নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

বৃষ্টিমূখর রাত্রিবেলা-খেলছি শুয়ে ছন্দখেলা

২২ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৪৬



©কাজী ফাতেমা ছবি

আকাশ ভেঙ্গে নামল বৃষ্টি
এই বৈশাখের সন্ধ্যা বেলায়
অঝোর বৃষ্টি ঝুপুর ঝাপুর
পাতার সাথে মাতল খেলায়!

গুড়ুম গুড়ুম ডাকছে আকাশ
বজ্রপাতের বিজলি চমকায়
বৃষ্টির ফাঁকে আকাশ রাজা
ভয় দেখাতে জোরে ধমকায়!

বৃষ্টি পড়ছে ঝুমঝুমাঝুম
তালে তালে গাছের ডালে
হাত বাড়িয়ে বৃষ্টি এনে
ছোঁয়া লাগাই দু'টো গালে।

বৃষ্টির সুরে যাই ভেসে যাই
সুখের খেয়ায় অথৈ জলে
ছপছপাছপ নগ্ন পায়ে
কাঁদামাখা জলের তলে!

বারান্দাতে বৃষ্টির ছিটা
শিহরণে দেহে কাঁপন
ও বৃষ্টি'রা নে-না কাছে
এবেলায় কর্ না আপন!

ঐ যে মাঠে খেলছে ফুটবল
বন্ধু'রা সব জলে ভিজে
আমারও তো খেলতে মন চায়
দৌঁড়ে যেতে ইচ্ছে কি-যে!

আঁধার ভেঙ্গে পড়ছে বৃষ্টি
নিয়ন আলো ছুঁয়ে ছুঁয়ে
ধূলো বালি মলিনতা
বৃষ্টির জলে গেলো ধুঁয়ে!

হলুদ আলোয় যাচ্ছে দেখা
বৃষ্টি'রা যে নাচ্ছে ঘাসে
বৃষ্টিরাণী নুপূর পায়ে
দাঁড়ায় এসে আমার পাশে!

ভাল লাগায় গেলো ভরে
এমন একটি বৃষ্টির রাতি
বৃষ্টি নিয়ে ছন্দ ছড়ায়
শব্দে শব্দে তাইতো মাতি।

মন্তব্য ৫০ টি রেটিং +১১/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৫২

শাহরিয়ার কবীর বলেছেন: গুড়ুম গুড়ুম ডাকছে আকাশ
বজ্রপাতের বিজলি চমকায়



B-) =p~ :)

২৩ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:৩৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: হ ডরই লাগে -এমন আকাশ বিজলাইলে

ধন্যবাদ ভাইয়া ভাল থাকুন শুভেচ্ছা সতত :)

২| ২২ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৫৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: চাকুরী সংসার স্কুল বাচ্চা সব মিলিয়ে সময় আমাকে চিবিয়ে খায়। অনেকের পোস্টে তাই মন্তব্য করতে পারি না সরি। নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্যও সরি।

এবার ক'দিন লাগবে?

২৩ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:৪০

কাজী ফাতেমা ছবি বলেছেন: বেশী না মাত্র আট ঘন্টা বদের হাঁড়ি হাহাহাহাহা

৩| ২২ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:২০

অবনি মণি বলেছেন: বৃষ্টি পড়ছে ঝুমঝুমাঝুম
তালে তালে গাছের ডালে
হাত বাড়িয়ে বৃষ্টি এনে
ছোঁয়া লাগাই দু'টো গালে

খুব করি !!

২৩ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: হ আপি-বৃষ্টি নাগাল না পাইলেও হাত বাড়াইয়া দেই একটু ছিটা লাগলেই মুখ ধুয়ে ফেলি আহা কি শান্তি আল্লাহ তাআলার রহমত

ধন্যবাদ আপি :)

৪| ২২ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:২৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দর বৃষ্টির ছড়া। ভালো লাগলো আপু।



এই বৃষ্টির রিনিঝিনি ছন্দে
আজ মন নাচে আনন্দে।।
এই আনন্দ হাসি ভরা
গান আর উল্লাসে
তোমার ছোঁয়া আছে মিশে।।

আমার নিজের লেখা ও সুরে,
নিজের খালি গলায় গাওয়া এই বৃষ্টির রিনিঝিনি ছন্দে গানটি দিয়ে গেলাম আপু। বৃষ্টির রিনিঝিনি ছন্দ আমারও খুবই প্রিয়।
শুভকামনা রইল আপু

২৩ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:০০

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর ভাইয়া আবার শুনলাম

এবং মন্তব্য করে আসছি
ভাল থাকো সব সময়

৫| ২২ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৩১

অতঃপর হৃদয় বলেছেন: অসাধারণ

২৩ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:০৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকস এ লট ভাইয়া :)

৬| ২২ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৩৩

শাহরিয়ার কবীর বলেছেন:
বৃষ্টি নিয়ে অসাধারণ লেখা B-)

২৩ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ কবীর ভাইয়া :)

৭| ২২ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৪৪

থিওরি বলেছেন: বৃষ্টিটা আর পনের দিন পরে হলে ভালো হত!

২৩ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ তাআলার ইচ্ছে আসলে তিনি যা করেন ভালর জন্যই করেন

ধন্যবাদ আপনাকে মন্তব্য ও পাঠের জন্য :)

৮| ২৩ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:৪৬

রায়হানুল এফ রাজ বলেছেন: অনেক ভালো লাগলো। বর্ষার বৃষ্টিস্নাত শুভেচ্ছা।

২৩ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনাকেও বৃষ্টি ভেজা সকালের শুভেচ্ছা ভাল থাকুন অনেক অনেক
ধন্যবাদ রাজ ভাইয়া :)

৯| ২৩ শে এপ্রিল, ২০১৭ রাত ১:৩২

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা +


তবে একটা কষ্ট বৃষ্টি হলে ঢাকা শহরে চলা যায়না। রাস্তায় হাটু কিংবা কোমর জল থাকে।

২৩ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: হ্যাঁ এইটা বিরাট সমস্যা -চলাচলের অনুপযোগী হয়ে পড়ে ঢাকা শহর।

ধন্যবাদ ভাইয়া :)

১০| ২৩ শে এপ্রিল, ২০১৭ সকাল ৭:৫২

বিদ্যুৎ বলেছেন:



আহ!

এত ভাল কবিতা হয় কি ভাবে
আমার জানতে খুব ইচ্ছে করে।
স্বপ্নে থাকি স্বপ্নেই করি বসবাস
তোমার কবিতা পাঠ মোর সাধ।
আরও ভাল কবিতা হবে মেডাম।
তাই ভাল লাগা জানিয়ে গেলাম।

২৩ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: াহাহাহাহ খুব সুন্দর অনেক ভাল লাগল মন্তব্য কবিতা

ভাল থাকুন ভাইয়া সাথেই থাকুন
শুভেচ্ছা সতত :)

১১| ২৩ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:৩৮

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: বৃষ্টি নিয়ে মিষ্টি লেখা। বেশ ভালো।

২৩ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসংখ্য ধন্যবাদ শামীম ভাইয়া :)

১২| ২৩ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:৩৯

সিনবাদ জাহাজি বলেছেন: বৈশাখের বৃষ্টি মন্দ লাগছেনা অবশ্য।
কবিতায় +++

২৩ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৩২

কাজী ফাতেমা ছবি বলেছেন: কথা ঠিক-ঘুমানোর সময় আহা কি অঝোর বৃষ্টি জানালা ফাঁক করে বৃষ্টির শব্দে আমরা মা ছেলে ঘুমাইছি আলহামদুলিল্লাহ

ধন্যবাদ ভাইয়া :)

১৩| ২৩ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:৪৪

মোস্তফা সোহেল বলেছেন: বৃষ্টি নিয়ে মিষ্টি কবিতায়
ভরল আমার মন।
বৃষ্টি দিনে ভাল কাটুক
তোমার সারাক্ষন।

২৩ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৩২

কাজী ফাতেমা ছবি বলেছেন: আহা কি মিষ্টি ছড়া আঁকলেন সোহেল ভাইয়া
খুব সুন্দর মন ভরে গেলো

জাজাকাল্লাহ খাইরান :)

১৪| ২৩ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:২০

সামিউল ইসলাম বাবু বলেছেন: চমৎকার

২৩ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবা সামি ভাইয়া
ভাল থাকুন অনেক অনেক

১৫| ২৩ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৩৪

কানিজ ফাতেমা বলেছেন: বৃষ্টির মিষ্টি ছল্দ ভাল লাগলো ।

শুভ কামনা রইল ।

২৩ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৩৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ মিতা পি
ভাল থাকুন অনেক অনেক
শুভেচ্ছা আর ভালবাসা অনেক অনেক :)

১৬| ২৩ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৩৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: মজার একটি বৃষ্টির মিষ্টি ছান্দিক কবিতা। ভাল লাগা অফুরন্ত। ভাল থাকবেন সবসময়।

২৩ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৪০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমিন। জাজাকাল্লাহ খাইরান ভাইয়া

আপনিও ভাল থাকুন সর্বদা। সুন্দর থাকুন এই কামনা

শুভেচ্চা সতত :)

১৭| ২৩ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:০৭

এস এম রিয়াদ হোসেন বলেছেন: আমরা আপনার মতো একজন কবি পেয়ে ধন্য।

২৩ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: কবি কথাটা শুনলেই আসলেই লজ্জ্বা লাগে। কবির ধারে কাছেও আমি নেই ভাইয়া

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে
ভাল থাকুন সুন্দর থাকুন সর্বদা
শুভেচ্ছা অনেক অনেক

১৮| ২৩ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:১২

দৃষ্টিসীমানা বলেছেন: ভাল লাগল :)

২৩ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসংখ্য ধন্যবাদ দৃষ্টি ভাইয়া
ভাল থাকুন :)

১৯| ২৩ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:১৩

বিলিয়ার রহমান বলেছেন: ভালো হয়েছে আপি! :)

২৩ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ বিলি ভাইয়া :)

২০| ২৩ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৩৫

খায়রুল আহসান বলেছেন: ভাল লাগায় গেলো ভরে
এমন একটি বৃষ্টির রাতি
বৃষ্টি নিয়ে ছন্দ ছড়ায়
শব্দে শব্দে তাইতো মাতি
- কবিতা পড়ে বুঝা গেল বৃষ্টির আনন্দে আপনি কতটা মেতেছিলেন।

২৩ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই বৃষ্টি আমার খুবই ভাল লাগে। কষ্ট হলেও ভাল লাগে। তবে ঠাটা ডরাই :(

জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভাল থাকুন সুস্থ থাকুন

২১| ২৩ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬

নীলপরি বলেছেন: খুব ভালো লাগলো ।

২৪ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:২৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ নীলপরি পু

ভাল থাকুন সাথেই থাকুন
ভালবাসার রইল

২২| ২৩ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:১৫

জেন রসি বলেছেন: বৃষ্টি ঠিক আছে। তবে সাথে বজ্রপাত হলে আর রোম্যান্টিক ভাবটা থাকেনা।( ঘরের বাইরে থাকলে) :P

২৪ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাইয়া একদম ঠিক-ঝুম বৃষ্টির সময় চাই দরজা জানালা খুলে রেখে বৃষ্টি দেখি শব্দ শুনি-কিন্তু যেই দেখি বিজলী ওরে বাপস তাড়াতাড়ি দরজা বন্ধ করে কানে হাত আর টমজেরী আমারে জড়াইয়া হাহাহাহা

২৩| ২৩ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:২৭

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।

কিন্তু বৃষ্টির সময় যে বাইরে থাকে, তার কষ্ট ভিন্ন। :(

২৪ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:০৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: হ্যা ভাইয়া কথা ঠিক-বাচ্চাদের জন্য চিন্তা পরীক্ষা চলছে আসা যাওয়ায় কষ্ট বৈকি

ধন্যবাদ আপনাকে :)

২৪| ২৩ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:২৯

ডঃ এম এ আলী বলেছেন:



সুন্দর হয়েছে কবিতা ।
বৃষ্টি পড়া দেখে ভাল লাগছে
তবে এক ফুটা মাথায় পড়লে
নাক দিয়ে পানি আমার ঝড়ে
এর থেকেও অনেক বেশী ।
শুভেচ্ছা রইল

২৪ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:৫৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: াহাহাহাহা বৃষ্টি ডরান তাইলে

কিন্তু আমি প্রচুর ভিজতে পারি

এখন পারব কি না জানি না কারণ বয়স হইছে তো

অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে

২৫| ২৩ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৪০

উম্মে সায়মা বলেছেন: আপুর যে বৃষ্টির প্রতি কতটা অবসেশান তা কবিতা পড়লেই বোঝা যায়। খুব সুন্দর হয়েছে।

২৪ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:১১

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহা একদম ঠিক আপি

অনেক ধন্যবাদ আপনাকে ভাল থাকুন অনেক
ভালবাসা রইল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.