নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

তুমি আমার অভ্র হবে?

১০ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৫২



তুমি আমার কাব্য হবে? -- হয়ে যাওনা!
বুকের মাঝ লুকিয়ে রবে?-- রয়ে যাওনা!
কানে কানে কথা কবে? -- কয়ে যাওনা!

ছন্দ হবে,হবে মাত্রা?
একই পথে শুরু যাত্রা
এলোমেলো ঝড়ো হাওয়া
জানলায় করবে আসা যাওয়া?

তুমি আমার হবে নি:শ্বাস? --হতে পারো
জীবন পথে করবে বিশ্বাস?? --করতে পারো?
দাওনা তুমি আমায় আশ্বাস?? --দিতে পারো!

নদী হয়ে চোখে বসো
ডিঙি নিয়ে একাই চষো
ডাকলে আমায় হাতটি ধরে
সকল দিব তোমার তরে।

হয়ে যাওনা চশমা চোখের??--হবে নাকি!
ধুরুধুরু কাঁপন বুকের??--দিবে ফাঁকি?
অধরের তিল হবে সুখের?? --নেইতো বাকি!

নিদ্রা হয়ে চোখে আসো
স্বপ্ন নিয়ে মনে ভাসো
ছুঁয়ে দাওনা আমার অধর
বুঝবে তখন প্রেমের কদর!!

নীলাকাশের হবে-অভ্র?--আমার জন্য?
কালো নয় শুধু নীল শুভ্র?--হবো ধন্য!
রাত আকাশে হবে ধ্রুব??--বা অরণ্য?

ঘুড়ি হবে নাটাই বিহীন?
হারাবে কি বুকের গহীন
উড়তে পারো বুক আকাশে
কিংবা মনের আশেপাশে।

তুমি আমার ভালবাসা!--স্বপ্ন হবে?
তুমি আমার আলো আশা!!--জেগে রবে?
অথৈ প্রেমের সর্বনাশা!!--তাই হও তবে?

হতে পারো প্রজাপতি
করবো নাকো কোনো ক্ষতি
উড়ে বসো চোখের পাতায়
কাব্য হয়ো মনের খাতায়।

পাখি হবে আমার তুমি?-নরম পালক!
ছুঁয়ে দিবে পালক ঠোঁটে?-অবুঝ বালক!
হও না বাপু আমার তুমি-প্রেমের চালক।

মন্তব্য ৬৬ টি রেটিং +১২/-০

মন্তব্য (৬৬) মন্তব্য লিখুন

১| ১০ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:০১

চাঁদগাজী বলেছেন:

"ডাকলে আমায় হাতটি ধরে
সকল দিব তোমার তরে। "

-মানুষজন তো হুমড়ি খেয়ে পড়বে!
সবাই খুঁজছে

১০ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:০৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহাহাহাহা সবাই কি আর সব কিছু পায়
না অধিকার রাখে হাহাহাহাহা..... এসব কল্প কাব্য । বাস্তবকে ভয় পাই ভাইয়া তাই কল্প কাব্যের সাথে থেকে মনটা ভাল রাখি কিছুটা ক্ষণ এইতো জীবন

ধন্যবাদ মন্তব্যের জন্য :)

২| ১০ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৩২

ধ্রুবক আলো বলেছেন: ওয়াও, বেস্ট একটা লেখা, সুন্দর খুব খুব খুব সুন্দর একখানি কবিতা +++++++++
মন মুগ্ধ হয়ে গেলো!
অভিনন্দন

১১ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:৪২

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ধ্রুবক ভাইয়া ভাল থাকুন খুব

শুভেচ্ছা সতত :)

৩| ১০ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৩৯

অতঃপর হৃদয় বলেছেন: হৃদয় ছুঁয়ে যায় আপনার লেখায়!!!!!!!! অনেক ভালো লাগা রইল আপু।

১১ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ পিচ্চি ভাইয়া
ভাল থাক অনেক
শুভেচ্ছা আর ভালবাসার রইল :)

৪| ১০ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৪৮

মোস্তফা সোহেল বলেছেন: মিষ্টি কবিতা। মনের সব আশা কবির পূর্নতা পাক।

১১ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:৪৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ সোহেল ভাইয়া
ভাল থাকুন
শুভেচ্ছা অনেক অনেক।

৫| ১০ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:১৯

ডঃ এম এ আলী বলেছেন: কল্প কাব্যের সাথে থেকে মনটা ভাল রাখা
এটাই ঠিক কথা

১১ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ
ভাল থাকুন
শুভেচ্ছা অনেক অনেক।

৬| ১০ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:১৪

সুমন কর বলেছেন: মিষ্টি কবিতা। ভালো লাগল।

১১ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ সুমন দা
অনেক ভালবাসার আর শুভেচ্ছা রইল

৭| ১০ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:০৭

শাহরিয়ার কবীর বলেছেন:
অনেক পরে প্রিয় কবির “ খুব সুন্দর একটি কবিতা পড়লাম’’ ! অসংখ্য ধন্যবাদ । B-)

১১ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:০৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া
ভাল থাকুন অনেক অনেক

৮| ১০ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:১২

ফাহিম সাদি বলেছেন: কাঠবেড়ালি! তুমি আমার ছোড়দি' হবে? বৌদি হবে? হুঁ,
রাঙা দিদি? তবে একটা পেয়ারা দাও না! উঁঃ!

১১ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:১৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: াহাহাহাহাহা আহা সেই কবিতা
মন মাতানো মনে করিয়ে দিলেন
থ্যংকস এ লট

৯| ১১ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:৩১

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: হৃদয় ছুঁয়ে যায় আপনার লেখায়

১১ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৪৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ
ভাল থাকুন

১০| ১১ ই এপ্রিল, ২০১৭ রাত ১:২৭

বুরহানউদ্দীন শামস বলেছেন: অসাধারন ....

১১ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৫৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাল থাকুন

১১| ১১ ই এপ্রিল, ২০১৭ রাত ২:৩৫

নাগরিক কবি বলেছেন: কবিতা নিয়ে আপনেরে কিছু বলার নাই।
তবে অভ্র মায়াবী বিজয় সব পাওয়া যায়।
আপনের যেইডা খুশি ডাউনলোড করেন ;)


তবে * লবিতা ভাল হইছে :)

১১ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:০৩

কাজী ফাতেমা ছবি বলেছেন:
তবে * লবিতা ভাল হইছে :
স্টারে কিতা বইবো বুঝতারি না
বুড়া মানুষ এত টেনশন দাও কা হুহ

অভ্র ই ডাউনলোড করুম

১২| ১১ ই এপ্রিল, ২০১৭ রাত ৩:২৬

উম্মে সায়মা বলেছেন: খুব সুন্দর হয়েছে আপু :)

১১ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:০৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপি
শুভেচ্ছাসহ ভালবাসার রইল :)

১৩| ১১ ই এপ্রিল, ২০১৭ সকাল ৭:৪৫

সিকদার বাড়ীর পোলা বলেছেন: চাঁদগাজী বলেছেন:

"ডাকলে আমায় হাতটি ধরে
সকল দিব তোমার তরে। "

-মানুষজন তো হুমড়ি খেয়ে পড়বে!
সবাই খুঁজছে


আমিও সামিল হইলাম।বায়োডাটা লাগবো? ;)

১১ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:০৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: হ্যহ হ্যহ হ্যহ

হাসিতে হাসিতে মারাই যাইমু আইজ ...... বায়োডাটা খুব খিয়াল কইরা কিন্তু .... সব তথ্য আমার চাই হাহাহাহাহাহাহা

১৪| ১১ ই এপ্রিল, ২০১৭ সকাল ৭:৫০

স্বপ্ন কুহক বলেছেন: অপূর্ব--- অবিস্মরণীয় প্রেম কাব্যে আমি বিমুগ্ধ পাঠক মুগ্ধ! বাক রুদ্ধ !
বিশেষ করে কবির লেখা এই প্যারা আমাকে বিশেষ ভাবিত করে তুলেছে--
তুমি আমার কাব্য হবে? -- হয়ে যাওনা!
বুকের মাঝ লুকিয়ে রবে?-- রয়ে যাওনা!
কানে কানে কথা কবে? -- কয়ে যাওনা!


কাব্য হয়ে বুকের মাঝে লুকিয়ে কানে কানে কথা বলা---কবি বুক থেকে এক লাফে কান পর্যন্ত চলে গিয়েছেন । খুব সুন্দর!

নীলাকাশের হবে-অভ্র?--আমার জন্য?
কালো নয় শুধু নীল শুভ্র?--হবো ধন্য!
রাত আকাশে হবে ধ্রুব??--বা অরণ্য?
----- কবির লেখা এই লাইনে ভীষণ ভাবে আমরা অভ্র ফন্ট কে নীলাকাশে ঘুরে বেড়াতে দেখি ! বাহ !! ভীষণ অন্যরকম অভিব্যক্তি ! দারুন!
অথৈ সর্বনাশা প্রেম যেন কবির কোন রকম ক্ষতি করতে না পারে সেই কামনা করছি।
ধন্যবাদ কবি --অপূর্ব কাব্য উপহার দেওয়ার জন্য ।

১১ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: মন্তব্য পড়ে হাসতে হাসতে কাইত হইয়া গেলাম

এত সুন্দর মন্তব্যও মানুষ করতে পারে। মন্তব্যের জন্য কি নোবেল প্রাইজের ব্যবস্থা আছে...। পাঠকের মন্তব্যে আমি অভিভূত
আরো আরো লিখতে অনুপ্রেরণা পেলাম-যা ভাবতেও পারিনি এই অধম-আহারে আপনি আগে কই ছিলেন। আপনি এমন কমেন্ট আগে করলে তো আমি লিখতে লিখতে পাগল হইয়া যাইতাম গা ।

ভাইরে আপনার শত হাজার কোটি ধন্যবাদ এত সুন্দর মন্তব্য উপহার দেয়ার জন্য। ভাল থা্কুইন যে ফি আমানিল্লাহ

হাসতেই আছি হাহাহাহাহাহ

১৫| ১১ ই এপ্রিল, ২০১৭ সকাল ৭:৫৪

সিকদার বাড়ীর পোলা বলেছেন: তুমি আমার কাব্য হবে? -- হয়ে যাওনা!
বুকের মাঝ লুকিয়ে রবে?-- রয়ে যাওনা!
কানে কানে কথা কবে? -- কয়ে যাওনা!


বুকের মাঝে লুকাইলে কানেকানে কথা কৈবো কেমনে?

১১ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: সেইডাও তো একখান কথা-আপনি ভাইবা কন দেহি কি করা যায়

সিকদার বাড়ীর পোলা
যেনো আগুনেরই গোল্লারে ....

মন্তব্য পইড়া মনে লাগে
আহা কেমন দুলারে হাহাহাহহাহা

১৬| ১১ ই এপ্রিল, ২০১৭ সকাল ৭:৫৬

সিকদার বাড়ীর পোলা বলেছেন: ছন্দ হবে,হবে মাত্রা?
একই পথে শুরু যাত্রা
এলোমেলো ঝড়ো হাওয়া
জানলায় করবে আসা যাওয়া?


তাহলেতো দেখছি প্রামানিক ভাই কিংবা কি করি ভাই ছাড়া কারো আশা নাই :(

১১ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহাহাহ এইডা ঠিক কথা

কি করির ছন্দ ভাল-তারে পথ দেওন যায় ..... তবে বেটা বদ আছে
বদের হাঁড়ি

১৭| ১১ ই এপ্রিল, ২০১৭ সকাল ৭:৫৯

সিকদার বাড়ীর পোলা বলেছেন: তুমি আমার হবে নি:শ্বাস? --হতে পারো
জীবন পথে করবে বিশ্বাস?? --করতে পারো?
দাওনা তুমি আমায় আশ্বাস?? --দিতে পারো!


হ্যা বললে বিশ্বাস করবেন? :D

১১ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: সিকদার বাড়ির পোলা রে সিকদার বাড়ির পোলা
সে নাকি খায় শুনছি বাদাম বোট ছোলা

হাহাহাহা

আপনি বলছেন বিশ্বাস না কইরা দেখছি আমার উপায়ন্তর নাই......। বিশ্বাস করলে কি অরবেন ;)

১৮| ১১ ই এপ্রিল, ২০১৭ সকাল ৮:০২

সিকদার বাড়ীর পোলা বলেছেন: নদী হয়ে চোখে বসো
ডিঙি নিয়ে একাই চষো
ডাকলে আমায় হাতটি ধরে
সকল দিব তোমার তরে।

হয়ে যাওনা চশমা চোখের??--হবে নাকি!
ধুরুধুরু কাঁপন বুকের??--দিবে ফাঁকি?
অধরের তিল হবে সুখের?? --নেইতো বাকি!


চশমা হবে না মাঝি হবে আগে নিজে ঠিক করেন =p~

১১ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: চশমা তো পরেও কিনা যাবে আগে একটা মাঝি দরকার
প্রেমের বৈঠা হতে হাহাহাহাহাহ

১৯| ১১ ই এপ্রিল, ২০১৭ সকাল ৮:২২

বাঁকখালির বাঁকে বলেছেন: বাহ অপূর্ব শিহরণের কবিতা।মোহিত হয়ে গেলাম আপু।অনেকদিন এমন স্পর্শি কবিতা পড়িনি।আপনি সামুর সেরা কবি।
কতৃপক্ষকে পোষ্টি স্টিকি করার অনুরোধ জানাচ্ছি।

১১ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিয়া হাহাহাহাহা

আচ্ছা জানাও আমি রাজী ফেমাস হবো হাহাহাহাহা

২০| ১১ ই এপ্রিল, ২০১৭ সকাল ৮:২৪

বাঁকখালির বাঁকে বলেছেন: স্বপ্ন কুহক বলেছেন: অপূর্ব--- অবিস্মরণীয় প্রেম কাব্যে আমি বিমুগ্ধ পাঠক মুগ্ধ! বাক রুদ্ধ !
বিশেষ করে কবির লেখা এই প্যারা আমাকে বিশেষ ভাবিত করে তুলেছে--
তুমি আমার কাব্য হবে? -- হয়ে যাওনা!
বুকের মাঝ লুকিয়ে রবে?-- রয়ে যাওনা!
কানে কানে কথা কবে? -- কয়ে যাওনা!

কাব্য হয়ে বুকের মাঝে লুকিয়ে কানে কানে কথা বলা---কবি বুক থেকে এক লাফে কান পর্যন্ত চলে গিয়েছেন । খুব সুন্দর!

নীলাকাশের হবে-অভ্র?--আমার জন্য?
কালো নয় শুধু নীল শুভ্র?--হবো ধন্য!
রাত আকাশে হবে ধ্রুব??--বা অরণ্য?
----- কবির লেখা এই লাইনে ভীষণ ভাবে আমরা অভ্র ফন্ট কে নীলাকাশে ঘুরে বেড়াতে দেখি ! বাহ !! ভীষণ অন্যরকম অভিব্যক্তি ! দারুন!
অথৈ সর্বনাশা প্রেম যেন কবির কোন রকম ক্ষতি করতে না পারে সেই কামনা করছি।
ধন্যবাদ কবি --অপূর্ব কাব্য উপহার দেওয়ার জন্য ।


অসাধারণ বলেছেন,,,পুরোপুরি সহমত

১১ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:৪৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: সহমতের জন্য ধন্যবাদ জনাব হাহাহাহা .......।

২১| ১১ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:২৩

নতুন নকিব বলেছেন:



এ কি সব্বনাশা বিধ্বংসী কবিতা গো!!!!

কবি,
এমন করেও কি লিখতে হয়!!!!!

১১ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:৪৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহা হায় হায় বলেন কি এই সামান্য কথাতেই তারা গলে যায়? না গলেছে
স্বার্থপর পুরুষরা প্রেম বুঝে নাতো হাহাহাহা

অনেক ধন্যবাদ ভাইয়া :)

২২| ১১ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৩৩

Tania Farazee বলেছেন: সুন্দর!

১১ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:৫১

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ তানিয়া পি
শুভেচ্ছা আর ভালবাসা রইল

২৩| ১১ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:১৫

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন:
খুব সুন্দর কবিতা ।

১১ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:৫১

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকস এ লট স্বপ্ন
ভাল থাকুন সুন্দর থাকুন
শুভেচ্ছা অবিরত :)

২৪| ১১ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:৪৯

কাল্পনিক কামিনী বলেছেন: অনেক সুন্দর হয়েছে আপু।

১১ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:০১

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপি
ভাল থাকুন শুভেচ্ছাসহ ভালবাসা রইল :)

২৫| ১১ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৫১

বিলিয়ার রহমান বলেছেন: হতে পারো প্রজাপতি
করবো নাকো কোনো ক্ষতি
উড়ে বসো চোখের পাতায়
কাব্য হয়ো মনের খাতায়।



প্লাস!:)

১১ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৫৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ বিলিয়ার ভাইয়া
শুভেচ্ছা সতত :)

২৬| ১১ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:১১

বিজন রয় বলেছেন: এত চিন্তা, এতভাবে, এক মাথায় কিভাবে আসে!!!!

অপূর্ব ঢঙ!!

১১ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: চিন্তার বিষয়ই আসলে । প্রেম ভালবাসা নাই তাও দেখেন খালি এমন এমন কথা মনে আসে হাহাহাহা

দুধের স্বাধ ঘুলে মিটাই এই আরকি

অনেক ধন্যবাদ বিজন দা :)

২৭| ১১ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৩৩

বিজন রয় বলেছেন: আজকে একটু সময় পেলাম তাই ব্লগে কিছুটা সময় দিতে পারছি।

আমি আসলে কয়েকবার পড়লাম।
কবিতাটি যে আমাকে আষ্টে-পৃষ্ঠে জড়িয়ে ফেলল।

তখনই বুঝতে পারছি, আসলে আপনার কথা ঠিক না, প্রেম-ভালবাসা অবশ্যই আছে।

হা হা হা ............ এমন ঘোল আরো আসুক!!!

১১ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৪২

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ দাদা লেখাটি মনোযোগে পড়েছেন

আসলে আছে ঠিকই কিন্তু
যাদের আবেগ বেশী তারা ভুল মানুষের কাছে গিয়ে পড়ে এবং সেই ভুল বুঝাবুঝিতেই জীবন কেটে যায়। অবশেষে ভালবাসার কাঙাল হয়ে বেঁচে থাকতে হয়। এসব আসলে বুঝানো যাবে না । আর বুঝবেও না কেউ।

আবারো ধন্যবাদ আার ভালবাসার রইল দাদা :)

২৮| ১১ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:২৭

বিজন রয় বলেছেন: আবার এলাম!

যাদের আবেগ বেশী তারা ভুল মানুষের কাছে গিয়ে পড়ে এবং সেই ভুল বুঝাবুঝিতেই জীবন কেটে যায়। অবশেষে ভালবাসার কাঙাল হয়ে বেঁচে থাকতে হয়। এসব আসলে বুঝানো যাবে না । আর বুঝবেও না কেউ।

কথাগুলো অনেক ব্যাখ্যার দাবী রাখে।
অনুমতি দিলে বলতে পারি।

১১ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: অবশ্যই দাদা ... ব্যাখ্যা শুনবো

আর আমার কাছে কখনো অনুমতি চাইবেন না
অধিকারে বলে দিবেন :)

২৯| ১১ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৩৮

মুহাম্মদ তাজরিয়ান আলম আয়াজ বলেছেন: তুমি আমার ভালবাসা!--স্বপ্ন হবে?
তুমি আমার আলো আশা!!--জেগে রবে?
অথৈ প্রেমের সর্বনাশা!!--তাই হও তবে?[/sb
দারুণ

১১ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৩৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ তাজরিয়ান ভাইয়া

অহহো আপনার নামটা অনেক সুন্দর মাশাআল্লাহ

৩০| ১১ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:১৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চাঁদ গাজী ভাই, লাইনের অনেক পেছনে পড়ে গেছি--- আমার কথাও খেয়াল রাইখেন!!!!!

কাব্যে নতুন ধরনের স্বাদ পেলাম।

১২ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: াহাহাহাহাহাহা হাহাহা -লাইনে থাকেন
সময় হলে ডেকে নেবোনে

থ্যাংকস এ লট ভাইয়া শুভেচ্ছা আর ভালবাসা রইল :)

৩১| ১২ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:৫৫

গোধূলির * পথচারী বলেছেন: অনেক ভালো লাগলো!!

১২ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:১১

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপি ভাল থাকুন অনেক
সাথেই থাকুন

৩২| ১২ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:০৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অসাধারণ কবিতাটি আমি মিস করেছিলাম আপু, সরি।

অনেক সুন্দর সাজানো গোছানো শব্দে লিখা কবিতা আমার প্রিয়তে রাখবো।

অনেক অনেক মুগ্ধতা রইল কবিতায়।
প্রিয় কবির জন্য শুভকামনা সবসময়।

১৩ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাইয়া পিছনের পোস্টে সাধারণত কেউ আসে না -আশ্চর্য্য লাগল তুমি আমার পুরোনো পোস্ট পড়েও মন্তব্য করেছো অনেক ভাল লাগতেছে সত্যিই

অনেক ধন্যবাদ শুভেচ্ছা আর ভালবাসার রইল :)

৩৩| ১৭ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:২১

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম...

দারুন কিছূ মিস করেছি তো!!!

এত সহজ সরল সাবলিল কথায় এত গভীর আবেগ! সত্যি মুগ্দ করার মতো। মানুষের কিছু অমর কীর্তি থাকে যার একটা দুটোই তাকে অনন্যতা দেয়! তেমনি এক কাব্যে পাঠে বিস্মিত মুগ্ধতা!!!

১৭ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:২৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: ওর রে বাপস কত প্রশংসারে ইশ আপনার মত লিখতে যদি পারতাম ধন্য হইতাম

অনেক ধন্যবাদ শ্রদ্ধেয় ভৃগু দা । ভাল থাকুন খুব

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.