নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
রাত্রির গা বেয়ে নেমে আসে নিশাবিহার আয়াস
মৌন ইশারায় হাত বাড়িয়ে ডাকে নিশাকর
দীর্ঘশ্বাসের প্রহরে দুই-ই একা; আমি-নিশাকর
ইচ্ছা-অনিচ্ছার ভিড়ে হারিয়ে গেছি, হেরেছে স্বপ্ন
যা বয়ে গেলো- নিয়ে গেলো সময়ের স্রোত
যে বুঝে সে উপভোগ করে আর যে বুঝে না
সে রয়ে যায় দীর্ঘশ্বাস প্রহরেই!
আগ-পাছ ভাবিনা আর, তাইতো
নিশাকরের ডাকে সারা দেই; হই কাব্যে মশগুল
শুনাই তারে জীবনের ধাপে ধাপে মরিচা পড়া
সকাল দুপুর বিকেলের সুর অনুরণন।
নিশাকর শুনায় বিরহী সুরের সেই বাঁশরী সুর......
ফিরে ফিরে যাই, ঘুরে আসি আঁধারের বুক চিরে
সেই সেই দিনের নিরুপম পলে পলে।
মেয়ে আমি হারাতে না জানলেও হারিনি এখনো
বিষাদগ্রস্থ মুহূর্তেও হইনি ম্রিয়মান;
জীবনজুড়ে তাই কাব্যগাঁথা সুগন্ধি লোবাণে
করে রেখেছি ম্রক্ষণ।
২০ নভেম্বর ২০১৪
০৩ রা এপ্রিল, ২০১৭ সকাল ১১:৪২
কাজী ফাতেমা ছবি বলেছেন: কথাগুলো একদম সত্যি
এমন উপলব্ধিই আমার
অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে। সময়ের জন্য আসলেই উত্তর দিতে দেরী হয়ে যায়
সরি
ভালথাকুন অনেক অনেক
২| ০২ রা এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৩৫
অতঃপর হৃদয় বলেছেন: আপনার প্রতিটা কবিতাই আমাকে মুগ্ধ করে! প্লাস +++++++++
০৩ রা এপ্রিল, ২০১৭ সকাল ১১:৫৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ পিচ্চি ভাইয়া
ভাল থাকো সব সময়
৩| ০২ রা এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৩৫
ধ্রুবক আলো বলেছেন: ম্রক্ষণ, ম্রিয়মান, লোবাণে
এই শব্দ গুলোর অর্থ জানালে খুব খুশি হতাম, ধন্যবাদ।
০২ রা এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৪০
কাজী ফাতেমা ছবি বলেছেন: ম্রক্ষণ [mrakṣaṇa] বি. 1 মাখা, লেপন; 2 মিশ্রণ। [সং. √ ম্রক্ষ্ + অন]
ম্রিয়: Bangla to Bangla
ম্রিয়মাণ [mriẏamāṇa] বি. 1 (সং.) মরণাপন্ন; 2 (বাং.) কাতর, বিষাদগ্রস্ত ('সংকটের কল্পনাতে হোয়ো না ম্রিয়মাণ': রবীন্দ্র)। [সং. √ মৃ + মান (শানচ্)]।
লোবান এক প্রকারের সুগন্ধি বৃক্ষনির্যাস যা আগরবাতি এবং আতরে ব্যবহৃত হয়।
৪| ০২ রা এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৫৫
বিজন রয় বলেছেন: নিশাকরকে খুঁজতে আমি বেরিয়ে পড়লাম! ম্রিয়মান হওয়ার আগেই আমাকে জিততে হবে।
হারালেও হারতে দিতে পারি না।
না না না ..................!!
০৪ ঠা এপ্রিল, ২০১৭ দুপুর ২:৪১
কাজী ফাতেমা ছবি বলেছেন: জি দাদা ....। এর আগেই হাল ধরতে হবে। অনেক ধন্যবাদ
সুন্দর মন্তব্যের জন্য
৫| ০২ রা এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:০০
এ আর উৎপল বলেছেন: না হারাবেনা , গুগল ম্যাপ আছেনা
০৪ ঠা এপ্রিল, ২০১৭ দুপুর ২:৪২
কাজী ফাতেমা ছবি বলেছেন: এইডা সইত্য কথা-এখন কেউ হারায় না-ম্যাপ চ্যাটিং নেটিং কত ব্যবস্থা আছে খুইজা পাওয়ার জন্য
থ্যাংকু ভাইয়া
৬| ০২ রা এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:১৭
খায়রুল আহসান বলেছেন: মেয়ে আমি হারাতে না জানলেও হারিনি এখনো
বিষাদগ্রস্থ মুহুর্তেও হইনি ম্রিয়মান;
জীবনজুড়ে তাই কাব্যগাঁথা সুগন্ধি লোবাণে
করে রেখেছি ম্রক্ষণ -- চমৎকার!
০৪ ঠা এপ্রিল, ২০১৭ দুপুর ২:৪৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাইয়া
অনেক শুভেচ্ছা
৭| ০২ রা এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৩৬
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: নিশাবিহার এবং নিশাকর.।।।এই দুটো শব্দ একটু বুঝিয়ে বললে খুশি হতাম ।
ফিরে ফিরে যাই, ঘুরে আসি আঁধারের বুক চিরে.।। এই লাইনটা বেশ ভাল লেগেছে ।
০৪ ঠা এপ্রিল, ২০১৭ দুপুর ২:৪৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: নিশাবিহার-রাতে বিচরণ
নিশাকর-চাঁদ
অনেক ধন্যবাদ আপি ভাল থাকুন
৮| ০২ রা এপ্রিল, ২০১৭ রাত ১০:৩৬
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ছবিআপু কবিতাতো দারুণ হইছে। কিন্তু একটু কঠিন ভাব যেন শব্ধও কয়েকটি মাথার উপর দিয়ে গেছে। কবিতাতো আর সবার জন্য নয়!
০৪ ঠা এপ্রিল, ২০১৭ দুপুর ২:৪৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: হ্যা কিছু কঠিন শব্দই যেমন নিশাবিহার-রাতে বিচরণ
নিশাকর- চাঁদ
ম্রক্ষণ [mrakṣaṇa] বি. 1 মাখা, লেপন; 2 মিশ্রণ। [সং. √ ম্রক্ষ্ + অন]
ম্রিয়: Bangla to Bangla
ম্রিয়মাণ [mriẏamāṇa] বি. 1 (সং.) মরণাপন্ন; 2 (বাং.) কাতর, বিষাদগ্রস্ত ('সংকটের কল্পনাতে হোয়ো না ম্রিয়মাণ': রবীন্দ্র)। [সং. √ মৃ + মান (শানচ্)]।
লোবান এক প্রকারের সুগন্ধি বৃক্ষনির্যাস যা আগরবাতি এবং আতরে ব্যবহৃত হয়।
ধন্যবাদ ভাইয়া
৯| ০২ রা এপ্রিল, ২০১৭ রাত ১১:১৭
সিনবাদ জাহাজি বলেছেন: যে বুঝে সে উপভোগ করে আর যে বুঝে না
সে রয়ে যায় দীর্ঘশ্বাস প্রহরেই
খুব ভালো লাগল
০৪ ঠা এপ্রিল, ২০১৭ দুপুর ২:৪৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ
ভাল থাকুন
শুভেচ্ছা সতত
১০| ০৩ রা এপ্রিল, ২০১৭ রাত ১২:৪৮
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +
০৪ ঠা এপ্রিল, ২০১৭ দুপুর ২:৪৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেকদিন পর আমার পোস্টে পেলাম আপনাকে
অনেক ধন্যবাদ
ভাল থাকুন
শুভেচ্ছা সতত
১১| ০৩ রা এপ্রিল, ২০১৭ সকাল ১০:১১
শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা সুন্দর হয়েছে +++++
ডাবল লাইক ও প্লাস ।
০৪ ঠা এপ্রিল, ২০১৭ দুপুর ২:৪৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাইয়া
ভাল থাকুন
শুভেচ্ছা সতত
১২| ০৩ রা এপ্রিল, ২০১৭ সকাল ১০:১৮
বর্ষন হোমস বলেছেন: এ কবিতা যেন হাল না ছাড়ার প্রেরণা
০৪ ঠা এপ্রিল, ২০১৭ দুপুর ২:৪৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ বর্ষন ভাইয়া
অনেক ধন্যবাদ
ভাল থাকুন
শুভেচ্ছা সতত
১৩| ০৩ রা এপ্রিল, ২০১৭ দুপুর ১২:১৬
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: মেয়ে আমি হারাতে না জানলেও হারিনি এখনো
বিষাদগ্রস্থ মুহুর্তেও হইনি ম্রিয়মান;
জীবনজুড়ে তাই কাব্যগাঁথা সুগন্ধি লোবাণে
করে রেখেছি ম্রক্ষণ। +++++++++++++++
০৪ ঠা এপ্রিল, ২০১৭ দুপুর ২:৪৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
ভাল থাকুন
শুভেচ্ছা সতত
১৪| ০৩ রা এপ্রিল, ২০১৭ দুপুর ১:৫৭
নতুন নকিব বলেছেন:
দুর্দান্ত! কিছু বানান দেখে নিলে কৃতজ্ঞ হই।
০৪ ঠা এপ্রিল, ২০১৭ দুপুর ২:৪৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: আমি ভুল খুঁজে পাচ্ছি না ভাইয়া
ধরিয়ে দিলে খুশি হতাম
ভাল থাকুন শুভেচ্ছা অনেক অনেক
১৫| ০৩ রা এপ্রিল, ২০১৭ রাত ১১:০০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক ভালো লাগা রইল আত্মবিশ্বাসে ভরপুর কাব্যে।
শুভকামনা রইল আপু।
০৪ ঠা এপ্রিল, ২০১৭ দুপুর ২:৪৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ
ভাল থাকুন
শুভেচ্ছা সতত
১৬| ০৪ ঠা এপ্রিল, ২০১৭ বিকাল ৩:০৬
নতুন নকিব বলেছেন:
ধন্যবাদ, প্রতিমন্তব্যে।
বোল্ডকৃত শব্দগুলো একটু দেখে নিলে হবে।
যে বোঝে সে উপভোগ করে আর যে বোঝে না
নিশাকর শুনায় বিরহী সুরের সেই বাঁশরী সুর......
বিষাদগ্রস্থ মূহুর্তেও হইনি ম্রিয়মান;
করে রেখেছি ম্রক্ষণ। এই শব্দটি আমি ক্লিয়ার নই।
০৪ ঠা এপ্রিল, ২০১৭ বিকাল ৩:১০
কাজী ফাতেমা ছবি বলেছেন: ইয়া মাবুদ আসলেই তো ভুল
এত দেখি তারপরও চোখে পরে না।
অনেক কৃতজ্ঞ ভাইয়া
জাজাকাল্লাহ খাইরান
ঠিক করে নিচ্ছি
০৪ ঠা এপ্রিল, ২০১৭ বিকাল ৩:১৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: না ভাইয়া বানান ঠিক আছে
বুঝা [bujhā] ক্রি. বি. 1 বোধ করা, উপলব্ধি করা, জানা (অর্থ বোঝা, কথার মানে বুঝল না); 2 পরীক্ষা করে জানা, বিচার করে জানা (হিসাব বুঝে নাও); 3 বিচার বিবেচনা করা (বুঝে জবাব দাও);
হ্যা বাঁশুরি বানান ভুল ঠিক করে নিবো
আর মুহুর্ত বানান ঠিক নাই মুহূর্ত হবে
মুহূর্ত /বিশেষ্য পদ/ অত্যল্পকাল, সামান্য ক্ষণ; দিবারাত্রের ত্রিশ ভাগের এক ভাগ,
১৭| ০৪ ঠা এপ্রিল, ২০১৭ বিকাল ৩:১৪
নতুন নকিব বলেছেন:
শেষের শব্দটা কি 'মধুক্ষন'?
০৪ ঠা এপ্রিল, ২০১৭ বিকাল ৩:১৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: ম্রক্ষণ /বিশেষ্য পদ/ লেপন; মাখা; মিলানো; মিশানো।
১৮| ০৪ ঠা এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৩২
নতুন নকিব বলেছেন:
ইউ আর রাইট। বাট, উই ক্যান ইউজ বোথ ওয়ার্ড 'বোঝে' এন্ড 'বুঝে'। একচুয়ালি আমার কাছে মনে হয়, কোন কোন ক্ষেত্রে 'ব' 'ো' কার দিয়ে লেখা 'বোঝে' বা 'বোঝানো' এই শব্দগুলো বেশি যুতসই এবং শ্রুতিমধুর হয়ে ওঠে। যেমন, তাকে বোঝানো কঠিন। কিন্তু, আমি বুঝি না -এই জাতীয় কথার ক্ষেত্রে 'ু' কার না দিলে হবে না।
হ্যা, 'মুহূর্ত' লিখতে আমিও ভুল করেছিলাম।
অনেক ধন্যবাদ।
০৪ ঠা এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৩৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: হ্যা বাংলা বানান নিয়ে অনেক প্যাচ লেগে যায় আমার অনেক সময়ই
ধন্যবাদ ভাইয়া -
১৯| ০৫ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:৫৯
জুন বলেছেন: মেয়ে আমি হারাতে না জানলেও হারিনি এখনো
বিষাদগ্রস্থ মুহূর্তেও হইনি ম্রিয়মান;
তারপর ও মেয়ে হেরে যায় বেশিরভাগ সময়ই নিজের বোকামীর জন্য তাই নয় কি ?
আপনি হারবেন না কখনো সেই কামনাই করি ।
অনেক ভালোলাগা রইলো আপনার কবিতায় ।
+
০৬ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৫১
কাজী ফাতেমা ছবি বলেছেন: হ্যা আপি হারতে না চাইলেও হেরে যাই
এছাড়া আর পথ নাই
অনেক ধন্যবাদ আপি
ভাল থাকুন খুব
২০| ০৭ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:০৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: নিশাকরের ডাকে সারা দেই; হই কাব্যে মশগুল
শুনাই তারে জীবনের ধাপে ধাপে মরিচা পড়া
সকাল দুপুর বিকেলের সুর অনুরণন। চমৎকার !!
সব ধরনের কাব্যেই আপনি পারদর্শি , অভিনন্দন নিন।
০৯ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:২৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত হলাম
ভাল থাকুন সবাইকে নিয়ে
২১| ১২ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:২২
কাজী ফাতেমা ছবি বলেছেন: মানুষ ইচ্ছেমত আমার কবিতাটি নিজের নাম দিয়ে চালিয়ে দিচ্ছে আফসোসস
©somewhere in net ltd.
১| ০২ রা এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৩৩
ধ্রুবক আলো বলেছেন: যে বুঝে সে উপভোগ করে আর যে বুঝে না
সে রয়ে যায় দীর্ঘশ্বাস প্রহরেই!
অসাধারণ ++