আলো ভাইয়া। ভাল থাকুন অনেক অনেক

২৭| ২৯ শে মার্চ, ২০১৭ রাত ২:৩২

বর্ষন হোমস বলেছেন: কবিতা ছবি দুটোই দারুণ।

শুভকামনা রইলো।

২৯ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:৩৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ বর্ষন ভাইয়া :)

২৮| ২৯ শে মার্চ, ২০১৭ রাত ৩:৫৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় আপুকে নিয়ে আরেক প্রিয় আপুর কবিতা এতেই তো মুগ্ধ। তার উপর এত সুন্দর গুণকীর্তন দেখে তো মুগ্ধতায় মাতাল অবস্থা।

অনেক সুন্দর লিখেছেন আপু। অনেক ভালো কবিতা।

২৯ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত হলাম ভাইয়া
অনেক ধন্যবাদ আর ভালবাসার রইল :)

২৯| ২৯ শে মার্চ, ২০১৭ সকাল ১১:০২

খায়রুল আহসান বলেছেন: তাদের কান্নাটাও এমন, হতেও পারে হাহাহাহা আবার নাও হতে পারে আন্দাজ করলাম (২ নং প্রতিমন্তব্য) -- আমিও আন্দাজ করেই বলেছিলাম কথাটা! :)

২৯ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকু- আমিও এমন
কিন্তু টম জেরীর লাগি কানতেও পারি না :(

৩০| ২৯ শে মার্চ, ২০১৭ দুপুর ১:১০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: একটু কারেকশান ছিল-
রাগ কমানোর কত বুদ্ধি-পেপার ছিঁড়ো জামাই কিলাও
উল্টা গুনো চিৎকার করো-এসব বুদ্ধি আবার বিলাও। :-P

২৯ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আগে কইতেন
এইডা জুৎসই ছিল হাহাহাহাহা

থ্যাংকু

৩১| ২৯ শে মার্চ, ২০১৭ দুপুর ১:২৫

বিলিয়ার রহমান বলেছেন: হঠাৎ তোমার কি হয় জানি-বাঁধো খোঁপায় হীরা পান্না
পিছন দিকে মুখ ফিরিয়ে-করতে থাকো পোলাও রান্না।



তাহলেতো তিরি রাধেন আবার একই সাথে চুলও বাঁধেন!!:):)


পিলাচ!:)

৩০ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি ভাইয়া
আপি অনেক মজার মজার রান্না করতে জানে
কিন্তু দাওয়াত দেয় না আফসোস বিরাট আফসোস :)

৩২| ২৯ শে মার্চ, ২০১৭ দুপুর ২:০৩

সামিউল ইসলাম বাবু বলেছেন: বেসম্ভব সুন্দর

৩০ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:২৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়াকে :)

৩৩| ২৯ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৪৫

আহমেদ জী এস বলেছেন: কাজী ফাতেমা ছবি ,




পোস্টের ছবি আর নীচের ছবিটা আপুর আঁকা আপুর প্রোফাইল থেকে নেয়া এই লাইনটি দেখে খানিকটা হোচট খেয়েছিলুম । কারন পোস্টের ছবিটি ইন্টারনেটে সহজলভ্য ।
পরে ১৩ নং মন্তব্যে "অপ্‌সরা'র স্বীকারোক্তিতে জানা গেল সত্যটা ।
"অপ্‌সরা' কে নিয়ে স্তব ছড়াকবিতাটিও ছবির মতোই সুন্দর ।

আর @ "অপ্‌সরা' ; আপনার অকপট স্বীকারের সততা ভালো লাগলো । মূল ছবি দেখে আপনার নিজের আঁকাটাও কম সুন্দর নয় । প্রশংসা করতেই হয় ।

আপনাদের দু'জনাকেই শুভেচ্ছা ।

৩০ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:০৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকু ভাইয়া :)

৩৪| ২৯ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:৩৫

শায়মা বলেছেন: আহমেদ জী এস বলেছেন: কাজী ফাতেমা ছবি ,




পোস্টের ছবি আর নীচের ছবিটা আপুর আঁকা আপুর প্রোফাইল থেকে নেয়া এই লাইনটি দেখে খানিকটা হোচট খেয়েছিলুম । কারন পোস্টের ছবিটি ইন্টারনেটে সহজলভ্য ।
পরে ১৩ নং মন্তব্যে "অপ্‌সরা'র স্বীকারোক্তিতে জানা গেল সত্যটা ।
"অপ্‌সরা' কে নিয়ে স্তব ছড়াকবিতাটিও ছবির মতোই সুন্দর ।

আর @ "অপ্‌সরা' ; আপনার অকপট স্বীকারের সততা ভালো লাগলো । মূল ছবি দেখে আপনার নিজের আঁকাটাও কম সুন্দর নয় । প্রশংসা করতেই হয় ।

আপনাদের দু'জনাকেই শুভেচ্ছা ।



থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া!!!!!!!!!!!

৩০ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:১০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপু তোমার ছবিটাও অসম্ভব সুন্দর হইছে আঁকা

৩৫| ৩০ শে মার্চ, ২০১৭ সকাল ১১:৫৮

আমির ইশতিয়াক বলেছেন: অপ্সরা তুমি অপ্সরা--রূপে গুনে মাখামাখি
ভিতর তোমার রঙধনু রঙ-হাজার ছবি আঁকাআঁকি।
--------------------------------------------------
দারুন বলছেন। ছবি ও কবিতা দুটো ভালো লাগল।

৩০ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:১১

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আমির ভাইয়া ভাল থাকুন

৩৬| ৩০ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:১২

সোনামণি বলেছেন: ভাল লাগলো আপু।

০২ রা এপ্রিল, ২০১৭ বিকাল ৪:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ সোনামণি আপিটা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.