নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
©কাজী ফাতেমা ছবি
রঙ বসন্তের এই বেলাতে
বৃক্ষ লতায় হাওয়ার কাঁপন
আহ্ প্রশান্তি দেহ মনে
প্রকৃতি আজ হলো আপন।
আকাশ জুড়ে সূর্য্যি ছড়ায়
ঝলমলানো আলোর ধারা
সেই আলোতে হাওয়ার নাচন
সুখে মন যে পাগলপাড়া!
ধূলোবালি উড়ছে স্বাধীন
ফাঁকা মাঠে রোদের খেলা
লাগছে ভালো দেখতে এমন
রোদ্দুর জ্বলা দুপুর বেলা।
চৈত্রের দুপুর হয় নি উদাস
উড়ছে মনে চড়ুই পাখি
কেমনতরো চঞ্চল হাওয়া
দূরের পানে দৃষ্টি রাখি!
জ্বলছে নিভছে রোদের আলো
আকাশ'টাকে মেঘে ঢাকে
ঝিকমিকিয়ে মাঠের বালি
হাসছে যেনো আলোর ডাকে।
লাগছে ভালো বসন্ত দিন
দমকা হাওয়ার মিষ্টি ছোঁয়ায়
এলোমেলো পাতা'রা সব
মর্ত্যের প্রেমে মাথা নুয়ায়।
বসন্ত যায় রইলে দূরে
মন'টাও যে বিবর্ণ মেঘ
দেখলে নাকো এসে তুমি
ঝরে আমার অথৈ আবেগ!
পাতায় পাতায় বসন্ত প্রেম
সুখের আবেশ মনে ছড়ায়
নাইকো তুমি পাশে আমার
ভাবলে চোখে অশ্রু ঝরায়!
০২ রা এপ্রিল, ২০১৭ দুপুর ২:৩৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ রিফাত ভাইয়া
ভাল থাকুন
২| ৩১ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:৩৩
রাতুল_শাহ বলেছেন: ছবি কবি না কবি ছবি,
হবে একটা,
কবিতা তার ভালো, উপভোগ্য।
০২ রা এপ্রিল, ২০১৭ দুপুর ২:৩৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবা রাতুল ভাইয়া
শুভেচ্ছা সতত
৩| ৩১ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:৩৯
শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা ভালো লাগা +
(অজ্ঞাত কারণে এবার একটু প্লাস কম দিয়ে চলে গেলাম)
০২ রা এপ্রিল, ২০১৭ দুপুর ২:৩৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: আচ্ছা সমস্যা নাই
ধন্যবাদ ভাইয়া
ভাল থাকুন হামেশা
৪| ৩১ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৪১
ধ্রুবক আলো বলেছেন: ছন্দে ছন্দে বেশ সুন্দর লিখেছেন আপু +++
০২ রা এপ্রিল, ২০১৭ দুপুর ২:৪০
কাজী ফাতেমা ছবি বলেছেন: আলো ভাইয়া অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা পোস্ট পড়ার জন্য
ভাল থাকুন সর্বদা
৫| ৩১ শে মার্চ, ২০১৭ রাত ৮:১১
মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতা হবে তো ছন্দ হবে ভাব ও চাই ঢেড় তেমন পেয়েছি। ভাল লাগার জানান দিয়ে যাই।
০২ রা এপ্রিল, ২০১৭ বিকাল ৩:১৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: জানান টের পেলাম আজ
কারণ বাসায় মোবাইলে জুইত পাই না সামু ব্লগ
ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য
৬| ৩১ শে মার্চ, ২০১৭ রাত ৯:৩৮
সুমন কর বলেছেন: ভালো লাগল।
০২ রা এপ্রিল, ২০১৭ বিকাল ৩:২৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ দাদা ভাল থাকুন
৭| ০১ লা এপ্রিল, ২০১৭ রাত ১২:০৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: বসন্তের আবেগ, মনের উচ্ছলতা আর কিছু আকাঙ্ক্ষা মিশানো বসন্ত দুপুর পড়ে ভালো লাগলো আপু। খুব সুন্দর লিখেছেন।
শুভকামনা রইল কবি আপুর প্রতি।
০২ রা এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৩৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ নয়ন ভাইয়া
ভাল থাকুন অনেক অনেক
৮| ০১ লা এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৫২
তারেক ফাহিম বলেছেন: বসন্তের ভাললাগার আবেগময় একটি ধারুন কবিতা, ভালই লাগল পড়ে।
০২ রা এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৩৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ফাহিম ভাইয়া ভাল থাকুন
সাথেই থাকুন
৯| ০১ লা এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৫৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: হায় বিরহ!
বসন্তকেও ম্লান করে দিলে????!!!!!
++++
০২ রা এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৫৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: আমার ব্লগে আপনাকে সু স্বাগতম ভৃগু দাদা
ভাল থাকুন সুস্থ থাকুন
আর পাশেই থাকুন
ধনে পাতা
১০| ০১ লা এপ্রিল, ২০১৭ দুপুর ১:৪৯
নতুন নকিব বলেছেন:
বুদ্ধিপ্রতিবন্ধীগুলোরে কাজী ফাতেমা ছবির বাসন্তি দিনের এরকম সুন্দর একটি কবিতায় মন্তব্যে পাচ্ছি না। অথচ এই কবির কোন লেখায় যখন ধর্মের কোন অনুসঙ্গ স্থান পেয়ে যায়, তখনই চোখে পরে পতঙ্গের মত চার দিক থেকে হামলে পরা বুদ্ধিপ্রতিবন্ধীদের চুল ছেঁড়ার দৃশ্য।
তার মানে পরিস্কার, তারা ধর্ম বিদ্ধেষী। ধর্ম যেখানে কথা বলে ওঠে, সেখানেই তাদের গাত্রদাহ শুরু হয়। এদের জন্য করুনা হয়। আল্লাহর কাছে পানাহ চাচ্ছি। আল্লাহ এদের এবং আমাদের হেদায়েত দান করুন।
ধন্যবাদ।
০২ রা এপ্রিল, ২০১৭ বিকাল ৪:০৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: কি আর কওন যায় এরারে
খুইজা আমার একটা লেখাই পাইছিলো যেখানে কবির ব্যাগের চেইন খোলা হাহাহাহ । এটা মনে হলেই হাসি পায়
আল্লাহ এদের হেদায়েত দিন।
অনেক ধন্যবাদ নকীব ভাইয়া ভাল থাকুন খুব খুব
১১| ০১ লা এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:১৮
অতঃপর হৃদয় বলেছেন: অনেক সুন্দর!!!
০২ রা এপ্রিল, ২০১৭ বিকাল ৪:০৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ পিচ্চি ভাইয়া
১২| ০২ রা এপ্রিল, ২০১৭ সকাল ১০:৩৮
সামিউল ইসলাম বাবু বলেছেন: বরাবরের মতোই।
অনেক সুন্দর ...
০২ রা এপ্রিল, ২০১৭ বিকাল ৪:০৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে
ভাল থাকুন সামি ভাইয়া
১৩| ০২ রা এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:০৬
জুন বলেছেন: ছন্দময় কবিতাটি অনেক ভালোলাগলো কাজী ফাতেমা ছবি ।
এই বুড়ো বয়সেও কেন জানি ছন্দ মাখানো কবিতাই ভালোলাগে
+
০৪ ঠা এপ্রিল, ২০১৭ বিকাল ৩:১৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহা আপি বুড়ো হলে হইমু কিন্তু মন বুড়া করুম না
থ্যাংকস এ লট আপি
১৪| ০৭ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:১১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: প্রকৃতি আজ হলো আপন।
আমি কি প্রকৃতির বাইরে?
আমি ডাকলে কেন বল
সময় নাই এখন যাইরে ---
০৯ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:২৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: খালি মিছা কথা
কখন ডাকলেন আবার
ডাকলে না আইতাম হাহাহাহা
ধন্যবাদ অনেক অনেক
©somewhere in net ltd.
১| ৩১ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:৪১
রিফাত হোসেন বলেছেন: কবিতা তো ভাল বুঝি না, কবিতার জন্য ছবিটা ভাল লেগেছে।