নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

দেশের ছবি-৮

০৬ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:০৭

(আগের পোস্ট প্রথম পেইজ থেকে নাই হওয়াতে পুরাতন ডিলেট করে নতুন করে দিলাম আবার, সরি ফর দেট)



১। একলা থাকি একলা ভাসি-একলা আমার জলের পুকুর
এসো সাথী পায়ে পরে-ঝলমলানি জলের নুপুর।
একলা মনের একলা আমি-খুঁজি তোমায় নিরিবিলি
তোমার জন্য তুলে রাখছি-স্বপ্ন রঙিন ঝিলিমিলি।

আবারো হাজির হাবিজাবি কিছু দেশের ছবি নিয়ে। আজ বকবকানি কম...... আমার জ্বর-গলা ব্যথা তাই কথা কম হাহাহাাহাহাহা তাই বলে হাসি সেটা থামানো যাবে না । ক্যামেরা ক্যানন ৬০০ ডি।

২।কত সজীব লাগছে-এই তুমি ছুঁয়ে দেখো-এখানে কোনো ফরমালিন জীবন নেই। আছে শুধু শুদ্ধতা-এখানে গাছের ছায়ায় সুখ খুঁজে চড়ুই-আর ডালে ডালে কুহু কুজন-পিউ কাহা গান গেয়ে চলে পাখি'রা। ঘরের চালে লতানো পুঁইয়ের পাতায় পাতায় ভিটামিন করে খেলা-আর স্বাদ যেনো কাছে ডাকে পু্ঁইয়ের পাতা নুয়ে নুয়ে....... এই শহরে পুঁইয়ে ফুলকলিও চলে আসে ফরমালিন জামা পড়ে আর আমরা সব ভুলে খেয়ে নেই ডায়াবেটিস সহ নানা রোগের পুঁই ট্যাবলেট।



৩। যখনই যান্ত্রিক জীবনে হাঁপিয়ে উঠি তখন-এমন মায়াময় দৃশ্যে চোখ রাখি। ক্লান্টি কেটে যাওয়া প্রহর হয় সুখে। ভেবে রাখি-হয়তো কোন এক ফাঁকে চলে যাবো এমন সবুজাভ মাঠপ্রান্তরে। কিন্তু যন্ত্র জীবন ছেড়ে আর যাওয়া হয়ে উঠে না্ বড্ড কষ্টকর জীবন এখানের। কালো ধোঁয়া মুড়ানো প্রহরগুলো আঁকড়ে ধরে রাখে আমায় এখানে। ব্যস্ততার আর ফাঁক বের হয় না। কখনো অাফিস কখনো স্কুল কখনো অসুস্থতা এই করে কেটে যায় বছর শহুরে জীবনে। কাদামাখা প্রহরে খুব ছুটে যেতে ইচ্ছে হয়। সময় ফুলিয়ে সু সময় আসলে চলে যাবো একাই সব ছেড়ে ।



৪। তুমিই বুঝলে না প্রেম কি! আহা! কোথায় নেই প্রেম বলতো- শাখায় শাখায় পাখির প্রেম-দেখো না তাকিয়ে-ঐ যে ঠোঁট ছুয়ে আদর দিচ্ছে কোকিল কোকিলা-কে-এটাকে কি তুমি প্রেম বলো না! পাতায় পাতায় প্রেম উপছে পড়ছে- ফুলে ফুলে মেৌমাছির প্রেম- ফুলের মঞ্জুরি চুয়ে পড়ে প্রেম। এই দেখো -দেখো না নীল বসনে সেজে মাছিরা প্রেমে মত্ত-নীল শাড়ি পরে দুলছে প্রেম পাতায়। কতটা কাছে আসলে প্রেম হয় সে তুমি ওদের কাছ থেকে শিখে নাও প্লিজ। তুমি আমাকে প্রেম রাণী বলতেই পারো নির্দ্বিধায়....... আমি প্রেম খুঁজি প্রেম তুলে আনি শাটারের ক্লিকে-একদিন তোমার আমার প্রেম বন্দি হবে মনের ফ্রেমে-সে শাটার ক্লিকে নয়-তুমি শুধু ছুঁয়ে দিয়ো অধর।



৫। ধানের ক্ষেতের আইলেও যেনো মায়া ছড়িয়ে আছে-এখানে ধান কাটার পরও লেগে থাকে স্নিগ্ধতা। ধানের মৌ মৌ গন্ধ-আহা নাক টেনে নি:শ্বাস নিলে বুকের ভিতরটা প্রশান্তিতে ভরে যায়। ভালবাসার অপর নাম আমার দেশ-আমার মায়া ভরা গ্রামগুলো। সীমাহীন সবুজ দিগন্ত জুড়ে শুধু এলোমেলো বাতাসে দোলা দেয়া স্বপ্নগুলো হুমরি খেয়ে পড়ে। অবিশ্বাস্য হলেও সত্যি-আমাদের গ্রামগুলোার ধানক্ষেত মাঠগুলো এখন ইটভাটার দখলে। যেখানে সবুজে ছেয়ে যেতো আকাশের নীল ছুয়ে গেছে যে প্রান্তর সেখান পর্যন্ত। কিন্তু এখন এখানে সবুজের বদলে রক্ত রঙ জায়গা করে নিয়েছে। দিনভর কালো ধোঁয়ায় আচ্ছন্ন খোলা আকাশ আর ইট বহনকারী যন্ত্র দানবগুলো সাঁই সাঁই করে ছুটে চলা প্রহর-ব্যস্ত দিনমজুর শুধু কাঁধে নিয়ে রক্ত রঙ ইট-তাদের কাঁদে এখন ধানের মুঠা শুভা পায় না। কতটা দু:খজনক সে আমি বুঝি



৬। এমন শান্তির ছায়া চোখে এসে মুগ্ধতা ছড়িয়ে দেয় । সে আর কোথায় পাবো-আমার দেশেই তো। এখানেই এসে হারিয়ে যাই। ভাবি আর কোথাও যাওয়ার কি প্রয়োজন। এখানে আনাচে কানাচে স্বপ্নরা হাতছানি দিয়ে ডাকে। সবুজ ধানের ক্ষেত মনে দিয়ে যায় দোলা। কত পরিশ্রমে ওরা আমাদের স্বপ্ন বুনে যায় কি শীত কি গ্রীষ্ম কোন বাঁধাই স্বপ্ন বুননে বাঁধা হতে পারে না। ওদের দেখলেই শ্রদ্ধায় মাথা নত হয়। ভালবাসি আমার দেশ আমার দেশের কৃষকদের।



৭। কত স্বাধীনতার খেলা চলে জলের উপর- হইচই চই চই হাঁসেরা হাবুডুবু খেলায় মত্ত-দুপুরে রোদ্দুরে। পাড়ে বসে স্বাধীনতার খেলা দেখতে কার না ভাল লাগে। আমিও যেনো দেই ইচ্ছে সাঁতার ওদের সাথে। নির্মল আনন্দে আত্মহারা হাঁসের খেলে নিত্য জলকেলী। বড্ড আনমান সময় কেটে যায় কিছুটা ক্ষণ। গায়ের ভেজা মাটির সোঁদা ঘ্রাণ-নতুন ধানের খড়ের মৌ ঘ্রাণ এখনো নাকে লেগে আছে। এই তো আমাদের সবুজ মায়াময়ী ছায়াময়ী গাও-বড্ড ভালবাসি



৮। একবার দৃষ্টি পেতে দেখো-এখানে কি নেই, নদী বা খাল যাই বলো-চেয়ে দেখো নৌকা ভাসছে স্বচ্ছ জলে- মিষ্টি হাওয়ার তোড়ে ভাসছে নৌকা ছলাৎ ছলাৎ। মাঝি আপন মনে গাইছে ঢেউয়ের গান-কান পেতে শুনো দিনি এবার। নীল মিশে গেছে সবুজে। দেখো, দিগন্ত জুড়ে মাঠে বিছানো সবুজ চাদর। এই, চলো না আসন পেতে বসি সেই সবুজাভ চাদরে-সোনার বাংলার প্রশংসায় হই মত্ত। একবার তাকিয়ে মুগ্ধ হও তুমি। তোমায় ভালবেসে জীবন পার করে দিবো প্রমিজ। এইতো আমার বাংলা-সর্বত্র বিছিয়ে রেখেছে মায়ার জাল । এ জাল ছিন্ন শুধু মৃত্যুই করতে পারে। জন্মেছি এই দেশে মরবোও এই দেশে আল্লাহ যদি চান। ভালবাসি বাংলাদেশ



৯। মৌনতার সূতায় বুনে রেখেছিলাম তোমার জন্য প্রেমমালা-তুমি আসোনি সূতো বিরহের আগুনে গলে পড়ে যায় কুয়াশা হয়ে। শীত কেটে যায় বসন্তের আগমনে-যায় যায় বসন্ত-চৈত্র খরা নিয়ে হাজির এখনো তুমি মুখ ফিরিয়ে আশ্চর্য্য!!



১০। সবুজের বুকে হলুদ ফুটে থাকে মুগ্ধতায় । কোন এক কুয়াশা ভোরে শিশির লেপ্টে থাকে পাতায় পাতায়। ছুঁয়ে দিলেই স্নিগ্ধতায় মন ভরে উঠে। হালকা সুভাস নাকে এসে ধাক্কা দিয়ে জাগিয়ে দেয় ফের মুগ্ধতা। চোখ জুড়ানো সবুজ হলুদ প্রহরগুলো অন্য ঋতু এসে ভাগিয়ে দেয়। ফের নতুন কিছু সুন্দরের হয় সূচনা। আমার দেশতো এমনি মায়াময় গ্রাম- মেঠোপথ, ছায়াঘেরা গাছের সারি। তোমার মন যখন বিষন্নতার দুয়ারে মাথা ঠেকবে তুমি কিছুটা সময় কাটিয়ে এসো এমন সবুজাভ গ্রামে। দেখবে তুমি হারাবেই প্রকৃতি প্রেমে। মানুষ কি দিবে তোমায় বল-প্রকৃতি যা দেয় তাতে তুমি মুগ্ধ হও। শোকরিয়া জানাও প্রভুর যে তোমাকে সুন্দর দুটো চোখ দিয়েছেন দেখার আর মন দিয়েছেন অনুভব করার।

মন্তব্য ২৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৩৬

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর ছবিগুলো

০৯ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৪৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ধ্রুবক ভাইয়া ভাল থাকুন

২| ০৬ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭

চাঁদগাজী বলেছেন:



সুস্হ হয়ে উঠুন।

দেশের ছবিগুলো ভালো লেগেছে; ছবিগুলোর সাথে এলাকাটা বললে, কিছুটা অনুমান করা সম্ভব হতো

০৯ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৪৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকস এ লট চাঁদ ভাইয়া
আল্লাহর রহমতে অনেক ভাল আছি এখন আলহামদুলিল্লাহ্

৩| ০৬ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:০২

বর্ষন হোমস বলেছেন:
সুন্দর ফটোগ্রাফি :)

০৯ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৫৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ বর্ষন ভাইয়া :)

৪| ০৬ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:৪৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর ছবি গুলো ছবি আপু। পু্ইশাক আর লাই শাক দেখে এগুলো খেতে ইচ্ছা করছে।

০৯ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:০০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমারও :( শহরের পুই শাক কোনো শাকই মজা লাগে না পানসা

অনেক ধন্যবাদ সুজন ভাইয়া :)

৫| ০৭ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:১০

সুমন কর বলেছেন: ১ম +। সুন্দর।

০৯ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:০১

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ দাদা
ভাল থাকুন সবাইকে নিয়ে :)

৬| ০৭ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:২৬

শাহরিয়ার কবীর বলেছেন:
পোষ্টে লাইক ও প্লাস !

খুব সুন্দর ছবিগুলো ।

০৯ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:০২

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাইয়া

ভাল থাকুন পাশেই থাকুন :)

৭| ০৭ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:৫১

মানবী বলেছেন: স্নিগ্ধ সুন্দর!

ধন্যবাদ কাজী ফাতেমা ছবি।

০৯ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:০৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ
ভাল থাকুন আপি
:)

৮| ০৭ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:৫৬

সচেতনহ্যাপী বলেছেন: দৃশ্যগুলি ন্যাচারল কিন্তু তা ক্যামেরায় ধরা এবং বর্ননার কৃতিত্ব আপনর।। সত্যিই।আবেগী পোষ্ট।। খুবই ভাললাগা।।

০৯ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:০৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ হ্যাপী পা

ভাল থাকুন আপি সুন্দর মন্তব্যে মনটাই ভাল হয়ে গেলো :)

৯| ০৭ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৫১

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: খুব সুন্দর ছবিগুলো ।

০৯ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:০৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ফরিদ ভাইয়া ভাল থাকুন :)

১০| ০৭ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৫৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মন্তব্যের রিপ্লাই দেয়া হয়না, তাই মন্তব্যকরা থেকে বিরত রইলাম। :P

০৯ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:০৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: ঠিকাছে তাইলে আমিও উত্তর দিতে বিরত রইলাম হাহাহাহাহ
থ্যাংকস এ লট ভাইয়া

১১| ০৯ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:১৪

ডঃ এম এ আলী বলেছেন: প্রথম ছবিটা চ্যামপিয়ান । শেষেরটা আরো ভাল , এর ফুল বড়া বানিয়ে খেলে জ্বর-গলা ব্যথা কাশি সর্দি ভাল হয়ে যাবে ।

০৯ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:১০

কাজী ফাতেমা ছবি বলেছেন: াহাহাহাহা সুন্দর বুদ্ধি তো

আলহামদুলিল্লাহ আগের চেয়ে ভাল আছি
ভাল থাকুন ভাইয়া আপনিও্

১২| ১০ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:৫৭

মোস্তফা সোহেল বলেছেন: ছবি গুলো তো সুন্দর তা আর না বলি। কিন্তু ছবির সাথে আপনি মনের মাধুরি মিশিয়ে যে লেখা গুলো লেখেন তা ছবির সৌন্দর্যকে আরও বাড়িয়ে দেয়।
গেল পোষ্টে আমি দুটি ছবির সাথে এমন প্রচেষ্টা করেছি । আপনি দেখলে খুশি হব।

১০ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:১১

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া । হ্যা দেখবো ইনশাআল্লাহ

আসতেছি

১৩| ১২ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:০৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: পড়তে পারলামনা আপু, ছবি দেখেই মুগ্ধতা নিয়ে ফিরছি।

ছবিগুলো অনেক প্রাণবন্ত। সুন্দর ক্যামেরা বন্ধী করেছেন।
শুভকামনা রইল আপু।

১৩ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাইয়া ছবিগুলো দেখেছো এই আমার খুশি
কষ্ট সার্থক :)

১৪| ১২ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৩৩

তোমার জন্য মিনতি বলেছেন: অনেক সুন্দর দেশের ছবিগুলোর সাথে কথামালা।
ভালো লাগা রইল।
শুভকামনা।

১৩ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৩৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপনাকে মিনতি
ভাল থাকুন অনেক অনেক
সাথেই থাকুন
:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.