নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
দুষ্টু প্রলাপ-১
মনে আমার আবির রঙে-রাঙিয়ে দেয় কেউ
দু:খগুলো যায় গো উড়ে-মনে সুখের ঢেউ
ইচ্ছে লাগছে আবির নামে-নামটি রাখি তার
থাকলে আবির পাশে আমার-মন খারাপ নয় আর।
যদি আমি আবির বলে-ডেকে তারে কই
আবির তুমি সখা হবে -আমি তোমার সই?
দুষ্টু প্রলাপ-২
দূরে থেকেই ছুঁয়ে দিলে-আবেগী এই অন্তর
কি জানি কি যাদু দিয়ে-ফুঁকলে যে ছুঁ মন্তর।
মনটা আমার উড়ো উড়ো-ছুটে যেতে চায় গো
উঠতে ইচ্ছে ভরা জোসনায়-তোমার প্রেমের নায়গো।
কোথায় তুমি আছো চুপে-মন বাড়িয়ে ডাকি
তুমি হবে প্রজাপতি-নাকি সুরের পাখি?
দুষ্টু প্রলাপ-৩
কেমন কেমন লাগে তোমার-দুর্বল হলে প্রেমে
আহা সময় থাকত যদি-এই জায়গাতেই থেমে।
ভাবছ তুমি কি হবে হায়-ভালবাসার দশা
এই যে শুনো শেষ করোতো-ভাবনার অংক কষা।
যা হবে তা যাবে দেখা-প্রেমে কি ডরে বীর
চক্ষু মোদে দেখো মনে- স্বপ্ন'রা বাড়ায় ভিড়!
দুষ্টু প্রলাপ-৪
যাও না বাপু দূরে একটু-ঘেঁষে আছো গা যে
ছোঁয়া লাগলে শিহরণে-কাঁপন বুকের মাঝে
ভাল লাগার প্রহরগুলো-থেমে সে কি থাকে!
কষ্ট সকল একটু পরেই-ঢুকে যাবে ফাঁকে!
দূরেই থাকো স্বপ্ন আঁকো- পাবো পাবো আশায়
তোমায় নিয়ে স্বপ্ন হাজার -সুখ সাগরে ভাসায়!
দুষ্টু প্রলাপ-৫
ঘুমে তুমি জেগে আমি-দুষ্টু কাব্য রচি
ডাকছি শুনো বুঝো নাকো-আহা খোকা কচি!
আরে শুনো ভাবছো কি যে- মশারি নাও হাতে
মশা কামড়ায় জ্বালা দেহে-ছন্দ হারায় তাতে
আবোল তাবোল ভাবছ বুঝি?-লজ্জাতে যাই মরি!
যাও না বাপু ঘুমাও এবার- ভাসাই কাব্যের তরী।
১৭ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৪৮
কাজী ফাতেমা ছবি বলেছেন:
এই যে নেও- এখন মার্কেট যাচ্ছি এসে কথা হবে নে
২| ১৭ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৪৪
শাহরিয়ার কবীর বলেছেন:
১৭ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:০০
কাজী ফাতেমা ছবি বলেছেন: াহাহহাহাহ সুন্দর প্রতিক্রিয়া আপনের জন্য
৩| ১৭ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৪৪
ধ্রুবক আলো বলেছেন: অতঃপর হৃদয় ভাই এই গরমেও চা!!
১৮ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:৩৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: চা না খেলে ঘুম ধরে - গরমেও চা শীতেও চা
আর আমরা সিলটিরা চা ভালবাসি
৪| ১৭ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৪৭
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর দুস্টু প্রলাপ বেশ ভালো লাগলো
১৮ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:৩৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
ভাল থাকুন
৫| ১৭ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৪৮
অতঃপর হৃদয় বলেছেন: ধ্রুবক আলো@ আপনি চা বানাতে পারেন না আপনি চা বানালে লবন বেশি হয় আবার কখনো দুধ বেশি হয় আবার কখনো কখনো পাতি বেশি হয়। আমি আপনার চা খাবো না, হুম!!!
ছবি আপু যা চা বানায় একবার খেয়ে দেখবেন জীবনে ভুলবেন না।
আমিও কিন্তু কম না, আমিও খুব ভালো চা বানাই। একদিন বানায় খাওয়াবোনি। না না ভাই ছি ছি আমি দাম চাইবো না।
১৮ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:৪০
কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই চা বানাই মাশাআল্লাহ তবে এখন মেয়েটা চা বানায় খাওয়ায় অনেকদিন নিজের হাতে বানিয়ে খাইনি
তুমি আসলে বানিয়ে খাওয়াবো নে
থ্যাঙকস
৬| ১৭ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৫৪
মোস্তফা সোহেল বলেছেন: দুষ্টু প্রলাম খুব মিষ্টি। অন্তমিল গুলোও খুব ভাল। পরবর্তী দুষ্টু প্রলাপের আশায় রইলাম ফাতেমা আপু।
১৮ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:৫১
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ মোস্তফা সোহেল ভাইয়া
ইনশাআল্লাহ আরো পাবেন আগামীতে
ভাল থাকুন সুস্থ থাকুন শুভেচ্ছা
৭| ১৭ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৫৮
অতঃপর হৃদয় বলেছেন: দুষ্টু প্রলাপ-১ পড়ে আমার প্রতিক্রিয়াঃ "আমি আপুর ভাই হবো, আমায় খাওয়াবে খই"
দুষ্টু প্রলাপ-২ পড়ে আমার প্রতিক্রিয়াঃ "কমু নাহ"
দুষ্টু প্রলাপ-৩ পড়ে আমার প্রতিক্রিয়াঃ 'ভুলে গেলাম, কি জানি বলতে চাইছিলাম"
দুষ্টু প্রলাপ-৪ পড়ে আমার প্রতিক্রিয়াঃ 'অনেক দিন থেকে ভালো ঘুম হচ্ছে না, কিচ্ছু স্বপ্নে দেখিনা'
দুষ্টু প্রলাপ-৫ পড়ে আমার প্রতক্রিয়াঃ "সব গুলিয়ে যাচ্ছে"
১৮ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:১০
কাজী ফাতেমা ছবি বলেছেন: খই না শুধু সাথে আইসক্রিমও খাওয়াবো হাহাহাহ
২- কেনো কবা না কও দেহি
৩। মনে করে কও আবার
৪। স্বপ্ন আসুক দুচোখ ভরে
৫। ধুরু যা এসব কি কও পিচ্ছি মানুষ গুলাবে ক্যান
অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য
৮| ১৭ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:১৭
দেশ প্রেমিক বাঙালী বলেছেন:
যা হবে তা যাবে দেখা-প্রেমে কি ডরে বীর
চক্ষু মোদে দেখো মনে- স্বপ্ন'রা বাড়ায় ভিড়!------------ সুন্দর ছন্দ। তয় আপা আপনি নাহয় বীর হয়ে যান। হা হা হা .......।
চমৎকার লেগেছে। ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।
১৮ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:২২
কাজী ফাতেমা ছবি বলেছেন: বীর হতে পারি নাই
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া
ভাল থাকুন অনেক অনেক
৯| ১৭ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৪৮
হাসান জাকির ৭১৭১ বলেছেন: দারুন সব মিষ্টি প্রলাপ, নামটা কেন দুষ্টু?
ভাল লাগল আপা............
১৮ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:৩৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: দুষ্টু দুষ্টু ভাব দুষ্টুমির অভাব
সামনে আরো আসছে যাতে শুধু দুষ্টুমি ভরা তাই হাহাহাহাহ
ধন্যবাদ ভাইয়া
১০| ১৭ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৫৭
জুন বলেছেন: ভালোলাগলো দুষ্টু মিষ্টি রোমান্টিক সব কবিতা কাজী ফাতেমা ছবি
+
১৮ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:৩৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপি
ভাল থাকুন সুস্থ থাকুন সাথেই থাকুন
১১| ১৭ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:১৭
বিলিয়ার রহমান বলেছেন: কোথায় তুমি আছো চুপে-মন বাড়িয়ে ডাকি
তুমি হবে প্রজাপতি-নাকি সুরের পাখি?
সুন্দর লিখেছেন আপি!
প্লাস!
১৮ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:৪০
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য
ভাল থাকুন অনেক
১২| ১৭ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:১১
সেলিম আনোয়ার বলেছেন: যদি আমি আবির বলে-ডেকে তারে কই
আবির তুমি সখা হবে -আমি তোমার সই?
এ দুই লাইন বেশি দুষ্ট হয়েছে।
১৮ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:৪১
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আনোয়ার ভাই। অনেকদিন পর আমার পোস্টে আপনাকে পেয়ে ভাল লাগছে
ভাল থাকুন সাথেই থাকুন
১৩| ১৭ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:১৪
ডঃ এম এ আলী বলেছেন: দারুন সব দুষ্ট প্ললাপ তবে পাঠে খুবই মিষ্ট লাগল ।
শুভেচ্ছা রইল ।
১৮ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:০৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্যে আমি ধন্য
ধন্যবাদ জানাই কবি আপনাকে। কেমন আছেন আপনি?
ভাল থাকুন সুন্দর থাকুন সবাইকে নিয়ে
১৪| ১৭ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:২২
সিফটিপিন বলেছেন: উনি যে ঘুরতিয়াছে ঘুরতিয়াছে, মাথা ঘুইরা পইরা যাবে তো
১৮ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:১৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: এটাই জীবনের ব্যালেন্স হাহাহা পড়ে গেলে হবে না মেয়েদের
ঘুরতেই থাকুক ঘুরতেই থাকুক কিন্তু পড়বে না
পড়লে পড়বে একজনের মাথায় গিয়া
থ্যাংকস
১৫| ১৭ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৩৪
সুমন কর বলেছেন: দুষ্টু প্রলাপ, মিষ্টি হয়েছে।
১৮ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:১৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: অসংখ্য ধন্যবাদ সুমন দা
ভাল থাকুন শুভেচ্ছা সতত
১৬| ১৭ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৪২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আমার মিষ্টি প্রলাপ মনে হলো আপু। ভালো লাগা রইল সবগুলিতে।
আবির নামেই ডাকেন তারে
অহর্নিশি মন সাগরে লাগুক প্রেমের ঢেউ।
যখন খুশি তখন তারে
ডাকতে থাকুন মিষ্টি করে ঠেকাবে না কেউ।
১৮ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:২৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: াহাহাহ দুষ্টু মিষ্টি যাই হোক প্রলাপ তো দুষ্টু দুষ্টুমিতেই ভরা
অনেক ধন্যবাদ ভাইয়া
১৭| ১৭ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:১১
চাঁদগাজী বলেছেন:
ব্লগারদের ঘুম কেড়ে নেবার ষড়যন্ত্র?
১৮ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:২৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: আয় হায় বলেন কি ভাইয়া কি সর্বনাশ-এটা হতে দেয়া যাবে না আর
ঘুমের বড়ি দিয়ে দিবো ইনশাআল্লাহ
অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য ।
১৮| ১৭ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:২২
জুন বলেছেন: কাজী ফাতেমা ছবি শুভেচ্ছা জানবেন।
পুরাই আপনার পোষ্ট বহির্ভুত এক অপ্রাসংগিক সাহায্যের আবেদন
আমি আপনার পোষ্ট থেকে ইমগুর সম্পর্কে জানতে পারি এবং তার ব্যবহার করি । কিন্ত সমস্যা হলো প্রায় আমার পোষ্ট থেকে আপলোড করা ছবিগুলো হারিয়ে যাচ্ছে । এর সমাধান কি করে করবো বলুন তো ? আমি ইমগুর থেকে ছবি এনে পোষ্টে দিয়ে তারপর সেগুলোকে ইমগুরেই এলবামে সেভ করি । আমি কি আগেই এলবামে সেভ করে রাখবো নাকি বুঝতে পারছি না। সম্ভব হলে জানাবেন । নইলে সেই আগের ছোট ছোট ছবিতেই ফিরে যেতে হবে
ডঃ এম আলী ও আপনাকে এব্যাপারে বিশেষজ্ঞ মেনে আপনার কাছে এব্যপারে সাহায্য চাইতে অনুরোধ করলো
শুভেচ্ছান্তে.....
১৮ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৪১
কাজী ফাতেমা ছবি বলেছেন: আপি আমিও দেখেছি ফেসবুকের ছবির লিংক দিলে ছবিগুলো হারিয়ে যায়। তাই আমি ইমগোর থেকেই লিংক নিয়ে আসি। আগেই এলবামে সেইভ করবেন তারপর ডাইরেক্ট লিংক এনে ব্যস হয়ে যাবে। না আর ছোট ছবিতে ফিরে যেতে হবে না ইনশাআল্লাহ।
অনেক ধন্যবাদ আপি ভাল থাকুন অনেক অনেক। কোনো অসুবিধা হলে জানাবেন
১৯| ১৮ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:২০
মাহমুদুর রহমান সুজন বলেছেন: বইনগো পরে আসাছি বলে চা / কপি কিছুই পাবনা না কি?
মিষ্ট বোনের দুষ্ট প্রলাপ যব্বর হইছে।
১৮ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:২৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: পাবেন না কে কইছে এই যে লন চা খান
২০| ১৮ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:৩৭
নাগরিক কবি বলেছেন:
১৮ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:২৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: হাস কা হাহাহাহা হাসি পাচ্ছে আমারও এখন
২১| ১৮ ই এপ্রিল, ২০১৭ ভোর ৬:৫৬
সাদা মনের মানুষ বলেছেন: আমার মনে হচ্ছে এ যাবৎকালের আপনার সব লেকার সেরা লেখা এই পোষ্ট......ভালোলাগা অফুরন্ত
১৮ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:২৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া
খুব ভাল লাগল অনেক অনুপ্রেরণা হয় এমন সুন্দর মন্তব্য
২২| ১৮ ই এপ্রিল, ২০১৭ সকাল ৭:০৫
সাদা মনের মানুষ বলেছেন:
১৮ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:২১
কাজী ফাতেমা ছবি বলেছেন: আহা এই মুহুর্তে এটারই বেশী প্রয়োজন দেখছি হাহাহাহ থ্যাংকু
২৩| ১৮ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:১৯
ডঃ এম এ আলী বলেছেন: উপরেরটার মত এমন কনটিনিউয়াস চা আমার দরকার ছিল কারণ সারা দিনে কম করে হলেও ২২ কাপ লাল চা পান করি ।
ধন্যবাদ জুন আপুকে সমাধান দেয়ার জন্য ।
শুভেচ্ছা রইল
১৮ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৪৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: এত চা ওরের বাপস আমি তো দুধ চা খাই দিনে দুই কি তিন কাপ
আবার আসার জন্য ধন্যবাদ
২৪| ১৮ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:৩৪
কাশফুল মন (আহমদ) বলেছেন: আপনি এতো দুষ্ঠু কেন!!!
১৯ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৩৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: দুষ্টামি ভাল্লাগে যে হাহাহাহাহ থ্যাংকস
২৫| ২৫ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৫৭
রায়হানুল এফ রাজ বলেছেন: আপু দুষ্টুমি করবো আমরা ছোটরা। আপনি কেন?
দুষ্টু প্রলাপ অনেক ভালো লেগেছে।
আমিও চা খাবো।
২৫ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:১৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: কেনোই বা করতে পারব না। বুড়োদের কি মন নেই -এখন কানতাম ইচ্ছা লাগতাছে ই ই ই
মন তো আর বুড়া হয় নাই ভাইয়া
হাহাহাহাহাহ
আচ্ছা চা বানায় নেই আগে
২৬| ২৫ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৪৮
রায়হানুল এফ রাজ বলেছেন: আচ্ছা। মনটা রঙিন থাকলেই জীবন রঙিন থাকবে, বয়স কোন ব্যাপার না।
ভালো থাকবেন।
২৫ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:১৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: এইতো ভাল বাচ্চা হাহাহা
থ্যাংকস এ লট
আপনিও ভাল থাকবেন অনেক অনেক
©somewhere in net ltd.
১| ১৭ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৪২
অতঃপর হৃদয় বলেছেন: ফাস্ট হইছি, চা দেন।