নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

তোরা এমন হয়ে গেলি কেন রে?

১২ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৪২



কতদিন বন্ধুদের ফোন পাইনা
দু:খ ভারাক্রান্ত মন নিয়ে থাকি অপেক্ষায়
একটা ফোনের জন্য!
মুঠোফোনে বাজে না এখন আর সেই সুরেলা রিংটোন!
তোরা এমন হয়ে গেলি কেন রে?

আগে হঠাৎ করে যখন তোদের ফোন আসত
ভিড় করতো এসে কামরাঙা দুপুর
মনের মাঝে বেজে উঠত ...
রিনিঝিনি বেগুনি জারুল ফুলের শুকনো নূপুর,
বৈকালের পুকুরপাড়ের শুভ্র মেঘমালা
খোয়াই নদীর শুকনো চিকচিক বালুচর;
বুকের জমিন খালি করে নেমে যেত বয়সের ভার
কপালের ভাজ করা রেখায় ভর করত টানটান উত্তেজনা
চোখের কোণের নদীর ধারা,
মনের কোণে পুষে রাখা বিষন্নতা,
চাপা কষ্ট,রক্ত ছুপ আর্তনাদ
আর অনেক অনেক দীর্ঘশ্বাসগুলো হয়ে যেত নিমিষেই উধাও।

শুন্‌ না -হঠাৎ-ই যদি তোদের ফোন আসত
বাঁধাধরা সব নিয়মের ব্যত্যয় ঘটিয়ে
আমি যেন জলতরঙ্গের নতুন সুরবাহার,
স্বামী,শাশুড়ি-সন্তানদের জোড়া জোড়া নির্বাক চোখ এড়িয়ে
মাঠ-ঘাট, ব্রিজ-সাঁকো, শহর-নগর, বাস-ট্রেন, নদী-খাল ভেঙ্গে,
পাকদণ্ডী পথ পেরিয়ে পৌঁছে যেতাম সেই উপত্যকায়।
যে উপত্যকায় রঙধনু বৃষ্টি ঝরতো
সেখানে বাস করতো আমার একান্ত মেয়েবেলা
ফুটে আছে ফুলের মতন,মেলে আছে পাখা পাখির মতন
যেখানে ছলাৎ ছলাৎ উপছে পরতো উচ্ছ্বাসের ঢেউ
সেই ঢেউ এই শহরে নেই রে-তোরা জানিস?
০৩ জানুয়ারী ২০১৫

শব্দার্থ
(পাকদণ্ডী-যে পথ ঘুরে ঘুরে পাহাড়ে উঠে গেছে-এমন পথ)

মন্তব্য ৪৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ১২ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৫৫

মোস্তফা সোহেল বলেছেন: কতদিন বন্ধুদের ফোন পাইনা
দু:খ ভারাক্রান্ত মন নিয়ে থাকি অপেক্ষায়
একটা ফোনের জন্য!
মুঠোফোনে বাজে না এখন আর সেই সুরেলা রিংটোন!
তোরা এমন হয়ে গেলি কেন রে? ,ঠিক যেন আমার মনের কথা বলে দিলেন আপু।

জীবনের দৌড়ে কি মানুষ এতটাই ব্যাস্ত হয়ে পড়ে যে বন্ধুদেরও একটু খোজ নেওয়ার দরকার মনে করে না। দোষ আমি সব সময় নিজের কাধেই নেই আগে।তারপর অন্যদের ঘাড়ে দেই।আসলে কাউকে পাচ বার নক করার পরও যদি কেই একবার না খোজ নেয় তখন আসলেই অনেক খারাপ লাগে। মনে অভিমান এসে জমা হয়। তার পর তো শুধুই দূরুত্ব। আমার স্কুল জীবনের বন্ধুদের সাথে এখন তেমন কোন যোগাযোগ নেই। কেউ মনের ভুলে হয়তো কল দেয় । দিয়েই আগে অভিযোগ করে বসে , খোজ নেই না কেন। সেই একই প্রশ্ন তো আমারও কিন্তু আমার বন্ধুরা আমাকে সেই সুযোগ দেয়না। আসলে আমার মনে হয় আমরা সবাই এতটাই আত্বকেন্দ্রিক হয়ে গেছি যে নিজে নিজেকেই আড়াল করে ফেলছি। আমি ব্যাস্ত থাকি তবে কখনও ব্যাস্তার ভান করিনা যা আমার অনেক বন্ধুই করে। থাক এসব কথা বলতে গেলে অনেক কথাই বলতে হবে। আমি আামার বন্ধুদের একটি কথা মাঝে মাঝে বলি। আমি ব্যস্ত থাকি সব সময় তবে কাজে নয় অকাজে।

১৩ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:৪৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: একদম ঠিক বলেছেন- এজন্য আমি নিজেও দায়ী । কখনো ব্যস্ততায় থাকার জন্য দেয়া হয় না আবার বেভুল মনের কারণেও হয়তো অনেক সময় কল দেয়া হয় না কাউকে । জীবন বড় অদ্ভুত । অথচ কত সুন্দর দিনগুলোই না কাটিয়েছি আমরা। আবার মেয়েদের তো আরেকটা সমস্যা ব্যাপক আকার। ফোন করলেই হাজার প্রশ্ন - এত প্রশ্নের জবাবের চেয়ে ফোন না করাই ভাল ।

অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যের জন্য । ভাল থাকুন সবাইকে নিয়ে :)

২| ১২ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৫৬

চাঁদগাজী বলেছেন:


মেয়েবেলা থেকে যায় হৃদয়ে, মেয়েরা সব সময়ই মেয়ে , অনেকই হয়তো বুঝে না।

চিরযৌবনের আভাস দিচ্ছে পদ্য, সুন্দর, অনেক অনুভুতি, অনেক আবেশ

১৩ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই মেয়েবেলা থেকে যায় হৃদয়ে - মেয়েরা সব সময়ই মেয়ে - খুব ভাল লাগা কথাগুলো ভাইয়া অসংখ্য ধন্যবাদ

ভাল থাকুন সবাইকে নিয়ে :)

৩| ১২ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:১৬

অতঃপর হৃদয় বলেছেন: আপু আপনি সাইকেল চালাতে পারেন না?? আমার কোন বন্ধুই নেই :( সেই ছোট থেকেই কারো সাথে মিশতাম না একা একা থাকতাম আজও একাই থাকি। এসএসসি পরীক্ষার সময় গুটি কয়েক বন্ধু পেয়েছিলাম কিন্তু সময়ের সাথে সাথে তারা হারিয়ে গেছে।

১৩ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:৫৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: চালাতে পারতাম তো সে সময় । এখন তো আর ট্রাই করি না হাহাহা
কত মাথা ঘুরাইয়া পড়ছি শিখতে গিয়ে

আমরা অনেক বন্ধু বান্ধব ছিলাম আর আমরা ভাই বোনেরাও বন্ধুর মতই ছিলাম । চাচাত ফুপাত সব মিলিয়ে অনেক ভাই বোন ছিলাম - সে সময় খুব আনন্দের ছিল এখনো বাড়িতে গেলে এমনই আনন্দ পাই। শুধু এখানে পাই না। :(

ধন্যবাদ ভাইয়া

৪| ১২ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:০৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দর আপু। সবকিছু দিনদিন কেমন যেন হয়ে যাচ্ছে।
আপনার গিফ টাও কিন্তু চমৎকার দিয়েছেন আপু।

শুভকামনা রইল।

১৩ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:৫৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: যায় দিন ভাল একটা কথা আছে না -সেটাই ঠিক

দিন দিন মানুষ হিংস্র হয়ে যাচ্ছে -আগের মত সৌহার্দপূর্ণ সম্পর্কই হারিয়ে যাচ্ছে

অনেক ধন্যবাদ ভাইয়া
ভাল থাক

৫| ১২ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:২১

আরিফ শাহরিয়ার জয় বলেছেন: সুন্দর একখান কবিতার সাথে অসাধারণ একটা ছবিগিফ, খুব সুন্দর। খুব ভালো লাগলো।

১৩ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:০১

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ জয় ভাইয়া
অনেক শুভেচ্ছা রইল
ভাল থাকুন :)

৬| ১২ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:২৬

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লেখা! একটা ভীষণ মায়া মিশে আছে, আছে আবেগ পুরোনোদিনের স্মৃতী।

১৩ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:০২

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া... পুরোনো দিনগুলোই যে মজার ছিল :(

ভাল থাকুন শুভেচ্ছা রইল

৭| ১২ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮

সুমন কর বলেছেন: হুম ! ভালো লিখেছেন।

১৩ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:১২

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ দাদা
ভাল থাকুন অনেক অনেক :)

৮| ১২ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:১৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: বদলে যায় দিন বদলে যায় ক্ষন বদলায়না শুধু মন। এই মনে যাদের গেঁথে আছে তারাতো ঝরে যায়না তাইতো অতীত সাগরে সাতরে দেখা। জীবনের ফেলে আসা দিনগুলোযে বড্ড স্বার্থপর হয়েছে। তাই কবিরা শব্দ গাঁথে বিরহ রাগে বাশরী বাঝে।

১৩ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:০৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: জী ভাইয়া সেটাই.... ফিরে তো আসবে না সে দিনগুলো শুধু স্মৃতি রোমন্থন এই আরকি

সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ভাল থাকুন অনেক

৯| ১৩ ই এপ্রিল, ২০১৭ ভোর ৬:০২

ডঃ এম এ আলী বলেছেন: বা: সুন্দর কবিতা ও ছবি । হঠাৎ করে দুই বছর আগের পোষ্ট কি কারণে :)
নিশ্চয়ই বেপার কিছু আছে । যাহোক অাসতেছে সা্ইকেল নিয়ে দলে দলে
এই বার হবে খেলা ।

১৩ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:১৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমার লেখাগুলো এমনই -খুঁজে বের করতেছি-নইলে হারিয়ে যাবে যে। শুধু ফেবুতে পোস্ট দেয়া

অনেক ধন্যবাদ ভাইয়া

১০| ১৩ ই এপ্রিল, ২০১৭ সকাল ৮:৫৯

মোস্তফা সোহেল বলেছেন: আপু হারিয়ে গেলেন নাকি?

১৩ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: বিকেলে পোস্ট করে আর আসিনি -কারণ বাসায় মোবাইলে সামু অন হয় না । এখন আছি অফিসিয়াল কাজের ঝামেলায় । আইতাছি একটু পরেই
থ্যাংকু ভাইয়া খুঁজ নেয়ার জন্য ....

১১| ১৩ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:৪৪

সিনবাদ জাহাজি বলেছেন: এমনটাই হয় আসলে।
সোনার খাঁচায় দিনগুলি আর থাকেনা

১৩ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:১৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি ভাইয়া - আমাদের দিন ছিল তখন আহা কত আনন্দেই না কেটেছে

ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য :";)

১২| ১৩ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:২৫

নায়না নাসরিন বলেছেন: যেখানে ছলাৎ ছলাৎ উপছে পরতো উচ্ছ্বাসের ঢেউ
সেই ঢেউ এই শহরে নেই রে-তোরা জানিস?
আপু আমাদের এলাকা শহর না বিধায় এখনও বান্ধবীদের সাথে ডেলি আড্ডা মারি। তোমার কবিতা পরে মনটাই খারাপ হয়ে গেল।

১৩ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:১৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: আর আমি তো যন্ত্র জীবনে ডুবে আছি-অফিস বাসা সংসার স্কুল বাচ্চা ব্যস হয়ে গেলো :(

আল্লাহ এমন আনন্দ বজায় রাখুন তোমাদের

অনেক ধন্যবাদ আপি

১৩| ১৩ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:১২

শাহরিয়ার কবীর বলেছেন:
প্রিয় করির সুন্দর কবিতায় ভালো লাগা জানিয়ে গেলাম ।

১৩ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাইয়া
ভাল থাকুন অনেক অনেক :)

১৪| ১৩ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:৪৪

সোনামণি বলেছেন: সময় বদলে গেছে তাই হয়তো।

১৩ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম সময় বদলেছে সাথে নিয়ে গেছে আবেগ দিয়ে যাচ্ছে যন্ত্র জীবন

ধন্যবাদ আপি :)

১৫| ১৩ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৪০

তারেক ফাহিম বলেছেন: কবিতাটির প্রশংসা না করলেই নয় তবে বলা যায় যেমন কবিতা তেমন জিফ ছবি। ভাল লাগল আপু। আবারও নির্ভয়ে পড়ে গেলাম আপনার সুন্দর কবিতাটি

১৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:৩৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ফাহিম ভাইয়া সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত হলাম

ভাল থাকুন সুন্দর থাকুন শুভেচ্ছা সতত

১৬| ১৩ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৫৯

বিজন রয় বলেছেন: হা হা হা.... ছবিটি দেখলাম।

১৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমিও পরে খেয়াল করছি । পা তুলে চালাচ্ছে এক দুষ্টি মাইয়া হাহাহাহ

থ্যাংকু দাদা :)

১৭| ১৩ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:২৭

অতঃপর হৃদয় বলেছেন: আপু, আমি সাইকেল চালানো শিখতে গিয়া একবারও পড়ি নাই তবে শেখার পর অনেক পড়ছি!!!!!!!!!!! :) যাইহোক আমাকেও আপনাদের দলে নিয়েন, একটু আনন্দ তো করতেই পারবো।

১৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: আচ্ছা নিয়াম নে ...। বাড়িত গেলে কইয়া যাইমু যদি যাও রেডি থাইকো কিন্তু

১৮| ১৩ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:১২

উম্মে সায়মা বলেছেন: সেই ঢেউ এই শহরে নেই রে-তোরা জানিস?
এই লাইনটাই সব বলে দেয়। খুব সুন্দর আপু। এমনই হয়। সব হারিয়ে যায় সময়ের সাথে :|

১৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:৪৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি আপি জীবন এমনই -উচ্ছ্বলতা হারিয়ে যায় একসময় যদিও মনটা তেমনই থাকে :(

ধন্যবাদ আপি

১৯| ১৩ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:০৮

লক্ষণ ভান্ডারী বলেছেন:

আমার গাঁয়ে সাইকেলে চড়ে ছুটির পরে
ইস্কুল থেকে বাড়ি ফেরে ছাত্রীরা।
সুন্দর লিখেছেন। অসংখ্য ধন্যবাদ।

১৬ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:১২

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমাদের এখানে এখনো মেয়েরা সাইকেল চালানোর প্রচলন হয়নি

অনেক ধন্যবাদ ভাইয়া

২০| ১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:০১

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ম্যাডাম কবিতায় ভেতরটা ভালই প্রকাশ করেছেন। শুয়ে শুয়ে ব্লগিং করছিলাম। অবশেষে বসেই পড়লাম। ছবি কবির ছবির মত কবিতা। বিজন না ছবি কাকে নিয়ে আরেকটা সনেট লিখব ভাবছি। তবে এখন মন খারাপ। মনটা আগে ভাল হোক। তবে আপনার এ কবিতা বেশ উপভোগ্য।

১৬ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ফরিদ ভাইয়া
মন কি ভাল হয়েছে?

বিজন দারে নিয়ে লিখেন উনি আমার খুব প্রিয় ব্লগার

২১| ১৫ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:৫৮

বে-খেয়াল বলেছেন: খোয়াই নদীর শুকনো চিকচিক বালুচর;
বুকের জমিন খালি করে নেমে যেত বয়সের ভার

দারুন লেখনী অসাধারন শব্দের মিতালী সাথে লেখার ঢং-এ ছবি এক কথায় সুন্দর।

১৬ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ বে-খেয়াল
ভাল থাকুন অনেক অনেক অনেক
শুভেচ্ছা সতত

২২| ১৬ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:২৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: বিজন রেখে মন একটু ভাল হওয়াতেই সুমন করকে নিয়ে লিখে ফেলেছি। বিজন হঠাৎ মন থেকে বিজন প্রান্তরে হারিয়ে গেল। যাক যদি আবার খুঁজে পাই তবে আবার না হয় বিজন রায়কে নিয়েই লিখব। রায় মশায়ও মন্দ লিখেন না।

১৬ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:৪৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: হ্যা ঠিক বলেছেন সুমন কর দাও ভাল লিখেন

ধন্যবাদ আপনাকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.