নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

সুখ আসবেই..............

০২ রা মে, ২০১৭ রাত ১০:০৪


সময়ের সাথে সাথে উড়ে যাচ্ছে কার্পাস হয়ে
জমানো স্বপ্ন যত
অন্তরে নেই আর হরিৎ প্রান্তর
বরফ শীতে জমাট বেঁধেছে ক্ষত।

কঠিন সময় আর ক্ষত একাকার হয়ে
জীবন হয়েছে লীন
অজান্তেই যেনো
দেহের ভিতর প্রাণহীন হই প্রতিদিন।

আশায় বাসা বেঁধে
সময় হল কত নষ্ট
আলো এসে নাড়েনি কড়া
জমা হয়েছে বুকে চাপা কষ্ট।

মরচে পরে গেছে
বিশ্বাসের মেরুদন্ডে
হিসাবের খাতায় জমা রাখলাম
উন্মুক্ত করব একদিন বিচারের মানদন্ডে।

আশায় বুক বেঁধে রই
সুখ এসে ঠেকবে পায়ে
সব জ্বালা যন্ত্রনা দুঃখ কষ্টগুলো
রেখে দিলাম নিভৃত সঞ্চয়ে।
(December 25, 2012)

(অট: এই লেখাটি ২০১২ সালের । তখন সবেমাত্র লেখায় হাতেকড়ি। একটু একটু লিখতে শুরু করেছি। আজ হঠাৎ নজরে পড়লো। সার্চ দিয়ে দেখি এলাহি কান্ড ২০১৬ তেও কপি হয়েছে ... সে সময় থেকে আজ পর্যন্ত কপি হচ্ছে তো হচ্ছেই । এখন এখানে পোস্ট করলাম দেখা যাক আর কত লেখক হতে পারে এই লেখার হাহাহাহা। কি মনে করে লিখেছিলাম ঘটনাটা্ও মনে নেই আজ। যাই হোক এসব অনেক আগের লেখা এখানে তাল মাত্রা লয় কিচুই ঠিক নাই। আর এসবের ধার ধারি না এখন ইচ্ছে মতন লিখি। নাইবা হলাম কবি লেখক। আমি ঠিক আমার মতনই লিখে যাবো ইনশাআল্লাহ। লেখা আমার মনের খোরাক ভাল থাকার উপায়। চুরের ঘরে চোর নে চানাচুর খা পেট ভইরা)

মন্তব্য ৫৯ টি রেটিং +৯/-০

মন্তব্য (৫৯) মন্তব্য লিখুন

১| ০২ রা মে, ২০১৭ রাত ১০:৩৫

অপ্‌সরা বলেছেন: হাহা তার মানে চোররা তাদের পুরান হ্যাবিট বজায় রেখেছে!

০৩ রা মে, ২০১৭ সকাল ১০:২১

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইয়েস তাই মনে হয়। আপুনি আঁকা আঁকির খবর কি। আপাতত কি নিয়ে বিজি আছো?

২| ০২ রা মে, ২০১৭ রাত ১০:৪২

সেলিম আনোয়ার বলেছেন: সুখ আসবেই তো আসুক । সুন্দর +

০৩ রা মে, ২০১৭ সকাল ১০:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সেলিম ভাইয়া
ভাল থাকুন :)

৩| ০২ রা মে, ২০১৭ রাত ১০:৪২

ওমেরা বলেছেন: লিখা চুরি করুক আপু আপনার মেধা তো আর চুরি করতে পারবে না ।

০৩ রা মে, ২০১৭ সকাল ১০:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি একদম ঠিক ব লেছেন। মন্তব্যে অনুপ্রেরণা পেলাম
ভাল থাকুন হরদম

শুভেচ্ছা সতত

৪| ০২ রা মে, ২০১৭ রাত ১০:৫২

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা +++ খুব ভালো লাগলো

০৩ রা মে, ২০১৭ সকাল ১০:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আলো ভাইয়া
ভাল থাকুন অনেক অনেক

৫| ০২ রা মে, ২০১৭ রাত ১০:৫৩

ধ্রুবক আলো বলেছেন: কথা এটাই সত্য লেখা চুরি করতে পারলেও জ্ঞান কখনই চুরি করতে পারবে না।

০৩ রা মে, ২০১৭ সকাল ১০:৫১

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্যে অনেক অনুপ্রেরণা পাই জাজাকাল্লাহ ভাইয়া :)

৬| ০২ রা মে, ২০১৭ রাত ১০:৫৮

সুমন কর বলেছেন: লেখা আমার মনের খোরাক ভাল থাকার উপায়। -- আরে লিখতে থাকুন। নিজের জন্য, আমাদের জন্য।............আর

চোরদের জন্য। -- যারা মানুষ নয়, পশু।

ভালো হয়েছে।

০৩ রা মে, ২০১৭ সকাল ১০:৫৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি দাদা ইনশাআল্লাহ লিখবোই এদের ভয়ে তো আর লেখা বন্ধ করা যায় না

ধন্যবাদ আপনাকে অনুপ্রেরণার জন্য
ভাল থাকুন সবাইকে নিয়ে :)

৭| ০২ রা মে, ২০১৭ রাত ১১:০১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আশায় বাসা বেঁধে
সময় হল কত নষ্ট
আলো এসে নাড়েনি কড়া
জমা হয়েছে বুকে চাপা কষ্ট।

প্রতিটি স্তবকই অনন্য তবে এই স্তবকে এসে দাঁড়ালাম। অনেক সুন্দর হয়েছে। আর সুন্দর বলেই চুরি যায়। তাতে কি! লিখার পাঠক পর্যন্ত যাওয়া হলেই হলো। সে ধুলি মাখা কোন এক কাগজের টুকরোতে হলেও হলো।

০৩ রা মে, ২০১৭ সকাল ১১:০১

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া আপনাদের মতামতেই লিখতে সাহস পাই। জি ভাইয়া ওদের ভয়ে লেখা থামানো যাবে না

শুভেচ্ছা সতত ভাল থাকুন অনেক অনেক :)

৮| ০২ রা মে, ২০১৭ রাত ১১:০১

শাহরিয়ার কবীর বলেছেন:
সুন্দর হয়েছে+

০৩ রা মে, ২০১৭ সকাল ১১:০৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ কবির ভাইয়া ভাল থাকুন অনেক অনেক :)

৯| ০২ রা মে, ২০১৭ রাত ১১:২৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:


অনেক সুন্দর আবেগ মিশানো কষ্টের দীর্ঘশ্বাস কবিতায়। আমার ভালো লাগলো। মনের গহীন থেকে বেরিয়ে আশা দীর্ঘশ্বাস। অসাধারণ অসন্তুষ্টি প্রকাশ।

"এখানে তাল মাত্রা লয় কিচুই ঠিক নাই। আর এসবের ধার ধারি না এখন ইচ্ছে মতন লিখি। নাইবা হলাম কবি লেখক। আমি ঠিক আমার মতনই লিখে যাবো ইনশাআল্লাহ। লেখা আমার মনের খোরাক ভাল থাকার উপায়।" - সর্বোত্তম চিন্তা, একমত আমি সবসময়।

শুভকামনা রইল আপুর জন্য।

০৩ রা মে, ২০১৭ সকাল ১১:২১

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া । একমত হওয়ার জন্যও ভাল লাগল
ভালথাকুন সবাইকে নিয়ে :)

১০| ০৩ রা মে, ২০১৭ রাত ১২:০১

রাফিন জয় বলেছেন: চমৎকার ছিল!

০৩ রা মে, ২০১৭ সকাল ১১:৪০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ রাফিন ভাইয়া :)

১১| ০৩ রা মে, ২০১৭ রাত ১২:১৫

শাহ্জাদা আল- হাবীব বলেছেন: দারুণ!

০৩ রা মে, ২০১৭ সকাল ১১:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ হাবীব ভাইয়া

ভাল থাকুন অনেক অনেক

১২| ০৩ রা মে, ২০১৭ রাত ৩:৫৭

ডঃ এম এ আলী বলেছেন:


দারুন লিখেছেন
মরচে পরে গেছে
বিশ্বাসের মেরুদন্ডে
হিসাবের খাতায় জমা রাখলাম
উন্মুক্ত করব একদিন বিচারের মানদন্ডে।

বুঝবে চোরেরা এবার!!!
কতধানে কত চাল ।

০৩ রা মে, ২০১৭ দুপুর ১২:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: াহাহাহা বুঝবে এবার চোর কত চালে কত ধান হাহা

অনেক ধন্যবাদ আলী ভাইয়া :)

১৩| ০৩ রা মে, ২০১৭ সকাল ১০:০৪

মোস্তফা সোহেল বলেছেন: আশায় বাসা বেঁধে
সময় হল কত নষ্ট
আলো এসে নাড়েনি কড়া
জমা হয়েছে বুকে চাপা কষ্ট।
খুব সুন্দর বলেছেন। চোরের উপর লেখা বাদ দিয়ে লাভ নেই আপু। লিখে যান চোরেরা একদিন ধ্বংস হবে ইনশাআল্লাহ।

০৩ রা মে, ২০১৭ দুপুর ১২:২৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাইয়া
ভাল থাকুন সাথেই থাকুন

সুন্দর অনুপ্রেরণার জন্য আবারো ধন্যবাদ

১৪| ০৩ রা মে, ২০১৭ বিকাল ৩:২২

বিএম বরকতউল্লাহ বলেছেন: "কঠিন সময় আর ক্ষত একাকার হয়ে
জীবন হয়েছে লীন
অজান্তেই যেনো
দেহের ভিতর প্রাণহীন হই প্রতিদিন।"

আগে কেনো তুমি আদেশ করোনি
পড়িনি তোমার পদ্য
সত্যি তুমি ভালো লিখো
বুঝেছি পড়ে সদ্য।

শুভেচ্ছা।

০৩ রা মে, ২০১৭ বিকাল ৩:২৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: াহাহাহা ভাইয়া আমি আমার পোস্ট করার আহবান জানাইনি

সবার পোস্টই পড়বেন তবেই না সবাই আপনার পোস্ট মূল্যায়ন করবে

ধন্যবাদ আসার জন্য

১৫| ০৩ রা মে, ২০১৭ বিকাল ৩:২৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনারার লাখান আমি লেখতাম পারতাম নায়। আমার আগর লেখা পড়লে আমার গতরো হিরানি মারি উঠে। :((

০৩ রা মে, ২০১৭ বিকাল ৩:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: াহাহাহাহ আগের লেখা দেখাইন না ক্যারে । আমরা দেখি লাই একটা লেখা দেইন যে

১৬| ০৩ রা মে, ২০১৭ বিকাল ৩:৩৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: তওবা তওবা, এত বড় সাহসে আমি অন্তত করতে পারব না। :D

০৩ রা মে, ২০১৭ বিকাল ৩:৪৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: ক্যারে হুরুকালের লেখা খুব মজার হয়
না বুঝে কল্পলোকে যাইয়া লেখা হাহাহাহা

১৭| ০৩ রা মে, ২০১৭ বিকাল ৩:৪৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: না গো আপা, আমার লেখা এত মারাত্ম হয়েছে যে, আমি মাথা নষ্টের মন্ত্র নাম দিয়েছি।

পড়ে আমার মাথা ইংলায় :((

০৩ রা মে, ২০১৭ বিকাল ৪:০২

কাজী ফাতেমা ছবি বলেছেন: াহাহাহাহ আমার মাথাও দেখি ইংলায় এখন হাহাহাহা

১৮| ০৩ রা মে, ২০১৭ বিকাল ৪:০৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমার আগের কবিতা পড়লে ঝাড়ু হাতে তেড়ে বলবেন, দূর হয়! :P

০৩ রা মে, ২০১৭ বিকাল ৪:২০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমার মনে হয় না
আপনি যে ধারার মানুষ
তাতে বুঝা যায় ভালই লিখেছিলেন

১৯| ০৩ রা মে, ২০১৭ বিকাল ৪:২৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: না গো আপা গো না, আগে আমি কী লিখেছি আমি নিজেই জানি না। গত সপ্তা টাইপিং শুরু করেছি ফেলে রেখেছি। (তবে হ্যাঁ ঠিকঠাক করলে নতুন কিছু আছে তাতে। সমস্যা হলো, আমি লেখাপড়া করি এবং বই পড়তাম না) :((

০৩ রা মে, ২০১৭ বিকাল ৪:৩৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: লেখাপড়া করি কিন্তু বই পড়তাম না এইডার বিশেষত্ত কি বড় ভাই

২০| ০৩ রা মে, ২০১৭ বিকাল ৪:৪০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি আসলে কানা "লেখাপড়া করিনি এবং বইও পড়তাম না " এমন হওয়ার কথা ছিল

০৩ রা মে, ২০১৭ বিকাল ৫:০০

কাজী ফাতেমা ছবি বলেছেন: অহহো তাই তাহলে ঠিকাছে

২১| ০৩ রা মে, ২০১৭ বিকাল ৪:৫২

পান্হপাদপ বলেছেন: "আশায় বুক বেঁধে রই
সুখ এসে ঠেকবে পায়ে "
সেই আশায় থাকলাম......।
ধন্যবাদ আপনাকে ...।

০৩ রা মে, ২০১৭ বিকাল ৫:০১

কাজী ফাতেমা ছবি বলেছেন: েআপনাকেও অসংখ্য ধন্যবাদ সুন্দর মতামতের জন্য
ভাল থাকুন সর্বদা
শুভেচ্ছা সতত

২২| ০৩ রা মে, ২০১৭ সন্ধ্যা ৬:১৪

অতঃপর হৃদয় বলেছেন: সুন্দর হয়েছে, ভালো লাগলো।

০৪ ঠা মে, ২০১৭ সকাল ১১:৫১

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া :)

২৩| ০৩ রা মে, ২০১৭ রাত ৮:১৯

এস,এম,মনিরুজ্জামান মিন্টু বলেছেন: শুধু চোরদের চানাচুর খাওয়ালে চলবে।
আমাদের জন্য কিছুই নাই কি?

০৪ ঠা মে, ২০১৭ সকাল ১১:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: আরে বলেন কি আপনাদের জন্য স্পেশাল চা নাস্তার ব্যবস্থা আছে
একটু অপেক্ষান নিয়া আইতাছি এক্ষণি :)



২৪| ০৩ রা মে, ২০১৭ রাত ৮:৫৭

কবি হাফেজ আহমেদ বলেছেন: আশায় বুক বেঁধে রই
সুখ এসে ঠেকবে পায়ে
সব জ্বালা যন্ত্রনা দুঃখ কষ্টগুলো
রেখে দিলাম নিভৃত সঞ্চয়ে।

দারুন একটি কবিতা। বেশ ভালো লাগলো।

০৪ ঠা মে, ২০১৭ সকাল ১১:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাইয়া ভাল থাকুন অনেক অনেক :)

২৫| ০৩ রা মে, ২০১৭ রাত ৯:৪২

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: অতঃপর পাঁচ বছর পর কবি এখন অনেক পরিণত। এখন কষ্ট ও আশার খবর কি?

০৪ ঠা মে, ২০১৭ দুপুর ১২:০১

কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ রহমতে ওরা ভালই আছে বহাল তবিয়তে হাহাহা

অনেক ধন্যবাদ ফরিদ ভাইয়া :)

২৬| ০৪ ঠা মে, ২০১৭ সকাল ১১:১৪

নাগরিক কবি বলেছেন: এক রাশ ভালবাসা রেখে গ্যালাম কপি পেস্টে বুজি ;)

০৪ ঠা মে, ২০১৭ দুপুর ১২:০১

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহা ভালবাসার গ্রহণ করা হইছো বিনা দ্বিধায়
সাথে ধন্যবাদের বস্তা হাহাহ

২৭| ০৪ ঠা মে, ২০১৭ সকাল ১১:৪৭

শামীম সরদার নিশু বলেছেন: লেখা চালিয়ে যান

০৪ ঠা মে, ২০১৭ দুপুর ১২:০২

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইনশাআল্লাহ চালিয়েযাবো

জাজাকাল্লা খাইরান ভাইয়া
ভাল থাকুন সুন্দর থাকুন

২৮| ০৪ ঠা মে, ২০১৭ বিকাল ৩:৩২

ভণ্ড সাধক বলেছেন: ভালো লিখেন, চালিয়ে যান

০৪ ঠা মে, ২০১৭ বিকাল ৩:৩৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকস এ লট- অনুপ্রেরণামুলক মন্তব্য

ভাল থাকুন সবাইকে নিয়ে
শুভেচ্ছা সতত :)

২৯| ০৫ ই মে, ২০১৭ বিকাল ৩:৪০

সিনবাদ জাহাজি বলেছেন: অজান্তেই যেনো
দেহের ভিতর প্রাণহীন হই প্রতিদিন।

:)

+++

১১ ই মে, ২০১৭ দুপুর ১২:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাইয়া
ভাল থাকুন

৩০| ০৭ ই জুন, ২০১৭ রাত ৯:১২

সাংবাদিক জুলহাস বলেছেন: মরচে পরে গেছে
বিশ্বাসের মেরুদন্ডে
হিসাবের খাতায় জমা রাখলাম
উন্মুক্ত করব একদিন বিচারের মানদন্ডে।

খুব ভাল লাগলো। কবিকে অনেক অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.