নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

একটু ভালবাসলে কি হয়?

০৫ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:৪২



©কাজী ফাতেমা ছবি

১/
এত অবহেলা মনে জমা তোমার, সে আমার জন্য
চুপচাপ থেকে যাই, দৃষ্টি ঘুরিয়ে দেখি কতটা পর তুমি
চৈত্রের উত্তাপ কপালে, ছুঁয়ে দাও নি ভুলেও একবার
কেঁপে কেঁপে উঠি মধ্যরাতে, তুমি নেই আপন হয়ে।

২/
শুনো, অফিস ছুটি দিয়েছি,
চলো একটি স্মৃতি রোমন্থিত দিন কাটাই.
সময় চলে যাবে, থেকে যাবে সুখ স্মৃতি
এসো উথাল হাওয়ায় ঘুরে আসি খানিকক্ষণ,
আলতো গা ঘেঁষে ঘেঁষে পথ চলি
তুমি চুপ থেকো, আমি তুলে যাব উচ্ছ্বাসের ঢেউ।
ঢেউয়ে ঢেউয়ে ভেসে যাও সুখে, সে কি তুমি চাও না!
ব্যস্ততা তুলে রাখ না হয় আজ বুক পকেটে।
কি আর হবে বল,
একটি দিনের কিছুটা ক্ষণ আমায় দিলে!
এসো চৈত্রের রোদ্দুরের পিঠে চড়ে ঘুরে আসি এই শহর
জানি তুমি নেয়ে ঘেমে ক্লান্ত হয়ে যাবে,
তবে তোমায় কচি ডাবের পানি পান করাবো আর
আমার হাতে তুলে দিয়ো ঠান্ডা জলের ললি
কিছুটা ক্লান্তি কেটে যাবে,
দিবাকর তাকিয়ে হাসবে, দেখে নিয়ো।
ঐ যে দূর্বাঘাসের মাঠ, দেখো কিনারে আম গাছ
চলো ছায়ায় বসে গল্প তুলি হৃদয়ের খাঁচায়
বন্দি করে নেই তুমি আমি চৈত্রের বার্ধক্য।
চৈত্র মরে যাবে,
তবে তুমি মনে তুলে দিয়ো বৈশাখীর প্রেম ঝড়।
ভেঙ্গে চুঁড়ে ভালবেসে ছেড়ে দাও আমায়, আমি গলে যাব
মাথা এলিয়ে জোরে নিঃশ্বাস নিব স্বস্তির, চোখ বন্ধ।
ভালবাসা কি এমন হতে পারে না, বল?

মন্তব্য ৩৮ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:৪৬

বিজন রয় বলেছেন: হা হা হা ...........
মানুষ কি আসলে ভালবাসতে পারে, একটু বা অনেক??

০৬ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: না দাদা
মানুষ স্বার্থ ছাড়া এক ফোটাও ভালবাসতে জানে না :(

ধন্যবাদ আপনাকে পোস্ট পড়া এবং মন্তব্যের জন্য :)

২| ০৫ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:৪৮

মোস্তফা সোহেল বলেছেন: সুন্দর করে মনের ভালবাসার কথা বলে গেলেন অকপটে । দারুন । কবিতায়++

০৬ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:৫৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
ভাল থাকুন খুব খুব

৩| ০৫ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:৫১

দৃষ্টিসীমানা বলেছেন: ভাল লাগল ।

০৬ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:০২

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ দৃষ্টি অনেক ভাল থাকুন :)

৪| ০৫ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:৫৯

দ্যা ফয়েজ ভাই বলেছেন: তবে তুমি মনে তুলে দিয়ো বৈশাখীর প্রেম ঝড়।
ভেঙ্গে চুঁড়ে ভালবেসে ছেড়ে দাও আমায়, আমি গলে যাব
মাথা এলিয়ে জোরে নিঃশ্বাস নিব স্বস্তির, চোখ বন্ধ।
ভালবাসা কি এমন হতে পারে না, বল।?

এমন ভালোবাসা?গল্প,কবিতা সিনেমাতেই হয়ত সম্ভব।নাহলে আমার ভাগ্যে জোটে না ক্যান? :((

ভালো লাগলো। :)

০৬ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:১৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: এমন ভালোবাসা?গল্প,কবিতা সিনেমাতেই হয়ত সম্ভব।নাহলে আমার ভাগ্যে জোটে না ক্যান? :(( হ এই দুনিয়াতে ভালবাসা বলতে কিছু নাই :(

থ্যাংকস :)

৫| ০৫ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:০৪

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার হয়েছে।






ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।

০৬ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:১৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ দেশ ভাইয়া :)
শুভেচ্ছা
অনেক ভাল থাকুন

৬| ০৫ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৩৮

আরাফআহনাফ বলেছেন: "চৈত্রের উত্তাপ কপালে, ছুঁয়ে দাও নি ভুলেও একবার
কেঁপে কেঁপে উঠি মধ্যরাতে, তুমি নেই আপন হয়ে।
" +++

"ভালবাসা কি এমন হতে পারে না, বল?" ভালোবাসাতো এমনই হতে হবে - সন্দেহ কি?

০৬ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: কিন্ত হয় নাতো -হয় না কখনো

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আরাফ ভাইয়া

৭| ০৫ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:২৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: দারুন কবিতা।

ধন্যবাদ বোন কাজী ফাতেমা ছবি।

০৬ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:২৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে
ভাল থাকুন অনেক ভাইয়া :)

৮| ০৫ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৩৯

চাঁদগাজী বলেছেন:


যে পাখী গায় না গান, যে পাখী উড়ে না, কি হবে সেই পাখী মনে মনে পুষে!

০৬ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:২৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: না পুষেও যে উপায় নাই :(

ধন্যবাদ চাঁদ ভাইয়া
ভাল থাকুন অনেক :)

৯| ০৫ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:২৮

ধ্রুবক আলো বলেছেন: হ্যা ভালোবাসাও হতে পারে এমন
কবিতায় ++

০৬ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: হয় না তো কি আর করার

অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য

১০| ০৫ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:২৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতা এমনো হয়
যেমন কবিরা ভাবেন
তুমি বরাবরই ভাল কবিতা লিখ নতুন করে প্রসংশা করার আর কি আছে। তবু বলে যাই অনেক সুন্দর হয়েছে।


০৬ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৩৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: াহাহাহাহা অনেক ধন্যবাদ সুজন ভাইয়া-সুন্দর মন্তব্য লেখার প্রেরণার উৎস
আল্লাহ অনেক ভাল রাখুন আপনাকে

১১| ০৫ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:১০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক ভালো লাগলো প্রিয় কবি আপু। বরাবরই খুব সুন্দর কবিতা লেখেন। আমি মজা করেই পড়ি সব। বিরহ গুলি আপনার কবিতায় খুব সুন্দর করে উপস্থাপিত হয়। ১নং স্টেপে বিরহটা খুব ভালো লাগলো। আসলে মানুষ কাছে থাকলেও কিছুকিছু সময় মনে হয়ে অনেক দূরের কেউ, যদি আন্তরিকতার কিছু অভাব থাকে তো।

অনেক অনেক ভালো লাগা রইল আপু।

০৬ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৩৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: জীবন এমনই যে যেমন চায় তেমন পায় না কখনো

সুন্দর মন্তব্যর জন্য অনেক ধন্যবাদ নয়ন ভাইয়া :)

১২| ০৫ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:৩১

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পড়ে খুব ভালো লাগলো ..............

শুভ কামনা রইলো প্রিয় কবি ।

০৬ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৩৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসংখ্য ধন্যবাাদ

ভাল থাকুন :)

১৩| ০৬ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:৩০

সুমন কর বলেছেন: ভাইয়াকে নিয়ে একদিন বেরিয়ে পড়ুন। ;)

ভালো হয়েছে। +।

০৬ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৩৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: গেলে না সে নিয়া যাইতাম
বেটা বদ এখনো সমুদ্রই দেখায়নি আমারে কন দেহি কি করি তারে নিয়া :(

অনেক ধন্যবাদ দাদা ভাল থাকুন

১৪| ০৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ৮:৫৮

সিনবাদ জাহাজি বলেছেন: শুভ কামনা
আর কবিতার কথা আলাদা করে বলার মত কিছু নেই।
বরাবরের মতই সুন্দর

০৬ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৩৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাইয়া ভাল থাকুন

১৫| ০৬ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৩২

বর্ষন হোমস বলেছেন:
দু নম্বর কবিতা পড়ে ব্লগ থেকে ছুটি নিলাম ;) ।কেউ একজন কে হয়ত সময় দিতে হবে :P

০৬ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৪২

কাজী ফাতেমা ছবি বলেছেন: দেৌড় দেন এসব বিষয়ে দেরী করতে নাই। ছবি তুইলেন আর ফটো দেখাইয়েন কিন্তু হাহাহাহ
শুভ কামনা আপনাদের জন্য

ভাল থাকুন এবং ধরে থাকুন সারাজীবন
বন্ধন হোক অটুট।

১৬| ০৬ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৪৭

বর্ষন হোমস বলেছেন:
সেই কেউ একজন আমার বন্ধু।সুতরাং দৌড় দেওয়ার কিছু নেই।দেরি করলে বন্ধুরা রাগ করে না।

ভাল থাকবেন।

০৬ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৫৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহাাহ ..... আচ্ছা
বন্ধুরা রাগ করে না- কথাসইত্য
শুভ কামনা সতত

১৭| ০৬ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:১৭

আহমেদ জী এস বলেছেন: কাজী ফাতেমা ছবি ,




অনেক সুন্দর হয়েছে এই কবিতা গুচ্ছ ।

খুব ভালো লেগেছে একটু ভালবাসার জন্যে অভিমানী এই চারটে দারুন পোয়েটিক লাইন ------
" এত অবহেলা মনে জমা তোমার, সে আমার জন্য
চুপচাপ থেকে যাই, দৃষ্টি ঘুরিয়ে দেখি কতটা পর তুমি
চৈত্রের উত্তাপ কপালে, ছুঁয়ে দাও নি ভুলেও একবার
কেঁপে কেঁপে উঠি মধ্যরাতে, তুমি নেই আপন হয়ে।"


++

০৯ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:১১

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ জী ভাইয়া-সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত হলাম
ভাল থাকুন শুভেচ্ছা সতত :)

১৮| ০৭ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৫৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ১/ আপন আমি ঠিকই আছি
তুমিই হয়ে গেছ পর,
তোমার জন্য একলা আমি
তুমি করছো অন্যের ঘর।

২/ ----- =p~ =p~

০৯ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:১২

কাজী ফাতেমা ছবি বলেছেন: াহাহাহাহাহাহ এত্ত সুন্দর মন্তব্য হাহাহাহাহাহাহ

থ্যাংকস এ লট ভাইয়া :)

১৯| ১৩ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:২১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:


ভেঙ্গে চুঁড়ে ভালবেসে ছেড়ে দাও আমায়, আমি গলে যাব
মাথা এলিয়ে জোরে নিঃশ্বাস নিব স্বস্তির, চোখ বন্ধ।
ভালবাসা কি এমন হতে পারে না, বল?" - কিন্তু, ভালোবাসা তো এমনই হওয়া উচিৎ। শ্রদ্ধা আর মুগ্ধতায় ভরে থাকা ভালোবাসাই কেবল এমন স্বস্তি এনে দিতে পারে, মাথা যেতে পারে এলিয়ে।

আবার বেড়াতে এসে কবিতাটি আবার পড়ে গেলাম। অসাধারণ।

১৩ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: এমন হয় নাতো - ভালবাসার বুঝে না সবাই :(

অনেক ধন্যবাদ ভাইয়া :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.