নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

ব্লগ আকাশে চাঁদের বাড়ি... (ফান পোস্ট)

০৩ রা এপ্রিল, ২০১৭ দুপুর ১:৩২


ব্লগ আকাশে চাঁদের বাড়ি
বাড়ি উপর পানির ট্যাংক
চাঁদের মুখে খই ফুটানো
জমা কথার বিশাল ব্যাংক।

পানি ট্যাংকের নাম আছেগো
গাজী নাকি নামটি- শুনি
কালো ট্যাংকের নিচে থাকা
চাঁদ ভাইয়াটা বিরাট গুনী।

সকল পোস্টে কমেন্ট চাঁদের
যেনো বিনোদনের ডিব্বা
ইচ্ছে করে ভেংচি কাটি
দেখাই ইয়া বড় জিব্বা!

রাজনীতিতে চাঁদ ভাইয়াটার
জ্ঞানের সীমা অনেক বেশী
বিদেশ থেকেই রাগের চোটে
ফুলিয়ে দেখান দুই পেশী!

চাঁদ ভাইয়া'টা আবেগ শূন্য
পড়লে বুঝি - চাঁদের সামু
বললে শুনি ভাইয়ার উত্তর
আবেগ ধুইয়া পানি খামু?

হাজার হাজার কমেন্টের চাষ
চাঁদের দেয়া ব্লগের পাতায়
মুগ্ধতা নেই চাঁদের মনে
কি যে লিখা মনের খাতায়?

বুঝি না হায় কথা বার্তা
মাঝে মাঝে পাগল ভাবি
ধইরা তারে জিগাও তোমরা
মনে যে কি, রাখি দাবী!

বয়স'টা তার সবে কুড়ি
শুনলে কথা পায় যে হাসি
জ্ঞানের ঝুলি মাথায় নিয়ে
চাঁদ ভাইয়া হয় কথার চাষী!

এই দুনিয়ার সকল খবর
নখ দর্পনে রাখেন গাজী
মনে হয় রোজ- কর্ম ছাড়া
খেতে রাখেন কথার বাজী।


ফটো এডিট করছি পেইন্টে -সব ইন্টারেনট ইন্সট্রুমেন্ট

মন্তব্য ৮৩ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৮৩) মন্তব্য লিখুন

১| ০৩ রা এপ্রিল, ২০১৭ দুপুর ১:৪১

মোঃ কবির হোসেন বলেছেন: বাহ অন্যরকম তো।

০৪ ঠা এপ্রিল, ২০১৭ সকাল ১১:০৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ কবির ভাইয়া
ভাল থাকুন :) শুভেচ্ছা রইল

২| ০৩ রা এপ্রিল, ২০১৭ দুপুর ১:৫১

ধ্রুবক আলো বলেছেন: ভীষণ মজার তো। +++

০৪ ঠা এপ্রিল, ২০১৭ সকাল ১১:১২

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ আলো ভাইয়া :)

৩| ০৩ রা এপ্রিল, ২০১৭ দুপুর ২:০০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: B-)

০৪ ঠা এপ্রিল, ২০১৭ সকাল ১১:১৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: সানগ্লাসের নিচে দু'চোখ
হাসছেন আবার দাঁত খেলিয়ে
আমার ব্লগে আসছেন ভাইজান
দিলেন আমার মন দুলিয়ে।

ধন্যবাদ ভাইয়া

৪| ০৩ রা এপ্রিল, ২০১৭ দুপুর ২:২১

সুমন কর বলেছেন: হাহাহাহা............চমৎকার লিখেছেন। +।

০৪ ঠা এপ্রিল, ২০১৭ সকাল ১১:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকস এ লট দাদা
ভাল থাকুন :)

৫| ০৩ রা এপ্রিল, ২০১৭ দুপুর ২:২৮

মোস্তফা সোহেল বলেছেন: অন্তমিল দারুন।

০৪ ঠা এপ্রিল, ২০১৭ সকাল ১১:৪৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
ভাল থাকুন

৬| ০৩ রা এপ্রিল, ২০১৭ দুপুর ২:৩০

বিজন রয় বলেছেন: হা হা হা ...........

চাঁদ + গাজী=চাঁদগাজী।

হা হা হা
দারুন!!!

০৪ ঠা এপ্রিল, ২০১৭ সকাল ১১:৫১

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসমানের চাঁদ আর ছাদের উপর গাজী ট্যাংক হাহাহাহা

ধন্যবাদ দাদা
ভাল থাকুন :)

৭| ০৩ রা এপ্রিল, ২০১৭ দুপুর ২:৫১

রাতুল_শাহ বলেছেন: চাঁদগাজী ভাই এর কথা আসলেই খুব ভালো লাগে। ব্লগে ইদানিং সময় পেলে ৩-৪ জনের ব্লগ পড়ার চেষ্টা করি। তাদের মধ্যে চাঁদগাজী ভাই।

০৪ ঠা এপ্রিল, ২০১৭ দুপুর ১২:০৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমি উনার মন্তব্য পড়ি। পোস্ট বড় হওয়াতে আর রাজনীতি আলোচনা থাকায় পোস্ট কম পড়া হয়

ধন্যবাদ রাতুল ভাইয়া

সুন্দর মন্তব্যের জন্য :)

৮| ০৩ রা এপ্রিল, ২০১৭ দুপুর ২:৫২

রক বেনন বলেছেন: চমৎকার লিখেছেন আপু! খুব সুন্দর হয়েছে! :)

০৪ ঠা এপ্রিল, ২০১৭ দুপুর ১২:১১

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ বেনন ভাইয়া
শুভেচ্ছা সতত :)

৯| ০৩ রা এপ্রিল, ২০১৭ বিকাল ৩:২১

মোটা ফ্রেমের চশমা বলেছেন: চাঁদগাজীর চোখে পড়েনি লেখাটা?? :D ওনার মন্তব্য পড়ার জন্য ওয়েট করছি :P

০৪ ঠা এপ্রিল, ২০১৭ দুপুর ১২:১২

কাজী ফাতেমা ছবি বলেছেন: চোখে পড়েছে আর উনি সুন্মদর মন্তব্য করেছেন কিন্তু কিছু অযাচিত মন্তব্য আমার পোস্টটাকে নোংরা করে দিল। :(

ধন্যবাদ চশমা ভাইয়া
ভাল থাকুন :)

১০| ০৩ রা এপ্রিল, ২০১৭ বিকাল ৩:২১

দ্যা ফয়েজ ভাই বলেছেন: প্রথম যখন ব্লগে আসি,তখন দেখতাম তাকে নিয়ে কিছু বিতর্কিত পোষ্ট হতো।তখন ভাবতাম,নিশ্চয়ই তিনি কোন বাজে ব্লগার।
কিন্তু কয়েকদিন পর বুঝলাম,তার কমেন্টের স্বার্থ উদ্ধার করতে পারি না বলেই তার মর্ম বুঝতে পারি না।ভালো লাগলো।

০৪ ঠা এপ্রিল, ২০১৭ দুপুর ১২:১৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম .... আমি তো তার মন্তব্যের ভক্ত
মন্তব্য পড়ে হাসি আর হাসি

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া অনেক অনেক :)

১১| ০৩ রা এপ্রিল, ২০১৭ বিকাল ৩:২২

মোটা ফ্রেমের চশমা বলেছেন: বাই দ্যা ওয়ে, হেভি মজা পেয়েছি লেখা পড়ে! :)

০৪ ঠা এপ্রিল, ২০১৭ দুপুর ১২:১৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ
মজা পাওয়া আর মজা দেয়া এখনকার দিনে কঠিন ব্যাপার
আমি একটু হলেও পেরেছি বলে ভাল লাগছে

যদিও শরীরটা ভাল না আর উত্তর দিতে দেরী। বাসায় অবশ্য মোবাইলে নেট ইউজ করি বিধায় আর মন্তব্য দেয়া হয় না সরি

ভাল থাকুন ভাইয়া :)

১২| ০৩ রা এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৫৯

নাইম রাজ বলেছেন: চাঁদগাজী ভাই সামুর একজন গ্রেড ব্লগার । শুভকামনা তার জন্য,লেখকেও ধন্যবাদ।

০৪ ঠা এপ্রিল, ২০১৭ দুপুর ১২:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই -উনার মন্তব্য দেখলে পিলে চমকে যায়

আমরা তো অনেকেই মন্তব্য করি না সব পোস্টে কিন্তু উনি তাতে সফল

ধন্যবাদ নাইম ভাইয়া ভাল থাকুন।

১৩| ০৩ রা এপ্রিল, ২০১৭ বিকাল ৪:১৭

সিনবাদ জাহাজি বলেছেন: :-B :P :-B
দারুন দারুন
কমেন্ট বক্সে চাঁদগাজী ভাই কই?????????????

০৪ ঠা এপ্রিল, ২০১৭ দুপুর ১২:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাইয়া আসছিলো মন্তব্য করে গেছেন
সুন্দর মন্তব্য

ধন্যবাদ জাহাজী ভাইয়া ভাল থাকুন

১৪| ০৩ রা এপ্রিল, ২০১৭ বিকাল ৫:১৩

অপ্‌সরা বলেছেন: চাঁদভাইয়ার আছেন কিছু
পরম বন্ধু শুভাজন
তারে নিয়েই প্রায়ই তারা
করেন নানা গুন ও গান।

নানান রকম ছবি তোলেন
নানান রকম উপহার
ফেলতে গিয়ে কুয়ায় তারে
করে ফেললেন উপকার।

তাইতো ভাইয়া ফেমাস হলেন
শত্রুর মুখে দিলেন ছাই
আহা ভাইয়ার বুকের পাটা
এমন বীর আর কোথাও নাই।

বলি সবাই নাও শিক্ষা
অটল মনের শক্তিতে
ভাইয়াকে তাই স্যালুট সালাম
পেনাম করি ভক্তিতে!


:P




০৪ ঠা এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৪০

কাজী ফাতেমা ছবি বলেছেন: াহাহাহাহাহ আপি মেলা সুন্দর হইছে ছড়িতা

নানান রকম ছবি তোলেন
নানান রকম উপহার
ফেলতে গিয়ে কুয়ায় তারে
করে ফেললেন উপকার।

১৫| ০৩ রা এপ্রিল, ২০১৭ বিকাল ৫:২৫

শাহরিয়ার কবীর বলেছেন: আমার শ্রদ্ধেয় ব্লগার চাঁদগাজী ভাইকে নিয়ে অসাধারণ লেখা !


যদিও কোন দিন চাঁদগাজী ভাইকে হাসতে দেখিনি,কারণ বুদ্ধিমানরা একটু হাসেন কম ।
আশা করি এবার এ লেখা পড়ে সবার মত তিনিও হাসবেন । B-)

০৪ ঠা এপ্রিল, ২০১৭ সকাল ১০:৫১

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাসছেনই কি-না কে জানে
তবে তার মন্তব্য পড়ে আমি অন্তত হাসি হাহাহাহাহা

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য :)

১৬| ০৩ রা এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৩৯

চাঁদগাজী বলেছেন:


মাহমুদুর রহমান, ড: এমাজুদ্দিন সাহেবের নাম আছে বেগম জিয়ার "থিংক ট্যাংক" লিস্টে; আমি ২ বছর বছর ব্লগিং করে, এক ব্লগারের সাহায্য নিয়ে, মাটি থেকে ছাদে উঠেছি, "গাজীর ট্যাংকে"; এটুকুও অনেক।

ব্লগিং ছেড়ে অনেক পরিচিত মুখ চলে গেছেন, গত ২ বছরে নতুন ব্লগার খুব বেশী নাম লিখাননি; শুন্যতার এই সুযোগে, আমি ব্লগারদের রাজনৈতিক-মন নিয়ে নাড়াচাড়া করে দেখছি; বাংগালী ব্লগারেরা বিশ্বের অন্য ব্লগারদের কাছাকাছি আছেন, যদি সংখ্যায় অনেক কম। আমরা যেসব বিষয় নিয়ে এখানে কথা বলি, এগুলোর অনেকটুকুই থিওরিটিক্যাল, আদর্শ ল্যাব পরিবেশের কথা; কিন্তু এগুলো মনের উপর প্রভাব ফেলছে ও নতুন ভাবনার জন্ম দিচ্ছে।

০৪ ঠা এপ্রিল, ২০১৭ দুপুর ১:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহাহা মাটি থেকে ছাদে উঠেছি, "গাজীর ট্যাংকে"; এটুকুও অনেক।
দারুন ব্যাপার

অনেক ধন্যবাদ চাঁদ ভাইয়া । ভাল থাকুন সুন্দর এবঙ সুস্থ থাকুন
হ্যাপি ব্লগিং

১৭| ০৩ রা এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৪৪

চাঁদগাজী বলেছেন:


গড় ব্লগারদের তুলনায়, আমি একটু আগের জেনারেশনের; তাই কিছুটা ভাবনার সংঘর্ষ ঘটে মাঝে মাঝে, আমি স্বাভাবিকভাবেই নিই; অনেকেই নিজেদের ভাবনা, আইডিয়া জানাচ্ছেন আমার পোস্টে; ২/৩ জেনারেশনের সাথে কথা বলছি, আমার ভালো লাগছে।

০৪ ঠা এপ্রিল, ২০১৭ দুপুর ১:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: জেনারেশন গ্যাপ বড় কথা নয়। মনটাই হচ্ছে আসল ব্যাপার
সবার সাথে মানিয়ে নিয়ে ব্লগিং -অনেক কঠিন ব্যাপার আপনি তা পেরেছেন

আমিও তো আধা বুইড়া মহিলা তাও কত আনন্দ করে যাই সবার সাথে এখানে। শত ব্যস্ততার ফাঁকে এখানে এসে ঘুরে যাই।

ধন্যবাদ আপনাকে

১৮| ০৩ রা এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৫৮

উম্মে সায়মা বলেছেন: বাহ :)

০৪ ঠা এপ্রিল, ২০১৭ দুপুর ১:২০

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকু আপি
ভাল থাকুন

১৯| ০৩ রা এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:০৩

বর্ষন হোমস বলেছেন:
এত দিনে তার নামের মর্ম উদ্ধার করতে পারলাম ;) ।তিনি গাজী ট্যাংকের বিশাল ভক্ত।তাই নাম রেখেছে চাঁদগাজী।
হাঃহাঃহাঃ
কবিতাটা অস্থির ছিলো।

০৪ ঠা এপ্রিল, ২০১৭ দুপুর ১:২১

কাজী ফাতেমা ছবি বলেছেন: াহাহাহাহাহাহাহ আসমানের চাঁদ আর ছাদের উপর গাজী দারুন ব্যাপার

বর্ষন ভাইয়া অনেক ধন্যবাদ :)

২০| ০৩ রা এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৩৫

অতঃপর হৃদয় বলেছেন: অসাধারণ কবিতা!!!!!!!!! ভাল লাগছে অনেক!!!!! +++++++++++

০৪ ঠা এপ্রিল, ২০১৭ দুপুর ১:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ পিচ্চি
ভাল থাকুন খুব

২১| ০৩ রা এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৪২

রাবেয়া রাহীম বলেছেন: চাঁদ ভাইয়া'টা আবেগ শূন্য ----

চাঁদ ভাইয়াকে আরেকটু আবেগী হওয়ার অনুরধ করতে পারি কি?

ভাল লিখেছ ছবি ।

০৪ ঠা এপ্রিল, ২০১৭ দুপুর ১:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: অবশ্যই অনুরোধ করতে পারি হাহাহাহাহ

থ্যাংকু বুবু :) ভালবাসার রইল

২২| ০৩ রা এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫

আহমেদ জী এস বলেছেন: কাজী ফাতেমা ছবি ,



যথার্থ "চাঁদগাজী" বন্দনা ।

সাথে আরও ভালো লাগলো, বন্দনার নায়ক সহব্লগার "চাঁদগাজী"র করা মন্তব্য দু'খানার বক্তব্য ।

০৪ ঠা এপ্রিল, ২০১৭ দুপুর ১:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ জী ভাইয়া

ভাল থাকুন :)

২৩| ০৩ রা এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫

আহমেদ জী এস বলেছেন: কাজী ফাতেমা ছবি ,



যথার্থ "চাঁদগাজী" বন্দনা ।

সাথে আরও ভালো লাগলো, বন্দনার নায়ক সহব্লগার "চাঁদগাজী"র করা মন্তব্য দু'খানার বক্তব্য ।

০৪ ঠা এপ্রিল, ২০১৭ দুপুর ১:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া :)

২৪| ০৩ রা এপ্রিল, ২০১৭ রাত ৮:০৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: অামি বরাবরই চাঁচগাজীর পক্ষে ছিলাম কেননা ওনার ব্লগগিং একটু ভিন্ন ধাঁচের, আবেগ কে প্রত্যাক্ষান করেছেন বহু বছর আগেই। যিনি ভাস্তবতার উপর ভর করে প্রতিটি পোস্টে মন্তব্য করে যান। তাতে অন্তত্য মন্তব্যহীন না হওয়ার সম্ভবনাটা কেটে যায়।
মাঝে মধ্যে এমন পোষ্টও হয় 'এই মাসে ব্লগবাস্টার ১০০০ থেকে ০ শুন্য কোটায়! চাটে ০ উঠে ১ একেতো ঠেকে! আর এই শোন্ বাতিলের প্রকিয়ায় চাঁদগাজী ভাই এর অবদান। এ সত্যি প্রসংশনীয়।

০৪ ঠা এপ্রিল, ২০১৭ দুপুর ১:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: হ্যা আমিও তা দেখেছি। প্রতিটি পোস্টেই মন্তব্য যায় উনার গোটা কয়েকটা ছাড়া

সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আপনাকে। ভাল থাকুন সাথেই থাকুন

২৫| ০৩ রা এপ্রিল, ২০১৭ রাত ৮:১১

স্যাম উইনচেষ্টার বলেছেন: ১ চিমটা মেধার সাথে ২ চিমটা সবজান্তা দাম্ভিক আচরণ, ৩ চিমটা দুর্ব্যবহার ভিন্নমত/তেল নাদেয়া ব্লগারদের সাথে, আর পোস্টের সাত আসমানে না মিলা অসংলগ্ন মন্তব্য, এই সব কিছুর যোগফল হৈল চাঁদগাজী/ফার্মার/পংবাড়ী/পাঠক১৯৭১/মার্কো পলো/জনতা ১০১৬ ....

সর্বত্র নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করা বাংলা ব্লগোস্ফিয়ারের একমাত্র জেতা এই বিশিষ্ট মহা-ব্লগারের গতবছর চিন্হিত দুই শিবির কর্মীর প্রতি ব্যাপক মমত্ববোধ ছিল দেখার মত।

২৬| ০৩ রা এপ্রিল, ২০১৭ রাত ৮:৩৪

চাঁদগাজী বলেছেন:


@স্যাম উইনচেষ্টার,

আপনি বলেছেন,
"সর্বত্র নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করা বাংলা ব্লগোস্ফিয়ারের একমাত্র জেতা এই বিশিষ্ট মহা-ব্লগারের গতবছর চিন্হিত দুই শিবির কর্মীর প্রতি ব্যাপক মমত্ববোধ ছিল দেখার মত। "

-ব্লগে কেহ বলে না যে, কে শিবিরের লোক, কে ওবামার মেয়ে; যেমন আপনি বলেননি যে, আপনি শেখ হসাবের নাতি। আমার পোস্টে মোটামুটি সব ধরণের ব্লগার কমেন্ট করেন; পোস্টে কমেন্ট করলে, কমেন্ট বিনিময় হয়। এখন থেকে, আপনি আমার পোস্টের ব্লগারগুলোকে পরিচায় করায়ে দেবন, প্লীজ। আমার মনে হয়, আপনি ভেঁড়ার লজিক অনুসরণ করেন, ফাজি লজিক!

২৭| ০৩ রা এপ্রিল, ২০১৭ রাত ৮:৪১

পান-সুপারি বলেছেন:



তেল দিয়া দিয়া ছাগলের বিচির মগজওয়ালা একটা লোকরে যে মহাগিয়ানি দেখানো যায়, তার প্রকৃষ্ট উদাহরণ হইল চাঁদগাজী।

২৮| ০৩ রা এপ্রিল, ২০১৭ রাত ৮:৪২

পান-সুপারি বলেছেন:




সামু ব্লগ চাঁদগাজীর বাপের কিনা ব্লগ। কাজেই এইখানে ব্লগাইতে হইলে চাঁদগাজীর খারাপ ব্যাবহার মাইন্ন্যাই ব্লগিং করতে হইব।

২৯| ০৩ রা এপ্রিল, ২০১৭ রাত ৮:৪৬

সাদা মনের মানুষ বলেছেন: কবিতা ভালো হয়েছে, কিন্তু ছবিটা আরো বেশী ভালো হয়েছে :)

০৪ ঠা এপ্রিল, ২০১৭ দুপুর ১:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: াহাহাহাহাহাহাহ তাই নাকি

সবচেয়ে ভাল ব্যাপার হলো চাঁদ ভাইয়া চেতে যান নি । আমি তো ভয়ে ছিলাম হাহাহা

ধন্যবাদ ভাইয়া ভাল থাকুন

৩০| ০৩ রা এপ্রিল, ২০১৭ রাত ৮:৫২

স্যাম উইনচেষ্টার বলেছেন: =p~ কঠিন পিছলামি! চাঁদগাজী ছাড়া এই পিছলামি আর কে দেখাইবে। তখনকার চাঁদগাজীর পোস্টগুলোর টাইমলাইনে এখনও প্রমাণ আছে পরিচয় জানার পরও কালনী নদী আর সোজন বাদিয়ার প্রতি চাঁদগাজীর তেব্র সমকামী ভালবাসার। আর এইখানে কইলে আমি হয়া যাই ভেড়ার লজিকের ব্লগার =p~ =p~

৩১| ০৩ রা এপ্রিল, ২০১৭ রাত ৮:৫৯

চাঁদগাজী বলেছেন:

@স্যাম উইনচেষ্টার ,

আপনি ১০ মাসে বেশী এই নিকে ব্লগে আছেন, কোন পোস্ট নেই; এর অর্থ কি দাঁড়ায়?

আমি নিজকে আদর্শ ব্লগার মনে করিনা, এই ব্লগে অনেকই সুন্দর ব্লগিং'এর জন্য সুপরিচিত; কিন্তু ১০ মাসে ১টি পোস্টও না লিখে, কেহ কি নিজকে ব্লগার হিসেবে দাঁড়া করাতে পারবেন?

৩২| ০৩ রা এপ্রিল, ২০১৭ রাত ৯:১১

স্যাম উইনচেষ্টার বলেছেন: =p~ আরও পিছলামি। চিন্হিত ছাগুর প্রতি নিজের কঠিন ভালবাসার কারণের উত্তরে আমার দশমাস নিক যে কারও পুটকির ভিত্রে আঙ্গুল দিয়া খুচায় নাই, সেইটার জন্য হিংসা। এই ব্লগে আবার কোন ব্লগার আছে নাকি =p~ =p~

৩৩| ০৩ রা এপ্রিল, ২০১৭ রাত ৯:১৫

পান-সুপারি বলেছেন:




আমি আলম জাহাঙ্গীর ওরফে চাঁদগাজীকে ভালবাসি। আমি আলম জাহাঙ্গীরের সাথে যৌন কর্ম করতে চাই।

৩৪| ০৩ রা এপ্রিল, ২০১৭ রাত ৯:২২

চাঁদগাজী বলেছেন:


@স্যাম উইনচেষ্টার ,

আমার কমেন্ট নিয়ে বিভিন্ন সময়ে কিছু সমালোচনা হয়েছে, এতে আমি উপকৃত হয়েছি, নিজকে বদলাতে চেস্টা করেছি; কিন্তু আপনার পোস্টে কমেন্ট করতে পারিনি, আপনি পোস্ট-বিহীন ব্লগার!

০৪ ঠা এপ্রিল, ২০১৭ দুপুর ১:৩৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: এটাই তো সবচেয়ে ভাল
নিজেকে বদলানো

অনেক ধন্যবাদ ভাইয়া

৩৫| ০৩ রা এপ্রিল, ২০১৭ রাত ১০:১২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো ছন্দের তালে চাঁদের বাড়ি পড়ে। রম্যতা থাকা ভালো, তাতে মনের স্বাস্থ্য ভালো থাকে।

শুভকামনা রইল।

০৪ ঠা এপ্রিল, ২০১৭ দুপুর ১:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ নয়ন ভাইয়া
ভাল থাকুন
সুন্দর থাকুন
শুভেচ্ছা :)

৩৬| ০৩ রা এপ্রিল, ২০১৭ রাত ১১:৩৫

এডওয়ার্ড মায়া বলেছেন: লেবু বেশি কচলে তিতা হয় না !

০৪ ঠা এপ্রিল, ২০১৭ দুপুর ১:২৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: কিডা কচলাইছে নাম কও তার

তার একদিন কি আমার একদিন

থ্যাংকু পোস্টে আসার জন্য :)

৩৭| ০৩ রা এপ্রিল, ২০১৭ রাত ১১:৩৬

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সুপ্রিয় ব্লগার চাঁদগাজিকে নিয়ে লেখা কবিতা! বিষয় এবং কবিতা দু’টোই ভাল হয়েছে। গায়ে না মেখে ইতিবাচক দিক তেকে নিলে চাঁদের মন্ব্য চাঁদের মতই। আমি অনেককে নিয়ে সনেট লিখেছি। কিন্তু চাঁদকে নিয়ে লেখা সনেটের মতো আর কোনটি তেমন আলো ছড়ায়নি। মানুষের মাঝে হাজার মত। তার মাঝেই আমাদের সুন্দর পৃথিবীর স্বপ্ন দেখতে হবে। নয়তো আর স্বপ্ন দেখাই হবেনা। ছবি কবি নজরুল হয়ে উঠুক সেই কামনা করি। চাঁদের জোছনায় যাদের গায়ে ফসকা পড়ে তাদের গায়ে সম্ভবত চামড়া নেই। অথচ জগতে সবার সাথে মিলেমিশে থাকতে হলে গন্ডারের চামড়ার বিকল্প নেই। ভাবছি চাঁদকে নিয়ে আরেকটা কবিতা লেখা যায় কিনা।

০৪ ঠা এপ্রিল, ২০১৭ দুপুর ১:২৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনার প্রতিটি লেখাই সুন্দর। বড় পোস্ট হলে অবশ্য এড়িয়ে যাই ব্যস্ততার কারণে।

অথচ জগতে সবার সাথে মিলেমিশে থাকতে হলে গন্ডারের চামড়ার বিকল্প নেই। ভাবছি চাঁদকে নিয়ে আরেকটা কবিতা লেখা যায় কিনা। কথা অবশ্য ঠিক

হ্যা লিখতে পারেন। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য

৩৮| ০৪ ঠা এপ্রিল, ২০১৭ রাত ১২:২১

সচেতনহ্যাপী বলেছেন: বিদেশ থেকেই রাগের চোটে
ফুলিয়ে দেখান দুই পেশী!
ভাল লেগেছে সাথে ১৪নং মন্তব্যে অপসরার ফেলতে গিয়ে কুয়ায় তারে
করে ফেললেন উপকার।

০৪ ঠা এপ্রিল, ২০১৭ দুপুর ১:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: াহাহাহাহাহ অপ্সরা পির ছড়াটাও অনেক সুন্দর হইছে

ধন্যবাদ হ্যাপী পা
ভাল থাকুন সাথেই থাকুন :)

৩৯| ০৪ ঠা এপ্রিল, ২০১৭ রাত ১:২৪

মুশি-১৯৯৪ বলেছেন:

আমি মনে করি ব্লগে আমার প্রতিপক্ষ হচ্ছে যে ধারণাকে আমি ভুল মনে করি। কোন ব্যক্তিকে আমি প্রতিপক্ষ মনে করি না। যদি ঘটনাচক্রে কোন ব্যক্তি ঐ ভুল মতকে ধারণ করে আমি তাকেও আক্রমণ করতে পিছপা হই না।

০৪ ঠা এপ্রিল, ২০১৭ দুপুর ১:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম সেটাই করা উচিত। এখানে দলাদলি কিংবা ব্যক্তিগত কোন্দল কিংবা নাস্তিক আস্তিক নিয়ে কাইজ্জা মাইজ্জা ভালা লাগে না।

এমনিতে সবার জীবনেই কত জুটঝামেলা। তারপরও এখানে এসে একটু হাসি একটু আনন্দ করতে পারলে মন ভাল হয়

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য

৪০| ০৪ ঠা এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৪৫

নাগরিক কবি বলেছেন: :) ;) ভাল হইছে আপু

০৪ ঠা এপ্রিল, ২০১৭ দুপুর ১:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকস এ লট ভাইয়া

৪১| ০৪ ঠা এপ্রিল, ২০১৭ দুপুর ১:১৮

শূন্যনীড় বলেছেন: ভালো লাগলো চাঁদের বাড়ি পড়ে

০৪ ঠা এপ্রিল, ২০১৭ দুপুর ১:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ শূন্যনীড় ভাইয়া
অনেক শুভেচ্ছা রইল :)

৪২| ০৪ ঠা এপ্রিল, ২০১৭ দুপুর ১:৩৭

ঢ্যাঙা মোস্তাফা বলেছেন:

৪৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৭ দুপুর ২:৫২

কাল্পনিক কামিনী বলেছেন: অনেক সুন্দর হয়েছে আপু।

০৪ ঠা এপ্রিল, ২০১৭ বিকাল ৩:০০

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আপি
পোস্ট পড়ার জন্য কৃতজ্ঞ
ভাল থাকুন সাথেই থাকুন :)

৪৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৩২

তোমার জন্য মিনতি বলেছেন: অনেক ভালো লাগা রইল আপু। খুব সুন্দর লিখেছেন। ++++++

০৪ ঠা এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: িআপনাকেও ধন্যবাদ মিনতি
ভা লথাকুন অনেক অনেক

৪৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৭ রাত ৮:৪১

ডঃ এম এ আলী বলেছেন: ব্লগে ব্লগার থেকে তার লিখার বিষয়বস্তু নিয়ে কথা বলা আমার কাছে বেশী ভাল লাগে । লেখাটি কেন ভাল লাগল আর কেন ভাল লাগল না সেটা বলতে পারাই অনেক কঠীনকাজ । লিখাটিকে বিভিন্ন দৃষ্টিকোন হতে দেখতে হয় বুঝতে হয় । লিখা থেকে যে হাসি , কান্না , সুখ, দুখ একেবারে মনের নিভৃত কোনে জমে উঠে সেটাই লিখাটি অনুভবের সঠিকতা । কোন লিখায় কারো মুল্যায়ন/মন্তব্য দেখে নীজের লিখার গুনাগুন বুঝা যায় । এটা নীজের লেখার মান উন্নয়নে অনেক সহায়ক হয় । আর এ কাজে যারা নিরলসভাবে সহায়তা করেন তারা তো সাধুবাদ পেতেই পারেন , সকলের কাছেই :)

ধন্যবাদ সুন্দর কাব্যিক লিখাটির জন্য ।

০৬ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:০১

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর মন্তব্য - আপনার কথা সাথে আমি একমত

আন্তরিক ধন্যবাদ পোস্টে আসার জন্য :)

৪৬| ০৭ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:০২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চাঁদ গাজী ভাইকে নিয়ে চমৎকার পোস্ট!
পিলাচ দিয়ে গেলাম---

০৯ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:১৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকু থ্যাংকু

ভাল থাকুন সাথেই থাকুন
শুভেচ্ছার বস্তা দিলাম :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.